বর্তমানে বাংলাদেশে এবং ইন্ডিয়ায় ভিভো ব্র্যান্ডের মোবাইল ফোন গুলো অনেক জনপ্রিয়। অনেকেই তাদের পছন্দের মোবাইল কোম্পানি হিসেবে ভিভো ব্র্যান্ডকে বেছে নিয়েছে। এই লেখাটিতে আলোচনা করা হবে কয়েকটি 10000 টাকার মধ্যে ভিভো মোবাইল ফোন সম্পর্কে।
অনেকেই কম দামের মধ্যে একটি ভালো স্মার্টফোন ক্রয়ের আশা পোষণ করে, কিন্তু সঠিক তথ্য বা স্মার্টফোন সম্পর্কে না জানার ফলে নিজেদের বাজেটের মধ্যে ভালো স্মার্টফোন ক্রয় করতে পারে না। এই লেখাটি সম্পূর্ণ দেখলে আপনারা ভিভো ব্র্যান্ডের কয়েকটি কম দামী স্মার্টফোনের সাথে পরিচিত হবেন।
আশাকরি সেগুলো আপনাদের বাজেটের মধ্যে থাকবে। 10000 টাকার মধ্যে ভিভো মোবাইল ফোন গুলোর দাম এবং সম্পূর্ণ স্পিসিফিকেশন সম্পর্কে এই লেখাটিতে বিস্তারিত আলোচনা করা হবে।
10000 টাকার মধ্যে ভিভো মোবাইল
১০ হাজার টাকার মধ্যে সেরা vivo মোবাইল ফোনগুলো হলো Vivo Y91C 2020, Vivo Y90, Vivo Y81i, Vivo Y71 ও Vivo Y53। বর্তমানে মাত্র ১০ হাজার টাকা বাজেটে Vivo ব্র্যান্ডের এই আকর্ষণীয় স্মার্টফোনগুলো ক্রয় করতে পারবেন।
এই স্মার্টফোনগুলো অল্প দামে বাজারে লঞ্চ হওয়ার পর থেকে ভিভো ব্র্যান্ডের মোবাইল ব্যবহারকারীদের মাঝে অনেক সারা ফেলেছে। চলুন উপরে আলোচিত ভিভো ব্রান্ডের ৫টি স্মার্টফোন সম্পর্কে বিস্তারিত জেনে নেই।
১.Vivo Y91C 2020
Vivo Y91C 2020 স্মার্টফোনটি ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে লঞ্চ হয়। বর্তমানে এই মোবাইল ফোনটির দামমাত্র ৮,৯৯০ টাকা। এই মোবাইল ফোনটির ক্যামেরা প্যানেলে আছে 13 Megapixel ব্যাক ক্যামেরা এবং 5 Megapixel ফ্রন্ট ক্যামেরা। এছাড়া আরো রয়েছে Lithium-polymer 4030 mAh পাওয়ারফুল ব্যাটারি।
এছাড়াও এই মোবাইল ফোনটিতে Android Oreo v8.1 অপারেটিং সিস্টেম, MediaTek Helio P22 চিপসেট, Octa-core, 2.0 GHz প্রসেসর ও PowerVR GE8320 জিপিইউ রয়েছে। ফোনটিতে 2 GB RAM ও 32 GB ROM ব্যবহার করা হয়েছে।
ফোনটির ডিসপ্লে প্যানেলে আছে HD+ 720 x 1520 pixels রেজুলেশন যুক্ত 6.22 inches আইপিএস এলসিডি টাচস্ক্রিন ডিসপ্লে। সব মিলিয়ে মাত্র ৯,০০০ টাকার মধ্যে Vivo Y91C 2020 স্মার্টফোনটি সেরা একটি স্মার্টফোন।
Vivo Y91C 2020 স্পেসিফিকেশনঃ
- Android Oreo v8.1 অপারেটিং সিস্টেম
- PowerVR GE8320 জিপিইউ
- Octa-core, 2.0 GHz প্রসেসর
- MediaTek Helio P22 চিপসেট
- 2 GB RAM ও 32 GB ROM
- 6.22 inches আইপিএস এলসিডি টাচস্ক্রিন ডিসপ্লে
- 5 Megapixel ফ্রন্ট ক্যামেরা
- 13 Megapixel ব্যাক ক্যামেরা
- Lithium-polymer 4030 mAh পাওয়ারফুল ব্যাটারি
আরো জানতে পারেনঃ 15000 টাকার মধ্যে ভিভো মোবাইল।
২.Vivo Y90
ভিভো ব্র্যান্ডের “Vivo Y90” স্মার্টফোনটি ২০১৯ সালের জুলাই মাসে লঞ্চ হয়। এই ফোনটিতে আছে MediaTek Helio A22 চিপসেট, Android Oreo v8.1 অপারেটিং সিস্টেম, Octa-core, 2.0 GHz প্রসেসর, 2 GB RAM ও 32 GB ROM ও PowerVR GE8320 জিপিইউ রয়েছে।
এই মোবাইল ফোনটির ক্যামেরা প্যানেলে আছে 8 Megapixel মেইন ক্যামেরা ও 5 Megapixel ফ্রন্ট ক্যামেরা, যা দ্বারা খুব সুন্দর ছবি উঠানো যাবে। এবং ফোনটির ডিসপ্লে প্যানেলে আছে ৬.২২ ইঞ্চি এলইডি টাচস্ক্রিন যুক্ত HD+ 720 x 1520 pixels রেজুলেশনের ডিসপ্লে।
এই ফোনটিতে Lithium-ion 4030 mAh পাওয়ারফুল ব্যাটারি রয়েছে। সব মিলিয়ে Vivo Y90 স্মার্টফোনটির দাম মাত্র ৮,৯৯০ টাকা। এই মোবাইল ফোনটির ওজন মাত্র ১৬৩.৫ গ্রাম এবং পরিমাপ ১৫৫.১১ x ৭৫.০৯ x ৮.২৪ মিলিমিটার।
Vivo Y90 স্পেসিফিকেশনঃ
- Octa-core, 2.0 GHz প্রসেসর
- 2 GB RAM ও 32 GB ROM
- Android Oreo v8.1 অপারেটিং সিস্টেম
- MediaTek Helio A22 চিপসেট
- PowerVR GE8320 জিপিইউ
- 8 Megapixel মেইন ক্যামেরা
- 5 Megapixel ফ্রন্ট ক্যামেরা
- ৬.২২ ইঞ্চি এলইডি টাচস্ক্রিন ডিসপ্লে
- Lithium-ion 4030 mAh পাওয়ারফুল ব্যাটারি
৩.Vivo Y81i
Vivo Y81i স্মার্টফোনটির দাম মাত্র ৯,৯৯০ টাকা। এই ফোনটি ২০১৮ সালের নভেম্বর মাসে লঞ্চ হয়। ফোনটিতে রয়েছে HD+ 720 x 1520 pixels রেজুলেশন যুক্ত 6.22 inches ডিসপ্লে। এবং নন রিমুভাল Lithium-polymer 3260 mAh পাওয়ারফুল ব্যাটারি রয়েছে।
ফোনটির ক্যামেরা প্যানেলে আছে 5 Megapixel ফ্রন্ট ক্যামেরা এবং 13 Megapixel মেগাপিক্সেল মেইন ক্যামেরা। যা দ্বারা খুব সুন্দর ভিডিওগ্রাফি ও ফটোগ্রাফি করতে পারবেন। এই ফোনটিতে সর্বোচ্চ ২৫৬ জিবি মেমোরি কার্ড সাপোর্ট করবে।
Vivo Y81i মোবাইল ফোনটিতে রয়েছে Quad-core, 2.0 GHz প্রসেসর, PowerVR GE8320 জিপিইউ, Mediatek Helio A22 চিপসেট, 2 GB RAM এবং 16 GB ROM রয়েছে। এই ফোনটি Android Oreo v8.1 অপারেটিং সিস্টেমে পরিচালিত হয়।
Vivo Y81i স্পেসিফিকেশনঃ
- 2 GB RAM এবং 16 GB ROM
- Quad-core, 2.0 GHz প্রসেসর
- Android Oreo v8.1 অপারেটিং সিস্টেম
- Mediatek Helio A22 চিপসেট
- PowerVR GE8320 জিপিইউ
- 6.22 inches ডিসপ্লে
- Lithium-polymer 3260 mAh পাওয়ারফুল ব্যাটারি
- 13 Megapixel মেগাপিক্সেল মেইন ক্যামেরা
- 5 Megapixel ফ্রন্ট ক্যামেরা
৪.Vivo Y71
ভিভো ব্র্যান্ডের Vivo Y71 স্মার্টফোনটিতে রয়েছে Lithium-polymer 3360 mAh ব্যাটারি এবং 13 Megapixel মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও 5 Megapixel ফ্রন্ট ক্যামেরা। এই ফোনটির ডিসপ্লে প্যানেল রয়েছে 6.0 inches আইপিএস এলসিডি টাচস্ক্রিন যুক্ত এবং HD+ 720 x 1440 pixels রেজুলেশন যুক্ত ডিসপ্লে।
এছাড়াও এই মোবাইল ফোনটিতে আরো রয়েছে Android Oreo v8.1 অপারেটিং সিস্টেম, Qualcomm Snapdragon 425 চিপসেট, Adreno 308 জিপিইউ ও Quad-core, 1.4 GHz প্রসেসর রয়েছে। এই মোবাইল ফোনটিতে সর্বোচ্চ ২৫৬ জিবি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন।
এই মোবাইল ফোনটিতে 2 GB RAM এবং 16 GB ROM রয়েছে। সব মিলিয়ে আকর্ষণীয় এই মোবাইল ফোনটির ওজন মাত্র ১৫০ গ্রাম এবং পরিমাপ ১৫৫.৮৭ x ৭৫.৭৪ x ৭.৮ মিলিমিটার। Vivo Y71 স্মার্টফোনটির দাম মাত্র ৯,৯৯০ টাকা।
Vivo Y71 স্পেসিফিকেশনঃ
- Qualcomm Snapdragon 425 চিপসেট
- Android Oreo v8.1 অপারেটিং সিস্টেম
- Quad-core, 1.4 GHz প্রসেসর
- 2 GB RAM এবং 16 GB ROM
- Adreno 308 জিপিইউ
- 5 Megapixel ফ্রন্ট ক্যামেরা
- 13 Megapixel মেগাপিক্সেল মেইন ক্যামেরা
- Lithium-polymer 3360 mAh ব্যাটারি
- 6.0 inches টাচস্ক্রিন ডিসপ্লে
আরো জানতে পারেনঃ ২০ হাজার টাকার মধ্যে স্মার্টফোন।
৫.Vivo Y53
Vivo Y53 স্মার্টফোনটি ২০১৭ সালের মার্চ মাসে লঞ্চ হয়। আকর্ষণীয় এই স্মার্টফোনটিতে রয়েছে 5.0 inches qHD 540 x 960 pixels রেজুলেশনের টাচস্ক্রিন ডিসপ্লে। এবং ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে Lithium-polymer 2500 mAh ব্যাটারি।
এছাড়াও এই স্মার্টফোনটিতে রয়েছে Android Marshmallow v6.0 অপারেটিং সিস্টেম, Quad-core, 1.4 GHz প্রসেসর, Qualcomm Snapdragon 425 চিপসেট ও Adreno 308 জিপিইউ রয়েছে। এই ফোনটিতে 2 GB RAM এর পাশাপাশি 16 GB ROM ব্যবহার করা হয়েছে।
ফোনটির ক্যামেরা প্যানেলে আছে 5 Megapixel সেলফি ক্যামেরা এবং 8 Megapixel মেইন ক্যামেরা। সব মিলিয়ে আকর্ষণীয় এই স্মার্টফোনটির দাম মাত্র ৮,৯৯০ টাকা।
Vivo Y53 স্পেসিফিকেশনঃ
- 5 Megapixel সেলফি ক্যামেরা
- 8 Megapixel মেইন ক্যামেরা
- Qualcomm Snapdragon 425 চিপসেট
- Adreno 308 জিপিইউ
- 2 GB RAM ও 16 GB ROM
- Quad-core, 1.4 GHz প্রসেসর
- Android Marshmallow v6.0 অপারেটিং সিস্টেম
- 5.0 inches ডিসপ্লে
- Lithium-polymer 2500 mAh ব্যাটারি
আমাদের শেষকথা
সম্মানিত পাঠকবৃন্দ আশা করি 10000 টাকার মধ্যে ভিভো মোবাইল ফোন সম্পর্কিত আজকের এই লেখাটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। এই লেখাটিতে আমরা বর্তমান বাজারে পাওয়া যায় এমন ৫টি সেরা মোবাইল ফোন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি।
FAQs
Vivo Y53 স্মার্টফোনটি বর্তমানে আমার দেখা সবথেকে কম দামী ভিভো মোবাইল ফোন হল। এই মোবাইল ফোনটির দাম মার্কেটে মাত্র ৮,৯৯০ টাকা।
কম দামে মোবাইল কেনার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো মোবাইল ফোনের কন্ডিশন চেক করা। এবং এর ব্যাটারি ও প্রসেসর সম্পর্কে জানা।