সোমবার , সেপ্টেম্বর 16 2024
bnen
Breaking News

বিজ্ঞাপন ছাড়াই ভিডিও দেখা যাবে ইউটিউবে !

বর্তমানে বিজ্ঞাপন ছাড়াই ভিডিও দেখা যাবে ইউটিউবে সম্পূর্ণ ফ্রিতে। আপনি যদি বিজ্ঞাপন মুক্ত ভাবে ইউটিউব ভিডিও দেখতে চান তাহলে এই লেখাটি সম্পূর্ণ দেখুন।

ভিডিও দেখার প্লাটফর্ম গুলোর মধ্যে ইউটিউব সবথেকে জনপ্রিয়। বিনোদনের উদ্দেশ্যে হোক অথবা কোন খুঁটিনাটি তথ্য জানার জন্য হলেও আমরা নিয়মিত ইউটিউবে ব্রাউজ করি। কিন্তু বর্তমানে ইউটিউবের ভিডিওগুলোতে অতিরিক্ত বিজ্ঞাপন দেখানোর কারণে, এটি বিরক্তিকর হয়ে গেছে।

গুগলের পরে বিশ্বের দ্বিতীয় জনপ্রিয় সার্চ ইঞ্জিন ইউটিউব। অনেক সময় গুরুত্বপূর্ণ তথ্যের সন্ধানে আমরা ইউটিউবে সার্চ করি কিন্তু ভিডিওগুলোতে অতিরিক্ত বিজ্ঞাপন দেখানোর কারণে, সময় মত তথ্যগুলো পেতে অসুবিধা হয়।

ইউটিউবের মধ্যে অনেক বিজ্ঞাপন আসে যেগুলো স্কিপ করা যায়, কিন্তু অনেক বিজ্ঞাপন আছে যেগুলো ‘নন স্কিপেবল’, আমরা চাইলেও এই বিজ্ঞাপন গুলো স্কিপ করতে পারি না। ১০ সেকেন্ড অথবা ১৫ সেকেন্ড এই বিজ্ঞাপন গুলো দেখতে হয়।

এখন থেকে বিজ্ঞাপন ছাড়াই ভিডিও দেখা যাবে ইউটিউবে তাও ফ্রিতে। আপনি মোবাইল অথবা কম্পিউটার, উভয় ডিভাইস থেকেই সম্পূর্ণ ফ্রিতে ইউটিউবে ভিডিও দেখতে পারবেন বিজ্ঞাপন ব্যতীত। চলুন আজকের লেখাটির মূল আলোচনা শুরু করি।

বিজ্ঞাপন ছাড়া ইউটিউবে ভিডিও দেখার নিয়ম

বিজ্ঞাপন ছাড়া ইউটিউবে ভিডিও দেখার জন্য আমরা বিভিন্ন ধরনের অ্যাড ব্লকার এক্সটেনশন এবং অ্যাড ব্লকার অ্যাপস ব্যবহার করতে পারি। যদি সম্ভব হয় তাহলে ইউটিউব প্রিমিয়াম subscription নিয়ে নিবেন।

ইউটিউব প্রিমিয়াম subscription এ সম্পূর্ণ বিজ্ঞাপন ব্যতীত ভিডিও উপভোগ করতে পারবেন পাশাপাশি আরো অনেক ধরনের প্রিমিয়াম সুযোগ-সুবিধা পাবেন। এরই মধ্যে বাংলাদেশে ইউটিউব প্রিমিয়াম সেবা চালু হয়েছে।

আপনারা মোবাইল এবং কম্পিউটারে একই পদ্ধতি ব্যবহার করে ইউটিউব ভিডিও বিজ্ঞাপন বন্ধ করতে পারবেন না। এজন্য আলাদা আলাদা পদ্ধতি অবলম্বন করতে হবে। কিভাবে বিজ্ঞাপন ছাড়াই ভিডিও দেখা যাবে ইউটিউবে এই সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো।

মোবাইলে ইউটিউব ভিডিও দেখুন বিজ্ঞাপন ছাড়া

মোবাইলে বিজ্ঞাপন ছাড়া ইউটিউব ভিডিও দেখার জন্য অ্যাড ব্লকিং অ্যাপ ব্যবহার করতে পারেন। অ্যাড ব্লকিং অ্যাপস এর সাহায্যে খুব সহজেই কোন ধরনের বিজ্ঞাপন ছাড়াই ইউটিউব ভিডিও উপভোগ করতে পারবেন।

জনপ্রিয় কয়েকটি অ্যাড ব্লকিং মোবাইল অ্যাপস হলো – অ্যাডগার্ড প্রো, স্কাই টিউব ও নিউপাইপ ইত্যাদি। অ্যাড ব্লকিং এর জন্য এই অ্যাপস গুলো অনেক জনপ্রিয়। এছাড়াও আরও রয়েছে অ্যাডওয়ে, অ্যাডব্লক প্লাস ইত্যাদি। এই অ্যাপসগুলোও ব্যাপক কার্যকারী।

এই অ্যাপসগুলো মূলত আপনার ডিভাইসের ব্যাকগ্রাউন্ডে রান করবে। সাধারণত ব্রাউজারে এক্সটেনশন গুলো যেভাবে রান করে। অ্যাড ব্লকিং অ্যাপগুলো চালু করার পরে, নিজের কাজ একা একা করতে থাকবে। চাইলে এগুলোর প্রিমিয়াম subscription ক্রয় করে বেশি সুযোগ সুবিধা উপভোগ করতে পারেন অথবা ফ্রিতেও ব্যবহার করতে পারেন।

জানতে পারেনঃ How to cancel YouTube Premium | ইউটিউব প্রিমিয়াম ক্যান্সেলের নিয়ম।

কম্পিউটার বা ল্যাপটপে ইউটিউব ভিডিও দেখুন বিজ্ঞাপন ছাড়া

কম্পিউটার কিংবা ল্যাপটপে বিজ্ঞাপন ব্যতীত ইউটিউব ভিডিও দেখার জন্য আপনারা ওয়েব ব্রাউজার এক্সটেনশন ব্যবহার করতে পারেন। তবে ব্রাউজার ভিন্ন হওয়ায় এক্সটেনশন গুলোর মধ্যে কিছুটা তারতম্য দেখা যায়।

বিশেষ করে যারা google এর ক্রোম ব্রাউজার ব্যবহার করেন তারা খুব সহজেই অ্যাড ব্লকার এক্সটেনশন ব্যবহার করে ইউটিউব এর বিজ্ঞাপন বন্ধ করতে পারেন। এক্সটেনশন ব্যবহারের জন্য ব্রাউজারে প্রবেশ করে Setting অপশনে প্রবেশ করুন।

তারপরে নিচের দিকে Extensions নামে একটি অপশন দেখতে পাবেন, এখানে প্রবেশ করুন। এখান থেকে Chrome Web Store পেইজে প্রবেশ করুন। তারপরে “adblock — best ad blocker” লিখে সার্চ করলেই নিচের ছবিতে দেওয়া এক্সটেনশনটি পেয়ে যাবেন। এটি আপনাদের ব্রাউজারে এড করে নিন।

বিজ্ঞাপন ছাড়াই ভিডিও দেখা যাবে ইউটিউবে

এর থেকে সহজ পদ্ধতিতে ক্রোম ব্রাউজারে এক্সটেনশন এড করার জন্য, ব্রাউজারে গিয়ে adblock — best ad blocker লিখে সার্চ করলে সর্ব প্রথমে এক্সটেনশনটি পেয়ে যাবেন। এক্সটেনশনের মধ্যে প্রবেশ করে add to Chrome বাটনে ক্লিক করে, অ্যাড ব্লগার এক্সটেনশনটি আপনাদের ক্রোম ব্রাউজারে ইন্সটল করে নিন।

শেষকথা

সম্মানিত পাঠকবৃন্দ আশা করি বিজ্ঞাপন ছাড়া ইউটিউবে ভিডিও দেখার পদ্ধতি সম্পর্কে জানতে পেরেছেন। উপরে উল্লেখিত পদ্ধতি দুটি খুবই কার্যকরী এবং সম্পূর্ণ ফ্রিতে এই সেবাগুলো উপভোগ করতে পারবেন।

এছাড়াও আপনারা চাইলে ইউটিউব প্রিমিয়াম সাবসক্রিপশন ক্রয় করে বিজ্ঞাপন ব্যতীত ভিডিও দেখার পরিষেবা গ্রহণ করতে পারেন। Download youtube premium Latest Version থেকে ইউটিউব প্রিমিয়াম ফ্রিতে ডাউনলোড করতে পারেন।

তবে এটি আপনার ডিভাইসের জন্য কতটুকু সেইফ, সেই গ্রান্টি আমরা দিতে পারবো না। আপনার নিজ রিক্সে এটি ব্যবহার করতে হবে। পাশাপাশি আপনারা চাইলে youtube ভিডিও ডাউনলোড করে, বিজ্ঞাপন ব্যতীত ভিডিও উপভোগ করতে পারেন।

About Sharo Place Desk

দীর্ঘদিন যাবত টেকনোলজি রিলেটেড কার্যক্রমের সাথে জড়িত আছি। আমার অভিজ্ঞতা থেকে এই ওয়েবসাইটটিতে টেকনোলজি, অনলাইন ইনকাম, টিপস এবং ট্রিকস, ই সার্ভিস, রিভিউ ও ব্যবসা রিলেটেড আর্টিকেল লেখালেখি করি।

Check Also

নিজের নামে মেয়ে কন্ঠে রিংটোন বানান

নিজের নামে মেয়ে কন্ঠে রিংটোন বানান

নিজের নামে কিভাবে মেয়ে কন্ঠ দিয়ে রিংটোন বানাবেন সে সম্পর্কে যদি না জানেন তাহলে আজকের …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।