সোমবার , সেপ্টেম্বর 16 2024
bnen
Breaking News

৩০ হাজার টাকার মধ্যে মোবাইল ফোনগুলো

এই লেখাটির আলোচ্য বিষয় হলো ৩০ হাজার টাকার মধ্যে মোবাইল ফোন সম্পর্কে। অনেক সময় আমরা মার্কেটে গিয়ে ভালো মোবাইল ফোন পছন্দ করতে পারিনা, তাই আমাদের উচিত মোবাইল ফোন ক্রয়ের আগে অনলাইন থেকে এর দাম ও সম্পূর্ণ কনফিগারেশন সম্পর্কে জেনে নেয়া।

বর্তমান মার্কেটে ৩০,০০০ টাকা বাজেটে অনেক ভালো ভালো স্মার্টফোন পাওয়া যাচ্ছে। শুধুমাত্র আপনার চাহিদা অনুযায়ী কনফিগারেশন যাচাই করে, পছন্দ করেই ক্রয় করতে হবে। আপনার মোবাইল পছন্দে এই লেখাটি অনেক সহযোগিতা করবে।

৩০ হাজার টাকার মধ্যে মোবাইল

৩০ হাজার টাকায় স্যামসাং, রেডমি, ভিভো, ইনফিনিক্স, টেকনো ও রিয়েলমি ব্র্যান্ডের দারুন ফিচার যুক্ত মোবাইল ফোন ক্রয় করতে পারবেন। একটি ভালো মোবাইল ফোন পছন্দ করার জন্য প্রথমে নজর দিবেন ফোনটির ফিচার ও স্পেসিফিকেশন এর দিকে।

এরপরে ফোনটির ব্যাটারি ও ডিসপ্লে। তবে গেমিং এর ক্ষেত্রে অবশ্যই ব্যাটারি ও ডিসপ্লে খুবই গুরুত্বপূর্ণ। ২৫,০০০ টাকা থেকে ৩০,০০০ টাকা রেঞ্জের মধ্যে সেরা কিছু স্মার্টফোনের লিস্ট নিচে দেওয়া হল। আশাকরি এর মধ্য থেকে আপনার পছন্দের ফোনটি খুঁজে পাবেন।

১.Infinix Note 30 Pro

আমাদের লিস্টের প্রথম নাম্বারে রয়েছে Infinix Note 30 Pro স্মার্টফোনটি। এই মোবাইল ফোনটি ২০২৩ সালের মে মাসের ২২ তারিখ লঞ্চ হয়। ইনফিনিক্স ব্র্যান্ডের Infinix Note 30 Pro মোবাইল ফোনটিতে রয়েছে দারুণ সব ফিচারস।

Infinix Note 30 Pro এর স্পেসিফিকেশনঃ

  • Triple 108+2+2 Megapixel মেইন ক্যামেরা।
  • 32 Megapixel সেলফি ক্যামেরা।
  • ৬.৬৭ ইঞ্চি Full HD+ 1080 x 2400 pixels রেজুলেশনের ডিসপ্লে।
  • Android 13 (XOS 13) অপারেটিং সিস্টেম।
  • Lithium-polymer 5000 mAh পাওয়ারফুল ব্যাটারি।
  • 68W Fast Charging সিস্টেম।
  • 15W Wireless Charging এবং রিভার্স ওয়ারলেস চার্জিং।
  • Mali-G57 MC2 জিপিইউ।
  • Octa-core, up to 2.2 GHz প্রসেসর।
  • MediaTek Helio G99 চিপসেট।
  • ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ।
  • Side-mounted ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম।
  • 2G, 3G, 4G নেটওয়ার্ক জেনারেশন।

সব মিলিয়ে Infinix Note 30 Pro মোবাইল ফোনটির দাম মাত্র ২৭,৯৯৯ টাকা। এই বাজেটের মধ্যে ফোনটির দারুন সব ফিচারগুলো অবশ্যই ব্যবহারকারীদের মুগ্ধ করবে। বিশেষ করে ফোনটির ক্যামেরা প্যানেল ও ব্যাটারি প্যানেল চমৎকার।

২.Realme 9 Pro

লিস্ট এর দ্বিতীয় নাম্বারে আছে realme ব্র্যান্ডের Realme 9 Pro দারুন মোবাইল ফোনটি। বর্তমানে এই মোবাইল ফোনটির দাম মাত্র ২৯,৯৯৯ টাকা। ফোনটি ২০২২ সালের ২৩ই ফেব্রুয়ারি সর্বপ্রথম বাজারে আসে। চলুন Realme 9 Pro মোবাইল ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেই।

Realme 9 Pro এর স্পেসিফিকেশনঃ

  • Triple 64+8+2 Megapixel মেইন ক্যামেরা।
  • 16 Megapixel সেলফি ক্যামেরা।
  • 2G, 3G, 4G, 5G নেটওয়ার্ক জেনারেশন।
  • ৬.৬ ইঞ্চি Full HD+ 1080 x 2412 pixels রেজুলেশনের ডিসপ্লে।
  • Android 12 (Realme UI 3.0) অপারেটিং সিস্টেম।
  • Lithium-polymer 5000 mAh পাওয়ারফুল ব্যাটারি।
  • 33W Fast Charging সিস্টেম।
  • Adreno 619 জিপিইউ।
  • Octa-core, up to 2.2 GHz প্রসেসর।
  • Qualcomm Snapdragon 695 5G চিপসেট।
  • ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ।
  • Side-mounted ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম।

Realme ব্র্যান্ডের এই ফোনটিতে Qualcomm Snapdragon 695 ৫জি চিপসেটের সাথে Octa-core, up to 2.2 GHz প্রসেসর এবং Android 12 (Realme UI 3.0) অপারেটিং সিস্টেম ব্যবহার করায়, এই ফোনটি দ্বারা দারুন পারফরম্যান্স আশা করা যায়।

গুরুত্বপূর্ণ আর্টিকেলঃ 20 হাজার টাকার মধ্যে সেরা গেমিং ফোন।

৩.Tecno Pova 4 Pro

লিস্টের তৃতীয় নাম্বারে আছে টেকনো ব্র্যান্ডের Tecno Pova 4 Pro স্মার্টফোনটি। এই মোবাইল ফোনটি ২০২২ সালের অক্টোবর মাসে লঞ্চ হয়। ফোনটিতে দারুন সব কালার কম্বিনেশন রয়েছে। বর্তমানে অন্যান্য সকল ফোনের সাথে টেক্কা দিয়ে Tecno Pova 4 Pro মোবাইল ফোনটি এখনো টিকে আছে।

Tecno Pova 4 Pro এর স্পেসিফিকেশনঃ

  • 2G, 3G, 4G নেটওয়ার্ক জেনারেশন।
  • Lithium-polymer 6000 mAh পাওয়ারফুল ব্যাটারি।
  • 45W Fast Charging সিস্টেম।
  • 10W Wireless Charging সিস্টেম।
  • Dual 50 Megapixel + AI Lens মেইন ক্যামেরা।
  • 8 Megapixel সেলফি ক্যামেরা।
  • ৬.৬ ইঞ্চি Full HD+ 1080 x 2460 pixels রেজুলেশনের ডিসপ্লে।
  • Android 12 (HiOS 8.6) অপারেটিং সিস্টেম।
  • Mali-G57 MC2 জিপিইউ।
  • Octa-core, up to 2.2 GHz প্রসেসর।
  • MediaTek Helio G99 চিপসেট।
  • ৬ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ।
  • Side-mounted ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম।

সব মিলিয়ে টেকনো ব্রান্ডের এই স্মার্টফোনটি দারুন ফিচার কম্বিনেশন। Tecno Pova 4 Pro মোবাইল ফোনটির দাম মাত্র ২৬,৯৯০ টাকা। বর্তমানে এই ফোনটি মার্কেটে Fluorite Blue, Rutile Orange, Uranolith Grey কালারে পাওয়া যাচ্ছে।

৪.Xiaomi Redmi Note 11S

এই লিস্টের চতুর্থ নাম্বারে আছে শাওমি ব্র্যান্ডের Xiaomi Redmi Note 11S মোবাইল ফোনটি। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে এই ফোনটি সর্বপ্রথম বাজারে আসে। ফোনটির দারুন ফিচার এর জন্য বর্তমান বাজারে এর বেশ চাহিদা রয়েছে।

Xiaomi Redmi Note 11S এর স্পেসিফিকেশনঃ

  • Quad 108+8+2+2 Megapixel মেইন ক্যামেরা।
  • 16 Megapixel সেলফি ক্যামেরা।
  • 2G, 3G, 4G নেটওয়ার্ক জেনারেশন।
  • ৬.৪৩ ইঞ্চি Full HD+ 1080 x 2400 pixels রেজুলেশনের ডিসপ্লে।
  • Android 11 (MIUI 13) অপারেটিং সিস্টেম।
  • Lithium-polymer 5000 mAh পাওয়ারফুল ব্যাটারি।
  • 33W Fast Charging সিস্টেম।
  • Mali-G57 MC2 জিপিইউ।
  • Octa core, up to 2.05 GHz প্রসেসর।
  • Mediatek Helio G96 চিপসেট।
  • ৬/৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ।
  • Side-mounted ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম।

Xiaomi Redmi Note 11S মোবাইল ফোনটি ভেরিয়েন্ট অনুযায়ী ২টি দামে পাবেন। ১ঃ ২৭,৯৯৯ টাকা (৬ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ) এবং ২ঃ ২৯,৯৯৯ টাকা (৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ), আপনার পছন্দ অনুযায়ী যেকোন একটি ভেরিয়েন্ট নিতে পারেন।

৫.Samsung Galaxy A23

এই লিস্টের পঞ্চম নাম্বারে রয়েছে স্যামসাং ব্র্যান্ডের Samsung Galaxy A23 মডেলের মোবাইল ফোনটি। সর্বপ্রথম এই ফোনটি ২০২২ সালের মার্চ মাসে বাজারে আসে। Samsung Galaxy A23 মোবাইল ফোনটির দাম বর্তমানে মাত্র ২৯,৯৯৯ টাকা।

Samsung Galaxy A23 এর স্পেসিফিকেশনঃ

  • 2G, 3G, 4G নেটওয়ার্ক জেনারেশন।
  • Lithium-polymer 5000 mAh পাওয়ারফুল ব্যাটারি।
  • 25W Fast Charging সিস্টেম।
  • Quad 50+5+2+2 Megapixel মেইন ক্যামেরা।
  • 8 Megapixel সেলফি ক্যামেরা।
  • ৬.৬ ইঞ্চি Full HD+ 1080 x 2408 pixels রেজুলেশনের ডিসপ্লে।
  • Android 12 (One UI 4.1) অপারেটিং সিস্টেম।
  • Adreno 610 জিপিইউ।
  • Octa core, up to 2.4 GHz প্রসেসর।
  • Qualcomm Snapdragon 680 4G চিপসেট।
  • ৬ জিবি র‌্যাম এবং ৬৪/১২৮ জিবি স্টোরেজ।
  • Side-mounted ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম।

Samsung Galaxy A23 মোবাইল ফোনটির সম্পূর্ণ ফিচার দেখে এটিকে ৩০ হাজার টাকা বাজেটের অন্যতম সেরা একটি মোবাইল ফোন বলা চলে। Octa core, up to 2.4 GHz প্রসেসর, Adreno 610 জিপিইউ, Android 12 (One UI 4.1) অপারেটিং সিস্টেম দ্বারা ভালো পারফরম্যান্স আশা করা যায়।

৬.Vivo Y36

এই লিস্টের সর্বশেষ নাম্বারে রয়েছে ভিভো ব্রান্ডের Vivo Y36 মডেলের স্মার্টফোনটি। এই ফোনটি ২০২৩ সালের মে মাসের ২৭ তারিখ সর্বপ্রথম বাজারে আসে। বর্তমানে Vivo Y36 মডেলের মোবাইল ফোনটির দাম মাত্র ২৬,৯৯৯ টাকা।

Vivo Y36 এর স্পেসিফিকেশনঃ

  • Lithium-polymer 5000 mAh ব্যাটারি।
  • 44W Fast Charging সিস্টেম।
  • Android 13 (Funtouch 13) অপারেটিং সিস্টেম।
  • Qualcomm Snapdragon 680 4G চিপসেট।
  • Octa core, up to 2.4 GHz প্রসেসর।
  • Adreno 610 জিপিইউ।
  • ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ।
  • ৬.৬৪ ইঞ্চি Full HD+ 1080 x 2388 pixels রেজুলেশনের ডিসপ্লে।
  • 2G, 3G, 4G নেটওয়ার্ক জেনারেশন।
  • Dual 50+2 Megapixel মেইন ক্যামেরা।
  • 16 Megapixel সেলফি ক্যামেরা।
  • Side-mounted ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম।

৩০,০০০ টাকা বাজেটে ভিভো ব্র্যান্ডের সেরা ফোনে এটি। এই ফোনটিতে Octa core, up to 2.4 GHz প্রসেসর এর সাথে Android 13 (Funtouch 13) অপারেটিং সিস্টেম এবং Adreno 610 জিপিইউ রয়েছে। এছাড়াও এর ক্যামেরা কম্বিনেশন চমৎকার।

গুরুত্বপূর্ণ আর্টিকেলঃ 15000 টাকার মধ্যে ভিভো মোবাইল।

সম্মানিত পাঠ্যবৃন্দ আশা করি ৩০ হাজার টাকার মধ্যে মোবাইল ফোনগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। এখানে উল্লেখিত মোবাইল ফোন গুলোর দাম অনলাইন থেকে নেওয়া, আপনার এলাকার মার্কেট অনুযায়ী দাম সামান্য কম বেশি হতে পারে।

FAQs

Samsung Galaxy A23 মোবাইল ফোনের দাম কত টাকা?

Samsung ব্র্যান্ডের Samsung Galaxy A23 মডেলের মোবাইল ফোনটির দাম মাত্র ২৯,৯৯৯ টাকা।

৩০ হাজার টাকার মধ্যে ভালো গেমিং ফোন?

Infinix Note 30 Pro মোবাইল ফোনটির দাম মাত্র ২৭,৯৯৯ টাকা। বর্তমান সময়ে ৩০,০০০ টাকার মধ্যে সেরা গেমিং ফোন যাচাই করতে গেলে Infinix Note 30 Pro ফোনটি সবার উপরে থাকবে।

About Sharo Place Desk

দীর্ঘদিন যাবত টেকনোলজি রিলেটেড কার্যক্রমের সাথে জড়িত আছি। আমার অভিজ্ঞতা থেকে এই ওয়েবসাইটটিতে টেকনোলজি, অনলাইন ইনকাম, টিপস এবং ট্রিকস, ই সার্ভিস, রিভিউ ও ব্যবসা রিলেটেড আর্টিকেল লেখালেখি করি।

Check Also

10000 টাকার মধ্যে ভিভো মোবাইল

10000 টাকার মধ্যে ভিভো মোবাইল ফোন

বর্তমানে বাংলাদেশে এবং ইন্ডিয়ায় ভিভো ব্র্যান্ডের মোবাইল ফোন গুলো অনেক জনপ্রিয়। অনেকেই তাদের পছন্দের মোবাইল …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।