সোমবার , ডিসেম্বর 9 2024
bnen
Breaking News

গুগল চুরি করছে আপনার ব্যক্তিগত সব তথ্য – তথ্য ফাঁস

সম্প্রতি গুগল ব্যবহারকারীদের জন্য বিশাল এক ফিচার নিয়ে হাজির হয়েছে। আপনার সকল তথ্য খুব সহজেই খুঁজে বের করে দিবে গুগল। গুগল চুরি করছে আপনার ব্যক্তিগত সব তথ্য টাইটেলটা দেখে একটু অবাক হলেও, মূল বিষয়টা একটু ভিন্ন।

বাংলাদেশ প্রতিদিন এর তথ্য অনুযায়ী জানা গিয়েছে খুব সহজেই আপনি গুগলে নিজের নাম ও পরিচয় দিয়ে সার্চ করলে Google আপনার সকল তথ্য খুঁজে দেবে। এর মানে কি google আপনার তথ্য চুরি করছে? উত্তর না। মূলত যে সকল ওয়েবসাইটে আপনার তথ্য পাওয়া যাবে সেই সকল ওয়েবসাইটগুলোকে আপনার সামনে নিয়ে আসবে।

গুগল চুরি করছে আপনার ব্যক্তিগত সব তথ্য

সম্প্রতি গুগলের একটি নতুন ফিচার সম্পর্কে জানা গেছে। যেখানে নিজের নাম ও পরিচয় দিয়ে সার্চ করলে গুগল নিজেই আপনার সকল তথ্য খুঁজে দিবে। আপনি যদি মনে করেন আপনার কোন তথ্য চুরি হয়ে গেছে তাহলে খুব সহজেই গুগলের এই টুলস ব্যবহার করে, দেখে নিতে পারেন কোন কোন ওয়েবসাইটে আপনার তথ্য পাবলিশ করা হয়েছে।

এই ড্যাশবোর্ডে নিজের নাম ও পরিচয় দিয়ে সার্চ করলে, গুগল আপনার তথ্য খুঁজে দেবে। যে সকল ওয়েবসাইটে এই তথ্যগুলো পাবলিশ করা আছে তা আপনার সামনে নিয়ে আসবে। এবার আপনি সেই ওয়েবসাইটগুলো থেকে দেখে নিতে পারেন আপনার কোন তথ্য ফাঁস হয়েছে কিনা।

পাশাপাশি যদি মনে করেন তথ্যগুলো মুছে ফেলা দরকার! তাহলে এখান থেকে গুগলের কাছে আবেদনও করতে পারবেন। তথ্যপ্রযুক্তির উন্নয়নের ফলে গুগলের এই সাম্প্রতিক আপডেটটি গ্রাহকদের জন্য অনেক সুবিধা বয়ে আনে।

এই আপডেটের সুবিধা

এই আপডেটের সুবিধা হল – কোন কুচক্রী মহল যদি আপনার তথ্য ফাঁস করে যা আপনার জন্য বিপদ বয়ে আনতে পারে। তাহলে আপনি খুব সহজেই গুগলের এই টুলস এর ড্যাশবোর্ডে আপনার নাম ও তথ্য লিখে সার্চ করে খুঁজে বের করতে পারবেন। এবং শিওর হতে পারবেন কোন কোন ওয়েবসাইট এই তথ্যগুলো প্রকাশ করেছে।

পাশাপাশি আপনারা সরাসরি গুগলের কাছে তথ্যগুলো রিমুভ করার জন্য আবেদন করতে পারবেন। পূর্বে এই ধরনের কোন ঝামেলা হলে, যেই ওয়েবসাইটে তথ্য পাবলিশ করা হয়েছে উক্ত ওয়েবসাইটের মালিকের সাথে যোগাযোগ করার প্রয়োজন হতো।

অনেক সময় সঠিক কন্টাক্ট ইনফরমেশন না দেওয়ার কারণে যোগাযোগ করা যেত না। অথবা যোগাযোগ করা গেলেও ওয়েবসাইটের মালিকের মর্জি অনুযায়ী তথ্য ডিলিট করত না। কিন্তু এখন থেকে আপনারা সরাসরি গুগলের কাছে আবেদন করে তথ্যগুলো রিমুভ করতে পারবেন।

এছাড়াও কোন ওয়েবসাইটে আপনার ফোন নাম্বার ইমেইল এড্রেস ও ঠিকানা খুঁজে পাওয়া গেলে অটোমেটিক ভাবে নোটিফিকেশনের মাধ্যমে গুগল আপনাকে জানিয়ে দিবে। যার ফলশ্রুতিতে খুব সহজেই আপনি তথ্যগুলো মুছে ফেলতে পারবেন। এতে ব্যক্তিগত তথ্য সুরক্ষা থাকবে বলে দাবি করেছে গুগলের প্রতিষ্ঠানটি।

জানতে পারেনঃ ইন্টারনেট ছাড়া জিমেইল ব্যবহার করার নিয়ম।

তবে প্রাথমিকভাবে এই ফিচারটি শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে চালু করা হয়েছে। অতি শীঘ্রই এটি অন্যান্য ভাষায় এবং অন্যান্য দেশের জন্য চালু করা হবে। প্রযুক্তির উন্নয়নের পাশাপাশি google এর এই যুগোপযোগী সিদ্ধান্ত ছিল চমৎকার।

এই সিদ্ধান্তের ফলে খুব সহজেই ব্যবহারকারীরা তাদের তথ্যগুলো সুরক্ষিত রাখতে পারবে। যদি কোন ওয়েবসাইট চুরি করে আপনার তথ্য পাবলিশ করে তাহলে খুব সহজেই এগুলো google এর কাছে আবেদন করে রিমুভ করতে পারবেন।

আবেদন করার পরে গুগল উক্ত তথ্য প্রকাশ কারীর বিরুদ্ধে যথা যথাযথ গ্রহণ করবে। তবে মনে করবেন না গুগল আপনাদের তথ্য চুরি করছে। Google শুধুমাত্র অন্যান্য ওয়েবসাইট থেকে তথ্য খুঁজে এনে আপনাদের সামনে শো করাবে।

শেষকথা

সম্মানিত পাঠকবৃন্দ গুগল চুরি করছে আপনার ব্যক্তিগত সব তথ্য – এই আর্টিকেলটি আপনাদের কাছে কেমন লেগেছে? এবং গুগলের এই আপডেটটিকে আপনারা কতটুকু সময়োপযোগী ও উপকারী মনে করেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।

তবে আমি মনে করি এই ফিচারের মাধ্যমে আমাদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকবে। ইদানিং যেই পরিমাণে তথ্যের অপপ্রচার বেড়েই চলেছে, তাতে গুগলের এই ফিচারটি ব্যাপক কাজে আসবে।

About Sharo Place Desk

দীর্ঘদিন যাবত টেকনোলজি রিলেটেড কার্যক্রমের সাথে জড়িত আছি। আমার অভিজ্ঞতা থেকে এই ওয়েবসাইটটিতে টেকনোলজি, অনলাইন ইনকাম, টিপস এবং ট্রিকস, ই সার্ভিস, রিভিউ ও ব্যবসা রিলেটেড আর্টিকেল লেখালেখি করি।

Check Also

নিজের নামে মেয়ে কন্ঠে রিংটোন বানান

নিজের নামে মেয়ে কন্ঠে রিংটোন বানান

নিজের নামে কিভাবে মেয়ে কন্ঠ দিয়ে রিংটোন বানাবেন সে সম্পর্কে যদি না জানেন তাহলে আজকের …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।