শনিবার , মে 4 2024
bnen
Breaking News

১৫০০০ টাকার মধ্যে স্যামসাং মোবাইল ফোন

স্যামসাং একটি জনপ্রিয় মোবাইল ব্র্যান্ড। অনেকেই Samsung এর মোবাইল ব্যবহার করতে স্বাচ্ছন্দ বোধ করে। তাই এই লেখাটিতে ১৫০০০ টাকার মধ্যে স্যামসাং মোবাইল ফোনগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।

১৯৩৮ সালে এই ব্রান্ডটি প্রতিষ্ঠা হয়। এশিয়া, আমেরিকা ও ইউরোপে স্যামসাং ব্র্যান্ডের মোবাইল ফোন গুলোর আলাদা কদর রয়েছে। অনেক সময় আমাদের মোবাইল ফোন ক্রয়ের বাজেট ১৫,০০০ টাকার মধ্যে থাকে। তাই এই বাজেটের মধ্যে সেরা স্যামসাং মোবাইল ফোনগুলো সম্পর্কে বিস্তারিত জানা প্রয়োজন।

Samsung মোবাইল ফোনগুলো দেখতে অনেক আধুনিক ও পারফরমেন্সের দিক থেকে সেরা। তবে এই ফোনগুলো যদি বেশি দাম দিয়ে ক্রয় করা সম্ভব হয় সেক্ষেত্রে আরো বেশি পারফরম্যান্স পাওয়া সম্ভব। চলুন জেনে নেই ১৫০০০ টাকার মধ্যে স্যামসাং মোবাইল ফোনগুলো সম্পর্কে।

১৫০০০ টাকার মধ্যে স্যামসাং মোবাইল

বর্তমানে ১৫ হাজার টাকার মধ্যে সেরা Samsung মোবাইল ফোনগুলো হলো Samsung Galaxy A04e, Samsung Galaxy A12, Samsung Galaxy A04, Samsung Galaxy A03, Samsung Galaxy A21s ইত্যাদি।

বর্তমানে samsung ব্র্যান্ডের এই স্মার্ট ফোনগুলো অনেক জনপ্রিয়। চলুন উপরে উল্লেখিত samsung ব্র্যান্ডের এই ৫টি স্মার্টফোন সম্পর্কে বিস্তারিত জেনে নেই।

১.Samsung Galaxy A04e

এই স্মার্টফোনটি ২০২২ সালে লঞ্চ হয়। স্মার্টফোনটির আকর্ষণীয় ফিচারের জন্য ব্যবহারকারীদের মাঝে অনেক জনপ্রিয়তা পেয়েছে। Samsung Galaxy A04e স্মার্টফোনটির বর্তমান মার্কেট প্রাইস মাত্র ১৩,৪৯৯ টাকা।

Samsung Galaxy A04e এর ফিচারসমূহঃ

  • ৬.৫ ইঞ্চি HD+ 720 x 1600 pixels রেজুলেশনের ডিসপ্লে।
  • Dual 13+2 Megapixel মেইন ক্যামেরা।
  • 5 Megapixel সেলফি ক্যামেরা।
  • Lithium-polymer 5000 mAh শক্তিশালী ব্যাটারি।
  • 10W Fast Charging সিস্টেম।
  • Android 12 অপারেটিং সিস্টেম।
  • MediaTek Helio P35 চিপসেট।
  • 3 GB র‌্যাম।
  • Octa core, up to 2.3 GHz প্রসেসর।
  • PowerVR GE8320 জিপিইউ।
  • 32 GB ইন্টারনাল স্টোরেজ।

ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন দেখে বোঝা যায় Samsung ব্র্যান্ডের ১৫ হাজার টাকার মোবাইল ফোন গুলোর মধ্যে Samsung Galaxy A04e মোবাইল ফোনটি অন্যতম সেরা। ফোনটিতে Android 12 অপারেটিং সিস্টেম ও MediaTek Helio P35 চিপসেট থাকায় ভালো গেমিং পারফরম্যান্স আশা করা যায়।

আরো দেখতে পারেনঃ স্যামসাং মোবাইল প্রাইস ইন বাংলাদেশ।

২.Samsung Galaxy A12

লিস্ট এর দ্বিতীয় নাম্বারে আছে samsung ব্র্যান্ডের Samsung Galaxy A12 মোবাইল ফোনটি। এই ফোনটি সর্বপ্রথম ২০২০ সালে লঞ্চ হয়। র‍্যাম ও রম এর উপর ভিত্তি করে ফোনটি বর্তমানে ২টি ভেরিয়েন্টি পাওয়া যাচ্ছে। ১: 4 GB RAM ও 64 GB ROM এর দাম ১৪,৯৯৯ টাকা। ২: 4 GB RAM ও 128 GB ROM এর দাম ১৫,৯৯৯ টাকা।

Samsung Galaxy A12 এর ফিচারসমূহঃ

  • Quad 48+5+2+2 Megapixel ব্যাক ক্যামেরা।
  • 8 Megapixel সেলফি ক্যামেরা।
  • Android 10 অপারেটিং সিস্টেম।
  • Mediatek Helio P35 চিপসেট।
  • PowerVR GE8320 জিপিইউ।
  • Octa core, up to 2.35 GHz প্রসেসর।
  • Lithium-polymer 5000 mAh ব্যাটারি।
  • 15W Fast Charging সিস্টেম।
  • 3 / 4 / 6 GB র‌্যাম।
  • 32 / 64 / 128 GB ইন্টারনাল স্টোরেজ।
  • ৬.৫ ইঞ্চি HD+ 720 x 1600 pixels রেজুলেশনের ডিসপ্লে।

Samsung Galaxy A12 ফোনটিতে Android 10 অপারেটিং সিস্টেম এর পাশাপাশি Octa core, up to 2.35 GHz প্রসেসর ও Mediatek Helio P35 চিপসেট রয়েছে। এবং এর ব্যাটারি প্যানেলে Lithium-polymer 5000 mAh শক্তিশালী ব্যাটারি রয়েছে। এই ফোনটি দ্বারা দারুন পারফরম্যান্স আশা করা যায়।

৩.Samsung Galaxy A04

Samsung ব্র্যান্ডের Samsung Galaxy A04 স্মার্টফোনটি সর্বপ্রথম ২০২২ সালের অক্টোবর মাসে লঞ্চ হয়। বর্তমানে এই মোবাইল ফোনটির দাম মাত্র ১৪,৪৯৯ টাকা। চলুন Samsung Galaxy A04 মোবাইল ফোনটির ফিচারস গুলো সম্পর্কে জেনে নেই।

Samsung Galaxy A04 এর ফিচারসমূহঃ

  • ৬.৫ ইঞ্চি HD+ 720 x 1600 pixels রেজুলেশনের ডিসপ্লে।
  • Dual 50+2 Megapixel মেইন ক্যামেরা।
  • 5 Megapixel সেলফি ক্যামেরা।
  • Lithium-polymer 5000 mAh শক্তিশালী ব্যাটারি।
  • 15W Fast Charging সিস্টেম।
  • Android 12 অপারেটিং সিস্টেম।
  • MediaTek Helio P35 চিপসেট।
  • 3 GB র‌্যাম।
  • Octa core, up to 2.3 GHz প্রসেসর।
  • PowerVR GE8320 জিপিইউ।
  • 32 GB ইন্টারনাল স্টোরেজ।

Samsung Galaxy A04 স্মার্টফোনটিতে Octa core, up to 2.3 GHz প্রসেসর এর পাশাপাশি শক্তিশালী PowerVR GE8320 জিপিইউ জিপিইউ রয়েছে। এবং অধিক সময়ে চার্জিং ব্যাকআপের জন্য মোবাইল ফোনটিতে Lithium-polymer 5000 mAh শক্তিশালী ব্যাটারি রয়েছে। এবং দ্রুত চার্জ হওয়ার জন্য 15W Fast Charging সিস্টেম রয়েছে।

আরো দেখতে পারেনঃ স্যামসাং মোবাইল বাংলাদেশ প্রাইস জানুন।

৪.Samsung Galaxy A03

লিস্ট এর চতুর্থ নাম্বারে রয়েছে Samsung Galaxy A03 স্মার্টফোনটি। সর্বপ্রথম ২০২২ সালের জানুয়ারি মাসে এই ফোনটি বাজারে আসে। বর্তমানে Samsung Galaxy A03 মোবাইল ফোনটি ২টি ভেরিআন্টে পাওয়া যাচ্ছে। ১: 3 GB RAM ও 32 GB ROM এর দাম ১২,৯৯৯ টাকা। ২: 4 GB RAM ও 64 GB ROM এর দাম ১৪,৯৯৯ টাকা।

Samsung Galaxy A03 এর ফিচারসমূহঃ

  • Dual 48+2 Megapixel ব্যাক ক্যামেরা।
  • 5 Megapixel সেলফি ক্যামেরা।
  • Android 11 অপারেটিং সিস্টেম।
  • Unisoc T606 (12 nm) চিপসেট।
  • Mali-G71 জিপিইউ।
  • Octa core, up to 1.6 GHz প্রসেসর।
  • Lithium-polymer 5000 mAh ব্যাটারি।
  • 10W Fast Charging সিস্টেম।
  • 3 / 4 GB র‌্যাম।
  • 32 / 64 GB ইন্টারনাল স্টোরেজ।
  • ৬.৫ ইঞ্চি HD+ 720 x 1600 pixels রেজুলেশনের ডিসপ্লে।

Samsung ব্র্যান্ডের এই স্মার্টফোনটি ব্যবহার করে গেমিং এর পাশাপাশি সুন্দরভাবে ইন্টারনেট ব্রাউজিং করতে পারবেন। এছাড়াও অনেক সময় চার্জিং ব্যাকআপের জন্য ফোনটিতে Lithium-polymer 5000 mAh শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

৫.Samsung Galaxy A21s

এই লিস্টের সর্বশেষ নাম্বারে রয়েছে Samsung Galaxy A21s স্মার্টফোনটি। ২০২০ সালে সর্বপ্রথম এই ফোনটি মার্কেটে আসে। ফোনটির দাম বর্তমানে ১৫,০০০ টাকার একটু বেশি। এরপরেও এই লিস্টে রাখার কারণ হলো ফোনটির আকর্ষণীয় ফিচারস। চলুন জেনে নেই Samsung Galaxy A21s মোবাইল ফোনটির ফিচার সমূহ।

Samsung Galaxy A21s এর ফিচারসসমূহঃ

  • ৬.৫ ইঞ্চি HD+ 720 x 1600 pixels রেজুলেশনের ডিসপ্লে।
  • Quad 48+8+2+2 Megapixel মেইন ক্যামেরা।
  • 13 Megapixel সেলফি ক্যামেরা।
  • Lithium-polymer 5000 mAh শক্তিশালী ব্যাটারি।
  • 15W Fast Charging সিস্টেম।
  • Android 10 অপারেটিং সিস্টেম।
  • Exynos 850 (8 nm) চিপসেট।
  • 3 / 4 / 6 GB র‌্যাম।
  • Octa core, up to 2.2 GHz প্রসেসর।
  • Mali-G52 জিপিইউ।
  • 32 / 64 GB ইন্টারনাল স্টোরেজ।

বর্তমানে Samsung Galaxy A21s মোবাইল ফোনটির দাম মাত্র ১৬,৯৯৯ টাকা। এত অল্পদামের samsung ব্র্যান্ডের এই স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে Quad 48+8+2+2 Megapixel মেইন ক্যামেরা ও 13 Megapixel সেলফি ক্যামেরা এবং ফোনটিতে Lithium-polymer 5000 mAh শক্তিশালী ব্যাটারি রয়েছে।

১৫ হাজার টাকার মধ্যে কিছু স্যামসাং মোবাইল ফোন

উপরে উল্লেখিত মোবাইল ফোন গুলোর দাম অনলাইন থেকে সংগ্রহ করা। ভ্যাট এবং ট্যাক্স যুক্ত করে আপনার এলাকার মোবাইল দোকানে এই ফোনগুলোর দাম সামান্য কমবেশি হতে পারে। এছাড়াও বর্তমানে বাংলাদেশ ও ইন্ডিয়ার সকল স্থানে উপরে আলোচিত ফোনের সব মডেল গুলো পাওয়া না যেতে পারে।

ModelPriceRAMROM
Samsung Galaxy A03 Core11,999 BDT2 GB32 GB
Samsung Galaxy A03s14,999 BDT4 GB64 GB
Samsung Galaxy M02s12,999 BDT4 GB64 GB
Samsung Galaxy M01s11,999 BDT3 GB32 GB
Samsung Galaxy M01 Core6,999 BDT1/2 GB16/32 GB
Samsung Galaxy M0111,499 BDT3 GB32 GB
Samsung Galaxy M1111,999 BDT3/4 GB32/64 GB
Samsung Galaxy A2 Core6,990 BDT1 GB16 GB
Samsung Galaxy J614,990 BDT3/4 GB32/64 GB
Samsung Galaxy M2015,990 BDT3 GB32 GB
Samsung Galaxy J4+10,990 BDT2/3 GB16/32 GB
Samsung Galaxy A20s15,499/16,999 BDT3/4 GB32/64 GB
Samsung Galaxy A10s12,499 BDT2/3 GB32 GB
Samsung Galaxy A019,999 BDT2 GB16 GB
Samsung Galaxy A2015,990 BDT3 GB32 GB
Samsung Galaxy J411,990 BDT2/3 GB16/32 GB
Samsung Galaxy J2 Core7,490 BDT1 GB8/16 GB
Samsung Galaxy M1011,999 BDT2 GB16 GB
Samsung Galaxy A1011,990 BDT2 GB32 GB

FAQs

Samsung Galaxy A04 মোবাইল ফোনটির দাম কত টাকা?

বর্তমানে Samsung Galaxy A04 মোবাইল ফোনটির দাম ১৪,৪৯৯ টাকা। তবে বিভিন্ন স্থান ভেদে ভ্যাট এবং ট্যাক্স যুক্ত করে এই মোবাইল ফোনটির দাম সর্বোচ্চ ১৫,০০০ টাকা হতে পারে।

কম দামে স্যামসাং এর ভালো মোবাইল কোনটি?

কম দামের মধ্যে samsung ব্র্যান্ডের Samsung Galaxy A04e স্মার্টফোনটি নিতে পারেন। বর্তমানে এই স্মার্টফোনটির দাম মাত্র ১৩,৪৯৯ টাকা। ফোনটি ব্যবহার করে আপনারা ইন্টারনেট ব্রাউজিংয়ের পাশাপাশি গেম খেলতে পারবেন।

About Sharo Place Desk

দীর্ঘদিন যাবত টেকনোলজি রিলেটেড কার্যক্রমের সাথে জড়িত আছি। আমার অভিজ্ঞতা থেকে এই ওয়েবসাইটটিতে টেকনোলজি, অনলাইন ইনকাম, টিপস এবং ট্রিকস, ই সার্ভিস, রিভিউ ও ব্যবসা রিলেটেড আর্টিকেল লেখালেখি করি।

Check Also

10000 টাকার মধ্যে ভিভো মোবাইল

10000 টাকার মধ্যে ভিভো মোবাইল ফোন

বর্তমানে বাংলাদেশে এবং ইন্ডিয়ায় ভিভো ব্র্যান্ডের মোবাইল ফোন গুলো অনেক জনপ্রিয়। অনেকেই তাদের পছন্দের মোবাইল …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।