সোমবার , সেপ্টেম্বর 16 2024
bnen
Breaking News

১৫০০০ টাকার মধ্যে ভালো গেমিং ফোন ২০২৩

বর্তমান যুগে গেম খেলতে পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ। আপনি যদি গেম খেলা পছন্দ করেন তাহলে আপনার অবশ্যই একটি ভালো গেমিং ফোন প্রয়োজন। এই লেখাটিতে আমরা আলোচনা করেছি ১৫০০০ টাকার মধ্যে ভালো গেমিং ফোন গুলো সম্পর্কে।

মাত্র ১৫ হাজার টাকা বাজেটের মধ্যে সেরা এই গেমিং স্মার্টফোনগুলো দিয়ে পছন্দ অনুযায়ী গেম খেলতে পারবেন। গেম খেলার মূল উপাদান হচ্ছে মোবাইল ফোন। আপনার কাছে যদি একটি ভালো মোবাইল ফোন না থাকে তাহলে আপনি গেম খেলে মজা পাবেন না।

তাই আপনাদের সুবিধার্থে ও গেমারদের কথা বিবেচনা করে বর্তমান মার্কেটে পাওয়া যায় এমন ১৫০০০ টাকার মধ্যে ভালো গেমিং ফোন গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

বিষয়বস্তুর সহজ সারণী

১৫০০০ টাকার মধ্যে ভালো গেমিং ফোন

আমাদের অনেকের ধারণা একটি গেমিং ফোন ক্রয় করতে হলে অনেক টাকা প্রয়োজন হয়, কিন্তু আমাদের এই ধারণা সম্পূর্ণ ভুল। আপনি মাত্র ১৫ হাজার টাকার মধ্যে ভালো গেমিং ফোন ক্রয় করতে পারবেন। চলুন আমাদের এই আর্টিকেলে রাখা মোবাইল ফোনগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেই।

১.Poco M4 5G

Poco M4 5G মোবাইল ফোনটিতে রয়েছে ৬.৫৮ ইঞ্চি বড় ডিসপ্লে, যার রেজুলেশন 1080 x 2408 pixels এবং ডিসপ্লেটি আইপিএস এলসিডি হওয়ায় গেম খেলে অনেক মজা পাবেন। ফোনটির ব্যাটারি প্যানেলে রয়েছে লিথিয়াম পলিমার ৫০০০ এমএএইচ নন-রিমুভাল ব্যাটারি।

এবং এই মোবাইল ফোনটি 18W wired চার্জার দিয়ে চার্জ করতে পারবেন। এছাড়াও Poco M4 5G মোবাইল ফোনটিতে Octa-core প্রসেসর, Mediatek MT6833 Dimensity চিপসেট, Mali-G57 MC2 জিপিইউ এবং Android 12 অপারেটিং সিস্টেম রয়েছে।

ফোনটির ক্যামেরা প্যানেলে রয়েছে 13 MP, f/2.2, (wide) এলইডি ফ্ল্যাশ যুক্ত মেইন ক্যামেরা এবং 5 MP, f/2.2, (wide) ফন্ট ক্যামেরা। এই মোবাইল ফোনটি 64GB 4GB RAM ও 128GB 6GB RAM ভেরিয়েন্টে পাওয়া যাবে। Poco M4 5G মোবাইল ফোনটির দাম ১৫,০০০ টাকার আশেপাশে।

Poco M4 5G স্পেসিফিকেশনঃ

  • ৬.৫৮ ইঞ্চি বড় ডিসপ্লে
  • 64GB 4GB RAM ও 128GB 6GB RAM
  • 13 MP, f/2.2, (wide) এলইডি ফ্ল্যাশ যুক্ত মেইন ক্যামেরা
  • 5 MP, f/2.2, (wide) ফন্ট ক্যামেরা
  • ৫০০০ এমএএইচ নন-রিমুভাল ব্যাটারি
  • Octa-core প্রসেসর
  • Android 12 অপারেটিং সিস্টেম
  • Mediatek MT6833 Dimensity চিপসেট
  • Mali-G57 MC2 জিপিইউ

২.Infinix Note 12 Turbo

বর্তমানে বাংলাদেশে গেমিং ফোন হিসেবে সবথেকে বেশি জনপ্রিয় ইনফিনিক্স ব্র্যান্ডের মোবাইল ফোন গুলো। Infinix Note 12 Turbo মোবাইল ফোনটিতে ব্যবহার করা হয়েছে Mediatek MT6781 Helio G96 চিপসেট ও অক্টাকর প্রসেসর, Mali-G57 MC2 – 64 bit জিপিইউ। এই মোবাইল ফোনটি Android 12 XOS 10.6 Custom UI অপারেটিং সিস্টেমে পরিচালিত।

এই ফোনটিতে AMOLED টাচস্ক্রিন যুক্ত 1080 x 2400 pixels রেজুলেশন এর ৬.৭ ইঞ্চি ডিসপ্লে রয়েছে। এবং এই মোবাইল ফোনের ক্যামেরা প্যানেলে আছে 50 MP, f/1.6, (wide) QVGA প্রাইমারি ক্যামেরা এবং 16 MP, (wide) HDR সেলফি ক্যামেরা। এই ফোনটিতে লিথিয়াম পলিমারের 5000 mAh battery রয়েছে।

বর্তমানে এই মোবাইল ফোনটি 8GB/128GB & 8GB/256GB ভেরিয়েন্ট এ পাওয়া যাচ্ছে। এই মোবাইল ফোনটির দাম ১৮,০০০ টাকার আশেপাশে। ১৫ হাজার টাকার মোবাইল ফোনের লিস্টে Infinix Note 12 Turbo ফোনটি রাখার একমাত্র কারণ হলো বর্তমানে গেমিং এর জন্য এই স্মার্টফোনটি বেস্ট।

Infinix Note 12 Turbo স্পেসিফিকেশনঃ

  • Mediatek MT6781 Helio G96 চিপসেট
  • ৬.৭ ইঞ্চি ডিসপ্লে
  • Mali-G57 MC2 – 64 bit জিপিইউ
  • Octa-core প্রসেসর
  • Android 12 XOS 10.6 Custom UI অপারেটিং সিস্টেম
  • 8GB/128GB & 8GB/256GB ভেরিয়েন্ট
  • 5000 mAh battery
  • 16 MP, (wide) HDR সেলফি ক্যামেরা
  • 13 MP, f/2.2, (wide) মেইন ক্যামেরা

৩.Redmi Note 11

রেডমি ব্র্যান্ডের এই মোবাইল ফোনটিকে মজা করে বাংলাদেশের জাতীয় মোবাইল ফোন বলা হয়। কেননা গেমিং এবং অন্যান্য ব্যবহারের জন্য Redmi Note 11 স্মার্টফোনটি সব থেকে বেশি বিক্রি হয়েছে। এই মোবাইল ফোনটিতে আছে ৬.৪৩ ইঞ্চি Full HD+ 1080 x 2400 pixels রেজুলেশনের টাচস্ক্রিন ডিসপ্লে।

এবং এই ফোনটির ক্যামেরা প্যানেলে আছে Quad 50+8+2+2 Megapixel মেইন ক্যামেরা এবং 13 Megapixel সেলফি ক্যামেরা। এবং ব্যাটারি প্যানেলে আছে Lithium-polymer 5000 mAh শক্তিশালী ব্যাটারি যা ৬০ মিনিটে ১০০% চার্জ হবে। বর্তমানে এই মোবাইল ফোনটি ৪টি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে।

মোবাইল ফোনটির দাম এবং RAM ও ROM উপরের ছবিটিতে দেওয়া আছে। মোবাইল ফোনটিতে চিপসেট, Octa core, up to 2.4 GHz প্রসেসর, Adreno 610 জিপিইউ ও Android 11 (MIUI 13) অপারেটিং সিস্টেম রয়েছে। এই মোবাইল ফোনটিতে Side-mounted ফিঙ্গারপ্রিন্ট রয়েছে।

Redmi Note 11 স্পেসিফিকেশনঃ

  • Adreno 610 জিপিইউ
  • Android 11 (MIUI 13) অপারেটিং সিস্টেম
  • Side-mounted ফিঙ্গারপ্রিন্ট
  • Octa core, up to 2.4 GHz প্রসেসর
  • Quad 50+8+2+2 Megapixel মেইন ক্যামেরা
  • ৬.৪৩ ইঞ্চি ডিসপ্লে
  • 13 Megapixel সেলফি ক্যামেরা
  • Lithium-polymer 5000 mAh শক্তিশালী ব্যাটারি

সম্মানিত পাঠকবৃন্দ, বর্তমানে জনপ্রিয় গেমিং মোবাইল ফোন গুলোর মধ্যে এই মোবাইল ফোন ৩টি অনেক জনপ্রিয়। এছাড়াও আরো অনেক মোবাইল ফোন আছে যেগুলো আপনারা ১৫,০০০ টাকা বাজেটের মধ্যে ক্রয় করতে পারবেন। যেমনঃ

ModelRAMROMPrice
Xiaomi Redmi 10C4 GB64/128 GB14,999/16,499 BDT
Realme 5i4 GB64 GB12,990 BDT
Infinix Hot 124/6 GB128 GB16,299/16,499 BDT
Realme C333/4 GB32/64/128 GB13,999/14,999/15,999 BDT
Symphony Z474 GB64 GB11,499 BDT
Samsung Galaxy A043 GB32 GB14,499 BDT
Realme C112/4 GB32/64 GB10,490/12,490 BDT
Infinix Hot 9 Play2/4 GB32/64 GB7,990/9,990 BDT
Tecno Spark 8C4 GB128 GB13,490 BDT
Realme Narzo 30A4 GB64 GB12,990 BDT
মোবাইল ফোনগুলোর দাম সামান্য কিছু কম বেশি হতে পারে।

আপনার মতে আমাদের এই তালিকার মধ্যে সেরা গেমিং মোবাইল ফোন কোনটি? তা কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন। গেমিং মোবাইল ফোন ক্রয়ের আগে মোবাইল ফোনের প্রফেসর এবং চিপসেট ও RAM, ROM যাচাই করবেন। এবং মোবাইল ফোনটির ডিসপ্লে প্যানেল ও ব্যাটারি প্যানেল দেখে নিবেন।

FAQs

কম দামের মধ্যে ভালো গেমিং মোবাইল?

Infinix Hot 30 মডেলের মোবাইল ফোনটি বর্তমানে কম দামের মধ্যে সেরা গেমিং মোবাইল। এই মোবাইল ফোনটিতে 4 GB RAM ও 128 GB ROM রয়েছে। এই ভেরিয়েন্টের দাম মাত্র ১৪,৪৯৯ টাকা।

১৫ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল?

১৫ হাজার টাকার মধ্যে আমার পছন্দের সব থেকে ভালো মোবাইল ফোন হল Realme C33 মডেলের মোবাইল ফোনটি। এই মোবাইল ফোনটির 4 GB RAM ও 64 GB ROM ভেরিয়েন্টের দাম মাত্র ১৪,৯৯৯ টাকা।

About Sharo Place Desk

দীর্ঘদিন যাবত টেকনোলজি রিলেটেড কার্যক্রমের সাথে জড়িত আছি। আমার অভিজ্ঞতা থেকে এই ওয়েবসাইটটিতে টেকনোলজি, অনলাইন ইনকাম, টিপস এবং ট্রিকস, ই সার্ভিস, রিভিউ ও ব্যবসা রিলেটেড আর্টিকেল লেখালেখি করি।

Check Also

১০০০০ টাকার মোবাইল

১০০০০ টাকার মোবাইল ফোনগুলো

বর্তমানে ১০ হাজার টাকার মোবাইল ফোন গুলোর চাহিদা অনেক বেশি। তবে অনেক ক্ষেত্রে আমরা এই …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।