শনিবার , মে 4 2024
bnen
Breaking News

Dutch Bangla Bank Personal Loan 2024 ডাচ বাংলা ব্যাংক পারসোনাল লোন

আমরা যে পরিমাণ টাকা ইনকাম করি অনেক সময় আমাদের আগের থেকে ব্যয় বেশি হয়ে যায় এছাড়াও অনেক সময় জমি ক্রয় বিক্রয় বা ফ্ল্যাট ক্রয়ের জন্য আমাদের অর্থের প্রয়োজন পড়ে তখন আমাদের এই বাড়তি টাকা মেকআপ করার জন্য আমাদের লোন এর প্রয়োজন হয় বর্তমানে ব্যাংক গুলো যে ধরনের লোন প্রোভাইড করছে তার মধ্যে পার্সোনাল লোন হচ্ছে সবথেকে জনপ্রিয় লোন এর কারণ হচ্ছে পার্সোনাল লোন নেওয়ার জন্য আপনাকে খুবই কম কাগজপত্র সাবমিট করতে হয় এবং গ্রাহক এপ্লাই করার অল্প কিছুদিনের মধ্যেই অর্থাৎ ৪  থেকে ৫  কর্মদিবসের মধ্যে লোনটি গ্রাহক পেয়ে থাকে ,  আমি আপনাদের সামনে আলোচনা করব ডাচ-বাংলা ব্যাংকের যে পার্সোনাল লোন রয়েছে সেই লোন পাওয়ার জন্য কিভাবে এপ্লাই করবেন এবং কোন কোন ব্যক্তি এ লোন এর জন্য আবেদন করতে পারবেন মাসিক কিস্তি কত হবে মোট মুনাফা কত হবে ?

ডাচ-বাংলা ব্যাংকে পার্সোনাল লোন সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবেন তাই আপনারা যারা ডাচ বাংলা ব্যাংক পার্সোনাল লোন নিতে চান যারা   আবেদন করতে পারবে এখানে চার ক্যাটাগরির লোক এই লোনের জন্য আবেদন করতে পারবে এক নম্বর হচ্ছে বেতনভুক্ত ব্যক্তি অর্থাৎ আপনি যদি কোন চাকরি করে থাকেন এবং আপনার ভেতরের টাকা যদি কোন ব্যাংকের মাধ্যমে হয়ে থাকে সেক্ষেত্রে আপনার কত টাকা ব্যাংকে ঢুকবে এবং ব্যক্তিগত হলে আপনি এই লোকটি পাবেন সে বিষয়ে আমার বিস্তারিত আলোচনা থাকবে  দ্বিতীয়তঃ পেশাদার ব্যক্তি.

অর্থাৎ ডাক্তার-ইঞ্জিনিয়ার আরকিটেক এফসিএসসিএ ইত্যাদি পেশাজীবী ব্যক্তি লড়াইয়ের জন্য আবেদন করতে পারবেন তৃতীয়তঃ বাড়িওয়ালা অর্থাৎ আপনার যদি কোন বাড়ি থেকে থাকে যেখান থেকে আপনি বাড়ি ভাড়া পান সেক্ষেত্রে আপনি এই লোনের জন্য আবেদন করতে পারবে চতুর্থ আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন অর্থাৎ আপনি যদি কোন ব্যবসা করে থাকেন এবং সে ব্যবসা যদি মোটামুটি একটা ইনকাম আপনি জেনারেট করতে পারেন বছরে সেক্ষেত্রে আপনি এই পার্সোনাল লোন এর জন্য এলিজাইবেল হবেন তবে এই প্রত্যেকটি প্রফেশন এর জন্য আপনাকে আলাদা আলাদা ডকুমেন্ট সাবমিট করতে হতে পারে সে বিষয়ে আমরা এই ভিডিও শিশু দিক আলোচনা করব এখন আমরা দেখে নেই আপনি যদি পার্সোনাল লোন অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে ব্যাংক কি পরিমান লোন আপনাকে প্রোভাইড করবে এবং ইন্টারেস্ট রেট কত এখন আপনারা দেখছেন লোন এর সর্বনিম্ন পরিমাণ হচ্ছে ৫০  হাজার টাকা এবং সর্বাধিক পরিমাণ ২০  লক্ষ টাকা অর্থাৎ আপনি সর্বনিম্ন ৫০  হাজার থেকে ২০  লক্ষ টাকা পর্যন্ত এই প্রার্থনা লোনের জন্য এপ্লাই করতে পারবেন.

আপনি এক বছর থেকে ৫  বছরের মধ্যে পাবেন সুদের হার আপনি যদি নতুন লোন হয় নিয়ে থাকেন সেক্ষেত্রে ৭.৫০ শতাংশ আর যদি আপনি কোন টেকওভার লোন অর্থাৎ আপনি অন্য কোন ব্যাংকে লোন নিয়েছেন সেই লোকটিই আপনি ডাকবাংলার কাছে টেকো বার করে দিচ্ছেন সেক্ষেত্রে আপনার ইন্টারেস্ট রেট হবে ৭৫  শতাংশ আপনি যদি নতুন লোন নিয়ে থাকেন সেক্ষেত্রে প্রসেসিং ফি দিতে হবে আপনাকে ০.৫  শতাংশ থেকে ১৫  শতাংশ পর্যন্ত আর যদি আপনি টেকো পালন করে থাকেন সেক্ষেত্রে কোন প্রসেসিং ফি দিতে হবে না চলুন এখন দেখে নেই এই লোন পাওয়ার জন্য আপনাকে কি কি যোগ্যতা সম্পন্ন হতে হবে আপনার বয়স অবশ্যই ১৮ থেকে ৭০  বছরের মধ্যে হতে হবে এবং জাতীয়তা বাংলাদেশী নাগরিক হতে হবে মাসিক আয় যদি আপনি চাকরিজীবী পেশাদার এবং বাড়িওয়ালা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে মাত্র ৩০ হাজার টাকা ইনকাম করলেই আপনি এই পার্সোনাল লোন এর জন্য এপ্লাই করতে পারবেন এবং আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে মান্থলি ৫০ হাজার টাকা ইনকাম করতে হবে কাজের অভিজ্ঞতা.

ঈদের জন্য এক থেকে দুই বছর পেশাজীবীদের জন্য ছয় মাস এবং বাড়িয়ালাদের জন্য তো আসলে কোন কাজের অভিজ্ঞতার প্রয়োজন নেই আর আপনি যদি একজন ব্যবসায়ী হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ব্যবসায় এর দুই বছর পূর্তি হতে হবে অর্থাৎ আপনার ট্রেড লাইসেন্সের মেয়াদ দুই বছর হলেই ধরে নেয়া হবে আপনার ব্যবসাটি দুই বছর হয়েছে সেক্ষেত্রে আপনি এই প্রার্থনা লোনের জন্য এপ্লাই করতে পারবেন এখন আমরা দেখিনি এই কত টাকা লোন এ কত কিস্তি হবে আপনি যদি ১  লক্ষ টাকার তিন বছরের জন্য নিতে চান সেক্ষেত্রে ইন্টারেস্ট রেট মেয়াদ এবং কিস্তির পরিমাণ আমরা দেখে নেবো সেক্ষেত্রে ইন্টারেস্ট রেট হবে সাড়ে সাত পার্সেন্ট মেয়াদ হবে তিন বছর মোট কিস্তির পরিমাণ শক্তি বৃষ্টি অর্থাৎ আপনাকে ৩৬ টি  কিস্তির মাধ্যমে এই লোনের টাকা শোধ করতে হবে এক্ষেত্রে মাসিক কিস্তি দিতে হবে ৩১১০  টাকা এবং মোট ইন্টারেস্ট প্রদান করতে হবে ১১  হাজার ৯৮২  টাকা ৩৯ পয়সা অর্থাৎ আপনি যদি ১ লক্ষ টাকা লোন নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে এক লক্ষ ১১  হাজার ৯৮২  টাকা প্রদান করতে হবে ব্যাংকে.

এবং সেটি এর মাসিক কিস্তি হবে প্রতি মাসে তিন হাজার ১১০  টাকা ৬২  পয়সা করে চলুন এখন দেখে নেই ৫  লক্ষ টাকা পাঁচ বছরের জন্য যদি আপনি একটা কভার করে ডাচ-বাংলা ব্যাংকে নিতে চান সেক্ষেত্রে ইন্টারেস্ট এবং কিস্তির পরিমাণ কত হবে এক্ষেত্রে লোনের পরিমাণ 5 লক্ষ টাকা ইন্টারেস্ট সাড়ে ৭  শতাংশ জায়গায় এখানে সাত পার্সেন্ট মেয়াদ পাঁচ বছর মোট কিস্তির পরিমাণ সাহিত্যিক মাসিক কিস্তি এক্ষেত্রে দিতে হবে 9 হাজার 900 টাকা ইন্টারেস্ট প্রদান করতে হবে ৯৪  হাজার ৩৫ টাকা চলুন এখন দেখি আপনাকে কি কি ডকুমেন্টস ব্যাংকে প্রবাহিত করতে হবে একটি লোনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার ডকুমেন্টস অর্থাৎ আপনি যদি প্রোফাইলে ডকুমেন্ট সাবমিট করতে না পারেন সে ক্ষেত্রে ব্যাংক কিন্তু আপনাকে কখনোই লোন প্রোভাইড করবে না তাই ডকুমেন্টস এর বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ চলুন আমরা এখন দেখে নেই কোন কোন প্রফেশন এর জন্য কি ধরনের ডকুমেন্টস আপনাকে প্রমাণ করতে হবে আপনি যদি সারারাত পারসন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে দিতে হবে দুই কপি ছবি.

কপি ব্যাংকের স্টেটমেন্ট ভিজিটিং কার্ড ইউটিলিটি বিল ইঞ্জিন কপি ক্যালেন্ডার এর ছবি এবং এর আইডি সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা প্রদান করতে হবে সেলারি সার্টিফিকেট অথবা পেত্নী আর আপনি যদি কোন পেশাজীবী হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে একই ধরনের ডকুমেন্ট্রি প্রবাহিত করতে হবে পাশাপাশি আপনাকে একটা ডকুমেন্ট নিতে হবে পেশাদারী সার্টিফিকেটের কপি অর্থাৎ আপনি যে পেশায় আছেন সেই প্রেসার একটি সার্টিফিকেটের কপি আপনি যদি বাড়িওয়ালা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে একটা ডকুমেন্ট প্রয়োগ করতে হবে বাড়ি ভাড়ার এগ্রিমেন্ট কপি অথবা ভাড়া আদায়ের রিতিক আর আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রবেশ করতে হবে ট্রেড লাইসেন্স এবং মেমোরেন্ডাম পাশাপাশি অন্যান্য ডকুমেন্ট আপনাকে প্রমাণ করতে হবে এখন আমি আপনাদেরকে ডাচ বাংলা ব্যাংকের আরো অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব সেটা হচ্ছে আপনি যদি পার্সোনাল লোন নিতে চান আপনি যদি কন্টাক চুয়াল এমপ্লয়ী হয়ে থাকে তাহলে ও এই লোন নিতে পারবেন যেকোন সময় আপনি আপনার লোন সেটেলমেন্ট করতে পারবেন এমনকি আপনি আংশিক অথবা ফুল সেটেলমেন্ট করতে পারবেন এক্ষেত্রে.

সেটেলমেন্ট ০.৫  শতাংশ পরিবারের সদস্যগণ চাইলে একসাথে জয়েন্টলি আবেদন করতে পারবেন অর্থাৎ আপনার স্যালারি যদি ৩০  হাজার টাকার কম হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু এই লোন পাবেন না এবং এই লোন নেওয়ার জন্য আপনি পরিবারের অন্য সদস্যদের সাথে জয়েন্টলি অর্থাৎ দুইজনের সেলারি মিলে যদি এই ৩০০০০  প্লাস হয়ে থাকে সেক্ষেত্রে এই লোন আপনি আবেদন করতে পারবেন আর লোনের পরিমাণ যদি ৫ লক্ষ টাকার কম হয় সেক্ষেত্রে আপনার কোন টিম জমা দিতে হবেনা রবিবার আশাকরি ডাচ-বাংলা ব্যাংকে পার্সোনাল লোন সম্পর্কে আমি আপনাদেরকে যথেষ্ট ক্লিয়ার করতে পেরেছি এছাড়াও কোনো সহযোগিতা যদি আপনাদের প্রয়োজন হয় অথবা কোনো তথ্যের প্রয়োজন হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে ।

About Sharo Place Desk

দীর্ঘদিন যাবত টেকনোলজি রিলেটেড কার্যক্রমের সাথে জড়িত আছি। আমার অভিজ্ঞতা থেকে এই ওয়েবসাইটটিতে টেকনোলজি, অনলাইন ইনকাম, টিপস এবং ট্রিকস, ই সার্ভিস, রিভিউ ও ব্যবসা রিলেটেড আর্টিকেল লেখালেখি করি।

Check Also

জমির দলিল দিয়ে ব্যাংক লোন

জমির দলিল দিয়ে ব্যাংক লোন নেয়ার সহজ পদ্ধতি

মর্টগেজ বা বন্ধকী লোন। জমির দলিল দিয়ে ব্যাংক থেকে যেই লোন নেয়া হয় তাকে মর্টগেজ …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।