শনিবার , মে 4 2024
bnen
Breaking News

বাংলাদেশে সবচেয়ে কম দামে স্মার্টফোন গুলো দেখুন এখনই

ধারাবাহিকভাবে প্রযুক্তির উন্নয়নের পাশাপাশি স্মার্টফোন গুলোর দাম কমেছে। বিভিন্ন মোবাইল কোম্পানিগুলো প্রতিযোগিতা করে কম দামের মধ্যে ভালো মোবাইল ফোন বাজারে এনেছে। বাংলাদেশে সবচেয়ে কম দামে স্মার্টফোন গুলো সম্পর্কে এই লেখাটিতে আলোচনা করা হবে।

অল্প কিছুদিন আগেও এত কম দামে ভালো ফিচার যুক্ত মোবাইল ফোন গুলো পাওয়া যেত না, কিন্তু ২০২৩ সাল থেকে মোটামুটি বাজেটের মধ্যে আমরা ভালো স্মার্টফোনগুলো ক্রয় করতে পারি। যেগুলো দিয়ে গেম খেলার পাশাপাশি ইন্টারনেট ব্রাউজিং, ক্যামেরা সাপোর্ট ও অন্যান্য কাজ সম্পন্ন করতে পারব।

এই লেখাটিতে এমনই কিছু বাংলাদেশে সবচেয়ে কম দামে স্মার্টফোন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আপনি যদি কম দামের মধ্যে একটি ভাল স্মার্টফোন খুঁজে থাকেন, তাহলে আশা করি এই লেখাটি আপনার জন্য অনেক উপকারী হবে।

বাংলাদেশে সবচেয়ে কম দামে স্মার্টফোন

কম দামের মধ্যে একটি ভালো ফিচার যুক্ত স্মার্টফোন ক্রয় করার জন্য কমপক্ষে ১০,০০০ টাকা বাজেট প্রয়োজন। মাত্র ১০ হাজার টাকার মধ্যে আপনারা নামিদামি ব্রান্ডের সেরা কিছু স্মার্টফোন ক্রয় করতে পারবেন। এছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের ১০,০০০ টাকার নিচে অনেক স্মার্টফোন পাওয়া যায়।

যেগুলো ফিচারের দিক থেকে একটি পিছানো থাকলেও পারফরমেন্সের দিক থেকে এগিয়ে থাকবে। এমনই কিছু স্মার্টফোন নিয়ে এই লেখাটি সাজানো হয়েছে।

১.Tecno Spark Go 2023

২০২৩ সালের জানুয়ারি মাসে লঞ্চ হওয়া Tecno Spark Go 2023 মোবাইল ফোনটি দেখতে ৪০-৫০ হাজার টাকার মোবাইল ফোনের মত মনে হবে। ফোনটিতে রয়েছে দারুণ সব ফিচার, চলুন জেনে নেই Tecno Spark Go 2023 মোবাইল ফোনটির ফিচার সম্পর্কে।

Tecno Spark Go 2023 এর ফিচারসমূহঃ

  • Dual 13 Megapixel + QVGA মেইন ক্যামেরা।
  • 5 Megapixel সেলফি ক্যামেরা।
  • ৬.৫৬ ইঞ্চি HD+ 720 x 1600 pixels রেজুলেশনের ডিসপ্লে।
  • Lithium-polymer 5000 mAh শক্তিশালী ব্যাটারি।
  • 10W Fast Charging সিস্টেম।
  • PowerVR GE8320 জিপিইউ।
  • Android 12 অপারেটিং সিস্টেম।
  • MediaTek Helio A22 চিপসেট।
  • Quad-core, 2.0 GHz প্রসেসর।
  • 4 GB র‌্যাম।
  • 64 GB ইন্টারনাল স্টোরেজ।

Tecno Spark Go 2023 দারুন এই মোবাইল ফোনটির দাম মাত্র ১০,৯৯০ টাকা। ফোনটি সব থেকে স্পেশাল ফিচার হলো এই দামে Quad-core, 2.0 GHz প্রসেসর, Lithium-polymer 5000 mAh ব্যাটারি ও ৬.৫৬ ইঞ্চি HD+ 720 x 1600 pixels রেজুলেশনের ডিসপ্লে রয়েছে।

সম্পর্কিত গুরুত্বপূর্ণ আর্টিকেলঃ 15000 টাকার মধ্যে ভালো গেমিং মোবাইল।

২.Xiaomi Redmi A1

এই লিস্টের দ্বিতীয় নাম্বারে রাখা হয়েছে Xiaomi Redmi A1 স্মার্টফোনটিকে। এই ফোনটি ২০২২ সালের সেপ্টেম্বর মাসে লঞ্চ হয়। বর্তমানে রেডমি ব্রান্ডের Xiaomi Redmi A1 মোবাইল ফোনটির দাম মাত্র ৯,৯৯৯ টাকা। চলুন Xiaomi Redmi A1 মোবাইল ফোনটির দারুন ফিচারগুলো সম্পর্কে জেনে নেই।

Xiaomi Redmi A1 এর ফিচারসমূহঃ

  • Dual 8+0.8 Megapixel মেইন ক্যামেরা।
  • 5 Megapixel সেলফি ক্যামেরা।
  • Lithium-polymer 5000 mAh শক্তিশালী ব্যাটারি।
  • ৬.৫২ ইঞ্চি HD+ 720 x 1600 pixels রেজুলেশনের ডিসপ্লে।
  • 10W Fast Charging সিস্টেম।
  • PowerVR GE8320 জিপিইউ।
  • Quad-core, 2.0 GHz প্রসেসর।
  • Android 12 Go Edition অপারেটিং সিস্টেম।
  • MediaTek Helio A22 চিপসেট।
  • 2/3 GB র‌্যাম।
  • 32 GB ইন্টারনাল স্টোরেজ।

Xiaomi Redmi A1 মোবাইল ফোনটিতে Quad-core, 2.0 GHz প্রসেসর ও MediaTek Helio A22 চিপসেট এবং Lithium-polymer 5000 mAh শক্তিশালী ব্যাটারি ও ৬.৫২ ইঞ্চি HD+ 720 x 1600 pixels রেজুলেশনের ডিসপ্লে থাকায় Xiaomi Redmi A1 ফোনটি দ্বারা দারুন পারফরম্যান্স আশা করা যায়।

৩.Realme C30

Realme C30 স্মার্টফোনটি ২০২২ সালের জুন মাসে বাজারে আসে। এই ফোনটি Lake Blue, Bamboo Green আকর্ষণীয় এই দুটি কালারে এভেলেবেল আছে। বর্তমানে Realme C30 ফোনটির দাম ৯,৯৯৯ টাকা। চলুন এই ফোনটি দারুন ফিচার সম্পর্কে জেনে নেই।

Realme C30 এর ফিচারসমূহঃ

  • ৬.৫ ইঞ্চি HD+ 720 x 1600 pixels রেজুলেশনের ডিসপ্লে।
  • 5 Megapixel সেলফি ক্যামেরা।
  • 8 Megapixel মেইন ক্যামেরা।
  • Lithium-polymer 5000 mAh শক্তিশালী ব্যাটারি।
  • 10W Fast Charging সিস্টেম।
  • Mali-G57 জিপিইউ।
  • Octa core, up to 1.8 GHz প্রসেসর।
  • Android 11 অপারেটিং সিস্টেম।
  • Unisoc Tiger T612 চিপসেট।
  • 2 GB র‌্যাম।
  • 32 GB ইন্টারনাল স্টোরেজ।

১০ হাজার টাকা বাজেটের মধ্যে Realme ব্র্যান্ডের Realme C30 মোবাইল ফোনটি সেরা হওয়ার কারণ হলো এই ফোনটিতে Unisoc Tiger T612 চিপসেট এর সাথে Octa core, up to 1.8 GHz প্রসেসর ব্যবহার করা হয়েছে। এছাড়াও এই ফোনটিতে আছে Lithium-polymer 5000 mAh শক্তিশালী ব্যাটারি।

৪.Infinix Hot 10 Play

গেমারদের কাছে ইনফিনিক্স একটি পরিচিত নাম। কেননা ইনফিনিক্স ব্র্যান্ডের মোবাইল ফোনগুলো বেশিরভাগ ক্ষেত্রে গেমিং ফোন হিসেবে পরিচিত। আমাদের এই লিস্টের চতুর্থ নাম্বারে আছে ইনফিনিক্স ব্র্যান্ডের Infinix Hot 10 Play স্মার্টফোনটি। চলুন এই স্মার্টফোনটির দারুন ফিচারগুলো সম্পর্কে জেনে নেই।

Infinix Hot 10 Play এর ফিচারসমূহঃ

  • Dual 13 Megapixel মেইন ক্যামেরা।
  • 8 Megapixel সেলফি ক্যামেরা।
  • ৬.৮২ ইঞ্চি HD+ 720 x 1640 pixels রেজুলেশনের ডিসপ্লে।
  • Lithium-polymer 6000 mAh শক্তিশালী ব্যাটারি।
  • 10W Fast Charging সিস্টেম।
  • Mali-G52 MC2 জিপিইউ।
  • Octa-core, up to 2.0 GHz প্রসেসর।
  • Android 10 Go Edition অপারেটিং সিস্টেম।
  • Mediatek Helio G35 চিপসেট।
  • 3/4 GB র‌্যাম।
  • 32/64 GB ইন্টারনাল স্টোরেজ।

অন্যান্য সকল ফোনের তুলনায় Infinix Hot 10 Play মোবাইল ফোনটিতে দারুন সব ফিচার রয়েছে। যেমন এটিতে Lithium-polymer 6000 mAh পাওয়ারফুল শক্তিশালী ব্যাটারি এবং ৬.৮২ ইঞ্চি বড় ডিসপ্লে রয়েছে। এছাড়াও Mediatek Helio G35 চিপসেট, Octa-core, up to 2.0 GHz প্রসেসর রয়েছে। বর্তমানে Infinix Hot 10 Play মোবাইল ফোনটি ২টি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে।

  1. ৩২ জিবি স্টোরেজ ও ৩ জিবি র‌্যাম এর দাম মাত্র ৯,৯৯০ টাকা।
  2. ৬৪ জিবি স্টোরেজ ও ৪ জিবি র‌্যাম এর দাম মাত্র ১০,৯৯০ টাকা।

৫.itel P40

এই লিস্টের সর্বশেষ নাম্বারে রয়েছে আইটেল ব্র্যান্ডের itel P40 স্মার্টফোনটি। এই ফোনটি সর্বপ্রথম রিলিজ হয় ২০২৩ সালের এপ্রিল মাসে। বর্তমানে itel P40 ফোনটি ২টি ভেরিএন্টে বাজারে পাওয়া যাচ্ছে।

  1. ৩২ জিবি স্টোরেজ ও ৩ জিবি র‌্যাম এর দাম মাত্র ৮,৯৯০ টাকা।
  2. ৬৪ জিবি স্টোরেজ ও ৪ জিবি র‌্যাম এর দাম মাত্র ৯,৯৯০ টাকা।

এই ফোনটিতে রয়েছে দারুণ সব ফিচারস, বর্তমানে ফোনটি Fantasy Blue ও Force Black এই চমৎকার দুটি কালারে বাজারে পাওয়া যাচ্ছে। চলুন itel P40 মোবাইল ফোনটির দারুন ফিচারস সম্পর্কে জেনে নেই।

itel P40 এর ফিচারসমূহঃ

  • ৬.৬ ইঞ্চি HD+ 720 x 1612 pixels রেজুলেশনের ডিসপ্লে।
  • 5 Megapixel সেলফি ক্যামেরা।
  • 13 Megapixel মেইন ক্যামেরা।
  • Lithium-polymer 6000 mAh শক্তিশালী ব্যাটারি।
  • 18W Fast Charging সিস্টেম।
  • PowerVR GE8322 জিপিইউ।
  • Octa-core, 1.6 GHz প্রসেসর।
  • UNISOC SC9863A চিপসেট।
  • 3/4 GB র‌্যাম।
  • 32/64 GB ইন্টারনাল স্টোরেজ।
  • Android 12 (4 GB version) ও Android 12 Go Edition (3 GB version) অপারেটিং সিস্টেম।

আইটেল ব্র্যান্ডের এই মোবাইল ফোনটিতে ও দারুন সব স্পেসিফিকেশন রয়েছে। মাত্র ৯ হাজার টাকার এই মোবাইল ফোনটিতে Lithium-polymer 6000 mAh শক্তিশালী ব্যাটারির সাথে 18W Fast Charging সিস্টেম দেয়া আছে, যা একেবারে অবিশ্বাস্য।

সম্পর্কিত গুরুত্বপূর্ণ আর্টিকেলঃ Symphony Z60 মোবাইলের দাম এবং বিস্তারিত।

অল্প দামে কয়েকটি সেরা মোবাইল ফোন

উপরে আমরা বিভিন্ন ব্র্যান্ডের কয়েকটি সেরা মোবাইল ফোন সম্পর্কে আলোচনা করেছি। এবার চলুন আরোকিছু কম দামি স্মার্টফোন সম্পর্কে জেনে নেয়া যাক।

ModelRAMROMPrice
Xiaomi Redmi 9A2 GB32 GB10,999 BDT
Realme C213 GB32 GB10,990 BDT
Realme C112 GB32 GB8,990 BDT
Realme C20A2 GB32 GB8,990 BDT
Vivo Y022 GB32 GB10,999 BDT
Oppo A1K2 GB32 GB9,990 BDT
Symphony Innova 104 GB64 GB10,999 BDT
Tecno Pop 72 GB64 GB9,690 BDT
itel A60S4 GB64 GB8,990 BDT
itel Vision 54 GB64 GB9,990 BDT
Infinix Smart 73/4 GB64 GB9,999/10,999 BDT
Infinix Smart 6 Plus2 GB64 GB9,999 BDT
Motorola Moto E4 Plus3 GB16 GB9,990 BDT
Nokia 2.32 GB32 GB10,999 BDT

সম্মানিত পাঠ্যবৃন্দ আশাকরি বাংলাদেশে সবচেয়ে কম দামে স্মার্টফোন গুলো সম্পর্কে জানতে পেরেছেন। তবে এখানে দেওয়া মোবাইল ফোনগুলোর দাম অনলাইন থেকে সংগ্রহ করা। আপনার এলাকার মোবাইল মার্কেটে মোবাইল ফোনের দাম সামান্য কম-বেশি হতে পারে।

FAQs

কম দামের মধ্যে ভালো গেমিং ফোন কোনটি?

স্পেসিফিকেশনের দিক থেকে বর্তমানে সবথেকে কম দামের মধ্যে ভালো গেমিং ফোন হল ইনফিনিক্স ব্র্যান্ডের Infinix Hot 10 Play মোবাইল ফোনটি। Infinix Hot 10 Play মোবাইল ফোনটির দাম বর্তমানে মাত্র ৯,৯৯০ টাকা ও ১০,৯৯০ টাকা।

১০ হাজার টাকায় সব থেকে ভাল মোবাইল কোনটি?

মাত্র ১০,০০০ টাকার মধ্যে বর্তমানে সব থেকে ভাল মোবাইল ফোন হল itel P40 মডেলের মোবাইল ফোনটি। এই ফোনটিতে রয়েছে 6000 mAh শক্তিশালী ব্যাটারি, Octa-core, 1.6 GHz প্রসেসর, ৬.৬ ইঞ্চি ডিসপ্লে এবং 3/4 GB র‌্যাম।

About Sharo Place Desk

দীর্ঘদিন যাবত টেকনোলজি রিলেটেড কার্যক্রমের সাথে জড়িত আছি। আমার অভিজ্ঞতা থেকে এই ওয়েবসাইটটিতে টেকনোলজি, অনলাইন ইনকাম, টিপস এবং ট্রিকস, ই সার্ভিস, রিভিউ ও ব্যবসা রিলেটেড আর্টিকেল লেখালেখি করি।

Check Also

10000 টাকার মধ্যে ভিভো মোবাইল

10000 টাকার মধ্যে ভিভো মোবাইল ফোন

বর্তমানে বাংলাদেশে এবং ইন্ডিয়ায় ভিভো ব্র্যান্ডের মোবাইল ফোন গুলো অনেক জনপ্রিয়। অনেকেই তাদের পছন্দের মোবাইল …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।