রবিবার , ডিসেম্বর 22 2024
bnen
Breaking News

15 হাজার টাকার মধ্যে সেরা ফোন ২০২৩

বর্তমানে প্রতিযোগিতামূলক বাজারে অনেকেই 15 হাজার টাকার মধ্যে সেরা ফোন ক্রয় করতে চান। কেননা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের মোবাইল ফোন ক্রয়ের বাজেট থাকে ১৫০০০ টাকা।

মোবাইল কোম্পানিগুলোর প্রতিযোগিতামূলক আচরণের ফলে বর্তমানে দারুন ফিচার যুক্ত মোবাইল ফোন গুলোর দাম অনেকটা কমে এসেছে। এই লেখাটিতে আমরা বিভিন্ন ব্র্যান্ডের ১৫০০০ টাকার মধ্যে সেরা স্মার্টফোন গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।

15 হাজার টাকার মধ্যে সেরা ফোন

বর্তমান সময়ে বিপুল জনপ্রিয় ১৫ হাজার টাকার মধ্যে সেরা ৫টি স্মার্টফোন হলো Vivo Y20 2021, Realme Narzo 20, Infinix Hot 9 Play, Oppo A16 এবং Tecno Spark 7 Pro.

এই স্মার্টফোনগুলো মাত্র 15000 টাকা বাজেটে ক্রয় করতে পারবেন। নরমাল ইউজার থেকে গেমারদের কথা মাথায় রেখে বর্তমান সময়ের জনপ্রিয় দারুন ফিচার যুক্ত কয়েকটি মোবাইল ফোন নিয়ে এই লেখাটি উপস্থাপন করা হয়েছে।

সম্পূর্ণ লেখাটি দেখলে আপনার জন্য এই বাজেটের মধ্যে কোন স্মার্টফোনটি সেরা হবে, এই সম্পর্কে পূর্ণ অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। কেননা এই লেখাটিতে মোবাইল ফোন গুলোর মডেলের পাশাপাশি স্পেসিফিকেশন ও দাম সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। চলুন জেনে নেই-

১.Vivo Y20 2021

বর্ণনাঃ Vivo Y20 2021 স্মার্টফোনটির ওজন মাত্র ১৯২ গ্রাম, এবং এর পরিমাপ ১৬৪.৪ x ৭৬.৩ x ৮.৪ মিলিমিটার। এই স্মার্টফোনটিতে ৬.৫১ ইঞ্চি ডিসপ্লের পাশাপাশি Triple 13+2+2 Megapixel মেইন ক্যামেরা ও 8 Megapixel সেলফি ক্যামেরা রয়েছে।

এই মোবাইল ফোনটি ক্যামেরা প্যানেল Full HD (1080p) রেজুলেশনে ভিডিও রেকর্ডিং করতে পারে। এই ফোনটিতে লিথিয়াম পলিমার ৫০০০ এমএএইচ ব্যাটারির পাশাপাশি Side-mounted ফিঙ্গারপ্রিন্ট ও ১০ ওয়াট ফাস্ট চার্জিং সিস্টেম রয়েছে। এই ফোনটি Android 10 (Funtouch 11) কাস্টম ইউজার ইন্টারফেসে রান করে।

Vivo Y20 2021 মডেলের স্মার্টফোনটিতে PowerVR GE8320 জিপিইউ, মিডিয়াটেক হেলিও পি৩৫ চিপসেট ও Octa core, up to 2.35 GHz প্রফেসর রয়েছে। এবং এই ফোনটিতে ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি ইন্টার্নাল স্টোরেজ রয়েছে। এই স্মার্টফোনটি ২০২১ সালের জানুয়ারি মাসের ১৩ তারিখ লঞ্চ হয়।

দর্শক রিভিউঃ ইন্টারনেটে পাওয়া তথ্য অনুযায়ী ব্যবহারকারীদের মতে Vivo Y20 2021 মোবাইল ফোনটির পারফরমেন্স ৭০% পারফেক্ট।

Vivo Y20 2021 মোবাইল ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশনঃ

Display6.51 inches, HD+ 720 x 1600 pixels
BatteryLithium-polymer 5000 mAh
Operating System (OS)Android 10 (Funtouch 11)
RAM4 GB
ROM64 GB
ProcessorOcta core, up to 2.35 GHz
Purchase ReferenceVivo Y20 2021
দামঃ Vivo Y20 2021 মোবাইল ফোনটির দাম মাত্র ১৩,৯৯০ টাকা।

২.Realme Narzo 20

বর্ণনাঃ এই লিস্টের দ্বিতীয় নাম্বারে আছে Realme Narzo 20 স্মার্টফোনটি। এই মোবাইল ফোনটির ওজন ২০৮ গ্রাম এবং পরিমাপ ১৬৪.৫ x ৭৫.৯ x ৯.৮ মিলিমিটার। স্মার্টফোনটিতে আছি মিডিয়াটেক হেলিও জি৮৫ চিপসেট, Octa core, up to 2.0 GHz প্রসেসর, Mali-G52 MC2 জিপিইউ, এই ফোনটি অ্যান্ড্রয়েড ১০ Realme UI ইউজার ইন্টারফেসে রান করে।

এই ফোনটির ক্যামেরা প্যানেলে আছে Triple 48+8+2 Megapixel মেইন ক্যামেরা ও 8 Megapixel সেলফি ক্যামেরা রয়েছে। যা দ্বারা Full HD (1080p) রেজুলেশন এর ভিডিও রেকর্ডিং করা যাবে। ফোনটিতে রয়েছে লিথিয়াম পলিমার ৬০০০ এমএএইচ শক্তিশালী ব্যাটারি।

গুরুত্বপূর্ণ কয়েকটি আর্টিকেলঃ

এবং ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সিস্টেম। এই ফোনটির ডিসপ্লে প্যানেলে রয়েছে আইপিএস এলসিডি ৬.৫ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে। ফোনটিতে ৪ জিবি র‍্যাম ও ৬৪/১২৮ জিবি ইন্টার্নাল স্টোরেজ রয়েছে। Realme Narzo 20 মোবাইল ফোনটি সর্বপ্রথম ২০২০ সালের সেপ্টেম্বর মাসে লঞ্চ হয়।

দর্শক রিভিউঃ ইন্টারনেটে পাওয়া তথ্য অনুযায়ী ব্যবহারকারীদের মতে Realme Narzo 20 মোবাইল ফোনটির পারফরমেন্স ৭৮% পারফেক্ট।

Realme Narzo 20 মোবাইল ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশনঃ

Display6.5 inches, HD+ 720 x 1600 pixels
BatteryLithium-polymer 6000 mAh
Operating System (OS)Android 10 (Realme UI)
RAM4 GB
ROM64/128 GB
ProcessorOcta core, up to 2.0 GHz
Purchase ReferenceRealme Narzo 20
দামঃ Realme Narzo 20 মোবাইল ফোনটির দাম মাত্র ১৩,৯৯০ টাকা।

৩.Infinix Hot 9 Play

বর্ণনাঃ এই লিস্টের তৃতীয় নাম্বারে আছে ইনফিক্স ব্র্যান্ডের Infinix Hot 9 Play স্মার্টফোনটি। স্মার্টফোনটিতে ৬.৮২ ইঞ্চি আইপিএস এলসিডি টাচস্ক্রিনযুক্ত ডিসপ্লের পাশাপাশি রয়েছে লিথিয়াম পলিমার ৬০০০ এমএএইচ  শক্তিশালী ব্যাটারি। এই স্মার্টফোনটির ওজন মাত্র ২০৯ গ্রাম এবং পরিমাপ ১৭১.৮ x ৭৮ x ৮.৯ মিলিমিটার।

এই ফোনটির ক্যামেরা প্যানেলে আছে Dual 13 Megapixel এর QVGA অটোফোকাস যুক্ত মেইন ক্যামেরা এবং 8 Megapixel সেলফি ক্যামেরা। এই ক্যামেরাগুলো দ্বারা Full HD (1080p) রেজুলেশন এর ভিডিও রেকর্ডিং করা যাবে। ইনফিনিক্স এর এই স্মার্টফোনটিতে অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম রয়েছে।

এই ফোনটিতে রয়েছে ২/৪ জিবি র‌্যাম এবং ৩২/৬৪ জিবি স্টোরেজ। এছাড়া আরও আছে MediaTek Helio A25 চিপসেট, পাওয়ারভিয়ার জিই৮৩২০ জিপিইউ, Octa-core, up to 1.8 GHz প্রসেসর রয়েছে। এই ফোনটি ২০২০ সালের এপ্রিল মাসে লঞ্চ হয়।

দর্শক রিভিউঃ ইন্টারনেটে পাওয়া তথ্য অনুযায়ী ব্যবহারকারীদের মতে Infinix Hot 9 Play মোবাইল ফোনটির পারফরমেন্স ৭০% পারফেক্ট।

Infinix Hot 9 Play মোবাইল ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশনঃ

Display6.82 inches, HD+ 720 x 1640 pixels
BatteryLithium-polymer 6000 mAh
Operating System (OS)Android 10
RAM2/4 GB
ROM32/64 GB
ProcessorOcta-core, up to 1.8 GHz
Purchase ReferenceInfinix Hot 9 Play
দামঃ Infinix Hot 9 Play মোবাইল ফোনটির দাম মাত্র ৭,৯৯০ টাকা (2/32 GB) এবং ৯,৯৯০ টাকা (4/64 GB) র‍্যাম ও স্টোরেজ।

৪.Oppo A16

বর্ণনাঃ অপ্পো ব্র্যান্ডের এই স্মার্টফোনটিতে আছে 8 Megapixel সেলফি ক্যামেরা এবং Triple 13+2+2 Megapixel মেইন ক্যামেরা প্যানেল, যা দ্বারা Full HD (1080p) রেজুলেশনের ভিডিও রেকর্ডিং করা সম্ভব। এছাড়াও এই ফোনটিতে ৬.৫২ ইঞ্চি টাচস্ক্রিন আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে।

এই ফোনটির ওজন মাত্র ১৯০ গ্রাম এবং পরিমাপ ১৬৩.৮ x ৭৫.৬ x ৮.৪ মিলিমিটার। এই স্মার্টফোনটিতে Android 11 (ColorOS 11.1) অপারেটিং সিস্টেম, ৩/৪ জিবি র‌্যাম ও ৩২/৬৪ জিবি স্টোরেজের পাশাপাশি PowerVR GE8320 জিপিইউ, মিডিয়াটেক হেলিও জি৩৫ চিপসেট।

গুরুত্বপূর্ণ কয়েকটি আর্টিকেলঃ

ও Octa core, up to 2.35 GHz প্রসেসর রয়েছে। অনেক সময় চার্জিং ব্যাকআপের জন্য এই ফোনটিতে লিথিয়াম পলিমার ৫০০০ এমএএইচ ব্যাটারি ও ১০ ওয়াট ফাস্ট চার্জিং রয়েছে। Oppo A16 মোবাইল ফোনটি সর্বপ্রথম ২০২১ সালের জুলাই মাসে লঞ্চ হয়।

দর্শক রিভিউঃ ইন্টারনেটে পাওয়া তথ্য অনুযায়ী ব্যবহারকারীদের মতে Oppo A16 মোবাইল ফোনটির পারফরমেন্স ৭২% পারফেক্ট।

Oppo A16 মোবাইল ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশনঃ

Display6.52 inches, HD+ 720 x 1600 pixels
BatteryLithium-polymer 5000 mAh
Operating System (OS)Android 11 (ColorOS 11.1)
RAM3/4 GB
ROM32/64 GB
ProcessorOcta core, up to 2.35 GHz
Purchase ReferenceOppo A16
দামঃ Oppo A16 মোবাইল ফোনটির দাম মাত্র ১৪,৯৯০ টাকা (3/32 GB) এবং ১৬,৯৯০ টাকা (4/64 GB) র‍্যাম ও স্টোরেজ।

৫.Tecno Spark 7 Pro

বর্ণনাঃ এই লিস্টের সর্বশেষ নাম্বারে আছে টেকনো ব্র্যান্ডের Tecno Spark 7 Pro স্মার্টফোনটি। এই ফোনটিতে লিথিয়াম পলিমার ৫০০০ এমএএইচ ব্যাটারির সাথে ১০ ওয়াট ফাস্ট চার্জিং এবং আরো রয়েছে ৬.৬ ইঞ্চি আইপিএস এলসিডি টাচস্ক্রিন ডিসপ্লে। এই ফোনটির পরিমাপ ১৬৪.৯ x ৭৬.২ x ৮.৮ মিলিমিটার।

ফোনটিতে আরো রয়েছে 8 Megapixel সেলফি ক্যামেরার পাশাপাশি Triple 48 Megapixel মেইন ক্যামেরা প্যানেল, যা দ্বারা Full HD (1080p) রেজুলেশন এ ভিডিও ধারণ করা যাবে। এই স্মার্টফোনটি Android 11 (HiOS 7.5) ইউজার ইন্টারফেসে রান করে।

এছাড়াও Tecno Spark 7 Pro স্মার্টফোনটিতে Mediatek Helio G80 চিপসেট, Octa-core, up to 2.0 GHz প্রসেসর, Mali-G52 MC2 জিপিইউ এর পাশাপাশি ৪/৬ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ রয়েছে। এই ফোনটি ২০২১ সালের মে মাসে লঞ্চ করা হয়।

দর্শক রিভিউঃ ইন্টারনেটে পাওয়া তথ্য অনুযায়ী ব্যবহারকারীদের মতে Tecno Spark 7 Pro মোবাইল ফোনটির পারফরমেন্স ৭৮% পারফেক্ট।

Tecno Spark 7 Pro মোবাইল ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশনঃ

Display6.6 inches, HD+ 720 x 1600 pixels
BatteryLithium-polymer 5000 mAh
Operating System (OS)Android 11 (HiOS 7.5)
RAM4/6 GB
ROM64 GB
ProcessorOcta core, up to 2.0 GHz
Purchase Reference
দামঃ Tecno Spark 7 Pro মোবাইল ফোনটির দাম মাত্র ১৩,৪৯০ টাকা (4/64 GB) এবং ১৪,৯৯০ টাকা (6/64 GB) র‍্যাম ও স্টোরেজ।

প্রিয় পাঠকবৃন্দ, আশাকরি 15 হাজার টাকার মধ্যে সেরা ফোন সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। এই লেখাটিতে আলোচিত স্মার্টফোনগুলোর দাম মার্কেট অনুযায়ী সামান্য কিছু কম বেশি হতে পারে।

FAQs

১৫০০০ টাকায় সব থেকে ভালো স্মার্টফোন?

১৫ হাজার টাকার মধ্যে সবথেকে ভালো স্মার্টফোন হলো Realme Narzo 20, এই ফোনটিতে আছে 4 GB RAM ও 64/128 GB ROM এবং Octa core, up to 2.0 GHz প্রসেসর।

কম দামের মধ্যে সবথেকে ভাল মোবাইল?

অল্প দামের মধ্যে সবথেকে ভালো মোবাইল ফোন হল Infinix Hot 9 Play, এই ফোনটি থেকে আপনারা ইন্টারনেট ব্রাউজিং এর পাশাপাশি সাধারণ গেমিং করতে পারবেন। এই ফোনটির দাম মাত্র ৯,৯৯০ টাকা।

About Sharo Place Desk

দীর্ঘদিন যাবত টেকনোলজি রিলেটেড কার্যক্রমের সাথে জড়িত আছি। আমার অভিজ্ঞতা থেকে এই ওয়েবসাইটটিতে টেকনোলজি, অনলাইন ইনকাম, টিপস এবং ট্রিকস, ই সার্ভিস, রিভিউ ও ব্যবসা রিলেটেড আর্টিকেল লেখালেখি করি।

Check Also

১০০০০ টাকার মোবাইল

১০০০০ টাকার মোবাইল ফোনগুলো

বর্তমানে ১০ হাজার টাকার মোবাইল ফোন গুলোর চাহিদা অনেক বেশি। তবে অনেক ক্ষেত্রে আমরা এই …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।