রবিবার , ডিসেম্বর 22 2024
bnen
Breaking News

১৫ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ফোন ২০২৩

বাংলাদেশের বিভিন্ন মোবাইল কোম্পানির ১৫ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ফোনগুলো সম্পর্কে এই লেখাটিতে বিস্তারিত আলোচনা করা হবে। ১৫ হাজার টাকার মধ্যে ভাল মোবাইল ফোন সম্পর্কে জানতে এই লেখাটি সম্পূর্ণ দেখুন।

আমাদের দৈনন্দিন জীবনের সাথে মোবাইল ফোন ঘনিষ্ঠ ভাবে জড়িয়ে আছে। প্রতিদিনের চলার পথে এবং বিভিন্ন কাজে আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ রক্ষায় বা ইন্টারনেটে তথ্যের সন্ধানে মোবাইল ফোন ব্যবহার হয়ে থাকে। এছাড়াও অনেকে বিনোদনের জন্য, নিজের অবসর সময় কাটানোর জন্য মোবাইল ফোন ব্যবহার করে।

কিন্তু এই মোবাইল ফোন ক্রয়ের বাজেট যদি ১৫ হাজার টাকার মধ্যে হয় তাহলে এই লেখাটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। বর্তমান বাজারে ১৫ হাজার টাকায় পাওয়া যায় এমন কয়েকটি আকর্ষণীয় ফিচারযুক্ত স্মার্টফোন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

১৫ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল গুলি

বর্তমানে ১৫ হাজার টাকার মধ্যে ভাল মোবাইল ফোন হল Redmi 10C, Realme C33 এবং Infinix Note 8i ইত্যাদি। এই স্মার্টফোনগুলো সম্পর্কে নিচে বিস্তারিত বর্ণনা করা হবে এবং ১৫০০০ টাকার মধ্যে পাওয়া যায় এমন আরো কয়েকটি স্মার্টফোন উল্লেখ করা হবে।

আমাদের বেশিরভাগ ক্ষেত্রে স্মার্টফোন ক্রয়ের বাজেট থাকে ১৫ হাজার টাকা। বর্তমান বাজারে ১৫০০০ টাকার মধ্যে অনেক ভাল ব্র্যান্ডের স্মার্টফোন পাওয়া যায়। শুধুমাত্র আমাদের চাহিদা অনুযায়ী আকর্ষণীয় ফিচার যুক্ত স্মার্টফোন পছন্দ করতে হবে।

এই লেখাটি আপনাদের ১৫ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল পছন্দ করতে সাহায্য করবে। চলুন উপরে আলোচিত তিনটি মোবাইল সম্পর্কে বিস্তারিত জেনে নেই।

১.Redmi 10C

রেডমি অনেকের পছন্দের ব্রান্ড। রেডমি ব্র্যান্ডের Redmi 10C স্মার্টফোনটি সর্বপ্রথম ২০২২ সালে লঞ্চ হয়। এই ফোনটিতে থাকছে Dual 50+2 Megapixel ব্যাক ক্যামেরা সহ 5 Megapixel সেলফি ক্যামেরা। যা দ্বারা Full HD (1080p) রেজুলেশন এর ভিডিও ধারণ করা যাবে।

স্মার্টফোনটির ডিসপ্লে প্যানেলে রয়েছে ৬.৭১ ইঞ্চি আইপিএস এলসিডি টাচস্ক্রিন যুক্ত ডিসপ্লে। এবং আরো আছে ৫০০০ এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং যুক্ত। দ্রুত চার্জ হওয়ার পাশাপাশি এই স্মার্টফোনটি অনেক সময় চার্জিং ব্যাকআপ দিবে।

সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ আর্টিকেলঃ

Redmi 10C মোবাইল ফোনটিতে Android 11 (MIUI 13) কাস্টম অপারেটিং সিস্টেম, Qualcomm Snapdragon 680 4G চিপসেট, Adreno 610 জিপিইউ, Octa core, up to 2.4 GHz প্রসেসর এর পাশাপাশি ৪ জিবি র‍্যাম ও ৬৪/১২৮ জিবি স্টোরেজ রয়েছে।

Redmi 10C মোবাইলের স্পেসিফিকেশনঃ

  • Android 11 (MIUI 13) অপারেটিং সিস্টেম।
  • Qualcomm Snapdragon 680 4G চিপসেট।
  • Octa core, up to 2.4 GHz প্রসেসর।
  • 4 GB র‌্যাম।
  • 64 ও 128 GB স্টোরেজ।
  • 6.71 inches, HD+ 720 x 1650 pixels রেজুলেশনের ডিসপ্লে।
  • Lithium-polymer 5000 mAh ব্যাটারি।

দামঃ Redmi 10C মোবাইল ফোনটির দাম মাত্র ১৪,৯৯৯ টাকা (4 GB র‌্যাম ও 64 GB স্টোরেজ) এবং ১৬,৪৯৯ টাকা (4 GB র‌্যাম ও 128 GB স্টোরেজ)

দর্শক রিভিউঃ ইন্টারনেটে পাওয়া তথ্য অনুযায়ী রেডমি ব্রান্ডের Redmi 10C স্মার্টফোনটির দর্শক রিভিউ ৮২% পজেটিভ।

২.Realme C33

এই লিস্টের দ্বিতীয় নাম্বারে আছে সবার পছন্দের ব্র্যান্ড realme-এর Realme C33 মডেলের স্মার্টফোনটি। এই ফোনটি ২০২২ সালের সেপ্টেম্বর মাসে লঞ্চ হয়। এই ফোনটিতে ৬.৫ ইঞ্চি আইপিএস এলসিডি টাচস্ক্রিন ডিসপ্লে এবং ১০ ওয়াট ফাস্ট চার্জিং এর সাথে লিথিয়াম পলিমার ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।

এই ফোনটিতে Unisoc Tiger T612 (12 nm) চিপসেট, Octa core, up to 1.8 GHz প্রসেসর, Mali-G57 জিপিইউ এর পাশাপাশি স্মার্টফোনটি Android 12 কাস্টম Realme UI S ইউজার ইন্টারফেসে রান করে। এই ফোনটিতে ৩/৪ জিবি র‌্যাম এবং ৩২/৬৪/১২৮ জিবি স্টোরেজ রয়েছে।

ফোনটির ক্যামেরা প্যানেলে আছে Full HD (1080p) রেজুলেশনে ভিডিও ধারণ যুক্ত Dual 50+0.3 Megapixel মেইন ক্যামেরা এবং HD (720p) রেজুলেশনে ভিডিও ধারণ যুক্ত 5 Megapixel সেলফি ক্যামেরা। বর্তমানে এই স্মার্টফোনটি Aqua Blue, Night Sea ও Sandy Gold কালারে পাওয়া যাচ্ছে।

Realme C33 মোবাইলের স্পেসিফিকেশনঃ

  • Android 12 (Realme UI S) অপারেটিং সিস্টেম।
  • Octa core, up to 1.8 GHz প্রসেসর।
  • Unisoc Tiger T612 (12 nm) চিপসেট।
  • 3 ও 4 GB র‌্যাম।
  • 32, 64 ও 128 GB স্টোরেজ।
  • 6.5 inches, HD+ 720 x 1600 pixels রেজুলেশনের ডিসপ্লে।
  • Lithium-polymer 5000 mAh ব্যাটারি।

দামঃ Realme C33 মোবাইল ফোনটির দাম মাত্র ১৩,৯৯৯ টাকা (3 GB র‌্যাম ও 32 GB স্টোরেজ) এবং ১৪,৯৯৯ টাকা (4 GB র‌্যাম ও 64 GB স্টোরেজ)

দর্শক রিভিউঃ ইন্টারনেটে পাওয়া তথ্য অনুযায়ী রিয়েলমি ব্রান্ডের Realme C33 স্মার্টফোনটির দর্শক রিভিউ ৭৫% পজেটিভ। Realme C33 স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে পারেন।

৩.Infinix Note 8i

এই লিস্টের সর্বশেষ নাম্বারে আছে Infinix Note 8i স্মার্টফোনটি। এটি সর্বপ্রথম ২০২০ সালের নভেম্বর মাসে লঞ্চ হয়। এই ফোনটিতে আছে Android 10 (XOS 7.1) অপারেটিং সিস্টেম এবং Octa-core, up to 2.0 GHz প্রসেসর, মিডিয়াটেক হেলিও জি৮০ চিপসেট ও Mali-G52 MC2 জিপিইউ।

এই ফোনটির ক্যামেরা প্যানেলে আছে Quad 48+2+2+2 Megapixel মেইন ক্যামেরা যা Quad HD (1440p) ভিডিও রেকর্ডিং রেজুলেশন যুক্ত এবং আরো আছে 8 Megapixel সেলফি ক্যামেরা যা Full HD (1080p) রেজুলেশনে ভিডিও ধারণ যুক্ত।

সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ আর্টিকেলঃ

Infinix Note 8i স্মার্টফোনটিতে ৬ জিবি র‌্যামের পাশাপাশি ১২৮ জিবি স্টোরেজ রয়েছে। এর ডিসপ্লে প্যানেলে আছে ৬.৭৮ ইঞ্চি HD+ 720 x 1640 pixels রেজুলেশনের টাচস্কিন ডিসপ্লে। এবং ব্যাটারি স্লটে রয়েছে লিথিয়াম পলিমার ৫২০০ এমইএইচ ব্যাটারি ও ১৮ ওয়াট ফাস্ট চার্জিং।

Infinix Note 8i মোবাইলের স্পেসিফিকেশনঃ

  • Android 10 (XOS 7.1) অপারেটিং সিস্টেম।
  • Octa-core, up to 2.0 GHz প্রসেসর।
  • Mediatek Helio G80 চিপসেট।
  • 6 GB র‌্যাম।
  • 128 GB স্টোরেজ।
  • 6.78 inches, HD+ 720 x 1640 pixels রেজুলেশনের ডিসপ্লে।
  • Lithium-polymer 5200 mAh ব্যাটারি।

দামঃ Infinix Note 8i মোবাইল ফোনটির দাম মাত্র ১৪,৯৯০ টাকা।

দর্শক রিভিউঃ ইন্টারনেটে পাওয়া তথ্য অনুযায়ী Infinix Note 8i স্মার্টফোনটির দর্শক রিভিউ ৭৮% পজেটিভ।

15 হাজার টাকার মধ্যে সেরা ফোন

১৫ হাজার টাকার মধ্যে সেরা মোবাইল ফোনগুলো হলোঃ

  • রেডমি ব্র্যান্ডের Xiaomi Redmi 9 ও Redmi 9A
  • টেকনো ব্র্যান্ডের Tecno Spark 7 Pro, Tecno Spark 6 ও Tecno Spark 8C
  • ইনফিনিক্স ব্র্যান্ডের Inifinix Hot 10, Infinix Hot 9 Play ও Infinix Hot 12
  • রিয়েলমি ব্রান্ডের Realme Narzo 30A, Realme 5i, Realme C3 ও Realme C11
  • স্যামসাং ব্রান্ডের Samsung Galaxy M02s ও Samsung Galaxy A04
  • ওয়ালটন ব্র্যান্ডের Walton RX8 Mini
  • সিম্ফোনি ব্র্যান্ডের Symphony Z40 ও Symphony Z47

প্রিয় পাঠকবৃন্দ, উপরে উল্লেখিত স্মার্টফোনগুলো আপনারা ১৫০০০ টাকার মধ্যে ক্রয় করতে পারবেন। তবে বিভিন্ন স্থান ভেদে মোবাইল ফোন গুলোর দাম সামান্য কিছু টাকা কম-বেশি হতে পারে।

FAQs

১৫ হাজার টাকার মধ্যে স্যামসাং মোবাইল?

মাত্র ১৫ হাজার টাকা বাজেটের মধ্যে সেরা Samsung স্মার্টফোন গুলো হল Samsung Galaxy M02s ও Samsung Galaxy A04.

১৫ হাজার টাকার মধ্যে ভালো গেমিং ফোন?

Inifinix Hot 10 ও Realme Narzo 30A মডেলের স্মার্টফোনগুলো গেমিং পারফরম্যান্সের দিক থেকে সেরা। এই মোবাইল ফোন গুলো মাত্র ১৫,০০০ টাকার মধ্যে ক্রয় করতে পারবেন।

About Sharo Place Desk

দীর্ঘদিন যাবত টেকনোলজি রিলেটেড কার্যক্রমের সাথে জড়িত আছি। আমার অভিজ্ঞতা থেকে এই ওয়েবসাইটটিতে টেকনোলজি, অনলাইন ইনকাম, টিপস এবং ট্রিকস, ই সার্ভিস, রিভিউ ও ব্যবসা রিলেটেড আর্টিকেল লেখালেখি করি।

Check Also

১০০০০ টাকার মোবাইল

১০০০০ টাকার মোবাইল ফোনগুলো

বর্তমানে ১০ হাজার টাকার মোবাইল ফোন গুলোর চাহিদা অনেক বেশি। তবে অনেক ক্ষেত্রে আমরা এই …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।