বাটন মোবাইল ফোন ক্রয়ের ক্ষেত্রে বেশিরভাগ সময় আমাদের বাজেট অনেক কম থাকে। এই লেখাটিতে আলোচনা করা হবে ৫০০ টাকায় বাটন মোবাইল সম্পর্কে। ৫০০ টাকা বাজেটের মধ্যে সেরা কয়েকটি বাটন ফোন সম্পর্কে জানুন।
আমরা অনেকেই টাচ স্মার্ট ফোন ব্যবহারের পাশাপাশি শুধুমাত্র ফোনে কথা বলার জন্য একটি বাটন মোবাইল ফোন ব্যবহার করি। যেহেতু শুধুমাত্র কথা বলার জন্য একটি বাটন ফোন প্রয়োজন সেহেতু আমরা সব সময় অল্প বাজেটের মধ্যে বাটন ফোন ক্রয় করার চেষ্টা করি।
৫০০ টাকায় বাটন মোবাইল
প্রথমেই জানিয়ে রাখি বর্তমানে ৫০০ টাকার মধ্যে কোন বাটন মোবাইল ফোন ক্রয় করতে পারবেন না। সব থেকে কম দামি একটি বাটন মোবাইল ফোন ক্রয়ের জন্য কমপক্ষে ৭০০ থেকে ১০০০ টাকা প্রয়োজন হবে।
এই লেখাটিতে মূলত বর্তমান বাজারে পাওয়া যায় এমন কয়েকটি সবথেকে কমদামে বাটন মোবাইল ফোন সম্পর্কে আলোচনা করা হবে। যেহেতু ৫০০ টাকার মধ্যে কোন বাটন মোবাইল ফোন নেই সেহেতু একটু বাজেট বাড়িয়ে ৭০০ থেকে ১০০০ টাকার মধ্যের মোবাইল ফোনগুলো ক্রয় করুন।
১.Maximus m82
এই লিস্টের সর্বপ্রথমে আছে Maximus ব্রান্ডের m82 মডেলের বাটন মোবাইল ফোনটি। এই বাটন মোবাইল ফোনটি সর্বপ্রথম ২০১৫ সালে লঞ্চ হয়। কমদামিও এই বাটন মোবাইল ফোনটি দেখতে অনেক চমৎকার। Maximus m82 মোবাইল ফোনটির দাম মাত্র ৮০০ টাকা।
ম্যাক্সিমাস ব্র্যান্ডের এই মোবাইল ফোনটিতে আছে 750 mA Battery শক্তিশালী ব্যাটারি। যা কমপক্ষে ৮ থেকে ১০ ঘন্টা চার্জিং ব্যাকআপ দিবে। এছাড়াও এই বাটন মোবাইল ফোনটিতে আপনারা সর্বোচ্চ ১৬ জিবি মেমোরি ব্যবহার করতে পারবেন।
Maximus m82 মোবাইল ফোনটির ব্যাকসাইডে আছে 0.3 Megapixel যুক্ত ভিডিও ক্যামেরা। এছাড়াও ব্লুটুথ সাপোর্ট, MP3, WAV, WMA, AAC অডিও, এফএম রেডিও থাকছে। এই বাটন মোবাইল ফোনটিতে ১.৮ ইঞ্চি এর qvga ডিসপ্লে রয়েছে।
Maximus m82 এর ফিচারসঃ
- 750 mA Battery
- ১.৮ ইঞ্চি এর qvga ডিসপ্লে
- ব্লুটুথ
- 0.3 Megapixel যুক্ত ভিডিও ক্যামেরা
- MP3, WAV, WMA, AAC অডিও
- এফএম রেডিও
- মাইক্রো ইউএসবি পোর্ট
২.Walton Olvio MM30
এই লিস্টের দ্বিতীয় নাম্বারে আছে ওয়ালটন ব্র্যান্ডের Walton Olvio MM30 বাটন মোবাইল ফোনটি। এই ফোনটি ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে লঞ্চ হয়। মোবাইল ফোনটিতে GSM টেকনোলজি ব্যবহার করা হয়েছে এবং 900 / 1800 MHz এর 2G Network রয়েছে।
এই মোবাইল ফোনটি বর্তমানে মার্কেটে নীল কালার ও কালো কালারের পাবেন। এর ডিসপ্লে প্যানেলে রয়েছে 240 x 320 pixels রেজুলেশনের 2.4 inches QVGA ডিসপ্লে। এছাড়াও আরো রয়েছে Lithium Ion 1800 mAh পাওয়ার ফুল ব্যাটারি।
এছাড়া আরো রয়েছে ডিজিটাল ক্যামেরা, সর্বোচ্চ ১৬ জিবি মেমোরি কার্ড সাপোর্ট, এফএম রেডিও, ২.০ মাইক্রো ইউএসবি, ব্লুটুথ, 3.5mm jack ইত্যাদি। Walton Olvio MM30 মোবাইল ফোনটির দাম বর্তমানে ১২০০ টাকা।
Walton Olvio MM30 এর ফিচারসঃ
- Lithium Ion 1800 mAh ব্যাটারি
- ১৬ জিবি মেমোরি কার্ড সাপোর্ট
- মাইক্রো ইউএসবি
- ব্লুটুথ
- 2.4 inches QVGA ডিসপ্লে
- 900 / 1800 MHz এর 2G Network
- GSM টেকনোলজি
আরো জানতে পারেনঃ সবচেয়ে ছোট বাটন মোবাইল ফোন।
৩.Itel it2171
এই লিস্টের তৃতীয় নাম্বারে রয়েছে আইটেল ব্র্যান্ডের Itel it2171 মোবাইল ফোনটি। ২০১৯ সালে এই মোবাইল ফোনটি লঞ্চ হয়। বর্তমানে এই মোবাইল ফোনটির দাম ১১৯০ টাকা। প্লাস্টিক বডি যুক্ত এই মোবাইল ফোনটি বর্তমানে Sky Blue & Black কালারে পাওয়া যাচ্ছে।
এই মোবাইল ফোনটিতে 900 / 1800 MHz এর 2G Network সিস্টেমের পাশাপাশি, 1.77 inch TFT 120×160 Pixels রেজুলেশনের ডিসপ্লে রয়েছে। এবং আরো রয়েছে 0.03 MP ব্যাক ক্যামেরা ও Lithium Ion 1000 mAh পাওয়ার ফুল ব্যাটারি।
Itel it2171 মোবাইল ফোনটিতে আরো রয়েছে এলইডি ফ্ল্যাশ, ব্লুটুথ, সর্বোচ্চ ১২৮ জিবি মেমোরি সাপোর্ট, 1 MHz Processor, মাইক্রো ইউএসবি, অটো কল রেকর্ড, এফ এম রেডিও সহ আরো অনেক ধরনের ফিচার রয়েছে।
Itel it2171 এর ফিচারসঃ
- 900 / 1800 MHz এর 2G Network সিস্টেম
- 1.77 inch TFT 120×160 Pixels রেজুলেশনের ডিসপ্লে
- 0.03 MP ব্যাক ক্যামেরা
- Lithium Ion 1000 mAh পাওয়ার ফুল ব্যাটারি
- মাইক্রো ইউএসবি ও এলইডি ফ্ল্যাশ
- ব্লুটুথ ও এফ এম রেডিও এবং অটো কল রেকর্ড
- ১২৮ জিবি মেমোরি সাপোর্ট
৪.Maximus M79
এই লিস্টের সর্বশেষ নাম্বারে রয়েছে মেক্সিমাস ব্র্যান্ডের Maximus M79 মোবাইল ফোনটি। এই ফোনটি ২০১৬ সালে লঞ্চ হয়। ফোনটিতে রয়েছে 32 MB RAM ও 16GB Memory Slot এবং আরো রয়েছে 0.3 MP ভিডিও রেকর্ডিং ব্যাক ক্যামেরা।
ফোনটির ডিসপ্লে প্যানেলে রয়েছে ১.৭৭ ইঞ্চি এর সুন্দর ডিসপ্লে। এবং ব্যাটারি প্যানেলে আছে 1000 এমএইচ লিথিয়াম আয়ন ব্যাটারি, যা আপনাকে কমপক্ষে ৮ থেকে ১০ ঘন্টা চার্জিং ব্যাকআপ প্রদান করবে। Maximus M79 মোবাইল ফোনটির দাম মাত্র ৯৯০ টাকা।
এছাড়াও এই বাটন মোবাইল ফোনটিতে রয়েছে ফ্লাশ লাইট, অডিও ও ভিডিও রেকর্ডিং সুবিধা, ব্লকলিস্ট, ব্লুটুথ, মাইক্রো ইউএসবি পোর্ট, এফএম রেডিও ইত্যাদি।
Maximus M79 এর ফিচারসঃ
- 1000 mAh, Li-Ion Battery
- ব্লুটুথ ও এফএম রেডিও
- ১.৭৭ ইঞ্চি ডিসপ্লে
- 32 MB RAM
- 16GB Memory Slot
- 0.3 MP ভিডিও রেকর্ডিং ব্যাক ক্যামেরা
বিঃদ্রঃ স্থান ও সময় ভেদে মোবাইল ফোনগুলোর দাম সামান্য কম বেশি হতে পারে।
আরো জানতে পারেনঃ ২০২৩ সালের নতুন বাটন মোবাইল ফোন।
সম্মানিত পাঠকবৃন্দ, আশা করি বর্তমান বাজারের দাম অনুযায়ী সবথেকে কম দামে ভালো বাটন মোবাইল ফোন গুলো সম্পর্কে জানতে পেরেছেন। তবে বর্তমানে ৫০০ টাকা বাজেটে নূতন বাটন মোবাইল ফোন ক্রয় করা সম্ভব নয়।
FAQs
Maximus m82 মডেলের বাটন মোবাইলটি বর্তমানে সব থেকে কম দামের মধ্যে ভালো বাটন মোবাইল। এই মোবাইলটি বর্তমান মার্কেটে ৮০০ টাকা করে বিক্রি হচ্ছে।
মিডিয়াম কোয়ালিটির একটি পুরনো বাটন মোবাইল ৫০০ টাকা বাজেটের মধ্যে ক্রয় করতে পারবেন। পুরনো মোবাইল মার্কেট থেকে আপনার পছন্দের বাটন মোবাইলটি দরদাম করে কিনতে পারবেন।