সোমবার , সেপ্টেম্বর 16 2024
bnen
Breaking News

কম দামে ভালো মোবাইল 2022 ও 2023

এই লেখাটিতে আলোচনা করা হবে কম দামে ভালো মোবাইল 2022 ও 2023 সম্পর্কে। বর্তমানে কম দামের মধ্যে বিভিন্ন কোম্পানির আকর্ষণীয় স্পেসিফিকেশন ও ফিচার যুক্ত মোবাইল ফোন পাওয়া যায়। এমন কয়েকটি স্মার্ট ফোন নিয়ে আজকের এই লেখাটি সাজানো হয়েছে।

কম দামে ভালো মোবাইল 2022 ও 2023 সালের মধ্যে লঞ্চ হয়েছে। আকর্ষণীয় এই স্মার্টফোনগুলো আপনারা নিজেদের চাহিদা মেটাতে এবং বিনোদনের জন্য ব্যবহার করতে পারেন।

কম দামে ভালো মোবাইল

কম দামের মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের ৫টি স্মার্টফোন হলো Xiaomi Redmi A1, Realme C30, Vivo Y02, Oppo A15, Infinix Hot 20i

এই স্মার্টফোনগুলো আপনারা ৯,০০০ টাকা থেকে ১১,০০০ টাকা বাজেটের মধ্যে ক্রয় করতে পারবেন। আমাদের এই লিস্টে Xiaomi, Realme, Vivo, Oppo ও  Infinix ব্রান্ডের ১টি করে মোট ৫টি স্মার্টফোন রাখা হয়েছে।

বর্তমানে কম দামের মধ্যে অনেক আকর্ষণীয় ফিচার যুক্ত দারুন স্মার্টফোন পাওয়া সম্ভব। কেননা মোবাইল কোম্পানিগুলো কম্পিটিশন করে তাদের প্রোডাক্টের দর্শক রিভিউ বাড়ানোর জন্য অল্প দামে আকর্ষণীয় ফিচারযুক্ত মোবাইল ফোন অফার করে।

আপনাদের সুবিধার্থে বিভিন্ন ব্র্যান্ডের এই স্মার্টফোনগুলোর সম্পূর্ণ এই স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত বর্ণনা করা হলো। এবং উক্ত স্মার্টফোন গুলোর বর্তমান মার্কেট প্রাইস উল্লেখ করা হলো।

১.Xiaomi Redmi A1

রেডমি ব্রান্ডের এই স্মার্টফোনটি ২০২২ সালের সেপ্টেম্বর মাসে লঞ্চ হয়। বর্তমানে Xiaomi Redmi A1 স্মার্টফোনটির দাম মাত্র ৯,৯৯৯ টাকা। আকর্ষণীয় এই কম দামের স্মার্টফোনটিতে রয়েছে Dual Nano SIM সিস্টেম এবং Android 12 Go Edition অপারেটিং সিস্টেম।

এছাড়াও এই ফোনটিতে রয়েছে ৬.৫২ ইঞ্চি HD+ 720 x 1600 pixels রেজুলেশনের আইপিএস এলসিডি টাচস্ক্রিন ডিসপ্লে। Dual 8+0.8 Megapixel মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও 5 Megapixel ফ্রন্ট ক্যামেরা। এছাড়াও আরো আছে Lithium-polymer 5000 mAh ব্যাটারি ও ১০ ওয়াট ফাস্ট চার্জিং।

এই ফোনটির পারফরমেন্স প্যানেলে আছে MediaTek Helio A22 চিপসেট, Quad-core, 2.0 GHz প্রসেসর, PowerVR GE8320 জিপিইউ। এবং এই ফোনটিতে আরো আছে 2 / 3 GB র‌্যাম ও 32 GB স্টোরেজ। বর্তমানে Xiaomi Redmi A1 স্মার্টফোনটি Light Blue, Light Green, Black কালারে পাওয়া যাচ্ছে।

আরো জানতে পারেনঃ রেডমি মোবাইল দাম বাংলাদেশ ২০২৩

২.Realme C30

আমাদের এই লিস্টের দ্বিতীয় নাম্বারে আছে Realme C30 স্মার্টফোনটি। এই স্মার্টফোনটি ২০২২ সালের জুন মাসে লঞ্চ হয়। এই স্মার্টফোনটিতে রয়েছে Lithium-polymer 5000 mAh ব্যাটারি ও ১০ ওয়াট ফাস্ট চার্জিং সিস্টেম। এবং Octa core, up to 1.8 GHz প্রসেসরের পাশাপাশি আছে Android 11 (Realme UI Go) অপারেটিং সিস্টেম।

এছাড়াও ফোনটিতে আরো রয়েছে Unisoc Tiger T612 চিপসেট, Mali-G57 জিপিইউ, 2 GB র‌্যাম ও 32 GB স্টোরেজ। ফোনটির ডিসপ্লে প্যানেলে আছে ৬.৫ ইঞ্চি HD+ 720 x 1600 pixels রেজুলেশন যুক্ত আইপিএস এলসিডি টাচস্ক্রিন ডিসপ্লে।

এবং ফোনটির ক্যামেরা প্যানেলে আছে ৮ মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। যেগুলো দ্বারা Full HD (1080p) ও HD (720p) রেজুলেশনে ভিডিও রেকর্ডিং করা যাবে। সব মিলিয়ে আকর্ষণীয় Realme C30 স্মার্টফোনটির দাম মাত্র ৯,৯৯৯ টাকা।

আরো জানতে পারেনঃ রিয়েলমি মোবাইলের দাম ২০২৩

৩.Vivo Y02

এই লিস্টের তৃতীয় নাম্বারে আছে Vivo Y02 স্মার্টফোনটি। ভিভো ব্র্যান্ডের Vivo Y02 স্মার্টফোনটির দাম মাত্র ১০,৯৯৯ টাকা। এই স্মার্টফোনটি বাংলাদেশ ২০২২ সালের নভেম্বর মাসে লঞ্চ হয়। স্মার্টফোনটিতে রয়েছে ৬.৫১ ইঞ্চি আইপিএস এলসিডি টাচস্ক্রিন যুক্ত HD+ 720 x 1600 pixels রেজুলেশনের ডিসপ্লে।

এবং আরো রয়েছে ৮ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফোনটিতে Lithium-polymer 5000 mAh ব্যাটারি ও 10W Fast Charging, 5W Reverse Charging রয়েছে। এই স্মার্টফোনটি Android 12 Go Edition অপারেটিং সিস্টেমে রান করে।

Vivo Y02 মোবাইল ফোনটিতে আরো রয়েছে MediaTek Helio P22 চিপসেট, PowerVR GE8320 জিপিইউ, Octa core প্রসেসর, 2 GB র‌্যাম ও 32 GB স্টোরেজ রয়েছে। ভিভো ব্র্যান্ডের আকর্ষণীয় এই স্মার্টফোনটির ওজন মাত্র ১৮৬ গ্রাম।

আরো জানতে পারেনঃ ১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল

৪.Oppo A15

এই লিস্টের চতুর্থ নাম্বারে আছে Oppo A15 স্মার্টফোনটি। এই স্মার্টফোনটি ২০২০ সালে লঞ্চ হয়। আকর্ষণীয় Oppo ব্রান্ডের স্মার্টফোনটিতে রয়েছে ৬.৫২ ইঞ্চি HD+ 720 x 1600 pixels রেজুলেশন যুক্ত আইপিএস এলসিডি ও টাচস্ক্রিন ডিসপ্লে।

ফোনটির ক্যামেরা প্যানেলে রয়েছে Triple 13+2+2 Megapixel মেইন ক্যামেরা এবং 5 Megapixel সেলফি ক্যামেরা, যেগুলো দ্বারা Full HD (1080p) রেজুলেশনে ভিডিও রেকর্ডিং করা যাবে। এছাড়া এই স্মার্টফোনটিতে Lithium-polymer 4230 mAh ব্যাটারির পাশাপাশি 10W Fast Charging সিস্টেম রয়েছে।

এই স্মার্টফোনটিতে Android 10 (ColorOS 7.2) অপারেটিং সিস্টেম, Mediatek Helio P35 চিপসেট, 3 GB র‌্যাম, Octa core, up to 2.35 GHz প্রসেসর, PowerVR GE8320 জিপিইউ ও 32 GB স্টোরেজ (ROM) রয়েছে। Oppo A15 স্মার্টফোনটির দাম মাত্র ১০,৯৯০ টাকা।

৫.Infinix Hot 20i

আমাদের এই লিস্টের সর্বশেষ নাম্বারে রয়েছে Infinix Hot 20i স্মার্টফোনটি। এই স্মার্টফোনটিকে অল্প দামের মধ্যে সেরা গেমিং ফোন বলা হয়। এই মোবাইল ফোনটি ২০২২ সালের সেপ্টেম্বর মাসে লঞ্চ হয়। বর্তমানে এই স্মার্টফোনটির দাম ১১,৪৯৯ টাকা।

এই মোবাইল ফোনটিতে রয়েছে ৬.৬ ইঞ্চি HD+ 720 x 1612 pixels আইপিএস এলসিডি টাচস্ক্রিন যুক্ত ডিসপ্লে। এবং আরো রয়েছে Lithium-polymer 5000 mAh ব্যাটারি ও 10W Fast Charging, 5W Reverse Charging সিস্টেম রয়েছে। এই ফোনটিতে Android 12 Go Edition অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে।

ফোনটির ক্যামেরা প্যানেলে আছে Triple 13+0.3+0.3 Megapixel ব্যাক ক্যামেরা ও 8 Megapixel সেলফি ক্যামেরা। মোবাইল ফোনটিতে Quad-core, 2.0 GHz প্রসেসর, MediaTek Helio A22 চিপসেট, PowerVR GE8320 জিপিইউ 4 GB RAM ও 64 GB ROM রয়েছে।

আরো জানতে পারেনঃ ইনফিনিক্স মোবাইলের দাম কত টাকা দেখুন

সম্মানিত পাঠক বৃন্দ আশা করি কম দামে ভালো মোবাইল 2022 ও 2023 সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। এখানে উল্লেখ করা মোবাইল ফোনগুলোর দাম MobileDokan ওয়েবসাইটের তথ্যমতে। সাধারণত দোকানে এই ফোনগুলোর দাম সামান্য কমবেশি হতে পারে।

FAQs

২০২২ সালের ভালো গেমিং মোবাইল কোনটি?

Infinix Hot 20i মোবাইল ফোনটি আমার দেখা ২০২২ সালের সেরা গেমিং মোবাইল ফোন। বর্তমান মার্কেটে Infinix Hot 20i মোবাইল ফোনটির দাম মাত্র ১১ হাজার ৪৯৯ টাকা।

১০ হাজার টাকায় সবথেকে ভালো মোবাইল কোনটি?

১০,০০০ টাকা বাজেটে সবথেকে ভালো স্মার্টফোন হল Realme C30 মডেলের স্মার্টফোনটি। এত অল্প বাজেটের মধ্যে এই স্মার্টফোনটির আকর্ষণীয় ফিচারগুলো ইতিমধ্যে মোবাইল ব্যবহারকারীদের মাঝে সাড়া ফেলেছে।

About Sharo Place Desk

দীর্ঘদিন যাবত টেকনোলজি রিলেটেড কার্যক্রমের সাথে জড়িত আছি। আমার অভিজ্ঞতা থেকে এই ওয়েবসাইটটিতে টেকনোলজি, অনলাইন ইনকাম, টিপস এবং ট্রিকস, ই সার্ভিস, রিভিউ ও ব্যবসা রিলেটেড আর্টিকেল লেখালেখি করি।

Check Also

১০০০০ টাকার মোবাইল

১০০০০ টাকার মোবাইল ফোনগুলো

বর্তমানে ১০ হাজার টাকার মোবাইল ফোন গুলোর চাহিদা অনেক বেশি। তবে অনেক ক্ষেত্রে আমরা এই …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।