মোবাইল বাজারে নতুনত্বের আরেক অবতার। লঞ্চ হল Honor 70 Lite 5G আকর্ষণীয় মোবাইল ফোনটি, এখনই দেখে নিন এই মোবাইলটির দাম ফিচার ও খুঁটিনাটি সকল তথ্যগুলো। এছাড়াও ভারতে ও বাংলাদেশ কবে এই মোবাইল ফোনটি রিলিজ হবে জানুন।
অফিসিয়াল ভাবে চলতি বছরের ২০ই মার্চ লঞ্চ হল Honor 70 Lite 5G আকর্ষণীয় এই মোবাইল ফোনটি। মোবাইল ফোনটিতে থাকতে দুর্দান্ত সকল ফিচারের সাথে 90Hz ডিসপ্লে ও 50MP ক্যামেরা। মিডিয়াম বাজেটের মধ্যে এই স্মার্টফোনটিতে Qualcomm Snapdragon 480 চিপসেট ব্যবহার করা হয়েছে।
আশা করা যায় চলতি বছরের মার্চ মাসের ৩১ তারিখের মধ্যে এই স্মার্টফোনটি সব জায়গায় অফিসিয়াল ভাবে লঞ্চ করা হবে। চলুন আকর্ষণীয় Honor 70 Lite 5G মোবাইল ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেয়া যাক।
Honor 70 Lite 5G মোবাইলের স্পেসিফিকেশন
লঞ্চ হল Honor 70 Lite 5G স্মার্টফোনটি 90Hz ডিসপ্লে ও 50MP ক্যামেরা সহ। এই স্মার্টফোনটিতে GSM / HSPA / LTE / 5G নেটওয়ার্ক টেকনোলজি ব্যবহার করা হয়েছে, এছাড়াও মোবাইল ফোনটির ওজন ১৯৪ গ্রাম। ফোনটিতে ডুয়েল সিম সিস্টেম রয়েছে।
এছাড়াও ডিসপ্লে ক্যাটাগরিতে রয়েছে TFT LCD টাসস্কিন ৯০ হার্জ ৬.৫ ইঞ্চি 720 x 1600 pixels রেজুলেশন এর ডিসপ্লে এবং ব্যাটারি ক্যাটাগরিতে আছি ৫০০০ এমএএইচ নন রিমুভাল লিথিয়াম পলিমার ব্যাটারি, এবং সাথে রয়েছে ২২.৫ ওয়াট ওয়াইড ফাস্ট চার্জিং ক্যাপাসিটি।
গুরুত্বপূর্ণ কয়েকটি আর্টিকেলঃ
Honor 70 Lite 5G মোবাইল ফোনটি অ্যান্ড্রয়েড ১২, Magic UI 6.1 অপারেটিং সিস্টেম দ্বারা পরিচালিত হয়। এই মোবাইল ফোনটিতে কলকম SM4350-AC স্ন্যাপড্রাগন 480+ 5G চিপসেট, Octa-core (2×2.2 GHz Kryo 460 & 6×1.9 GHz Kryo 460) প্রসেসর, অ্যাডরেনো ৬১৯ জিপিইউ ব্যবহার করা হয়েছে।
আকর্ষণীয় এই মোবাইল ফোনটিতে ১২৮ জিবি ইন্টারনাল মেমোরি (রোম) এবং ৪ জিবি র্যাম রয়েছে। এছাড়াও রয়েছে ৩.৫ মিলিমিটার জ্যাক, Wi-Fi 802.11 a/b/g/n/ac ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, 5.1, A2DP, LE বুলুটুথ সিস্টেম, Type-C 2.0, OTG ইউএসবি এবং side-mounted ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম।
Honor 70 Lite 5G স্মার্টফোনে মেইন ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 50 MP, f/1.8, (wide) ও 2 MP, f/2.4, (macro) ও 2 MP, f/2.4, (depth) ক্যামেরা এবং সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 8 MP, f/2.0, (wide) ক্যামেরা। এই ক্যামেরাগুলোতে LED flash, HDR, panorama HDR ফিচারের সাথে 1080p@30fps রেজুলেশন ভিডিও ধারণ ক্ষমতা রয়েছে।
সব মিলিয়ে Honor 70 Lite 5G মোবাইল ফোনটির ওজন মাত্র ১৯৪ গ্রাম, এবং এর পরিমাপ ১৬৩.৬৬ x ৭৫.১৩ x ৮.৬৮ মিলিমিটার। বর্তমানে এই মোবাইল ফোনটি Ocean Blue, Titanium Silver, Midnight Black এই ৩টি কালারে পাওয়া যাবে।
Honor 70 Lite 5G মোবাইলের দাম
Honor 70 Lite 5G মোবাইল ফোনটির দাম এখন পর্যন্ত অফিশিয়াল ভাবে এনাউন্সমেন্ট করা হয়নি, তবে মোবাইল রিলেটেড অনেক বড় বড় কয়েকটি ওয়েবসাইট এই ফোনটির সম্ভাব্য দাম প্রকাশ করেছে। কারো তথ্য মতে Honor 70 Lite 5G মোবাইল ফোনটির দাম ২০,০০০ টাকা।
এবং কারো তথ্য মতে Honor 70 Lite 5G মোবাইল ফোনটির দাম মাত্র ১৫,৯৯৯ টাকা। এছাড়াও এই মোবাইল ফোনটি ডাবল ভেরিয়েয়েন্টেশন জনিত কোন সমস্যা নেই। এই মোবাইল ফোনটি শুধুমাত্র ১২৮ জিবি স্টোরেজ + ৪ জিবি র্যাম অফার করে।
Honor অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই মোবাইল ফোনটি প্রি-অর্ডার করতে পারেন।
FAQs
চলতি বছরের (২০২৩) ২০ই মার্চ অফিসিয়াল ভাবে Honor 70 Lite 5G মোবাইল ফোনটি লঞ্চ করা হয়েছে। তবে বাংলাদেশ এবং ইন্ডিয়ায় একই মাসের ৩০ তারিখের মধ্যে পাওয়া যাবে।
Honor 70 Lite 5G মোবাইল ফোনটির দাম বাংলাদেশে সম্ভাব্য ১৫,৯৯৯ টাকা। তবে এখনো Honor কোম্পানি অফিসিয়াল ভাবে এই মোবাইল ফোনটির দাম এনাউন্সমেন্ট করেনি।
গুরুত্বপূর্ণ কয়েকটি আর্টিকেলঃ