সোমবার , সেপ্টেম্বর 16 2024
bnen
Breaking News

২০২৩ সালে লঞ্চ হওয়া নকিয়া নতুন মোবাইল ফোনগুলো দেখুন

নকিয়া নতুন মোবাইল ফোনগুলো হলো Nokia T10, Nokia X30, Nokia C12, Nokia C32, সর্বশেষ বাজারে লঞ্চ হওয়া nokia ব্র্যান্ডের স্মার্টফোন এগুলো।

এই লেখাটিতে নকিয়া নতুন মোবাইল ফোনগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে এবং এই ফোন গুলোর সম্পূর্ণ স্পেসিফিকেশন ও দাম সম্পর্কে জানানো হবে। ২০২৩ সালে লঞ্চ হওয়া নোকিয়া ব্র্যান্ডের মোবাইল ফোন গুলোর ফিচার অসাধারণ।

বর্তমানে জনপ্রিয় মোবাইল ব্র্যান্ডগুলোর মধ্যে নোকিয়া অন্যতম। বাংলাদেশে প্রথম মোবাইল ফোন চালু হওয়ার পর থেকে সবথেকে জনপ্রিয় মোবাইল ব্র্যান্ড ছিল নোকিয়া। ওই সময় শুধুমাত্র নোকিয়া ব্র্যান্ডের বাটন মোবাইল পাওয়া যেত।

কিন্তু বর্তমানে নোকিয়া ব্র্যান্ডের অনেক আকর্ষণীয় ফিচার যুক্ত স্মার্টফোন পাওয়া যাচ্ছে। সম্প্রতি রিলিজ হওয়া নোকিয়া ব্র্যান্ডের কয়েকটি নতুন মোবাইল ফোন সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করা হবে।

২০২৩ সালে লঞ্চ হওয়া নকিয়া নতুন মোবাইল

চলতি বছর তথা ২০২৩ সালে নোকিয়া ব্র্যান্ডের যে সকল নুতন স্মার্টফোন মার্কেটে পদার্পণ করেছে উক্ত মোবাইল ফোনগুলো সম্পর্কে জানানো হবে। এই লেখাটিতে মূলত নোকিয়া ব্র্যান্ডের Nokia C32, Nokia X30, Nokia C12, Nokia T10 মডেলের স্মার্টফোনগুলো সম্পর্কে জানানো হবে।

এই স্মার্টফোনগুলো কবে বাজারে লঞ্চ হয়েছে এবং কি কি আকর্ষণীয় ফিচার হয়েছে, বাংলাদেশে এগুলোর দাম কত টাকা। ইন্টারনেটে পাওয়া তথ্য অনুযায়ী এই স্মার্ট ফোন গুলোর দর্শক রিভিউ কেমন। এই সকল তথ্যগুলো এই লেখাটিতে তুলে ধরা হবে।

বিশেষ করে যারা নতুন nokia মোবাইল ক্রয় করা চাচ্ছেন, তাদের ক্ষেত্রে এই তথ্যগুলো জানা অনেক জরুরী। একটি মোবাইলের পূর্বে ওই মোবাইল সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিলে, খুব সহজে আপনার জন্য সেরা মোবাইল ফোনটি বাছাই করতে পারবেন।

১.Nokia C32

Nokia C32 মোবাইল ফোনটি সর্বপ্রথম ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসের ২৩ লঞ্চ করা হয়। আকর্ষণীয় মোবাইল ফোনটি Charcoal, Beach Pink, Autumn Green এই তিনটি কালার এ পাওয়া যাচ্ছে। নোকিয়া ব্র্যান্ডের সম্প্রতি লঞ্চ হওয়া মোবাইল ফোন এটি।

বর্ণনাঃ নোকিয়া ব্র্যান্ডের এই মোবাইল ফোনটিতে লিথিয়াম পলিমার নন রিমুভাল ৫০০০ এমএএইচ পাওয়ারফুল ব্যাটারি এবং ১০ ওয়াট ওয়াইড চার্জার ও 2G, 3G, 4G নেটওয়ার্ক সিস্টেমের পাশাপাশি 802.11 b/g/n ওয়াইফাই কানেক্টিভিটি রয়েছে।

Nokia C32 স্মার্টফোনটিতে ডুয়েল (Nano-SIM, dual stand-by) সিম কার্ড সিস্টেম ও আরো রয়েছে 16M colors এর IPS LCD ক্যাপাসিটিব টাচস্ক্রিন ডিসপ্লে, এই ডিসপ্লেটির সাইজ হলো ৬.৫ ইঞ্চি (102.0 cm2) ডিসপ্লেটির রেজুলেশন 720 x 1600 pixels, এবং Scratch-resistant glass প্রোটেকশন ব্যবহার করা হয়েছে।

আকর্ষণীয় এই মোবাইল ফোনটিতে অক্টাকোর (4×1.6 GHz Cortex-A55 & 4×1.2 GHz Cortex-A55) প্রসেসর, Unisoc SC9863A চিপসেট, IMG8322 জিপিইউ এর পাশাপাশি রয়েছে ৩/৪ জিবি র‍্যাম ও ৬৪/১২৮ জিবি স্টোরেজ। এছাড়াও এই মোবাইল ফোনটিতে microSDXC এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন।

গুরুত্বপূর্ণ আর্টিকেলঃ

Nokia C32 মোবাইল ফোনটিতে মেইন ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে ৫০ মেগাপিক্সেল ওয়াইড, ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা এবং সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। এই ক্যামেরাগুলো দ্বারা 1080p@30fps ভিডিও রেকর্ডিং পারফরম্যান্স পাওয়া যাবে।

Nokia C32, আকর্ষণীয় এই মোবাইল ফোনটি এন্ড্রয়েড ভার্সন এর সর্বশেষ অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১৩ দ্বারা পরিচালিত।

Nokia C32 Specifications:

DisplayIPS LCD, 6.5 Inches, 720 x 1600 pixels
Operating systemAndroid 13 (Go Edition)
RAM3/4 GB
ROM64/128 GB
BatteryNon-removable Li-Po 5000 mAh
ProcessorOcta-core (4×1.6 GHz Cortex-A55 & 4×1.2 GHz Cortex-A55)
More detailsNokia C32
দামঃ Nokia C32 মোবাইল ফোনটির দাম মাত্র ১৫,০০০ টাকা।

দর্শক রিভিউঃ ইন্টারনেটে পাওয়া তথ্য অনুযায়ী Nokia C32 মোবাইল ফোনটির দর্শক রিভিউ ৭০% পজিটিভ। ১৫ হাজার টাকা বাজেটে নোকিয়া ব্র্যান্ডের অন্যতম একটি সেরা মোবাইল ফোন এটি।

২.Nokia C12

Nokia C12 মোবাইল ফোনটি সর্বপ্রথম চলতি বছরের তথা ২০২৩ সালের জানুয়ারি মাসের ১৮ তারিখ লঞ্চ হয়। বর্তমানে এই মোবাইল ফোনটি বাজারে Dark Cyan, Charcoal, Light Mint কালারে পাওয়া যাচ্ছে।

বর্ণনাঃ নোকিয়া ব্র্যান্ডের Nokia C12 স্মার্টফোনটিতে ডুয়েল সিম সিস্টেম এর পাশাপাশি IPS LCD ৬.২ ইঞ্চি 720 x 1600 pixels পিক্সেল রেজুলেশন এর ডিসপ্লে এবং লিথিয়াম পলিমার ৩০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

এই ফোনটিতে 802.11 b/g/n ওয়াইফাই কানেকশন, 5.2, A2DP ব্লুটুথ কানেক্টিভিটি, জিপিএস, এফএম রেডিও, microUSB 2.0 ইউএসবি পোর্ট ব্যবহার করা হয়েছে। এছাড়াও এই মোবাইল ফোনটিতে GSM / HSPA / LTE নেটওয়ার্ক টেকনোলজি রয়েছে।

Nokia C12 মোবাইল ফোনটিতে অক্টোকর (4×1.6 GHz Cortex-A55 & 4×1.2 GHz Cortex-A55) প্রসেসর, Unisoc SC9863A1 টিপসেট, IMG8322 জিপিইউ। এছাড়াও এই মোবাইল ফোনটি অ্যান্ড্রয়েড ১২ (Go edition) অপারেটিং সিস্টেম দ্বারা পরিচালিত।

মোবাইল ফোনটির ক্যামেরা প্যানেল রয়েছে ৮ মেগাপিক্সেল LED flash, HDR ফিচার যুক্ত মেইন ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল HDR ফিচার যুক্ত সেলফি ক্যামেরা। এই ক্যামেরা গুলো দিয়ে 720p রেজুলেশন এর ভিডিও রেকর্ডিং করতে পারবেন।

মোবাইল ফোনটিতে ২ও৩ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ব্যবহার করা হয়েছে। এই মোবাইল ফোনটির ওজন ১৭৭.৪ গ্রাম।

Nokia C12 Specifications:

DisplayIPS LCD, 6.3 Inches, 720 x 1600 pixels
Operating systemAndroid 12 (Go Edition)
RAM2 GB
ROM64 GB
BatteryRemovable Li-Po 3000 mAh
ProcessorOcta-core (4×1.6 GHz Cortex-A55 & 4×1.2 GHz Cortex-A55)
Purchase ReferenceNokia C12
দামঃ Nokia C12 মোবাইল ফোনটির দাম ১৪,৯৯০ টাকা।

দর্শক রিভিউঃ ইন্টারনেটে পাওয়া তথ্য অনুযায়ী Nokia C12 মোবাইল ফোনটির দর্শক রিভিউ ৬৪% পজিটিভ। এই মোবাইল ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন অনুযায়ী বোঝা যায় এটি ব্যবহার করে খুব সুন্দরভাবে ইন্টারনেট ব্রাউজিংসহ টুকটাক কাজ করতে পারবেন, তবে গেমিং এর ক্ষেত্রে এই স্মার্টফোনটি আশানুরূপ পারফরম্যান্স দিতে পারবে না।

৩.Nokia X30

Nokia ব্র্যান্ডের এই স্মার্টফোনটি ২০২২ সালের সেপ্টেম্বর মাসের ১ তারিখ লঞ্চ করা হয়। আকর্ষণীয় এই স্মার্টফোনটিতে রয়েছে GSM / HSPA / LTE / 5G নেটওয়ার্ক টেকনোলজি। বর্তমান বাজারে এই মোবাইল ফোনটি Cloudy Blue, Ice White কালারে পাওয়া যাচ্ছে।

বর্ণনাঃ Nokia X30 মোবাইল ফোনটিতে ব্যবহার করা হয়েছে লিথিয়াম পলিমার নন-রিমুভাল ৪২০০ এমএএইচ ব্যাটারি এবং সাথে থাকছে দ্রুত চার্জ হওয়ার জন্য ৩৩ ওয়াট ওয়াইড ফাস্ট চার্জিং। আরো রয়েছে AMOLED, 90Hz এর 6.43 inches ডিসপ্লে, যার রেজুলেশন 1080 x 2400 pixels

এই মোবাইল ফোনটিতে কলকম SM6375 স্ন্যাপড্রাগন 695 5G চিপসেট, অক্টোকর (2×2.2 GHz Kryo 660 Gold & 6×1.7 GHz Kryo 660 Silver) প্রসেসর এবং এড্রেনো ৬১৯ জিপিইউ। মোবাইল ফোনটিতে ইন্টারনাল স্টোরেজ হিসেবে ১২৮ জিবি ও ২৫৬ জিবি মেমোরি, এবং ৬ জিবি ও ৮ জিবি র‌্যাম রয়েছে।

এছাড়াও আরো রয়েছে 802.11 a/b/g/n/ac/6, dual-band ওয়াইফাই কানেকশন, 5.1, A2DP, LE, aptX HD ব্লুটুথ কানেকশন, USB Type-C 2.0, OTG ইউএসবি কানেকশন, GPS, GLONASS, GALILEO, BDS রয়েছে।

Nokia X30 স্মার্টফোনটিতে মেইন ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে ৫০ মেগাপিক্সেল ওয়াইড, ১৩ মেগাপিক্সেল আলট্রাওয়াইড ডুয়েল ক্যামেরা এবং সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে ১৬ মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা যা 1080p@30fps রেজুলেশনে ভিডিও ধারণ করতে সক্ষম।

এই মোবাইল ফোনটিতে আন্ডার ডিসপ্লে, অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে। Nokia X30 স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম দ্বারা পরিচালিত।

Nokia X30 Specifications:

DisplayAMOLED, 90Hz, 6.43 Inches, 1080 x 2400 pixels
Operating systemAndroid 12
RAM6/8 GB
ROM128/256 GB
BatteryNon-removable Li-Po 4200 mAh
ProcessorOcta-core (2×2.2 GHz Kryo 660 Gold & 6×1.7 GHz Kryo 660 Silver)
Purchase ReferenceNokia X30
দামঃ Nokia X30 মোবাইল ফোনটির দাম ৫৫,০০০ টাকা।

দর্শক রিভিউঃ ইন্টারনেটে পাওয়া তথ্য অনুযায়ী Nokia X30 মোবাইল ফোনটির দর্শক রিভিউ ৮৭% পজেটিভ। তবে বাংলাদেশে এখন পর্যন্ত এই মোবাইল ফোনটি অফিসিয়াল ভাবে রিলিজ করা হয়নি, বাংলাদেশের রিলিজ হওয়ার পর এই মোবাইল ফোনটি সম্ভাব্য দাম থাকবে ৫৫ হাজার টাকা।

নকিয়া বাটন মোবাইল

সম্প্রতি রিলিজ হওয়া এবং বাংলাদেশে সবথেকে জনপ্রিয় নোকিয়া ব্র্যান্ডের কয়েকটি বাটন মোবাইল হল Nokia 3310, Nokia 150, Nokia 110 (2019), Nokia 216, Nokia 105 DS, Nokia 220 (4G), Nokia 5310 (2020)

এছাড়া আরও রয়েছে Nokia 8110 4G, Nokia 150 (2020), Nokia 6300 4G, Nokia 800 Tough, Nokia 2720 Flip, Nokia 6310 (2021)

বর্তমানে নোকিয়া মোবাইল মার্কেটে এই Nokia বাটন মোবাইল গুলো পাওয়া যাবে। বাংলাদেশ এবং ইন্ডিয়ার নকিয়া মোবাইল শপগুলোতে সবথেকে বেশি বিক্রয় করা মোবাইল ফোন এগুলো।

গুরুত্বপূর্ণ আর্টিকেলঃ

প্রিয় পাঠক বৃন্দ, আশাকরি ২০২৩ সালের নকিয়া নতুন মোবাইল ফোন গুলোর মডেল, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন।

FAQs

নকিয়া মোবাইলের দাম বাংলাদেশ?

বাংলাদেশের নোকিয়া মোবাইলের দাম বিভিন্ন ধরনের আছে। তবে মিডিয়াম বাজেটে একটি নোকিয়া মোবাইল ক্রয়ের জন্য ১৫,০০০ টাকা প্রয়োজন।

নকিয়া ১৫০ এর দাম কত বাংলাদেশ?

বাংলাদেশে Nokia 150 (2020) মডেলের মোবাইল ফোনটির দাম ৩,৪৯৯ টাকা। তবে জায়গা ভেদে বিভিন্ন দোকানদার এই মোবাইল ফোনটির দাম ৩,৬৫০ টাকা নিয়ে থাকে।

নকিয়া ৩৩১০ দাম কত?

Nokia 3310 মোবাইল ফোনটির দাম বাংলাদেশে ৫,৯৯৯ টাকা। এবং ইন্ডিয়ায় Nokia 3310 মোবাইল ফোনটির দাম ‎৩,৭৮৫ রুপি। Nokia ব্র্যান্ডের আকর্ষণীয় এই মোবাইল ফোনটিতে Removable 1200 mAh পাওয়ারফুল ব্যাটারি রয়েছে।

About Sharo Place Desk

দীর্ঘদিন যাবত টেকনোলজি রিলেটেড কার্যক্রমের সাথে জড়িত আছি। আমার অভিজ্ঞতা থেকে এই ওয়েবসাইটটিতে টেকনোলজি, অনলাইন ইনকাম, টিপস এবং ট্রিকস, ই সার্ভিস, রিভিউ ও ব্যবসা রিলেটেড আর্টিকেল লেখালেখি করি।

Check Also

১০০০০ টাকার মোবাইল

১০০০০ টাকার মোবাইল ফোনগুলো

বর্তমানে ১০ হাজার টাকার মোবাইল ফোন গুলোর চাহিদা অনেক বেশি। তবে অনেক ক্ষেত্রে আমরা এই …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।