সোমবার , সেপ্টেম্বর 16 2024
bnen
Breaking News

আগামীকাল লঞ্চ হতে যাচ্ছে Poco X5 5G

মোবাইল ব্যবহারকারীদের জন্য সুখবর: আগামীকাল লঞ্চ হতে যাচ্ছে Poco X5 5G মোবাইল ফোনটি। চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ৭ তারিখ অফিসিয়াল ভাবে গ্লোবাল মার্কেটে এই ফোনটি লঞ্চ করা হয়। আগামীকাল তথা ১৪ তারিখ ইন্ডিয়ায় এই ফোনটিকে লঞ্চ করা হবে। এবং তার কিছুদিন পরে বাংলাদেশ থেকেও এই মোবাইল ফোনটি ক্রয় করা যাবে।

বাংলাদেশ থেকে যারা এই মোবাইল ফোনটি ক্রয় করার চাচ্ছেন তারা অ্যামাজন অথবা flipkart এর মাধ্যমে অর্ডার করতে পারেন। আগামীকাল থেকে flipkart এর মাধ্যমে Poco X5 5G মোবাইল ফোনটি বিক্রি শুরু হবে। Poco X5 5G এর লঞ্চ ইভেন্ট আগামীকাল দুপুর ১২টায় Poco অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারবেন।

Poco ব্র্যান্ডের X5 5G মডেলের মোবাইল ফোনটি ইতিমধ্যে সকলের মাঝে সাড়া ফেলেছে, Poco X5 5G মোবাইল ফোনটি লঞ্চ হওয়ার আগে ফাঁস হয়ে গেল সম্পূর্ণ ফিচার এবং দাম। চলুন জেনে নেয়া যাক Poco X5 5G মোবাইল ফোনটি সম্পূর্ণ ফিচার।

Poco X5 5G মোবাইলের সম্পূর্ণ ফিচার

আকর্ষণীয় এই স্মার্টফোনটিতে 2G, 3G, 4G, 5G নেটওয়ার্ক সিস্টেম এবং HSPA, LTE-A (CA), 5G নেটওয়ার্ক স্প্রিড, ব্যবহার করা হয়েছে। বর্তমানে এই মোবাইল ফোনটি সাদা, নীল, হলুদ কালারে পাওয়া যাচ্ছে। এই স্মার্টফোনটিতে Hybrid Dual SIM সিস্টেম, Gorilla class 5 বডি প্রটেকশন ব্যবহার করা হয়েছে।

Poco X5 5G স্মার্টফোনটিতে ৬.৬৭ ইঞ্চি 1080 x 2400pixels রেজুলেশনের ১২০ হার্জ AMOLED ডিসপ্লে এবং Corning Gorilla Glass 5 ডিসপ্লে প্রোটেকশন ব্যবহার করা হয়েছে। এই মোবাইল ফোনটিতে Android 12 অপারেটিং সিস্টেম MIUI 13 for POCO ইউজার ইন্টারফেস ব্যবহার করা হয়েছে।

এই মোবাইল ফোনটিতে Qualcomm SM6375 Snapdragon 695 5G চিপসেট, অক্টাকোর (2×2.2 GHz Kryo 660 Gold & 6×1.7 GHz Kryo 660 Silver) প্রসেসর এবং Adreno 619 জিপিইউ ব্যবহার করা হয়েছে। এর পাশাপাশি ফোনটিতে ৬/৮ জিবি র‍্যাম, ১২৮/২৫৬ জিবি ইন্টার্নাল স্টোরেজ (ROM) ব্যবহার করা হয়েছে।

এছাড়াও থাকছে এক্সটার্নাল microSDXC মেমোরি কার্ড ব্যবহারের সুযোগ, এই মোবাইল ফোনটি 6/128, 8/256 GB ভার্সনে পাওয়া যাচ্ছে। Poco X5 5G স্মার্টফোনটিতে নন রিমুভাল লিথিয়াম পলিমার ৫০০০ এমএএইচ ব্যাটারি, দ্রুত চার্জ হওয়ার জন্য ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সিস্টেম ব্যবহার করা হয়েছে।

গুরুত্বপূর্ণ কিছু আর্টিকেলঃ

এই মোবাইল ফোনটির ক্যামেরা সেকশনে আছে 48 MP wide, 8 MP ultrawide, 2 MP macro ডুয়েল এলইডি ডুয়েল টোন ফ্লাশ, এইচআরডি, panorama ফিচার যুক্ত 1080p/30fps ভিডিও রেজুলেশন যুক্ত মেইন ক্যামেরা। এবং 13 MP wide এইচআরডি ফিচার যুক্ত 1080p/30fps ভিডিও রেজুলেশন যুক্ত সেলফি ক্যামেরা।

আরো থাকছে Poco X5 5G স্মার্টফোনটিতে Side mounted ফিঙ্গারপ্রিন্ট সিকিউরিটি, এবং ওয়াইফাই, 5.1, A2DP, LE ব্লুটুথ, ওটিজি, জিপিএস, এনএফসি, 2.0 ইউএসবি, ৩.৩ মিলিমিটার জ্যাক, 24-bit/192kHz অডিও ফিচার এবং লাউড স্পিকার সহ আরো অনেক ফিচার।

Poco X5 5G মোবাইল ফোনের দাম কত

আগামীকাল লঞ্চ হতে যাচ্ছে Poco X5 5G স্মার্টফোন। চলুন লঞ্চের আগে জেনে নেয়া যাক এই মোবাইল ফোনটির দাম সম্পর্কে।

Poco X5 5G আকর্ষণীয় স্মার্টফোনটির দাম ভারতের মুদ্রায় (₹) ২১,০০০ রুপি (6/128 GB) এবং ২৫,০০০ রুপি (8/256 GB) ভেরিয়েন্ট।

বাংলাদেশের মুদ্রায় (৳) ভেরিয়েন্ট অনুযায়ী এই মোবাইল ফোনটির দাম ২৬,৯৯০ টাকা (6/128 GB) এবং ৩০,৯৯৯ টাকা (8/256 GB)

আমেরিকার মুদ্রায় ($) ভেরিয়েন্ট অনুযায়ী এই মোবাইল ফোনটির দাম ২৫০ ডলার (6/128 GB) এবং ৩০০ ডলার (8/256 GB)

এবং ইউরোপের মুদ্রায় (€) ভেরিয়েন্ট অনুযায়ী এই মোবাইল ফোনটির দাম 249 EUR (6/128 GB) এবং 299 EUR (8/256 GB) ভেরিয়েন্ট।

Poco X5 5G দাম স্থান অনুযায়ী তথা লঞ্চ হওয়ার পরে বিভিন্ন দেশ অনুযায়ী অফিসিয়ালি একটু কম বেশি হতে পারে।

FAQs

Poco X5 5G মোবাইল ফোনটির দাম কত টাকা?

বাংলাদেশে এই মোবাইল ফোনের দাম ২৬,৯৯০ টাকা ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৩০,৯৯৯ টাকা ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ।

Poco X5 5G মোবাইল ফোনটি কবে লঞ্চ হবে?

আগামীকাল, তথা চলতি বছরের ২০২৩ সালের মার্চ মাসের ১৪ তারিখ অফিশিয়াল ভাবে Poco X5 5G মোবাইল ফোনটি ইন্ডিয়ায় লঞ্চ হবে, এই লঞ্চ ইভেন্ট সরাসরি Poco অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সম্প্রচার করা হবে।

About Sharo Place Desk

দীর্ঘদিন যাবত টেকনোলজি রিলেটেড কার্যক্রমের সাথে জড়িত আছি। আমার অভিজ্ঞতা থেকে এই ওয়েবসাইটটিতে টেকনোলজি, অনলাইন ইনকাম, টিপস এবং ট্রিকস, ই সার্ভিস, রিভিউ ও ব্যবসা রিলেটেড আর্টিকেল লেখালেখি করি।

Check Also

১০০০০ টাকার মোবাইল

১০০০০ টাকার মোবাইল ফোনগুলো

বর্তমানে ১০ হাজার টাকার মোবাইল ফোন গুলোর চাহিদা অনেক বেশি। তবে অনেক ক্ষেত্রে আমরা এই …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।