সোমবার , সেপ্টেম্বর 16 2024
bnen
Breaking News

মাত্র 11000 টাকায় iPhone: আজকে Lava Yuva 2 Pro বিক্রি শুরু হবে

অল্প কিছুদিন আগে লঞ্চ হওয়া Lava Yuva 2 Pro মোবাইল ফোনটি আজকে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হবে। মাত্র 11000 টাকায় iPhone বলতে Lava Yuva 2 Pro মোবাইল ফোনটিকে বোঝানো হয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ২২ তারিখ অফিসিয়াল ভাবে বিশ্ববাজারে Lava Yuva 2 Pro মোবাইল ফোনটি লঞ্চ করা হয়, মোবাইল ফোনটি লঞ্চের পর থেকে বিভিন্ন অনলাইন শপ এর মাধ্যমে ক্রয় করা যেত। আজকে তথা ১৫ মার্চ আনুষ্ঠানিকভাবে Lava Yuva 2 Pro মোবাইল ফোনটি বিক্রি শুরু হবে।

আকর্ষণীয় ফিচার যুক্ত এবং আইফোনের মত দেখতে Lava Yuva 2 Pro মোবাইল ফোনটি মাত্র ১১,০০০ টাকায় ক্রয় করতে পারবেন। ইন্ডিয়ান নাগরিকদের জন্য রয়েছে আরও অনেক বড় সুখবর। Amazon India এর মাধ্যমে একদম সস্তায় মাত্র ৭,৯৯৯ টাকায় ক্রয় করতে পারবেন।

Lava Yuva 2 Pro মোবাইল ফোনের দাম

বাংলাদেশে Lava Yuva 2 Pro মোবাইল ফোনের দাম ১১,০০০ টাকা। ইন্ডিয়ান জনপ্রিয় ব্র্যান্ড Lava কিছুদিন আগে Yuva 2 Pro মডেলের নতুন একটি আকর্ষণীয় স্মার্টফোন বাজারে লঞ্চ করে। কিন্তু বিভিন্ন অনলাইন শপে মোবাইল ফোনটি বিক্রি হলেও আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হয়নি।

অবশেষে সকল অপেক্ষার অবসান ঘটিয়ে আজকে তথা ১৫-৩-২০২৩ তারিখে আনুষ্ঠানিকভাবে এই মোবাইল ফোনটি বিক্রি শুরু হতে যাচ্ছে। ইন্ডিয়ান নাগরিকরা অ্যামাজন থেকে এই মোবাইল ফোনটি ক্রয় করলে নগদ ১,০০০ টাকা ছাড় পাবেন।

তথা এমনিতে এই মোবাইল ফোনটির দাম ইন্ডিয়ায় ৮,৯৯৯ টাকা। ফাস্ট সেল উপলক্ষে অ্যামাজন থেকে এই মোবাইল ফোনটি ক্রয় করলে ১,০০০ টাকা ছাড়ে এই মোবাইল ফোনটি পাবেন মাত্র ৭,৯৯৯ টাকায়। এই ফোনটি শুধুমাত্র ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি স্টোরেজে পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ থেকে মাত্র 11000 টাকায় iPhone পাবেন, আচ্ছা বিষয়টা শুনতে একটু হাস্যকর মনে হলেও Lava Yuva 2 Pro ফোনের ডিজাইন কিন্তু আইফোনের থেকে কোন অংশে কম নয়। চলুন এই মোবাইল ফোনটির স্পেসিফিকেশন জেনে নেয়া যাক।

Lava Yuva 2 Pro এর সম্পূর্ণ স্পেসিফিকেশন

Lava Yuva 2 Pro আকর্ষণীয় এই স্মার্টফোনটিতে লিথিয়াম পলিমার ৫,০০০ এমএএইচ নন রিমুভাল পাওয়ারফুল ব্যাটারি, দ্রুত চার্জ হওয়ার জন্য এই স্মার্টফোনটিতে ১০ ওয়াট ওয়াইড চার্জার ব্যবহার করা হয়েছে। এবং এই ফোনটিতে সাইড মাউন্টেন্ড ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম ব্যবহার করা হয়েছে।

গুরুত্বপূর্ণ কয়েকটি আর্টিকেলঃ

স্মার্টফোনটিতে এলসিডি ৬.৫২ ইঞ্চি 720 x 1600 pixels রেজুলেশনের ২৬৯ পিপিআই ডেন্সিটি এইচডি ডিসপ্লে, ফোনটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম দ্বারা পরিচালিত এছাড়াও মিডিয়াটেক হেলিও MT6765 চিপসেট, অক্টোকর (4×2.3 GHz Cortex-A53 & 4×1.8 GHz Cortex-A53) প্রসেসর ব্যবহার করা হয়েছে।

নতুন Lava Yuva 2 Pro ফোনটিতে PowerVR GE8320 গ্রাফিক্স প্রসেসিং ইউনিট এবং ৬৪ এমবি স্টোরেজ এবং ৪ জিবি র‌্যাম এর পাশাপাশি, এই স্মার্টফোনটিতে microSDXC এক্সটার্নাল মাইক্রোফোন ব্যবহার করার সুযোগ রয়েছে।

এই মোবাইল ফোনটির ক্যামেরা সেকশনে আছে 13 MP, ভিজিয়ে, এলইডি ফ্ল্যাশ, 1080p@30fps মেইন ক্যামেরা এর পাশাপাশি 5 MP সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এই মোবাইল ফোনটিতে 3.5mm jack অডিও জ্যাক ব্যবহার করা হয়েছে।

লাভা ব্র্যান্ডের Lava Yuva 2 Pro আকর্ষণীয় এই স্মার্টফোনটি দেখতে সম্পূর্ণ iPhone এর মত। আকর্ষণীয় এই স্মার্টফোনটির ওজন মাত্র ২০৪ গ্রাম।

FAQs

Lava Yuva 2 Pro মোবাইল ফোনটির বাংলাদেশী প্রাইস কত?

Lava Yuva 2 Pro মোবাইল ফোনটির দাম বাংলাদেশে মাত্র ১১,০০০ টাকা। সাথে থাকবে ৪ জিবি র‌্যাম এর পাশাপাশি ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ।

Lava Yuva 2 Pro মোবাইল ফোনটি কবে লঞ্চ হবে?

অফিসিয়াল ভাবে আজকে তথা ১৫ই মার্চ আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হবে। এরপর থেকে দেশের যেকোনো লাভা মোবাইলের শোরুম থেকে এটি ক্রয় করতে পারবেন।

About Sharo Place Desk

দীর্ঘদিন যাবত টেকনোলজি রিলেটেড কার্যক্রমের সাথে জড়িত আছি। আমার অভিজ্ঞতা থেকে এই ওয়েবসাইটটিতে টেকনোলজি, অনলাইন ইনকাম, টিপস এবং ট্রিকস, ই সার্ভিস, রিভিউ ও ব্যবসা রিলেটেড আর্টিকেল লেখালেখি করি।

Check Also

১০০০০ টাকার মোবাইল

১০০০০ টাকার মোবাইল ফোনগুলো

বর্তমানে ১০ হাজার টাকার মোবাইল ফোন গুলোর চাহিদা অনেক বেশি। তবে অনেক ক্ষেত্রে আমরা এই …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।