রবিবার , ডিসেম্বর 22 2024
bnen
Breaking News

বাজার মাতাতে আসছে Redmi Note 12 4G ফাঁস হল দাম ও স্পেসিফিকেশন

নজর কাড়া সকল বৈশিষ্ট্য নিয়ে বাজার মাতাতে আসছে Redmi Note 12 4G মডেলের নতুন স্মার্টফোন। জেনে নিন এই মোবাইল ফোনটির স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে। গত অক্টোবর মাসে Redmi Note 12 সিরিজের একাধিক 5G স্মার্টফোন লঞ্চ করা হয়।

এরপরে জানা গিয়েছে Redmi কোম্পানি 4G মডেল সংযোজন করার কথা ভাবছে। নতুন মডেলের সংযোজিত মোবাইল ফোনটি Redmi Note 12 4G নামে বাজারে আত্মপ্রকাশ করছে। এই ফোনটির সম্পন্ন স্পেসিফিকেশন ইতিমধ্যে কয়েকটি জনপ্রিয় ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এছাড়াও বিভিন্ন সাম্প্রতিক রিপোর্টে Redmi Note 12 4G মোবাইল ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন ফাঁস করা হয়েছে। তবে এই মোবাইল ফোনটির দাম অফিশিয়াল ভাবে এখন পর্যন্ত এনাউন্সমেন্ট করা হয়নি। চলুন জেনে নেয়া যাক Redmi Note 12 4G মোবাইল ফোনটি সম্পর্কে কি কি তথ্য ফাঁস হয়েছে।

Geekbench থেকে প্রকাশিত Redmi Note 12 4G মোবাইলের স্পেসিফিকেশন

খুব শীঘ্রই বিশ্ববাজারে Redmi Note 12 4G স্মার্টফোনটি লঞ্চ হতে যাচ্ছে, আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়ার পূর্বে GeekBench এই স্মার্ট ফোনটির কিছু স্পেসিফিকেশন প্রকাশ করেছে। এই মোবাইল ফোনটি android এর সর্বশেষ অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১৩, এবং কাস্টম ইউআই হিসেবে MIUI ব্যবহার করা হয়েছে।

এই ফোনটিতে অক্টাকর প্রসেসর এবং Snapdragon 680 চিপসেট এর সাথে থাকছে Adreno 610 জিপিইউ, GeekBench এর তথ্য অনুযায়ী এই ফোনটিতে Octa-core প্রসেসর যার ৪টি 1.90GHz এবং অন্য ৪টি 2.80GHz ক্লিক স্পিড সম্পন্ন।

GeekBench ৫ এর বেঞ্চমার্ক পরীক্ষায় এই মোবাইল ফোনটির একক কোর স্কোর ৪২২ এবং মাল্টি কোর স্কোর ১২৫২ পয়েন্ট। Redmi Note 12 4G মোবাইল ফোনটিতে 4GB RAM সংরক্ষণ থাকবে এবং বেশ কিছু স্টোরেজ সংরক্ষণ থাকবে। তবে আশা করা যায় 4GB RAM এর পাশাপাশি 6GB RAM ভেরিয়েন্টেশন লঞ্চ হতে পারে।

এছাড়াও এই মোবাইল ফোনটিতে থাকতে পারে 6.67 ইঞ্চি, FHD+ AMOLED পাওয়ারফুল ডিসপ্লে প্যানেল। সম্ভাব্য মোবাইল ফোনটির দৈর্ঘ্য ১৬৫.৬৬ মিলিমিটার এবং প্রস্থ ৭৫.৯৬ মিলিমিটার ও পুরুত্ব ৭.৮৫ মিলিমিটার। এই মোবাইল ফোনটির ওজন ১৮৩.৫ গ্রাম।

ফোনটির ক্যামেরা সেটাপে থাকতে পারে ৫০+৮+২ মেগাপিক্সেল ত্রিপল মেইন ক্যামেরা এবং ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটিতে সর্বোচ্চ ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে। এছাড়াও এই মোবাইল ফোনটি ৫০০০ এমএএইচ ব্যাটারিসহ বাজারে লঞ্চ হতে পারে।

সম্পর্কিত আরো পোস্টঃ

এই মোবাইল ফোনটি কবে লঞ্চ হবে

এই আর্টিকেলে আলোচিত সকল তথ্য GeekBench ওয়েবসাইট থেকে পাওয়া। তবে এই ওয়েবসাইট শুধুমাত্র Redmi Note 12 4G আপকামিং মোবাইল ফোন সম্পর্কে কিছু সাধারণ তথ্য ফাঁস করেছে, তবে এই ফোনটি বিশ্ববাজারে কবে লঞ্চ করা হবে এ সম্পর্কে জানানো হয়নি।

রেডমি অফিসিয়াল ওয়েবসাইটেও Redmi Note 12 4G মোবাইল ফোনের লঞ্চ সম্পর্কিত কোন তথ্য জানানো হয়নি। তবে আশা করা যায় চলতি মাসের শেষের দিকে বিশ্ববাজারে এই মোবাইল ফোনটি লঞ্চ করা হবে।

Redmi Note 12 4G মোবাইল ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন

সদ্য বাজারে আসা রেডমি ব্রান্ডের নোট ১২ ৪জি মোবাইল ফোনটি আকর্ষণীয় ফিচার দ্বারা মোড়ানো। এই মোবাইল ফোনটিতে Octa-core 2.6 GHz Cortex প্রসেসর এবং মিডিয়াটেক ডিমেন্সট্রি ১০৮০ চিপসেট, Mali-G68 MC4 – 64 bit জিপিইউ এছাড়াও এই মোবাইল ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম দ্বারা পরিচালিত।

Redmi Note 12 4G মোবাইল ফোনটিতে 1080 x 2400 পিক্সেল ৬.৭ ইঞ্চি OLED capacitive টাচস্ক্রিন ডিসপ্লে, 2G – 3G – 4G নেটওয়ার্ক সিস্টেম ব্যবহার করা হয়েছে। এছাড়াও মোবাইল ফোনটির ওজন ১৮৭ গ্রাম ও মোবাইল ফোনটির পরিমাপ ১৬৫.৬৬ x ৭৫.৯৬ x ৭.৮৫ মিলিমিটার।

বর্তমান বাজারে র‍্যাম এবং স্টোরেজ ভিন্নতায় মোবাইল ফোনটি ৪টি ভেরিয়েন্টএ পাওয়া যাচ্ছে ১: ৬জিবি ১২৮জিবি, ২: ৮জিবি ১২৮জিবি ৩: ৮জিবি ২৫৬জিবি ৪: ১২জিবি ২৫৬জিবি। এই মোবাইল ফোনটিতে কোন ধরনের এক্সটার্নাল মেমোরি ব্যবহার করার সিস্টেম নেই।

দ্রুত চার্জ হওয়ার জন্য এই মোবাইল ফোনটিতে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সিস্টেম ব্যবহার করা হয়েছে, ১০০% সম্পূর্ণ চার্জ হতে ৪৬ মিনিট সময় প্রয়োজন হবে। এছাড়াও অনেক সময় চার্জিং ব্যাকআপের জন্য ৫০০০ এমএএইচ নন- রিমুভাল পাওয়ারফুল ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

Redmi Note 12 4G মোবাইল ফোনটিতে 50 MP, f/1.9, 24mm ওয়াইড, 8 MP, f/1.9, 119˚ আলট্রা ওয়াইড, 2 MP, f/2.4 মাইক্রো চিপ 8150 x 6150 পিক্সেল, 4K@30fps ও 1080p@30/60/120fps এবং 720p@960fps ভিডিও রেজুলেশনের ব্যাক ক্যামেরা।

এবং HDR, panorama ফিচার যুক্ত 16 MP ওয়াইড 4616 x 3464 পিক্সেল, 1080p@30/60fps, 720p@120fps ভিডিও রেজুলেশনের সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে।

বাজার মাতাতে আসছে Redmi Note 12 4G মোবাইল ফোন, অফিসিয়াল ভাবে এই মোবাইল ফোনের দাম সম্পর্কিত সকল তথ্য জানানো হলে আমাদের ওয়েবসাইট থেকে আপডেট করা হবে।

FAQs

Redmi Note 12 4G মোবাইলের দাম কত টাকা?

অফিসিয়াল ভাবে এই মোবাইল ফোনটির দাম জানানো হয়নি, তবে আশা করা যায় এই মোবাইল ফোনটির দাম হবে ২০,০০০ টাকা এবং ১৪,০০০ রুপি।

Redmi Note 12 4G মোবাইল ফোনটি কবে লঞ্চ হবে?

আশা করা যায় চলতি মাসের শেষের দিকে বিশ্ববাজারে Redmi Note 12 4G মোবাইল ফোনটি অফিসিয়াল ভাবে লঞ্চ করা হবে। অফিসিয়াল রিলিজ এর তারিখ এখন পর্যন্ত সঠিকভাবে জানানো হয়নি।

About Sharo Place Desk

দীর্ঘদিন যাবত টেকনোলজি রিলেটেড কার্যক্রমের সাথে জড়িত আছি। আমার অভিজ্ঞতা থেকে এই ওয়েবসাইটটিতে টেকনোলজি, অনলাইন ইনকাম, টিপস এবং ট্রিকস, ই সার্ভিস, রিভিউ ও ব্যবসা রিলেটেড আর্টিকেল লেখালেখি করি।

Check Also

১০০০০ টাকার মোবাইল

১০০০০ টাকার মোবাইল ফোনগুলো

বর্তমানে ১০ হাজার টাকার মোবাইল ফোন গুলোর চাহিদা অনেক বেশি। তবে অনেক ক্ষেত্রে আমরা এই …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।