শনিবার , ডিসেম্বর 21 2024
bnen
Breaking News

১০০০০ টাকার মোবাইল ফোনগুলো

বর্তমানে ১০ হাজার টাকার মোবাইল ফোন গুলোর চাহিদা অনেক বেশি। তবে অনেক ক্ষেত্রে আমরা এই বাজেটের মধ্যে একটি ভালো মোবাইল ফোন পছন্দ করতে পারি না। আপনাদের সুবিধার্থে এই লেখাটিতে আমরা বর্তমান বাজারের সেরা ১০০০০ টাকার মোবাইল ফোনগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

আপনি যদি এই সময়ে ১০ হাজার টাকার মধ্যে একটি ভালো মোবাইল ফোন ক্রয় এর কথা চিন্তা করেন, তাহলে এই লেখাটি আপনার জন্য। টেকনো, রিয়েলমি, আইটেল, রেডমি ও ইনফিনিক্স ব্র্যান্ডের সেরা ৫টি ১০০০০ টাকার মোবাইল ফোন সম্পর্কে জানতে পারবেন।

এবং উক্ত মোবাইল ফোন গুলোর সম্পূর্ণ স্পেসিফিকেশন ও ইন্টারনেট প্রাইস উল্লেখ করা হবে। আপনার বাজেট অনুযায়ী বর্তমানে নিচে উল্লেখিত মোবাইল ফোন গুলো বাজারের সেরা। চলুন লেখাটির মূল আলোচনায় যাই।

Tecno Pop 7 – টেকনো পপ ৭

চলতি বছরের এপ্রিল মাসে Tecno Pop 7 স্মার্টফোনটি বাজারে আসে। ইতিমধ্যে মোবাইল ব্যবহারকারীদের মাঝে অল্প দামের মধ্যে সেরা স্মার্টফোন হিসেবে পরিচিত পেয়েছে। বিশেষ করে মোবাইল ফোনটির আউটলুক ও গেমিং ফিচার আপনাকে মুগ্ধ করবে।

Tecno Pop 7 স্মার্টফোনটিতে আছে 6.6 ইঞ্চি HD+ 720 x 1612 pixels রেজুলেশন যুক্ত বড় ডিসপ্লে এবং ১০ ওয়াট ফার্স্ট চার্জিং সহ Lithium-polymer 5000 mAh পাওয়ারফুল ব্যাটারি। ফোনটির ক্যামেরা প্যানেলে আছে Dual 8 Megapixel + AI ও অটো ফোকাস যুক্ত মেইন ক্যামেরা এবং 5 Megapixel সেলফি ক্যামেরা।

মোবাইল ফোনটিতে ২ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি ইন্টার্নাল স্টোরেজ  রয়েছে। এছাড়াও আরো আছে ফোনটিতে  PowerVR GE8322 জিপিইউ, Octa-core প্রসেসর, Unisoc SC9863A1 (28 nm) চিপসেট ও Android 12 (HiOS 12) অপারেটিং সিস্টেম রয়েছে। Tecno Pop 7 মোবাইল ফোনটির দাম ৯,৬৯০ টাকা।

Tecno Pop 7 এর স্পেসিফিকেশনঃ

  • Lithium-polymer 5000 mAh ব্যাটারি
  • PowerVR GE8322 জিপিইউ
  • ২ জিবি র‌্যাম
  • ৬৪ জিবি ইন্টার্নাল স্টোরেজ (ROM)
  • Octa-core প্রসেসর
  • Unisoc SC9863A1 (28 nm) চিপসেট
  • Android 12 (HiOS 12) অপারেটিংসিস্টেম
  • Dual 8 Megapixel + AI মেইন ক্যামেরা
  • 5 Megapixel সেলফি ক্যামেরা
  • 6.6 ইঞ্চি বড় ডিসপ্লে

Infinix Smart 7 – ইনফিনিক্স স্মার্ট ৭

Infinix Smart 7 মোবাইল ফোনটি চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বাজারে আসে। এই মোবাইল ফোনটিতে আছে 6.6 ইঞ্চি HD+ 720 x 1612 pixels রেজুলেশনের ডিসপ্লে এবং Dual 13+0.3 Megapixel ব্যাক ক্যামেরা ও 5 Megapixel সেলফি ক্যামেরা।

এই ফোনটিতে রয়েছে Octa-core, up to 2.0 GHz প্রসেসর, Android 12 অপারেটিং সিস্টেম, 3 / 4 GB র‍্যাম ও 64 GB ইন্টারনাল স্টোরেজ। ফোনটির ব্যাটারি প্যানেলে আছে নন রিমুভাল Lithium-polymer 5000 mAh ব্যাটারি এর সাথে রয়েছে ১০ ওয়াট ফার্স্ট চার্জিং।

আরো জানতে পারেনঃ ইনফিনিক্স মোবাইলের দাম কত টাকা।

Infinix Smart 7 মোবাইল ফোনটি ভেরিয়েন্ট অনুযায়ী ২ ধরনের দামে পাওয়া যাচ্ছে। ১) ৩ জিবি র‍্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ ৯,৯৯৯ টাকা এবং ২) ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ ১০,৯৯৯ টাকা।

Infinix Smart 7 এর স্পেসিফিকেশনঃ

  • Octa-core, up to 2.0 GHz প্রসেসর
  • 6.6 ইঞ্চি ডিসপ্লে
  • Dual 13+0.3 Megapixel ব্যাক ক্যামেরা
  • 5 Megapixel সেলফি ক্যামেরা
  • Android 12 অপারেটিং সিস্টেম
  • 3 / 4 GB র‍্যাম
  • 64 GB ইন্টারনাল স্টোরেজ
  • Lithium-polymer 5000 mAh ব্যাটারি
  • ১০ ওয়াট ফার্স্ট চার্জিং

Realme C30 – রিয়েলমি সি৩০

Realme C30 স্মার্টফোনটির দাম বর্তমানে ৯,৯৯৯ টাকা। এই ফোনটি ২০২২ সালের জুন মাসে লঞ্চ হয়। Realme C30 মোবাইল ফোনটিতে রয়েছে Octa core, up to 1.8 GHz প্রসেসর, Android 11 (Realme UI Go) অপারেটিং সিস্টেম, Unisoc Tiger T612 চিপসেট, Mali-G57 জিপিইউ রয়েছে।

মোবাইল ফোনটির ক্যামেরা প্যানেলে রয়েছে 5 Megapixel সেলফি ক্যামেরা ও 8 Megapixel মেইন ক্যামেরা। এছাড়াও ফোনটিতে আরো রয়েছে 6.5 ইঞ্চি HD+ 720 x 1600 pixels রেজুলেশনের ডিসপ্লে। এবং আরো রয়েছে Lithium-polymer 5000 mAh নন রিমুভাল ব্যাটারি যা ১০ ওয়াট ফাস্ট চার্জিং যুক্ত।

মাত্র ১০০০০ টাকার মোবাইল ফোন হিসেবে Realme C30 মোবাইল ফোনটি দারুন। এই ফোনটিতে ২ জিবি র‌্যাম ও ৩২ জিবি ইন্টার্নাল স্টোরেজ (ROM) রয়েছে। রিয়েলমি মোবাইল দাম বাংলাদেশ ২০২৩ সম্পর্কে বিস্তারিত জানতে পারেন।

Realme C30 এর স্পেসিফিকেশনঃ

  • 6.5 ইঞ্চি ডিসপ্লে
  • ২ জিবি র‌্যাম
  • ৩২ জিবি ইন্টার্নাল স্টোরেজ (ROM)
  • Octa core, up to 1.8 GHz প্রসেসর
  • 5 Megapixel সেলফি ক্যামেরা
  • 8 Megapixel মেইন ক্যামেরা
  • Lithium-polymer 5000 mAh ব্যাটারি
  • ১০ ওয়াট ফাস্ট চার্জিং
  • Unisoc Tiger T612 চিপসেট
  • Mali-G57 জিপিইউ
  • Android 11 (Realme UI Go) অপারেটিং সিস্টেম

Xiaomi Redmi A1 – রেডমি এ১

এই স্মার্টফোনটি ২০২২ সালের সেপ্টেম্বর মাসে বাজারে আসে। Xiaomi Redmi A1 স্মার্টফোনটিতে রয়েছে Lithium-polymer 5000 mAh শক্তিশালী ব্যাটারি এবং ১০ ওয়াট ফাস্ট চার্জিং। এই ফোনটির ডিসপ্লে প্যানেলে আছে 6.52 ইঞ্চি HD+ 720 x 1600 pixels রেজুলেশনের ডিসপ্লে।

কোনটিতে আরো আছে Quad-core, 2.0 GHz প্রসেসর, PowerVR GE8320 জিপিইউ, 2 / 3 GB র‌্যাম, 32 GB ROM (ইন্টারনাল স্টোরেজ), MediaTek Helio A22 চিপসেট, Android 12 Go Edition অপারেটিং সিস্টেম। ফোনটিতে ফেস আনলক সিস্টেম রয়েছে।

এর ক্যামেরা প্যানেলে রয়েছে Dual 8+0.8 Megapixel ব্যাক ক্যামেরা এবং 5 Megapixel সেলফি ক্যামেরা। এই মোবাইল ফোনটি Black, Light Green, Light Blue কালারে পাওয়া যাচ্ছে। Xiaomi Redmi A1 মোবাইল ফোনটির দাম ৯,৯৯৯ টাকা।

Xiaomi Redmi A1 এর স্পেসিফিকেশনঃ

  • Android 12 Go Edition অপারেটিং সিস্টেম
  • Dual 8+0.8 Megapixel ব্যাক ক্যামেরা
  • 5 Megapixel সেলফি ক্যামেরা
  • 6.52 ইঞ্চি ডিসপ্লে
  • Lithium-polymer 5000 mAh ব্যাটারি
  • ১০ ওয়াট ফাস্ট চার্জিং
  • Quad-core, 2.0 GHz প্রসেসর
  • MediaTek Helio A22 চিপসেট
  • PowerVR GE8320 জিপিইউ
  • 2 / 3 GB র‌্যাম
  • 32 GB ROM (ইন্টারনাল স্টোরেজ)

itel P40 – আইটেল পি৪০

আইটেল ব্র্যান্ডের itel P40 মোবাইল ফোনটিতে রয়েছে 6.6 ইঞ্চি HD+ 720 x 1612 pixels রেজুলেশনের ডিসপ্লের পাশাপাশি Lithium-polymer 6000 mAh নন রিমুভাল শক্তিশালী ব্যাটারি, এবং সাথে রয়েছে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। এই ফোনটিতে ২/৩ জিবি র‌্যাম ও ৩২/৬৪ জিবি ইন্টার্নাল স্টোরেজ (ROM) রয়েছে।

আরো জানতে পারেনঃ ১৫০০০ টাকার মধ্যে ভালো গেমিং ফোন।

স্মার্টফোনটি ২০২৩ সালের এপ্রিল মাসে বাজারে আসে। ইতিমধ্যে মোবাইল ব্যবহারকারীদের মাঝে বেশ জনপ্রিয়তা পেয়েছে। এই ফোনটিতে ভার্সন অনুযায়ী অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে।

  1. Android 12 (4 GB version)
  2. Android 12 Go Edition (3 GB version)

itel P40 মোবাইল ফোনটির ক্যামেরা প্যানেলে আছে 5 Megapixel সেলফি ক্যামেরা ও Dual 13 Megapixel + AI মেইন ক্যামেরা। আরো আছে UNISOC SC9863A (28 nm) চিপসেট, Octa-core, 1.6 GHz প্রসেসর এবং PowerVR GE8322 জিপিইউ।

এই মোবাইল ফোনটিতে আরো অনেক আকর্ষণীয় স্পেশাল ফিচার রয়েছে। এছাড়াও এর আউটলুক এবং পারফরম্যান্স দেখে ১০ হাজার টাকার মোবাইল মনে হবে না। itel P40 মোবাইল ফোনটির দাম ৮,৯৯০ (3 GB RAM – 32 GB ROM) টাকা ও ৯,৯৯০ (4 GB RAM – 64 GB ROM) টাকা।

itel P40 এর স্পেসিফিকেশনঃ

  • ২/৩ জিবি র‌্যাম
  • ৩২/৬৪ জিবি ইন্টার্নাল স্টোরেজ
  • Lithium-polymer 6000 mAh ব্যাটারি
  • 6.6 ইঞ্চি ডিসপ্লে
  • PowerVR GE8322 জিপিইউ
  • UNISOC SC9863A (28 nm) চিপসেট
  • Octa-core, 1.6 GHz প্রসেসর
  • ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট
  • 5 Megapixel সেলফি ক্যামেরা
  • Dual 13 Megapixel + AI মেইন ক্যামেরা

সম্মানিত পাঠকবৃন্দ, আশা করি ১০০০০ টাকার মোবাইল ফোনগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। এই লেখাটিতে উল্লেখ করা দাম অফিসিয়াল প্রাইস, তবে বিভিন্ন স্থান অনুযায়ী মোবাইল ফোন গুলোর দাম সামান্য পরিবর্তন হতে পারে।

উপরে উল্লেখিত বিভিন্ন ব্র্যান্ডের ৫টি স্মার্টফোনের মধ্যে আপনার কাছে কোন স্মার্টফোনের কনফিগারেশন  দাম অনুযায়ী সঠিক মনে হয়েছে, তা কমেন্টের মাধ্যমে আমাদের জানান।

FAQs

Realme C30 মোবাইলের দাম কত টাকা?

Realme C30 মোবাইল ফোনটির দাম মাত্র ৯,৯৯৯ টাকা। Realme ব্র্যান্ডের এই স্মার্টফোনটিতে দাম অনুযায়ী দারুন সকল ফিচার্স ব্যবহার করা হয়েছে।

১০ হাজার টাকায় ভালো গেমিং ফোন কোনটি?

এই বাজেটের মধ্যে সব থেকে ভালো গেমিং ফোন হল Infinix Smart 7 মডেলের স্মার্টফোনটি। এটিতে Octa-core, up to 2.0 GHz প্রসেসর, 64 GB ইন্টারনাল স্টোরেজ, 3 / 4 GB র‍্যাম রয়েছে। এই ফোনটির দাম মাত্র ৯,৯৯৯ টাকা।

About Sharo Place Desk

দীর্ঘদিন যাবত টেকনোলজি রিলেটেড কার্যক্রমের সাথে জড়িত আছি। আমার অভিজ্ঞতা থেকে এই ওয়েবসাইটটিতে টেকনোলজি, অনলাইন ইনকাম, টিপস এবং ট্রিকস, ই সার্ভিস, রিভিউ ও ব্যবসা রিলেটেড আর্টিকেল লেখালেখি করি।

Check Also

10000 টাকার মধ্যে ভিভো মোবাইল

10000 টাকার মধ্যে ভিভো মোবাইল ফোন

বর্তমানে বাংলাদেশে এবং ইন্ডিয়ায় ভিভো ব্র্যান্ডের মোবাইল ফোন গুলো অনেক জনপ্রিয়। অনেকেই তাদের পছন্দের মোবাইল …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।