রবিবার , ডিসেম্বর 22 2024
bnen
Breaking News

১৫০০০ টাকার মধ্যে মোবাইল ফোন

এই লেখাটিতে আলোচনা করা হবে ১৫০০০ টাকার মধ্যে মোবাইল ফোনগুলো সম্পর্কে। মোবাইল ব্র্যান্ড গুলো ১৫ হাজার টাকার মধ্যে দারুন ফিচার যুক্ত, চমৎকার মোবাইল ফোন লঞ্চ করে। বিভিন্ন ব্র্যান্ডের কয়েকটি ১৫০০০ টাকার মধ্যে মোবাইল ফোনগুলো সম্পর্কে বিস্তারিত জানতে লেখাটি সম্পূর্ণ দেখুন।

বেশিরভাগ ক্ষেত্রে আমরা ১০ থেকে ১৫ হাজার টাকার মধ্যে মোবাইল ফোন ক্রয়ের চেষ্টা করি। তবে এই বাজেটের মধ্যে সেরা মোবাইল ফোনগুলোর সম্পর্কে না জানার ফলে, মার্কেটে গিয়ে পছন্দ অনুযায়ী মোবাইল কিনে আনতে পারিনা। মার্কেটে গিয়ে মোবাইল ক্রয়ের আগে অবশ্যই অনলাইন থেকে বিস্তারিত জেনে নেয়া উচিত।

১৫০০০ টাকার মধ্যে মোবাইল

বর্তমানে ১৫ হাজার টাকার মধ্যে সেরা ৪টি মোবাইল ফোন হলো: Realme C33, Infinix Hot 11S, Tecno Spark 8C, Xiaomi Redmi 9. এই প্রত্যেকটি মোবাইল ফোনের দাম ১৩,৪০০ থেকে ১৫,৯৯৯ টাকার মধ্যে।

এই ৪টি মোবাইল ফোন ব্যতীত আরো অনেক ফোন আছে যেগুলো আপনারা ১৫ হাজার টাকার মধ্যে ক্রয় করতে পারবেন। তবে বর্তমান মার্কেট বিবেচনা করে, ফোনের গেমিং পারফরমেন্স ও অন্যান্য দিক বিবেচনা করে এই মোবাইল ফোন গুলো সেরা প্রমাণিত হয়েছে।

চলুন এই মোবাইল ফোনগুলোর দাম এবং স্পিসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জেনে নেই। তবে এই লেখাটিতে উল্লেখিত মূল্য / দাম অনলাইন প্রাইস অনুযায়ী, আপনার এলাকার মোবাইল মার্কেটে এই মোবাইল ফোনগুলোর দাম সামান্য কমবেশি হতে পারে।

১.Realme C33

Realme C33 মোবাইল ফোনটি ২০২২ সালে বাজারে লঞ্চ হয়। দারুন এই স্মার্টফোনটিতে রয়েছে Lithium-polymer 5000 mAh ব্যাটারি এবং ১০ ওয়াট ফাস্ট চার্জিং। Realme ব্র্যান্ডের এই মোবাইল ফোনটি আপনারা ৩টি ভেরিয়েন্টে পেয়ে যাবেন।

  1. ৩ জিবি RAM ও ৩২ জিবি ROM দাম মাত্র ১৩,৯৯৯ টাকা।
  2. ৪ জিবি RAM ও ৬৪ জিবি ROM দাম মাত্র ১৪,৯৯৯ টাকা।
  3. ৪ জিবি RAM ও ১২৮ জিবি ROM দাম মাত্র ১৫,৯৯৯ টাকা।

এই মোবাইল ফোনটিতে রয়েছে ৬.৫ ইঞ্চি HD+ 720 x 1600 pixels রেজুলেশনের ডিসপ্লে এবং Dual 50+0.3 Megapixel মেইন ক্যামেরা ও 5 Megapixel সেলফি ক্যামেরা। এই মোবাইল ফোনটিতে Android 12 (Realme UI S) অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে।

এছাড়াও এর পারফরম্যান্স প্যানেলে আরো আছে Unisoc Tiger T612 (12 nm) চিপসেট, Octa core, up to 1.8 GHz প্রসেসর, Mali-G57 জিপিইউ, 32 / 64 / 128 GB ইন্টারনাল স্টোরেজ (ROM) এবং 3 / 4 GB র‌্যাম।

আরো জানতে পারেনঃ ১০০০০ টাকার মোবাইল ফোন।

Realme C33 এর স্পেসিফিকেশনঃ

  • 32 / 64 / 128 GB ইন্টারনাল স্টোরেজ
  • Unisoc Tiger T612 (12 nm) চিপসেট
  • Octa core, up to 1.8 GHz প্রসেসর
  • 3 / 4 GB র‌্যাম
  • Mali-G57 জিপিইউ
  • ৬.৫ ইঞ্চি ডিসপ্লে
  • Dual 50+0.3 Megapixel মেইন ক্যামেরা
  • 5 Megapixel সেলফি ক্যামেরা
  • Android 12 (Realme UI S) অপারেটিং সিস্টেম
  • Lithium-polymer 5000 mAh ব্যাটারি

২.Infinix Hot 11S

Infinix Hot 11S মোবাইল ফোনটিতে রয়েছে ৬.৭৮ ইঞ্চি Full HD+ 1080 x 2480 pixels রেজুলেশন যুক্ত ডিসপ্লে। এর ক্যামেরা প্যানেলে রয়েছে Triple 50+2+2 Megapixel ব্যাক ক্যামেরা এবং 8 Megapixel সেলফি ক্যামেরা। ফোনটিতে Lithium-polymer 5000 mAh ব্যাটারির সাথে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সিস্টেম রয়েছে।

এই মোবাইল ফোনটি ২০২১ সালের সেপ্টেম্বর মাসে লঞ্চ হয়। ফোনটিতে রয়েছে Android 11 (XOS 7.6) অপারেটিং সিস্টেম, Octa-core, up to 2.0 GHz প্রসেসর, Mali-G52 MC2 জিপিইউ, 128 GB ইন্টারনাল স্টোরেজ, 4 / 6 GB র‌্যাম রয়েছে। বর্তমানে এই মোবাইল ফোনটি ২টি ভেরিএন্টে পাওয়া যাচ্ছে।

  1. ৪ জিবি RAM ও ১২৮ জিবি ROM দাম মাত্র ১৪,৯৯০ টাকা।
  2. ৬ জিবি RAM ও ১২৮ জিবি ROM দাম মাত্র ১৫,৫৯০ টাকা।

এই মোবাইল ফোনটিতে এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। দাম অনুযায়ী Infinix Hot 11S মোবাইল ফোনটিতে দারুন সকল ফিচার ব্যবহার করা হয়েছে। বিশেষ করে এই মোবাইল ফোনটি দ্বারা ভালো গেমিং পারফরমেন্স পাওয়া সম্ভব।

Infinix Hot 11S এর স্পেসিফিকেশনঃ

  • Lithium-polymer 5000 mAh ব্যাটারি
  • Android 11 (XOS 7.6) অপারেটিং সিস্টেম
  • 4 / 6 GB র‌্যাম
  • 128 GB ইন্টারনাল স্টোরেজ
  • Mali-G52 MC2 জিপিইউ
  • Octa-core, up to 2.0 GHz প্রসেসর
  • ১৮ ওয়াট ফাস্ট চার্জিং
  • ৬.৭৮ ইঞ্চি ডিসপ্লে
  • Triple 50+2+2 Megapixel ব্যাক ক্যামেরা
  • 8 Megapixel সেলফি ক্যামেরা

৩.Tecno Spark 8C

টেকনো ব্র্যান্ডের Tecno Spark 8C এই স্মার্টফোনটির দাম মাত্র ১৩,৪৯০ টাকা। এই ফোনটি ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে লঞ্চ হয়। এই ফোনটিতে রয়েছে Android 11 Go Edition অপারেটিং সিস্টেম এবং Octa-core প্রসেসর।

এছাড়া আরো রয়েছে Unisoc T606 (12 nm) চিপসেট, Mali-G57 জিপিইউ, 64 / 128 GB ইন্টারনাল স্টোরেজ, 3 / 4 GB র‌্যাম রয়েছে। Tecno Spark 8C ফোনটির ক্যামেরা প্যানেলে আছে Dual 13 Megapixel + QVGA মেইন ক্যামেরা এবং 8 Megapixel সেলফি ক্যামেরা।

এছাড়াও ফোনটিতে ৬.৬ ইঞ্চি HD+ 720 x 1612 pixels রেজুলেশন যুক্ত বড় ডিসপ্লে রয়েছে। ফোনটির ব্যাটারি প্যানেলে রয়েছে Lithium-polymer 5000 mAh ব্যাটারি যা ১০ ওয়াট ফাস্ট চার্জিং যুক্ত। ফোনটিতে 2G, 3G, 4G নেটওয়ার্ক টেকনোলজি রয়েছে।

Tecno Spark 8C এর স্পেসিফিকেশনঃ

  • Unisoc T606 (12 nm) চিপসেট
  • Mali-G57 জিপিইউ
  • 64 / 128 GB ইন্টারনাল স্টোরেজ
  • Octa-core প্রসেসর
  • Android 11 Go Edition অপারেটিং সিস্টেম
  • Dual 13 Megapixel + QVGA মেইন ক্যামেরা
  • 8 Megapixel সেলফি ক্যামেরা
  • ৬.৬ ইঞ্চি ডিসপ্লে
  • Lithium-polymer 5000 mAh ব্যাটারি
  • ১০ ওয়াট ফাস্ট চার্জিং

৪.Xiaomi Redmi 9

এই মোবাইল ফোনটি সর্বপ্রথম ২০২০ সালে বাংলাদেশে আসে। Xiaomi Redmi 9 ফোনটিতে রয়েছে ৬.৫৩ ইঞ্চি Full HD+ 1080 x 2340 pixels রেজুলেশনের ডিসপ্লে এবং Lithium-polymer 5020 mAh শক্তিশালী ব্যাটারি যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং যুক্ত।

Xiaomi Redmi 9 মোবাইল ফোনটির পারফরম্যান্স প্যানেলে রয়েছে Android 10 (MIUI 12) অপারেটিং সিস্টেম, Octa core, up to 2.0 GHz প্রসেসর, Mali-G52 MC2 জিপিইউ, Mediatek Helio G80 চিপসেট, 3/ 4 / 6 GB জিবি র‍্যাম ও 32 / 64 / 128 GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। বর্তমানে এই ফোনটি ২টি ভেরিএন্টে পাওয়া যাচ্ছে।

  1. ৩ জিবি RAM ও ৩২ জিবি ROM দাম মাত্র ১৩,৯৯৯ টাকা।
  2. ৪ জিবি RAM ও ৬৪ জিবি ROM দাম মাত্র ১৪,৯৯৯ টাকা।

এই মোবাইল ফোনটির ক্যামেরা প্যানেলে আছে Quad 13+8+5+2 Megapixel ব্যাক ক্যামেরা এবং 8 Megapixel সেলফি ক্যামেরা। সব মিলিয়ে অল্প দামের মধ্যে Xiaomi Redmi 9 ফোনটি একটি সেরা মোবাইল ফোন।

আরো জানতে পারেনঃ ১৫০০০ টাকার মধ্যে ভালো গেমিং ফোন।

Xiaomi Redmi 9 এর স্পেসিফিকেশনঃ

  • Quad 13+8+5+2 Megapixel ব্যাক ক্যামেরা
  • 8 Megapixel সেলফি ক্যামেরা
  • Octa core, up to 2.0 GHz প্রসেসর
  • 32 / 64 / 128 GB ইন্টারনাল স্টোরেজ
  • 3/ 4 / 6 GB জিবি র‍্যাম
  • Android 10 (MIUI 12) অপারেটিং সিস্টেম
  • Mali-G52 MC2 জিপিইউ
  • Mediatek Helio G80 চিপসেট
  • Lithium-polymer 5020 mAh শক্তিশালী ব্যাটারি
  • ৬.৫৩ ইঞ্চি ডিসপ্লে

১৫ হাজার টাকায় সেরা কিছু মোবাইল ফোন

ModelPriceRAMROM
Samsung Galaxy A0414,499 BDT3 GB32 GB
Realme Nazro 30A12,990 BDT4 GB64 GB
Symphony Z409,990 BDT3 GB64 GB
Tecno Spark 7 Pro13,490/14,990 BDT4/6 GB64 GB
Walton RX 8 mini12,999 BDT4 GB64 GB
Realme C1110,490/12,490 BDT2/4 GB32/64 GB

উপরে উল্লেখিত স্মার্টফোনগুলো আপনারা চাইলে অনলাইন থেকে ক্রয় করতে পারেন। এখানে উল্লেখিত দাম অনলাইন এর উপর ভিত্তি করে দেওয়া। আপনার এলাকার মোবাইল দোকান অনুযায়ী ফোনগুলোর দাম সামান্য কমবেশি হতে পারে।

FAQs

Realme Nazro 30A মোবাইল ফোনটির দাম কত টাকা?

এই ফোনটি বর্তমানে ১২,৯৯০ টাকায় ক্রয় করতে পারবেন। ফোনটিতে 4 GB RAM ও 64 GB ROM এর পাশাপাশি Lithium-polymer 6000 mAh শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

১৫ হাজার টাকায় ভালো গেমিং ফোন কোনটি?

Infinix Hot 11S, এই ফোনটির দাম মাত্র ৪ জিবি RAM ও ১২৮ জিবি ROM দাম মাত্র ১৪,৯৯০ টাকা ও ৬ জিবি RAM ও ১২৮ জিবি ROM দাম মাত্র ১৫,৫৯০ টাকা। এবং এই ফোনটিতে Octa-core, up to 2.0 GHz প্রসেসর, Lithium-polymer 5000 mAh ব্যাটারি রয়েছে।

About Sharo Place Desk

দীর্ঘদিন যাবত টেকনোলজি রিলেটেড কার্যক্রমের সাথে জড়িত আছি। আমার অভিজ্ঞতা থেকে এই ওয়েবসাইটটিতে টেকনোলজি, অনলাইন ইনকাম, টিপস এবং ট্রিকস, ই সার্ভিস, রিভিউ ও ব্যবসা রিলেটেড আর্টিকেল লেখালেখি করি।

Check Also

10000 টাকার মধ্যে ভিভো মোবাইল

10000 টাকার মধ্যে ভিভো মোবাইল ফোন

বর্তমানে বাংলাদেশে এবং ইন্ডিয়ায় ভিভো ব্র্যান্ডের মোবাইল ফোন গুলো অনেক জনপ্রিয়। অনেকেই তাদের পছন্দের মোবাইল …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।