রবিবার , ডিসেম্বর 22 2024
bnen
Breaking News

ভাতার টাকা মোবাইলে দেখার নিয়ম ২০২৩

বর্তমানে বয়স্ক ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতার টাকা মোবাইলে অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে দেওয়া হয়। এই লেখাটিতে বয়স্ক ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা মোবাইলে দেখার নিয়ম সম্পর্কে আলোচনা করা হবে। এই লেখাটির মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে চেক করবেন আপনার বয়স্ক ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতার টাকা মোবাইলে আসছে কিনা।

পূর্বে বয়স্ক ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতার টাকা অনেক সময় ধরে একটা নির্দিষ্ট স্থানে লাইনে দাঁড়িয়ে সংগ্রহ করতে হতো।  কিন্তু বর্তমান সময়ে প্রযুক্তির উন্নয়নের ফলে এই সকল ভাতার টাকা  নগদ, বিকাশ, রকেট এই সকল অনলাইন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয়।

ভাতার টাকা মোবাইলে দেখার নিয়ম

ভাতার টাকা মোবাইলে দেখার নিয়ম হলো: সর্বপ্রথম আপনার মোবাইল থেকে ডায়াল অপশনে গিয়ে ডায়াল করুন *১৬৭# এরপরে My Nagad (7) সিলেক্ট করে Send বাটনে ক্লিক করুন। এবারে যথাক্রমে Balance Enquiry (1) এবং Enter PIN: দিয়ে Send বাটনে ক্লিক করলে আপনাদের ভাতার টাকা দেখতে পারবেন।

উপরে যে পদ্ধতি দেখানো হয়েছে তার মাধ্যমে শুধুমাত্র নগদ থেকে যেকোনো ধরনের হাতার টাকা চেক করতে পারবেন। আপনার ভাতার টাকা যদি বিকাশ কিংবা রকেটে আসে সেক্ষেত্রে অন্য পদ্ধতি অবলম্বন করতে হবে। ভাতার টাকা মোবাইলে দেখার সম্পূর্ণ পদ্ধতি সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো।

গুরুত্বপূর্ণ টুলসঃ অনলাইনে আপনার বয়স যাচাই করুন

নগদ এর মাধ্যমে ভাতার টাকা দেখার নিয়ম

বয়স্ক ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতার রেজিস্ট্রেশন করার সময় আপনারা যদি নগদ নাম্বার দিয়ে থাকেন তাহলে আপনাদের ভাতার টাকা নগদ এর মাধ্যমে পাঠানো হবে। কিভাবে আপনার চেক করবেন আপনার মোবাইলে ভাতার টাকা আসছে কিনা? ভাতার টাকা মোবাইলে দেখার নিয়ম নিচে দেওয়া হল।

Step 1: প্রথমে আপনার মোবাইল ফোন থেকে ডায়াল অপশনে প্রবেশ করতে হবে। এখান থেকে ডায়াল করতে হবে *167# এরপরে Send বাটনে ক্লিক করুন। (অবশ্যই যেই সিমের নাম্বার ভাতার টাকা রেজিস্ট্রেশনের সময় দিয়েছিলেন সেই নাম্বারে সেন্ড করতে হবে)

Step 2: এরপরে আপনাদের সামনে নতুন একটি পেজ আসবে এখান থেকে (7- My Nagad) (7) লিখে Send বাটনে ক্লিক করুন।

Step 3: এই পেজ থেকে (1 – Balance Enquiry) (1) লিখে Send বাটনে ক্লিক করুন।

Step 4: (Enter PIN:) এই পেইজে আপনাদের নগদ একাউন্টের পাসওয়ার্ড বসাতে হবে। পাসওয়ার্ড বসিয়ে Send বাটনে ক্লিক করুন।

এখন আপনাদের নগদ একাউন্টের ব্যালেন্স দেখতে পাবেন। যদি ভাতার টাকা মোবাইলে এসে থাকে সেক্ষেত্রে আপনাদের নগদ একাউন্টে ব্যালেন্স যোগ হবে। যারা নগদ একাউন্টের মাধ্যমে ভাতার টাকা গ্রহণ করেন, তারা খুব সহজেই এই পদ্ধতিতে নগদ একাউন্টের মাধ্যমে ভাতার টাকা দেখতে পারবেন।

বিকাশের মাধ্যমে ভাতার টাকা দেখার নিয়ম

একই পদ্ধতিতে বিকাশ একাউন্টের ব্যালেন্স চেক করার মাধ্যমে আমরা জানতে পারব ভাতার টাকা মোবাইলে আসছে কিনা। কিভাবে আপনারা বিকাশ একাউন্টের বেলেন্স চেক করবেন ভাতার টাকা দেখার জন্য, সে পদ্ধতি নিচে দেখানো হলো।

বিশেষ দ্রষ্টব্য: অবশ্যই যেই সিমের নাম্বার ভাতার টাকা রেজিস্ট্রেশনের সময় দিয়েছিলেন সেই নাম্বারে সেন্ড করতে হবে।

Step 1: প্রথমে আপনার মোবাইল ফোন থেকে ডায়াল অপশনে প্রবেশ করতে হবে। এখান থেকে ডায়াল করতে হবে *247# এরপরে Send বাটনে ক্লিক করুন।

Step 2: এরপরে আপনাদের সামনে নতুন একটি পেজ আসবে এখান থেকে (8- My Bkash) (8) লিখে Send বাটনে ক্লিক করুন।

Step 3: এই পেজ থেকে (1 – Check Balance) (1) লিখে Send বাটনে ক্লিক করুন।

Step 4: (Enter Menu PIN:) এই পেইজে আপনাদের বিকাশ একাউন্টের পাসওয়ার্ড বসাতে হবে। পাসওয়ার্ড বসিয়ে Send বাটনে ক্লিক করুন। (একাউন্ট রেজিস্ট্রেশন এর সময় পাসওয়ার্ড ওরা বয়স্ক ও প্রতিবন্ধী ভাতার বইতে অথবা একটা কাগজে লিখে দেয়)

এরপরে আপনাদের বিকাশ একাউন্টের ব্যালেন্স দেখতে পারবেন। যদি ভাতার টাকা অ্যাড হয় তাহলে সরাসরি বিকাশ একাউন্টের ব্যালেন্স চেক করে দেখে নিতে পারবেন।

রকেটের মাধ্যমে ভাতার টাকা দেখার নিয়ম

রকেট একাউন্ট অথবা ডাচ বাংলা মোবাইল ব্যাংক একাউন্টে যদি আপনাদের ভাতার টাকা আসে তাহলে কিভাবে চেক করবেন সে পদ্ধতি নিচে দেখানো হলো?

Step 1: প্রথমে আপনার মোবাইল ফোন থেকে ডায়াল অপশনে প্রবেশ করতে হবে। এখান থেকে ডায়াল করতে হবে *322# এরপরে Send বাটনে ক্লিক করুন।

Step 2: এরপরে আপনাদের সামনে নতুন একটি পেজ আসবে এখান থেকে (5- My Acc) (5) লিখে Send বাটনে ক্লিক করুন।

Step 3: এই পেজ থেকে (1 – Balance) (1) লিখে Send বাটনে ক্লিক করুন।

Step 4: (Enter Your 4-Digit PIN) এই পেইজে আপনাদের রকেট একাউন্টের ৪ ডিজিটের পাসওয়ার্ড বসাতে হবে। পাসওয়ার্ড বসিয়ে Send বাটনে ক্লিক করুন।

যদি ভাড়া টাকা আপনার মোবাইল একাউন্টে আসে তাহলে এখান থেকে দেখতে পারবেন। উপরে উল্লেখিত পদ্ধতি ব্যবহার করে আপনার রকেট একাউন্ট এর ব্যালেন্স চেক করতে পারবেন। যদি ভাতার টাকা আপনার রকেট একাউন্টে চলে আসে সেক্ষেত্রে ব্যালেন্স চেক করে জেনে নিতে পারবেন।

বয়স্ক ভাতার টাকা দেখার নিয়ম

বয়স্ক ভাতার টাকা দেখার জন্য প্রথমে আপনার মোবাইল থেকে ডায়াল অপশনে গিয়ে ডায়াল করুন *247# এরপরে My Bkash (8) সিলেক্ট করে Send বাটনে ক্লিক করে যথাক্রমে Check Balance (1) এবং Enter PIN: দিয়ে Send বাটনে ক্লিক করলে আপনাদের বয়স্ক ভাতার টাকা দেখতে পারবেন।

উপরে উল্লেখিত পদ্ধতি দিয়ে শুধুমাত্র বিকাশ এর মাধ্যমে বয়স্ক ভাতার টাকা দেখতে পারবেন। এছাড়াও আপনার যদি নগদ কিংবা রকেট একাউন্টে বয়স্ক ভাতার টাকা আসে সেক্ষেত্রে উপরে দেখানো পদ্ধতি অনুসরণ করে আপনার বয়স্ক ভাতার টাকা দেখতে পারবেন।

উপরে আমরা নগদ –  বিকাশ –  রকেট একাউন্ট থেকে কিভাবে ভাতার টাকা দেখবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি।  আশাকরি উপরের লেখাগুলো অনুসরন করে খুব সহজেই আপনার বয়স্ক ভাতার টাকা দেখে নিতে পারবেন। বয়স্ক ভাতার টাকা দেখতে গিয়ে যদি অন্য কোন ধরনের সমস্যার সম্মুখীন হন সেক্ষেত্রে আমাদের কমেন্ট করে জানাতে পারেন।

বিধবা ভাতার টাকা দেখার নিয়ম

বিধবা ভাতার টাকা দেখার জন্য প্রথমে আপনার মোবাইল থেকে ডায়াল করুন *322# এরপরে My Acc (5) সিলেক্ট করে Send বাটনে ক্লিক করে এরপরে যথাক্রমে Balance (1) এবং Enter PIN দিয়ে Send বাটনে ক্লিক করলে আপনাদের বিধবা ভাতার টাকা দেখতে পারবেন।

এছাড়াও যদি আপনারা বিধবা ভাতার জন্য আবেদন করার সময় (নগদ কিংবা বিকাশ) মোবাইল ব্যাংকিং একাউন্ট খুলে থাকে সে ক্ষেত্রে কিভাবে আপনারা বিকাশ এবং নগদ ও রকেট থেকে বয়স্ক ভাতার টাকা চেক করবেন সে সম্পর্কে উপরে বিস্তারিত আলোচনা করা হয়েছে। উপরের লেখাগুলো মনোযোগ দিয়ে দেখে নিতে পারেন।

শিশু ভাতার টাকা খবর

বর্তমানে শিশু ভাতার জন্য আবেদন করার পদ্ধতি চালু হয়েছে। শিশু ভাতা টাকার জন্য আবেদন করতে https://mowca.portal.gov.bd/ এই লিঙ্কে ক্লিক করে মহিলা ও শিশু মন্ত্রণালয় এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে, অনলাইনে আবেদন ফরম পূরণ করে সাবমিট করতে পারবেন।

এবং পরবর্তীতে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে কর্মরত কর্মকর্তা তথ্য যাচাই করে যদি আপনি শিশু ভাতা পাওয়ার যোগ্য হন সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করবে। এবং আপনাকে একটি শিশু কার্ড প্রদান করা হবে যার মাধ্যমে আপনারা শিশু ভাতার টাকা উত্তোলন করতে পারবেন।

মহিলা ও শিশু মন্ত্রণালয় কর্তিক দরিদ্র গর্ভবতী মা ও শিশুদের মাসিক ৩৫০/ টাকা হারে ৬ মাস অন্তর-অন্তর  শিশু ভাতা প্রদান করা হয়। শিশু ভাতা ৪ বার তথা ২৪ মাস পর্যন্ত প্রধান করে। যদি আপনি এই ভাতা পাওয়ার যোগ্য হন সেক্ষেত্রে উপরে দেখানো পদ্ধতি অনুসরণ করে এখনই আবেদন করুন।

শিশু ভাতার টাকা চেক করার জন্য উপরে দেখার পদ্ধতি অনুসরণ করুন। বিকাশ, নগদ ও রকেট থেকে ভাতার টাকা মোবাইলে দেখার নিয়ম সম্পর্কে প্রথমে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

গুরুত্বপূর্ণ পোস্টঃ

ভাতার টাকা মোবাইলে দেখার কোড?

ভাতার টাকা মোবাইলে দেখার কোড হল *১৬৭#, ডায়াল করে My Nagad (7) সিলেক্ট করে Send, এবারে যথাক্রমে Balance Enquiry (1) এবং Enter PIN  দিয়ে Send বাটনে ক্লিক করুন।

বয়স্ক ভাতার টাকা কবে আসবে?

চলতি ২০২২-২৩ অর্থ বছরে ৫৭ লক্ষ ১ হাজার বয়স্ক ব্যক্তির জন্য বয়স্ক ভাতা খাতে বরাদ্দ রয়েছে ৩৪৪৪.৫৪ কোটি টাকা। জনপ্রতি ৫০০ টাকা হারে Monthly বয়স্ক ভাতা প্রদান করা হবে।

About

Check Also

ইমো একাউন্ট খোলার নিয়ম

মোবাইল নাম্বার ছাড়া ইমু খোলার নিয়ম

সাধারণত আমরা প্রিয়জনদের সাথে যোগাযোগ রক্ষায় ইমু ব্যবহার করি। তবে অনেক সময় নিজেদের নাম্বার দিয়ে …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।