রবিবার , ডিসেম্বর 8 2024
bnen
Breaking News

দারাজ থেকে পণ্য কেনার নিয়ম | daraz online shopping

বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর মধ্যে দারাজ অন্যতম। বাংলাদেশ ব্যতীত এই ই কমার্স প্রতিষ্ঠানটি শ্রীলংকা, পাকিস্তান, নেপাল ও মায়ানমারে চালু রয়েছে। এই লেখাটিতে দারাজ থেকে পণ্য কেনার নিয়ম সম্পর্কে আলোচনা করা হবে।

বর্তমানে আপনারা খুব সহজেই ঘরে বসে দারাজ এর মাধ্যমে আপনার পছন্দের প্রোডাক্ট অর্ডার করতে পারেন, দারাজের ডেলিভারি ম্যান প্রোডাক্টটি নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার বাসায় পৌঁছে দিবে। দারাজের সুনাম ও ব্যবসায়ের বিশ্বস্ততার বেশ খ্যাতি রয়েছে।

আপনার পছন্দের যেকোনো ধরনের প্রোডাক্ট আপনি দারাজে পেয়ে যাবেন। এটি একটি মাল্টি ভেন্ডার ওয়েবসাইট, এখানে সাধারণত বিভিন্ন পাইকারি বিক্রেতারা তাদের প্রোডাক্টগুলো বিক্রি করে। আপনিও চাইলে দারাজে একটি সেলার একাউন্ট করে প্রোডাক্ট বিক্রি করতে পারেন।

আপনারা যারা ঘরে বসে দারাজের মাধ্যমে অনলাইনে বিভিন্ন ধরনের প্রোডাক্ট ক্রয় করতে চান তাদের জন্য এই লেখাটি অনেক গুরুত্বপূর্ণ। এই লেখাটিতে দারাজ থেকে পণ্য কেনার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।

দারাজ থেকে পণ্য কেনার নিয়ম

দারাজ থেকে পণ্য কেনার জন্য https://www.daraz.com.bd/ ওয়েবসাইট অথবা Daraz Apps এ প্রবেশ করুন। এরপরে একটি একাউন্ট তৈরি করে পছন্দের প্রোডাক্ট সিলেক্ট করে buy now বাটনে ক্লিক করে, আপনার ঠিকানা ও পেমেন্ট মেথড সেটআপ করে order confirm করুন।

দারাজ থেকে খুব সহজেই যেকোনো পণ্যের অর্ডার দিতে পারবেন। তবে এর জন্য প্রথমে আপনাকে দারাজে একটি একাউন্ট করতে হবে। দারাজে একাউন্ট করা সহ পণ্য অর্ডার করার সম্পূর্ণ নিয়ম নিচে ধাপ অনুসারে বর্ণনা করা হলো।

ধাপ ১ঃ দারাজ অ্যাকাউন্ট করার নিয়ম

দারাজে একাউন্ট করার জন্য প্রথমে গুগল প্লেস্টোরে গিয়ে “Daraz” লিখে সার্চ করে দারাজের Official অ্যাপসটি ডাউনলোড করবেন। অথবা Daraz.com.bd ওয়েবসাইটে প্রবেশ করবেন। এই লেখাটিতে অ্যাপস এর মাধ্যমে প্রোডাক্ট অর্ডার দেওয়ার নিয়ম সম্পর্কে দেখানো হবে।

দারাজ থেকে পণ্য কেনার নিয়ম
  • প্রথমে দারাজ অ্যাপসে প্রবেশ করুন।
  • এরপরে নিচের মেনুবারে থাকা “Account” অপশনে প্রবেশ করে “Login / Sing up” বাটনে ক্লিক করুন।
  • তারপরে আপনাদের মোবাইল নাম্বার অথবা ইমেইল এড্রেস দিয়ে, লগইন বা রেজিস্ট্রেশন করুন।
  • আপনাদের প্রদান করা নাম্বার ও ইমেইল এড্রেসে একটি OTP কোড পাঠানো হবে, যথাযথভাবে কোডটি বসিয়ে ভেরিফিকেশন কমপ্লিট করুন।

হয়ে গেল আপনার দারাজ অ্যাকাউন্ট করা, এই পদ্ধতিতে খুব সহজেই আপনি একটি দারাজ একাউন্ট করতে পারেন। ইমেইল এড্রেস অথবা মোবাইল নাম্বার এর মাধ্যমে একাউন্ট করতে পারবেন। তবে আমি সাজেস্ট করবো আপনারা মোবাইল নম্বর দিয়ে অ্যাকাউন্ট তৈরি করবেন।

ধাপ ২ঃ আপনার পছন্দের প্রোডাক্ট বাছাই করুন

এই ধাপে দারাজ অ্যাপের মধ্যে থেকে আপনার পছন্দের প্রোডাক্ট বাছাই করতে হবে। আপনারা দারাজ অ্যাপ ঘুরে অথবা সার্চ বক্সে আপনার পছন্দের প্রোডাক্ট খুঁজে নিতে পারেন। পছন্দের প্রোডাক্ট খুঁজে নেওয়ার পরে সেটি সিলেক্ট করতে হবে।

দারাজ থেকে পণ্য কেনার নিয়ম

প্রোডাক্ট এর মধ্যে প্রবেশ করার পরে Add to Cart এবং Buy Now বাটন দেখতে পাবেন। যদি আপনারা শুধুমাত্র একটি প্রোডাক্ট ক্রয় করতে চান সেক্ষেত্রে, Buy Now বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে এগিয়ে যাবেন।

যদি একসাথে অনেকগুলো প্রোডাক্ট ক্রয় করার চান তাহলে Add to Cart বাটনে ক্লিক করে, আপনার পছন্দের তালিকা অন্যান্য প্রোডাক্টগুলো সিলেক্ট করুন। পরবর্তীতে Add to Cart অপশন থেকে একসাথে সবগুলো অর্ডার করতে পারবেন।

ধাপ ৩ঃ পছন্দের প্রোডাক্ট অর্ডার করুন

আমরা সরাসরি Buy Now বাটনে ক্লিক করে প্রোডাক্ট অর্ডার করবো। আপনারা চাইলে একইভাবে অনেকগুলো প্রোডাক্ট Add to Cart করে, এরপরে Cart অপশনে প্রবেশ করে সরাসরি অর্ডার করতে পারবেন।

দারাজ থেকে পণ্য কেনার নিয়ম
  • পছন্দের প্রোডাক্ট বাছাই করে Buy Now বাটনে ক্লিক করুন।
  • এরপরে সঠিকভাবে আপনার ঠিকানা বসিয়ে দিন।
  • আপনার মোবাইল নাম্বার ও ইমেইল এড্রেস সঠিকভাবে বসিয়ে দিন।
  • আপনার একাউন্টে যদি কোন ভাউচার অথবা প্রোমো কোড থাকে, তাহলে সেটি বসিয়ে দিন।
  • এরপরে আপনার Order Summary দেখে, Place Order বাটনে ক্লিক করুন।
  • এখানে পেমেন্ট মেথড সিলেক্ট করতে হবে। আপনারা চাইলে বিকাশ, নগদ, রকেট ও ব্যাংক পেমেন্টের মাধ্যমে টাকা পরিশোধ করতে পারেন অথবা ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করতে পারেন। ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে এক্সট্রা ১০ টাকা চার্জ প্রযোজ্য হবে।
  • পেমেন্ট মেথড সিলেক্ট করে Confirm Order বাটনে ক্লিক করুন।
দারাজ থেকে পণ্য কেনার নিয়ম

আপনার অর্ডারটি সঠিকভাবে সম্পন্ন হয়েছে। দারাজ থেকে আপনাকে একটি অর্ডার আইডি ও অর্ডার ট্র্যাকিং নাম্বার প্রদান করবে, এগুলো সংগ্রহ করে রাখুন। আপনি অর্ডার নাম্বার দিয়ে দারাজ এর মাধ্যমে অর্ডার ট্রাক করতে পারবেন।

সাধারণত ৮ থেকে ১০ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটি নির্দিষ্ট ঠিকানায় চলে আসবে। প্রোডাক্টটি আপনাদের শহরের দারাজ হাভে আসলে, ডেলিভারী ম্যান আপনাকে ফোন দিয়ে নির্দিষ্ট লোকেশন সম্পর্কে জানতে চাবে। সঠিক তথ্য প্রদান করে পণ্যটি ডেলিভারি নিবেন।

দারাজে অর্ডার করার নিয়ম

দারাজে যেকোনো পণ্য অর্ডার করার জন্য প্রথমে পণ্যটি বাছাই করে Buy Now বাটনে ক্লিক করুন। এরপরে আপনার ঠিকানা ও মোবাইল নাম্বার প্রদান করে, পেমেন্ট মেথড সিলেক্ট করুন। তারপরে Confirm Order বাটনে ক্লিক করুন।

দারাজে অর্ডার করার জন্য প্রথমে একটি একাউন্ট তৈরি করতে হবে। খুব সহজেই আপনার মোবাইল নাম্বার অথবা ইমেইল এড্রেস ব্যবহার করে একটি একাউন্ট তৈরি করতে পারেন।

দারাজ ফ্রি ডেলিভারি নেয়ার উপায়

দারাজ থেকে পণ্য কেনার নিয়ম

দারাজ ফ্রি ডেলিভারি নেয়ার জন্য প্রথমে Daraz Apps এর হোম পেইজে প্রবেশ করুন। তারপরে এখান থেকে Free Delivery অপশনে প্রবেশ করে আপনার পছন্দের পণ্যটি বাছাই করুন।

Free Delivery অপশনে যেই সকল প্রোডাক্ট আছে, সেগুলো আপনারা সম্পূর্ণ ফ্রি ডেলিভারিতে অর্ডার করতে পারবেন। খুব সহজেই দারাজ অ্যাপস এর এই ফিচার ব্যবহার করে সম্পূর্ণ ফ্রি ডেলিভারিতে আপনার পছন্দের প্রোডাক্টটি অর্ডার করতে পারেন।

জানতে পারেনঃ বাংলাদেশী ফ্রিল্যান্সিং সাইট।

দারাজ সেলার একাউন্ট করার নিয়ম

দারাজ একটি মাল্টি ভেন্ডার ওয়েবসাইট। এখানে আপনার পছন্দের বা আপনার উৎপাদনকৃত পণ্যগুলো বিক্রি করতে পারবেন। তবে এর জন্য একটি সেলার একাউন্ট করার প্রয়োজন হবে। দারাজে খুব সহজেই একটি সেলার একাউন্ট তৈরি করতে পারেন।

এরজন্য আপনাকে দারাজ সেলার পেইজে একাউন্ট তৈরি করতে হবে। এখানে আপনারা মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। কিভাবে দারাজ সেলার অ্যাকাউন্ট করবেন? এর সম্পূর্ণ পদ্ধতি সম্পর্কে জানতে চাইলে কমেন্টের মাধ্যমে আমাদের জানান।

আমরা পরবর্তীতে দারাজ সেলার একাউন্ট করার নিয়ম সম্পর্কে একটি বিস্তারিত আর্টিকেল পাবলিশ করব। যার মাধ্যমে আপনারা খুব সহজেই একটি দারাজ সেলার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন।

শেষকথা

সম্মানিত পাঠকবৃন্দ আশা করি দারাজ থেকে পণ্য কেনার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। দারাজের যেকোনো সমস্যার সমাধানের জন্য, সমস্যার কথা উল্লেখ করে কমেন্ট করুন। আমরা আপনাকে সহযোগিতা করার চেষ্টা করব।

FAQs

দারাজে ডেলিভারি চার্জ কত?

দারাজের কালেকশন পয়েন্টস ডেলিভারি চার্জ মাত্র ১৫ টাকা। তবে হোম ডেলিভারির ক্ষেত্রে স্থান ভেদে ৫০ থেকে ১০০ টাকা প্রয়োজন হতে পারে। দারাজ থেকে প্রোডাক্ট অর্ডারের সময় ডেলিভারি চার্জ দেখে নিবেন।

দারাজ বাংলাদেশকে আলিবাবা কত সালে অধিগ্রহণ করে?

চীনের জনপ্রিয় ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা গ্রুপ ২০১৮ সালের মে মাসে দারাজকে অধিগ্রহণ করে।

দারাজ মিস্ট্রি বক্স?

বিভিন্ন সময় দারাজ মিস্ট্রি বক্স ক্রয়ের অফার দেয়। বিভিন্ন ইভেন্ট ও লাইভ অনুষ্ঠান থেকে খুব সহজেই আপনারা দারাজ মিস্ট্রি বক্স ক্রয় করতে পারেন।

About Sharo Place Desk

দীর্ঘদিন যাবত টেকনোলজি রিলেটেড কার্যক্রমের সাথে জড়িত আছি। আমার অভিজ্ঞতা থেকে এই ওয়েবসাইটটিতে টেকনোলজি, অনলাইন ইনকাম, টিপস এবং ট্রিকস, ই সার্ভিস, রিভিউ ও ব্যবসা রিলেটেড আর্টিকেল লেখালেখি করি।

Check Also

গজল লেখা ছবি

গজল লেখা ছবি ডাউনলোড করুন

প্রিয় বন্ধুরা আসসালামুআলাইকুম গজল লেখা ছবি কিভাবে ডাউনলোড করবেন তার পদ্ধতি দেখানো হবে এই লেখাটিতে। …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।