নিজের ছবি দিয়ে একটি গান তৈরি করতে সকলেরই ভালো লাগে। কিন্তু প্রফেশনালভাবে কিভাবে ছবি দিয়ে গান তৈরি করবেন সে সম্পর্কে অনেকে জানেননা। এই লেখাটিতে আমরা ছবি দিয়ে গান বানানো সফটওয়্যার গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
ছবি দিয়ে ভিডিও বানানোর অ্যাপস
বর্তমানে নিজের ছবি দিয়ে প্রফেশনাল ভাবে গান তৈরি করার অনেক সফটওয়্যার আছে। কিন্তু এর মধ্য থেকে সবথেকে ভালো কোন সফটওয়্যার গুলো সেই সম্পর্কে আমরা অনেকেই জানিনা। যার কারণে অনেক ফালতু সফটওয়্যার ফোনে ইন্সটল করি।
নিজের ছবি দিয়ে একটি প্রফেশনাল গান স্ট্যাটাস তৈরি করতে আমরা সকলেই পছন্দ করি। এছাড়াও স্লাইড-শো ভিডিওগুলো যে কারো মন আকৃষ্ট করতে পারে। এটা হতে পারে আপনার কোন প্রিয়জনকে খুশি করার জন্য অথবা আপনার ব্যবসার প্রচারের কাজে ব্যবহারের জন্য।
বর্তমান সময়ে টিকটক সহ অন্যান্য সকল প্লাটফর্মে ছবি দিয়ে তৈরি গান ব্যাপক জনপ্রিয়। আপনার সুন্দর একটি ছবি দিয়ে এবং পছন্দের গান দিয়ে সুন্দর একটি ভিডিও তৈরি করে নেয়া সম্ভব। আপনাদের সুবিধার্থে গান বানানোর সেরা মোবাইল অ্যাপগুলো আমরা খুঁজে বের করেছি এবং এই লেখাটিতে ওই অ্যাপসগুলো নিয়ে আলোচনা করা হয়েছে।
ছবি দিয়ে গান বানানো সফটওয়্যার
ছবি দিয়ে গান বানানো সফটওয়্যার হলঃ CapCut, VivaVideo, Inshot ইত্যাদি। এই অ্যাপ্লিকেশনগুলো সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। একটি অসাধারণ ছবি দিয়ে গান বানানোর জন্য প্রথমে প্লেস্টোরে গিয়ে অ্যাপস এর নাম লিখে সার্চ করলে সবার প্রথমে চলে আসবে এখান থেকে যথাক্রমে ডাউনলোড করতে পারবেন।
এই সফটওয়্যার গুলো আপনারা বিনামূল্যে অথবা পেইড মেম্বারশিপ নিতে পারবেন। এছাড়াও এই সফটওয়্যার গুলো আপনাকে আরো সুন্দর ও সচেতন এবং আকর্ষণীয় ভাবে মিউজিক ট্রাকগুলো একসাথে যোগ করে এবং আপনার পছন্দের ছবির সাথে বিভিন্ন আকর্ষণীয় ইফেক্ট দিয়ে একটি ভিডিও সম্পাদনা করতে সাহায্য করবে।
গুরুত্বপূর্ণ পোস্ট: মেয়ে কন্ঠে নিজের নামে রিংটোন তৈরি।
ছবি দিয়ে গান বানানোর সফটওয়্যার এর তালিকা
আমাদের এই তালিকায় যেই সফটওয়্যার গুলি সম্পর্কে আলোচনা করা হয়েছে বর্তমান সময়ে সবথেকে জনপ্রিয় ও বেশি ব্যবহৃত সফটওয়্যার এইগুলো। এছাড়াও এই সফটওয়্যার গুলো আপনারা গুগল প্লেস্টোর থেকে সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।
১. CapCut
আমাদের এই তালিকায় যেই সফটওয়্যারটি প্রথমে রয়েছে সেটি হল CapCut, বর্তমান সময়ে টিকটক ভিডিও এডিটিং সহ ছবি দিয়ে গান তৈরি এবং জনপ্রিয় সকল ফিচার ও স্টিকার এর জন্য সফটওয়্যারটি অনেক জনপ্রিয়। CapCut হলো একটি বিনামূল্যে অ্যান্ড্রয়েড ভিডিও এডিটর সফটওয়্যার।
এই সফটওয়্যারটি সবথেকে মজাদার একটি বিষয় হল, ভিডিও এডিটিং এর ক্ষেত্রে ফ্রী যতগুলো সফটওয়্যার আছে তার মধ্যে সবথেকে বেশি ও অসাধারণ ইফেক্ট, স্টিকার এবং ফিল্টার রয়েছে CapCut সফটওয়্যারটিতে। CapCut ব্যবহার করে এডিটিং প্রসেস খুবই সহজ, আপনারা চাইলে এই ভিডিওটি দেখে ছবি দিয়ে গান বানানো সম্পর্কে জানতে পারেন।
ফিচার সমূহঃ
- 4K ভিডিও রেজুলেশন
- অনেক ভিডিও ক্লিপ এবং পিকচার যোগ করা অসম্ভব
- অসাধারণ সকল স্টিকার
- আকর্ষণীয় ফিল্টার ও ইফেক্ট
- অডিও গান এড
- নানান ধরনের ভিডিও এডিটিং প্রসেস
২. VivaVideo
এই তালিকার ২ নাম্বারে রাখা হয়েছে VivaVideo সফটওয়্যারটিকে। বর্তমান সময়ে স্লাইড-শো ভিডিও এর জন্য সবথেকে জনপ্রিয় এডিটিং সফটওয়্যার হলো VivaVideo, এই সফটওয়্যারটি ব্যবহার করে আপনারা প্রফেশনালভাবে স্লাইড-শো ভিডিও তৈরি করতে পারবেন।
সাধারণত স্লাইড-শো ভিডিও গুলো প্রয়োজন হয় কোন অনুষ্ঠানের রিপ্রেজেন্ট এর ক্ষেত্রে, এছাড়াও জন্মদিনের উইশ, বিবাহ বার্ষিকীর উইশ ইত্যাদি কাজে ব্যবহার করা হয়। অনেকেই নিজেদের শখ পূরণের জন্য স্লাইড-শো ভিডিও তৈরি করে সুন্দরভাবে পছন্দের গানগুলো এড করে।
এই সকল কাজগুলো সম্পন্ন করতে পারবেন VivaVideo সফটওয়্যারটির মাধ্যমে। এই সফটওয়্যারটিতে আপনারা খুব সহজেই ছবি দিয়ে গান ভিডিও তৈরি করতে পারবেন। এছাড়াও সফটওয়্যারটিতে রয়েছে অসাধারণ ইফেক্ট, স্টিকার এবং ফিল্টার রয়েছে যা আপনার ভিডিওটিকে আরো স্পেশাল করবে।
ফিচার সমূহঃ
- অডিও গান এড করার সুযোগ
- ভিডিও সম্পাদনার সময়ে ভিডিও কাট ও পেস্ট করার সুযোগ
- অসাধারণ সকল স্টিকার, ইফেক্ট ও ফিল্টার
- 4K ভিডিও রেজুলেশন এক্সপোর্ট
- ছবি লাগিয়ে ভিডিও তৈরীর সুযোগ
এছাড়াও একটি প্রফেশনাল ভিডিও এডিট করার জন্য যতগুলো টুলস এর প্রয়োজন সবকিছুই আছে VivaVideo সফটওয়্যারটিতে। এই সফটওয়্যারটি আপনারা ফ্রি ভার্সন এবং পেইড ভার্সন ব্যবহার করতে পারবেন।
৩. Inshot
আমাদের লিষ্টের ৩ নম্বরে যেই সফটওয়্যারটি আছে তার নাম হলো Inshot, বর্তমান সময়ের এডিটিং জগতের জনপ্রিয় সফটওয়্যার গুলোর মধ্যে অন্যতম এই সফটওয়্যারটি। এই সফটওয়্যারটি দিয়ে আপনারা ইউটিউব ভিডিও এডিটিং এবং নাটক বা শর্টফিল্ম এডিটিং এর কাজ করতে পারবেন।
এছাড়াও এই সফটওয়্যারটি দিয়ে লিরিক্স ভিডিও, ছবি দিয়ে গান তৈরি করতে পারবেন। এই সফটওয়্যারটিতে রয়েছে আধুনিক সকল ফিচারস এবং এডিটিং টুলস সামগ্রী। Inshot সফটওয়্যারটি আপনারা প্লেস্টোর থেকে সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।
ফিচার সমূহঃ
- বেস্ট কোয়ালিটির ভিডিও এডিটিং
- ছবি লাগিয়ে ভিডিও তৈরির সুযোগ
- লিরিক্স ভিডিও তৈরি
- এডিটিং এর জন্য প্রয়োজনীয় সকল টুলস
- আধুনিক সকল ফিচারস
- আধুনিক সকল স্টিকার ও ইফেক্ট
- ভিডিও এড এবং কাট করার সুযোগ
- প্রয়োজনীয় সব ফিল্টার সমূহ
Inshot মোবাইল এপ্লিকেশন দিয়ে কিভাবে নিজের ছবি এড করে লিরিক্স ভিডিও তৈরি করবেন সেই পদ্ধতি জানতে ইউটিউবে এই ভিডিওটি দেখতে পারেন।
৪. VideoShow
আমাদের লিস্ট এর সর্বশেষ সফটওয়্যার হলো VideoShow, এই সফটওয়্যারটিতে দারুন সব পেশাদারী ভিডিও এডিটিং টুলস ও ফিচার রয়েছে। VideoShow সফটওয়্যারটি ব্যবহার করে ছবি দিয়ে ভিডিও এডিটিং প্রসেস খুবই সহজ। এছাড়াও এই সফটওয়্যারটির আকর্ষণীয় একটি বিষয় হল এখানে আপনারা অনেক লাইসেন্স প্রাপ্ত ভাইরাল গান গুলো পেয়ে যাবেন।
এই গান গুলো ভিডিওতে ব্যবহার করতে পারবেন। এই অ্যাপের সাহায্যে যেকোনো ভিডিওতে আপনারা সাবটাইটেল যোগ করতে পারবেন। এছাড়াও এই অ্যাপ্লিকেশনটিতে রয়েছে আরো অনেক আধুনিক ফিচার যা আপনার ভিডিওটিকে আরো ভালোভাবে উপস্থাপন করবে।
ফিচার সমূহঃ
- নূতন এডিটরদের জন্য ভালো
- অটোমেটিক ভাইরাল গান গুলো থাকবে
- আলাদাভাবে সাবটাইটেল যুক্ত করা যায়
- সরাসরি ভিডিও রেকর্ড করে এডিটিং এর সুযোগ
- ভিডিও রেজুলেশন বাড়ানো কিংবা কমানো সম্ভব
- আধুনিক সকল এডিটিং টুলস
- লিরিক্স ভিডিও তৈরি
এছাড়াও আপনারা আরও অনেক ধরনের ফিচার পাবেন এই সফটওয়ারটিতে।
ছবি দিয়ে গান বানানো সফটওয়্যার এর মধ্যে অন্যতম সফটওয়্যারগুলো হল – Quik Video, FilmoraGo, Pixgram, Scoompa Video, Kinemaster, iMovie, DaVinci Resolve, Slideshow Maker ইত্যাদি। এই সফটওয়্যারগুলো ব্যবহার করে আপনারা খুব সুন্দর ছবি দিয়ে গান তৈরি করতে পারবেন।
উপরে উল্লেখিত সকল অ্যাপ্লিকেশনগুলি বা সফটওয়্যারগুলি আপনারা গুগল প্লেস্টোর থেকে সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। ডাউনলোড এর জন্য প্লেস্টোরে গিয়ে সফটওয়্যারটির নাম লিখে সার্চ দিলে সর্বপ্রথম চলে আসবে। এছাড়াও এই সফটওয়্যারগুলো ব্যবহার করা যথেষ্ট সহজ।
প্রিয় পাঠকবৃন্দ ছবি দিয়ে ভিডিও বানানোর অ্যাপস গুলো সম্পর্কে জেনেছেন। এবার চলুন জেনে নেয়া যাক ছবি এডিটিং করার সেরা ১০টি সফটওয়্যার সম্পর্কে। একটি সুন্দর ও প্রফেশনাল ভিডিও তৈরি করতে অবশ্যই আমাদের একটি ভালো ছবির প্রয়োজন। একটা ভালো ছবির মূল মন্ত্র হলো ছবির এডিটিং। এবং ভালো এডিটিং এর জন্য প্রয়োজন একটি প্রফেশনাল ও ভালো এডিটিং সফটওয়্যার।
গুরুত্বপূর্ণ টিকা: সেরা ১০টি ছবি এডিটিং সফটওয়্যার।
ছবি দিয়ে ভিডিও গান তৈরি
ছবি দিয়ে ভিডিও গান তৈরি করার জন্য প্রথমে প্লেস্টোরে গিয়ে CapCut অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ইনস্টল করুন। এরপরে অ্যাপ্লিকেশনটির ভিতরে প্রবেশ করে New Project থেকে নূতন ফাইল ক্রিয়েট করতে হবে। এরপরে আপনার পছন্দমত CapCut এর টুলস গুলো ব্যবহার করে একটি অসাধারণ ভিডিও তৈরি করে নিতে পারবেন।
ছবি দিয়ে ভিডিও গান তৈরি করা সফটওয়্যার গুলো সম্পর্কে আমরা ওপরে আলোচনা করেছি তবুও আপনাদের সুবিধার্থে পুনরায় উল্লেখ করে দেওয়া হল। ছবি দিয়ে ভিডিও গান তৈরি করার সফটওয়্যার গুলো হলঃ CapCut, VivaVideo, Inshot, Quik Video, FilmoraGo, Pixgram, Scoompa Video, Kinemaster, iMovie, DaVinci Resolve, Slideshow Maker ইত্যাদি।