রবিবার , ডিসেম্বর 22 2024
bnen
Breaking News

নতুন ল্যাপটপ কেনার পর করণীয় কি জানুন

আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে ল্যাপটপ ব্যবহার হয়। শিক্ষাজীবন থেকে শুরু করে কর্মজীবনে ল্যাপটপের ব্যবহার রয়েছে। কিন্তু অনেক সময় নতুন ল্যাপটপ কেনার পরে আমাদের কি করা উচিত এই সম্পর্কে জানিনা। এই লেখাটির মাধ্যমে আপনারা জানতে পারবেন নতুন ল্যাপটপ কেনার পর করণীয় সম্পর্কে।

কম্পিউটারের থেকে ল্যাপটপ একটি সহজলভ্য ডিজিটাল ডিভাইস। আমাদের চাকরির ক্ষেত্রে অথবা পড়ালেখার ক্ষেত্রে এবং কেউ কেউ বিনোদনের জন্য ল্যাপটপ ব্যবহার করে। কম্পিউটারের থেকে ল্যাপটপ বহন করতে সুবিধা হওয়ায় এই ডিভাইসটির অনেক চাহিদা রয়েছে।

নতুন ল্যাপটপ কেনার পর করণীয় কি? এই সম্পর্কে আমরা জানিনা। একটি নতুন ল্যাপটপ ক্রয় এর পরে সর্বপ্রথম এটিকে পরিপূর্ণভাবে সেটাপ করতে হবে, এবং এটি দীর্ঘ সময় ব্যবহারের জন্য পর্যাপ্ত পরিমাণে যত্ন নিতে হবে।

নতুন ল্যাপটপ কেনার পর করণীয়

বাজার থেকে একটি নতুন ল্যাপটপ কেনার পরে সর্বপ্রথম এটিকে ভালোভাবে যাচাই-বাছাই করে দেখে আনতে হবে। এরপরে নতুন ল্যাপটপ’টিতে পছন্দ অনুযায়ী লেটেস্ট Operating System সেটাপ করতে হবে।

তারপরে পছন্দের সফটওয়্যার ইন্সটলসহ, সেটিং অপটিমাইজ ও বাকি কাজগুলো করতে হবে। তবে ল্যাপটপ ক্রয়ের আগে অবশ্যই একটি ভাল ব্রান্ডের ল্যাপটপ বাছাই করে কিনবেন, খারাপ ব্রান্ডের কোন ল্যাপটপ ক্রয় করলে পরবর্তীতে এটি আপনাকে অনেক ভোগান্তিতে ফেলবে।

নতুন একটি ল্যাপটপ কেনার পরে আপনার করণীয় কি, এবং ল্যাপটপ’টিকে বেশিদিন ব্যবহারের জন্য সঠিক পরিচর্যা করার নিয়ম সম্পর্কে নিচে বিস্তারিত বর্ণনা করা হলো।

১.ভালোভাবে যাচাই করে ল্যাপটপ কিনুন

ভালো ব্র্যান্ডের ল্যাপটপ ক্রয়ের পরে দোকানে বা শো-রুমে বসেই ল্যাপটপটি ভালোভাবে যাচাই বাছাই করুন। তথা ল্যাপটপের বক্স খুলে সব কিছু চেক করুন, এবং ল্যাপটপটি ওপেন করে কিবোর্ড, মাউস টার্চ, অন্যান্য বিষয়গুলো ভালোভাবে যাচাই করুন।

যদি কোন ধরনের সমস্যা দেখতে পান তাহলে দ্রুত দোকান বা শো-রুম এর ম্যানেজারের সাথে যোগাযোগ করুন। দোকান থেকে ল্যাপটপটি ভালোভাবে যাচাই-বাছাই করে নিবেন।

আরো জানতে পারেনঃ ডেক্সটপ কম্পিউটারের দাম ২০২৩

২.ল্যাপটপটিতে চার্জ দিন ও ইন্টারনেট সংযোগ যুক্ত করুন

যদি ল্যাপটপটিতে চার্জ কম থাকে, তাহলে সর্বপ্রথম বাসায় গিয়ে পর্যাপ্ত সময় ল্যাপটপটি চার্জ করুন। এরপরে ল্যাপটপের সাথে আপনার ওয়াইফাই কানেকশন যুক্ত করুন। অথবা মডেমের সাহায্যে সিমের মাধ্যমে মেগাবাইট ক্রয় করে ইন্টারনেট কানেকশন যুক্ত করুন।

৩.লেটেস্ট অপারেটিং সিস্টেম আপডেট করুন

ল্যাপটপের লেটেস্ট ফিচারগুলো উপভোগ করার জন্য আপনার পছন্দের অপারেটিং সিস্টেম সেটআপ করুন। বর্তমানে Windows 10 ও Windows 11 অপারেটিং সিস্টেম সবথেকে বেশি জনপ্রিয়। আধুনিক ফিচারগুলো উপভোগ করার জন্য এর মধ্যে থেকে যেকোন একটি উইন্ডোজ সেটআপ দিতে পারেন।

তারপরে ল্যাপটপের সেটিং অপশনে গিয়ে “উইন্ডোজ আপডেট” থেকে আপনার উইন্ডোজের ফাইল গুলো ও ড্রাইভারগুলো আপডেট দিতে হবে। প্রথমে ইন্টারনেট কানেকশন যুক্ত করে অপারেটিং সিস্টেম আপডেট করবেন।

৪.অপ্রয়োজনীয় সফটওয়্যার অপসারণ ও এন্টিভাইরাস ইন্সটল করুন

আপনার ল্যাপটপ থেকে ব্লটওয়্যার তথা অপ্রয়োজনীয় সফটওয়্যার গুলো আনইন্সটল করতে হবে। উইন্ডোজ সেটআপের পরে আপনার ল্যাপটপে অনেক অযথা সফটওয়্যার ইন্সটল হয়ে মেমোরি লোড করবে। তাই প্রথমে বেছে বেছে অপ্রয়োজনীয় সফটওয়্যার গুলো আনইন্সটল করে দিবেন।

এবং ল্যাপটপের এক্সট্রা সিকিউরিটির জন্য এন্টিভাইরাস সফটওয়্যার ইনস্টল করতে পারেন। Windows 10 ও Windows 11 অপারেটিং সিস্টেমে অটোমেটিক ভাবে এন্টিভাইরাস সফটওয়্যার অফার করে, তবে Mac or linux এর ক্ষেত্রে আলাদাভাবে এন্টিভাইরাস সফটওয়্যার ইন্সটল করতে হবে।

৫.প্রয়োজনীয় সফটওয়্যার ইনস্টল করুন

আপনার চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সফটওয়্যার গুলো ইন্সটল করবেন। কম্পিউটারের বা ল্যাপটপের প্রাণ বলা হয় সফটওয়্যারকে। আপনার কাজের উদ্দেশ্য অনুযায়ী বিভিন্ন ধরনের সফটওয়্যার প্রয়োজন হতে পারে। নতুনদের ক্ষেত্রে সফটওয়্যার ইনস্টল করা একটি ঝামেলার কাজ।

তবে আপনার এই কাজে সহযোগিতা করতে পারে “নিনাইট” নামক একটি সফটওয়্যার। নিনাইট এর মাধ্যমে ১ ক্লিকে সফটওয়্যার ইন্সটল করতে পারবেন।

৬.পাওয়ার সেটিং অপটিমাইজ করুন

সাধারণত ল্যাপটপ কেনার পরে নতুনরা সব থেকে বেশি “পাওয়ার ড্যামেজ” সমস্যার সম্মুখীন হয়। নতুন ল্যাপটপ কেনার পরে পাওয়ার সেটিং অপ্টিমাইজ না করার কারণে এই সমস্যাটি বেশি হয়ে থাকে। পাওয়ার সেটিং অপটিমাইজের ফলে ব্যাটারি লাইফ ভালো থাকে এবং ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়।

৭.ফাইন্ড মাই ডিভাইস চালু করুন

ফাইন্ড মাই ডিভাইস অপশনটির কাজ হল মাইক্রোসফট একাউন্ট এর মাধ্যমে আপনার ল্যাপটপের লোকেশন জানিয়ে দেয়া। আমাদের ল্যাপটপে অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্টস থাকতে পারে।

দুর্ঘটনা বসত যদি আপনার ল্যাপটপটি হারিয়ে যায় তাহলে ফাইন্ড মাই ডিভাইস আপনার ল্যাপটপটিকে খুঁজে দিতে সাহায্য করবে। এটি চালু করার জন্য ল্যাপটপের সেটিংস এ প্রবেশ করুন, এরপরে update and security অপশন থেকে find my device চালু করে দিবেন।

যদি আপনার ল্যাপটপে এই সেটিংসটি খুঁজে না পান তাহলে ইউটিউবে গিয়ে find my device setting in  উইন্ডোজ ভার্সন লিখে “find my device setting in Windows 11” এভাবে সার্চ করুন, ওই রিলেটেড অনেক টিউটোরিয়াল ভিডিও পেয়ে যাবেন।

৮.অটোমেটিক ব্যাকআপ এবং Cloud storage syncing চালু করুন

আপনার ল্যাপটপের ডাটাগুলো সংরক্ষণ করার জন্য অটোমেটিক ব্যাকআপ অপশনটি চালু করতে হবে। হঠাৎ করে ল্যাপটপ বন্ধ হয়ে গেলে কিংবা ল্যাপটপের উইন্ডোজ ড্যামেজ হয়ে গেলে আপনার ল্যাপটপে থাকা ডাটা গুলো হারিয়ে যেতে পারে।

তাই এই সমস্যা থেকে মুক্তির জন্য আপনার ল্যাপটপের অটোমেটিক ব্যাকআপ অপশনটি চালু করুন। এরপরে আপনার ল্যাপটপের Cloud storage syncing করুন। এর মাধ্যমে আপনি অন্য একটি ডিভাইস থেকে খুব সহজে আপনার ডিভাইসে ডাটা এক্সচেঞ্জ করতে পারবেন।

শেষকথা

প্রিয় পাঠক বৃন্দ আশা করি নতুন ল্যাপটপ কেনার পরে আপনার করণীয় কি এই সম্পর্কে জানতে পেরেছেন। আপনার পছন্দ অনুযায়ী ল্যাপটপের ওয়ালপেপার এবং মেনুবার সহ যাবতীয় সব সেটিংস গুলো কাস্টমাইজ করে নিতে পারেন।

এছাড়াও ল্যাপটপের অতিরিক্ত সিকিউরিটি নিশ্চিত করার জন্য পাবলিক ওয়াইফাই এড়িয়ে চলুন। ল্যাপটপ পুরোপুরি বন্ধ হওয়ার পূর্বে তথা ৫-১০% চার্জ থাকা অবস্থায় এটিকে পুনরায় চার্জ করুন, এবং অযথা চার্জে বসিয়ে রাখবেন না। তাহলে ল্যাপটপে কোন ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা নেই।

FAQs

ল্যাপটপ কখন চার্জ করা দরকার?

ল্যাপটপের চার্জ শেষ হয়ে Shut Down হওয়ার পূর্বে এটিকে চার্জ করতে হবে। তথা যখন আপনার ল্যাপটপের চার্জ ১০% এর নিচে নেমে আসবে তখনই এটিকে চার্জ করবেন, তাহলে ল্যাপটপের ব্যাটারি সুরক্ষিত থাকবে।

কয়েকটি ভালো এন্টি ভাইরাস সফটওয়্যার এর নাম?

Quick Heal Total Security, Quick Heal Internet Security, Kaspersky Internet Security ইত্যাদি।

About Sharo Place Desk

দীর্ঘদিন যাবত টেকনোলজি রিলেটেড কার্যক্রমের সাথে জড়িত আছি। আমার অভিজ্ঞতা থেকে এই ওয়েবসাইটটিতে টেকনোলজি, অনলাইন ইনকাম, টিপস এবং ট্রিকস, ই সার্ভিস, রিভিউ ও ব্যবসা রিলেটেড আর্টিকেল লেখালেখি করি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।