রবিবার , ডিসেম্বর 22 2024
bnen
Breaking News

অবশেষে লঞ্চ হল Redmi 12C মোবাইল ফোনটি, দাম মাত্র ৮,৯৯৯ টাকা

১০ হাজার টাকার কমে আজকে ভারতে লঞ্চ হল Redmi 12C মোবাইল ফোনটি। আকর্ষণীয় এই মোবাইল ফোনটি দুর্দান্ত ফিচারের পাশাপাশি বিশাল আকৃতির ডিসপ্লে অফার করছে। এই ফোনটি ব্যবহারের স্বচ্ছতায় অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম MIUI 13 ইউজার ইন্টারফেসে রান করে।

সম্প্রতি (৩০ই মার্চ ২০২৩) লঞ্চ হওয়া এই মোবাইলটি ফোনটি ২টি ভেরিএন্টে পাওয়া যাবে। যা র‍্যাম ও স্টোরেজ অনুযায়ী দাম ভিন্ন হবে। এছাড়াও রেডমি ১২সি মোবাইল ফোনটি ইন্টারনাল স্টোরেজের পাশাপাশি মাইক্রোএসডি কার্ড স্লট অফার করে।

Redmi 12C-এর স্পেসিফিকেশন এবং ফিচার

অবশেষে লঞ্চ হল Redmi 12C ফোনটি, এই মোবাইল ফোনটিতে স্বল্প মূল্যের পাশাপাশি আকর্ষণীয় স্পেসিফিকেশন এবং ফিচার অফার করে। এই ফোনটিতে ক্যামেরা স্লটে ব্যবহার করা হয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ ৫০ মেগাপিক্সেল এর মেইন ক্যামেরা যাতে এলইডি ফ্ল্যাশ যুক্ত আছে।

এবং সেলফি ক্যামেরা হিসেবে আছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এই ক্যামেরা দ্বারা আকর্ষণীয় সেলফি উঠানো থেকে দারুণভাবে ভিডিও কলিং করতে পারবেন। এছাড়াও এই ফোনটিতে আছে আইপিএস এলসিডি ফিচার যুক্ত এইচডি ১,৬৫০ x ৭২০ পিক্সেল রেজুলেশনের ৬.৭১ ইঞ্চি ডিসপ্লে।

সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ পোস্টঃ

Redmi 12C মোবাইল ফোনটি মিডিয়াটেক হেলিও জি৮৫ চিপসেটের পাশাপাশি অ্যান্ড্রয়েড ১২ MIUI 13 অপারেটিং সিস্টেমে পরিচালিত হয়, এছাড়াও এই ফোনটিতে আছে ৪ ও ৬ জিবি র‍্যাম এবং ৬৪ ও ১২৮ জিবি স্টোরেজ অফার করে।

পাওয়ার ব্যাকআপের কথা চিন্তা করলে রেডমির এই ফোনটিতে আছে লিথিয়াম পলিমারের ৫০০০ এমএএইচ শক্তিশালী ব্যাটারি যা ১০ ওয়াট চার্জিং দ্বারা দ্রুত চার্জ করতে পারবেন। পাশাপাশি ফোনটিতে আরো রয়েছে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, যা আপনার মোবাইলের নিরাপত্তা নিশ্চিত করবে।

এই ফোনটি ৪জি (Volte) সিম সাপোর্ট করে। ৫.১ ব্লুটুথ সহ ৮০২.১১এসি ওয়াইফাই, হেডফোন জ্যাক আছে ৩.৫ মিলিমিটার, এক্সটার্নাল মাইক্রো এইচডি পোর্ট অফার করে। এই ফোনটিতে সর্বোচ্চ ১ টেরাবাইট (TB) External memory ব্যবহার করতে পারবেন।

সম্প্রীতি লঞ্চ হল Redmi 12C মোবাইল ফোনটি, এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত MI অফিসিয়াল ওয়েবসাইট থেকে জেনে নিতে পারেন।

Redmi 12C মোবাইলের দাম

Redmi 12C মোবাইল ফোনটি দুটি আলাদা ভেরিয়েন্টের লঞ্চ হয়েছে। ১: ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ দাম মাত্র ৮,৯৯৯ রুপি, ২: ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ দাম মাত্র ১০,৯৯৯ রুপি।

বাংলাদেশ রেডমি ১২সি মোবাইল ফোনটির দাম ১: ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ দাম মাত্র ১২,৫৯৯ টাকা, ২: ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ দাম মাত্র ১৫,৯৯৯ টাকা (সম্ভাব্য)

আগামী এপ্রিল মাসের ৬ তারিখ থেকে অনলাইনে amazon, flipkart এর মাধ্যমে ক্রয় করতে পারবেন।  অথবা কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন। এছাড়াও অফলাইনে সকল রেডমি শোরুমে বিক্রির জন্য Redmi 12C মোবাইল ফোনটি প্রস্তুত থাকবে।

FAQs

Redmi 12C মোবাইল ফোনটির দাম বাংলাদেশ?

বাংলাদেশে Redmi 12C মোবাইল ফোনটির দাম ১০,৯৯৯ টাকা (4/64 GB) এবং ১৫,৯৯৯ টাকা (৬/128 GB) সম্ভাব্য।

Redmi 12C মোবাইল ফোনটি কবে লঞ্চ হবে?

ইতিমধ্যে ইন্ডিয়ায় Redmi 12C মোবাইল ফোনটি আজকে লঞ্চ হয়েছে। ৩০ই মার্চ অফিসিয়াল ভাবে ইন্ডিয়ার মোবাইল বাজারে এই ফোনটিকে লাঞ্চ করা হয়। অতি শীঘ্রই বাংলাদেশ মার্কেটে Redmi 12C মোবাইল ফোনটি লঞ্চ হবে।

About Sharo Place Desk

দীর্ঘদিন যাবত টেকনোলজি রিলেটেড কার্যক্রমের সাথে জড়িত আছি। আমার অভিজ্ঞতা থেকে এই ওয়েবসাইটটিতে টেকনোলজি, অনলাইন ইনকাম, টিপস এবং ট্রিকস, ই সার্ভিস, রিভিউ ও ব্যবসা রিলেটেড আর্টিকেল লেখালেখি করি।

Check Also

১০০০০ টাকার মোবাইল

১০০০০ টাকার মোবাইল ফোনগুলো

বর্তমানে ১০ হাজার টাকার মোবাইল ফোন গুলোর চাহিদা অনেক বেশি। তবে অনেক ক্ষেত্রে আমরা এই …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।