শুক্রবার , মে 17 2024
bnen
Breaking News

কম দামের Infinix Hot 30i এইমাত্র লঞ্চ হল, কী কী চমক আছে দেখুন

মোবাইল প্রেমীদের জন্য সুখবর, আজকে (২৭ই মার্চ ২০২৩) ইনফিনিক্স ব্র্যান্ডের হট সিরিজের ৩০আই মডেলের একটি আকর্ষণীয় মোবাইল ফোন এইমাত্র লঞ্চ হল। কম দামের Infinix Hot 30i মোবাইল ফোনটির দাম কত এবং কি কি চমক থাকছে তা জানুন এই লেখাটির মাধ্যমে।

আজকে ভারতের বাজারে অফিসিয়াল ভাবে ইনফিনিক্স ব্র্যান্ডের Infinix Hot 30i মডেলের স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছে। আকর্ষণীয় এই স্মার্টফোনটিতে থাকবে দাম অনুযায়ী চমৎকার কিছু ফিচারস। মাত্র ১০ হাজার টাকা বাজেটের মধ্যে এই স্মার্টফোনটি ক্রয় করতে পারবেন।

অফিসিয়াল ভাবে কম দামের Infinix Hot 30i মোবাইল ফোনটি ২৭ই মার্চ ভারতে প্রথম লঞ্চ করা হয়, কিছুদিনের মধ্যেই এই স্মার্টফোনটি বাংলাদেশে পাওয়া যাবে। কম দামের Infinix Hot 30i স্মার্টফোনটিতে থাকছে আকর্ষণীয় কিছু ফিচারস। চলুন এই স্মার্টফোনটির ফিচার সম্পর্কে বিস্তারিত জেনে নেই।

Infinix Hot 30i মোবাইল ফোনটির স্পেসিফিকেশন

Infinix Hot 30i মোবাইল ফোনটিতে থাকবে ৫০০০ এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি। এই ফোনটির ডিসপ্লে প্যানেলে রয়েছে আইপিএস এলসিডি, পান্ডা কিং প্রটেকশন গ্লাস যুক্ত ৬.৬ ইঞ্চি, ৭২০ x ১৬১২ পিক্সেল, ৯০ হার্জ ডিসপ্লে। এবং সিকিউরিটি হিসেবে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট ও ফেইস আনলক সিস্টেম।

এই ফোনটিতে আরো রয়েছে মিডিয়াটেক হোলিও জি৩৭ চিপসেট এবং LPDDR4X ৮ জিবি র‌্যাম। আরো রয়েছে পাওয়ারভিয়ার জিই৮৩২০ জিপিইউ এবং অক্টাকোর ২.৩ গিগাহার্জ, কোয়াইড কোর, কোর্টেক্স এ৫৩ ও ১.৮ গিগাহার্জ, কোয়াইড কোর, কোর্টেক্স এ৫৩ প্রসেসর।

ইনফিনিক্স হট ৩০আই মোবাইল ফোনটির ক্যামেরা স্লটে মেইন ক্যামেরা হিসেবে রয়েছে ৫০ মেগাপিক্সেল রেজুলেশনের এবং সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে ৫ মেগাপিক্সেল রেজুলেশনের ডুয়েল এলইডি মেইন ফ্ল্যাশ ও ডুয়েল এলইডি ফন্ট ফ্লাশ, High Dynamic Range mode, অটো ফ্লাশ, অটো ফোকাস, ফেইস ডিটেকশন ফিচার যুক্ত ক্যামেরা।

সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ পোস্টঃ

এই মোবাইল ফোনটিতে সর্বোচ্চ ১ টেরাবাইট মাইক্রোএসডি (মেমোরি) এক্সটার্নাল স্টোরেজ সাপোর্ট করবে। ইন্টারনাল স্টোরেজ হিসেবে রয়েছে ১২৮ জিবি রোম। কিন্তু এই মোবাইল ফোনটিতে কোন ধরনের ওয়ারলেস চার্জিং সিস্টেম নেই।

Infinix Hot 30i মোবাইল ফোনটিতে ডুয়েল (ন্যানো+ন্যানো) সিম সিস্টেম এর পাশাপাশি ৪জি নেটওয়ার্ক সাপোর্ট দিবে। ফোনটির ওয়াইফাই ৮০২.১১ এসি, ব্লুটুথ ৫.০, ইউএসবি ওটিজি সাপোর্ট আছে, এ-জিপিএস যুক্ত, টাইপ-সি ইউএসবি পোর্ট, মোবাইল হটস্পট, ৩.৫ মিলিমিটার জ্যাক সহ আরো অনেক ফিচার রয়েছে।

ইনফিনিক্স ব্র্যান্ডের এই ফোনটিতে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক কাস্টম XOS ইন্টারফেসে চলবে। এই মোবাইল ফোনটির হাইট ৬.৪৬ ইঞ্চি এবং ওয়িট ২.৯৮ ইঞ্চি। সব মিলিয়ে আকর্ষণীয় এই মোবাইল ফোনটির ওজন ১৯১ গ্রাম ও পরিমাপ ১৬৪×৭৫.৭৫×৮.৪ মিলিমিটার।

Infinix Hot 30i মোবাইল ফোনটির দাম কত

Infinix Hot 30i আকর্ষণীয় এই মোবাইল ফোনটির দাম ভারতে ৮,৯৯৯ টাকা। এতে থাকবে ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ (ROM) সর্বোচ্চ এক্সটার্নাল স্টোরেজ সাপোর্ট করবে ১ টেরাবাইট। ৫০০০ এমএএইচ ব্যাটারির সাথে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা সহ দারুন কম্বিনেশনে এই ফোনটি লঞ্চ হতে যাচ্ছে।

বাংলাদেশে এই মোবাইল ফোনটির দাম থাকবে সম্ভবত ১১,৫৯০ টাকা। আগামী ৩ই এপ্রিল থেকে Infinix Hot 30i মোবাইল ফোনটি সেল শুরু হবে, আর আজকে রাত পর্যন্ত এই মোবাইল ফোনটি প্রি-অর্ডার করা যাবে।

তাই যদি আপনি আপনার পছন্দের ইনফিনিক্স ব্র্যান্ড এর Infinix Hot 30i মোবাইল ফোনটি ক্রয় করার চান তাহলে ফ্লিপকার্ট এর মাধ্যমে অর্ডার করতে পারেন। Flipkart এর মাধ্যমে অর্ডার করলে পাবেন ক্যাশ অন ডেলিভারি, ফ্রি শিপিং, ডেলিভারি অ্যাস পার লোকেশন।

FAQs

Infinix Hot 30i মোবাইল ফোনের দাম বাংলাদেশ?

বাংলাদেশে ইনফিনিক্স ব্র্যান্ডের কম দামের Infinix Hot 30i মডেলের মোবাইল ফোনটির দাম প্রায় ১১,৫৯০ টাকা। এখন পর্যন্ত অফিসিয়াল ভাবে বাংলাদেশে এই মোবাইল ফোনটি লঞ্চ হয়নি।

Infinix Hot 30i মোবাইল ফোনটি কিভাবে কিনবেন?

আশা করা যায় চলতি বছরের এপ্রিল মাসের ৩ তারিখ অফিসিয়াল ভাবে Infinix Hot 30i মোবাইল ফোনটি বিক্রি শুরু হবে। তার আগে অনলাইন শপিং ফ্লিপকার্ট এর মাধ্যমে অর্ডার করতে পারেন। ২৭ই মার্চ রাত পর্যন্ত Infinix Hot 30i এই মোবাইল ফোনটি প্রি-অর্ডার চলবে।

About Sharo Place Desk

দীর্ঘদিন যাবত টেকনোলজি রিলেটেড কার্যক্রমের সাথে জড়িত আছি। আমার অভিজ্ঞতা থেকে এই ওয়েবসাইটটিতে টেকনোলজি, অনলাইন ইনকাম, টিপস এবং ট্রিকস, ই সার্ভিস, রিভিউ ও ব্যবসা রিলেটেড আর্টিকেল লেখালেখি করি।

Check Also

১০০০০ টাকার মোবাইল

১০০০০ টাকার মোবাইল ফোনগুলো

বর্তমানে ১০ হাজার টাকার মোবাইল ফোন গুলোর চাহিদা অনেক বেশি। তবে অনেক ক্ষেত্রে আমরা এই …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।