বুধবার , নভেম্বর 13 2024
bnen
Breaking News

vivo ৪০০০ টাকার মোবাইল ফোন ২০২৩

বর্তমানে গুগলে vivo ৪০০০ টাকার মোবাইল সম্পর্কের অনেক বেশি সার্চ হচ্ছে। যার ফলশ্রুতিতে SharoPlace এর এই আর্টিকেলটি পাবলিশ করা হয়েছে। অনেকেই ৪ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল ফোন গুলো সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছেন।

বর্তমান সময়ে মোবাইল ফোন আমাদের নিত্যদিনের সঙ্গী। বিভিন্ন সময়ে প্রয়োজনের খাতিরে এবং বিনোদনের জন্য আমরা মোবাইল ফোন ব্যবহার করি। আপনার মোবাইল ফোন কেনার বাজেট যদি ৪ হাজার টাকার মধ্যে হয়, তাহলে আপনার জন্য কোন স্মার্টফোনগুলো বেস্ট।

সে সম্পর্কে এই লেখাটিতে বিস্তারিত আলোচনা করা হবে তবে একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন কেনার সর্বনিম্ন বাজেট ৪ হাজার টাকা। এই বাজেটের স্মার্ট ফোন থেকে শুধুমাত্র ভিডিও দেখা এবং কথা বলা ছাড়া ইন্টারনেট ব্রাউজিং ও গেমিং করে কেমন ভালো পারফরম্যান্স আশা করা যাবে না।

বর্তমানে vivo ৪০০০ টাকার মোবাইল ফোনগুলি

vivo ৪০০০ টাকার মোবাইল এভেলেবেল নেই। সবথেকে কম বাজেটে ভিভো ব্র্যান্ডের একটি স্মার্ট ফোন কেনার জন্য মিনিমাম ৮,০০০ থেকে ১০,০০০ টাকা বাজেট প্রয়োজন। তবে অন্যান্য ব্রান্ডের কিছু স্মার্টফোন আছে যেগুলো মাত্র ৪০০০ টাকায় ক্রয় করতে পারবেন।

বর্তমানে ভিভো ব্র্যান্ডের স্মার্টফোনগুলো অনেক জনপ্রিয়, ২০১৭ সালের পর থেকে এই ব্র্যান্ডের স্মার্ট ফোনগুলো বাংলাদেশের মোবাইলপ্রেমীদের কাছে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। সাধারণত ভিভো কোম্পানি ৪-৫ হাজার টাকা বাজেটে স্মার্টফোন এখন পর্যন্ত বাজারে লঞ্চ করেনি। চলুন সব থেকে কম দামের মধ্যে কয়েকটি ভিভো মোবাইল সম্পর্কে জেনে নেই।

কম দামে vivo সেট ২০২৩

২০২৩ সালে সবথেকে কম দামের মধ্যে ভিভো মোবাইল ফোনগুলোর তালিকা নিচে টেবিল আকারে প্রকাশ করা হলো।

ModelPriceRAMROM
Vivo Y029,999 BDT2 GB32 GB
Vivo Y1s8,999 BDT2 GB32 GB
Vivo Y91C 20208,990 BDT2 GB32 GB
Vivo Y908,990 BDT2 GB32 GB
Vivo Y81i9,990 BDT2 GB16 GB
Vivo Y538,990 BDT2 GB16 GB
Vivo Y719,990 BDT2 GB16 GB
Vivo Y11 (2019)11,990 BDT3 GB32 GB
Vivo Y12s12,990 BDT3 GB32 GB
Vivo Y12a11,990 BDT3 GB32 GB
Vivo Y15s12,999 BDT3 GB32 GB
Vivo Y0110,990 BDT2 GB32 GB
Vivo Y02a11,999 BDT3 GB32 GB
Vivo Y91C10,990 BDT2 GB32 GB
Vivo Y9114,990 BDT3 GB64 GB
বিঃদ্রঃ বাংলাদেশের মার্কেট অনুযায়ী এই মোবাইল ফোন গুলোর দাম সামান্য কিছু কম বেশি হতে পারে।

সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ পোস্টঃ

৪০০০ টাকার মধ্যে ভালো মোবাইল

৪০০০ টাকার মধ্যে ভালো মোবাইল ফোনগুলো হলো Realme C2s, Symphony i12, Symphony V99+ এবং Walton Primo E8i

বর্তমানে সব থেকে কম দামে তথা ৪ হাজার টাকার মধ্যে এই স্মার্টফোনগুলো পাওয়া যাবে। অন্যান্য সকল ফোনের তুলনায় এই স্মার্টফোনগুলোতে আধুনিক সকল ফিচার রয়েছে। অনেকেই কম দামের মধ্যে একটি ভালো স্মার্টফোন খুঁজে বেড়ায়।

আপনাদের স্মার্টফোন কেনার বাজেট যদি ৪,০০০ টাকা হয় সেক্ষেত্রে উপরে আলোচিত মোবাইল ফোন গুলো আমি সাজেস্ট করব। চলুন উপরে আলোচিত মোবাইল ফোনগুলোর দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেই।

১.Realme C2s

৪ হাজার টাকার মধ্যে রিয়েলমি ব্র্যান্ডের Realme C2s মোবাইল ফোনটি ক্রয় করতে পারবেন। এই ফোনটিতে রয়েছে আকর্ষণীয় সকল ফিচার, বাংলাদেশে এই মোবাইল ফোনটি ২০২০ সালের জানুয়ারি মাসে লঞ্চ হয়।

এই মোবাইল ফোনটিতে রয়েছে আইপিএস এলসিডি ৬.১ ইঞ্চি ডিসপ্লে এবং ৪০০০ এমএএইচ ব্যাটারি। এই ফোনটি Android 9.0 (Pie); ColorOS 6.1 অপারেটিং সিস্টেম দ্বারা পরিচালিত হয়। ফোনটিতে আরো রয়েছে পাওয়ারভিয়ার জিই৮৩২০ জিপিইউ, Octa-core 2.0 GHz Cortex-A53 প্রসেসর ও মিডিয়াটেক এমটি৬৭৬২ হেলিও পি২২ (১২ এনএম) চিপসেট।

Realme C2s মোবাইল ফোনটির ক্যামেরা প্যানেলে আছে ১৩+২ মেগাপিক্সেল ডুয়েল মেইন ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যা এলইডি ফ্ল্যাশ, এইচডিআর, প্যানোরামা এইচডিআর ফিচার যুক্ত। এবং এই ক্যামেরা প্যানেল 1080p@30fps রেজুলেশন এর ভিডিও ধারণ করতে পারে।

এই ফোনটিতে ৩ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজ (ROM) রয়েছে, এছাড়াও থাকছে ২৫৬ জিবি এক্সটার্নাল মাইক্রো এসডি কার্ড লাগানোর সুযোগ। সব মিলিয়ে আকর্ষণীয় এই মোবাইল ফোনটির ওজন ১৬৬ গ্রাম ও পরিমাপ ১৫৪.৩ x ৭৩.৭ x ৮.৫ মিলিমিটার।

Realme C2s সম্পূর্ণ স্পেসিফিকেশনঃ

Display6.1 inches, HD+ 720 x 1560 pixels
BatteryLithium-polymer 4000 mAh
Operating System (OS)Android 9.0 (Pie); ColorOS 6.1
RAM3 GB
ROM32 GB
ProcessorOcta-core 2.0 GHz Cortex-A53
See MoreRealme C2s
দামঃ Realme C2s মোবাইল ফোনটির দাম মাত্র ৪,০০০ টাকা।

দর্শক রিভিউঃ ইন্টারনেটে পাওয়া তথ্য অনুযায়ী Realme C2s মোবাইল ফোনটির দর্শক রিভিউ ৬৯% পজেটিভ। এত অল্প দামের মধ্যে Realme C2s মোবাইল ফোনটিতে সকল আকর্ষণীয় নজরকারা ফিচার ব্যবহার করা হয়েছে।

২.Symphony i12

এই লিস্টের দ্বিতীয় নাম্বারে আছে সিম্ফনি ব্রান্ডের Symphony i12 মডেলের স্মার্টফোনটি। এই স্মার্টফোনটি সর্বপ্রথম বাংলাদেশে ২০২০ সালের আগস্ট মাসে লঞ্চ হয়। এই স্মার্টফোনটি এন্ড্রয়েড ১০ (গো এডিশন) অপারেটিং সিস্টেমে পরিচালিত।

Symphony i12 স্মার্টফোনটিতে রয়েছে Quad-core, 1.3 GHz প্রসেসর এর পাশাপাশি Mali-T820 MP1 জিপিইউ, এবং ১ জিবি র‍্যাম ও ৮ জিবি স্টোরেজ। এছাড়াও থাকছে সর্বোচ্চ ৩২ জিবি এক্সটার্নাল MicroSD ব্যবহারের সুযোগ।

এই মোবাইল ফোনটির ক্যামেরা প্যানেল রয়েছে এলইডি ফ্ল্যাশ ও এইচডিআর ফিচার যুক্ত ৮ মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফন্ট/সেলফি ক্যামেরা। এই ফোনটিতে Lithium-ion 2400 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

এই ফোনটিতে আইপিএস টাচস্ক্রিন যুক্ত ৫.৪৫ ইঞ্চি এইচডি রেজুলেশন এর ডিসপ্লে রয়েছে। সব মিলিয়ে এই মোবাইল ফোনটির ওজন মাত্র ১৩২ গ্রাম ও পরিমাপ ১৪৩.৬ x ৭২ x ৯.৮ মিলিমিটার।

Symphony i12 সম্পূর্ণ স্পেসিফিকেশনঃ

Display5.45 inches, HD+ 720 x 1440 pixels
Battery2400 mAh
Operating System (OS)Android 10 (Go Edition)
RAM1 GB
ROM8 GB
ProcessorQuad-core, 1.3 GHz
See MoreSymphony i12
দামঃ Symphony i12 মোবাইল ফোনটির দাম মাত্র ৪,৩৯০ টাকা।

দর্শক রিভিউঃ ইন্টারনেটে পাওয়া তথ্য অনুযায়ী Symphony i12 মোবাইল ফোনটির দর্শক রিভিউ ৬০% পজেটিভ।

৩.Symphony V99+

লিস্টের তৃতীয় নাম্বারে রাখা মোবাইল ফোনটিও symphony ব্র্যান্ডের। Symphony ব্র্যান্ডের Symphony V99+ মডেলের মোবাইল কোনটি সর্বপ্রথম বাংলাদেশে ২০২০ সালের অক্টোবর মাসে লঞ্চ হয়। এই মোবাইল ফোনটিতে ৫ ইঞ্চি ১২৮০ x ৭২০ এইচডি রেজুলেশন এর টাচস্কিন ডিসপ্লে রয়েছে।

এই মোবাইল ফোনটির ক্যামেরা প্যানেলে রয়েছে ৫ মেগাপিক্সেল ২x জুম, এলইডি ফ্ল্যাশ, এইচডিআর, প্যানারোমা ফিচার যুক্ত মেইন ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ফোনটির মেইন ক্যামেরা দ্বারা HD (720p) রেজুলেশনে ভিডিও রেকর্ডিং করতে পারবেন।

সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ পোস্টঃ

ফোনটিতে ব্যবহার করা হয়েছে ২০০০ এমএএইচ ব্যাটারি এবং Quad-core, 1.3 GHz প্রসেসর, Mali-T800 জিপিইউ। ফোনটিতে আরো রয়েছে ৮ জিবি স্টোরেজ (ROM) ও ১ জিবি র‍্যাম। এই ফোনটি Android Pie v9.0 ইউজার ইন্টারফেসে রান করে।

আরো আছে সর্বোচ্চ ৩২ জিবি মেমোরি কার্ড ব্যবহারের সুযোগ। সবমিলিয়ে আকর্ষণীয় symphony ব্র্যান্ডের Symphony V99+ মোবাইল ফোনটির ওজন – গ্রাম এবং পরিমাপ ১৪৫ x ৭২ x ১০ মিলিমিটার।

Symphony V99+ সম্পূর্ণ স্পেসিফিকেশনঃ

Display5 inches, HD+ 720 x 1280 pixels
Battery2000 mAh
Operating System (OS)Android Pie v9.0
RAM1 GB
ROM8 GB
ProcessorQuad-core, 1.3 GHz
See MoreSymphony V99+
দামঃ Symphony V99+ মোবাইল ফোনটির দাম মাত্র ৩,৮৯০ টাকা।

দর্শক রিভিউঃ ইন্টারনেটে পাওয়া তথ্য অনুযায়ী Symphony V99+ মোবাইল ফোনটির দর্শক রিভিউ ৬৫% পজেটিভ। প্রথম লঞ্চ হওয়ার পরে এই মোবাইল ফোনটি বাংলাদেশের অনেক জনপ্রিয় হয়েছিল।

৪.Walton Primo E8i

vivo ৪০০০ টাকার মোবাইল এই লিস্টের সর্বশেষ নাম্বারে আছে ওয়ালটন ব্র্যান্ডের Walton Primo E8i মোবাইল ফোনটি। Walton Primo E8i মোবাইল ফোনটি সর্বপ্রথম বাংলাদেশে ২০১৭ সালের নভেম্বর মাসে লঞ্চ হয়, এই ফোনটিতে আছে ১৭০০ এমএএইচ পাওয়ার ফুল ব্যাটারি।

ওয়ালটন ব্র্যান্ডের এই স্মার্টফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে আইপিএস এলসিডি ৪.৫ ইঞ্চি FWVGA ডিসপ্লে এবং এই ফোনটিতে আরো রয়েছে ৫ মেগাপিক্সেল এলইডি ফ্ল্যাশ যুক্ত মেইন ক্যামেরা ও ২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যা দ্বারা 720p@30fps রেজুলেশনে ভিডিও ধারণ করা যাবে।

এই ফোনটি Android 6.0 অপারেটিং সিস্টেমে রান করে। এই সাথে আরো রয়েছে Quad Core 1.2 GHz প্রসেসর, Mali-400 জিপিইউ। ফোনটিতে সর্বোচ্চ ৩২ জিবি মেমোরি কার্ড সাপোর্ট করে। এর ইন্টারনাল মেমোরি ৮ জিবি এবং র‍্যাম ৫১২ এমবি।

ফোনটি Black, Glossy Golden, Coffee এই তিনটি কালারে এভেলেবেল আছে। Walton Primo E8i মোবাইল ফোনটির ওজন ১৩২ গ্রাম এবং পরিমাপ ১৩৩.৫X ৬৮.২ X ১০.৪ মিলিমিটার।

Walton Primo E8i সম্পূর্ণ স্পেসিফিকেশনঃ

Display4.5 inches FWVGA, 480 x 854 pixels
Battery1700 mAh Battery
Operating System (OS)Android 6.0
RAM512 MB
ROM8 GB
ProcessorQuad-core, 1.2 GHz
See MoreWalton Primo E8i
দামঃ Walton Primo E8i মোবাইল ফোনটির দাম মাত্র ৩,৫০০ টাকা।

দর্শক রিভিউঃ ইন্টারনেটে পাওয়া তথ্য অনুযায়ী Walton Primo E8i মোবাইল ফোনটির দর্শক রিভিউ ৬৯% পজিটিভ।

FAQs

৪০০০ টাকার মধ্যে 4g মোবাইল?

মাত্র ৪০০০ টাকার মধ্যে 4G মোবাইল ফোন হল Realme C2s, এই মোবাইল ফোনটিতে 3 GB RAM ও 32 GB ROM এর পাশাপাশি Octa-core 2.0 GHz Cortex-A53 প্রসেসর, ৪০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

ভিভো মোবাইল কেমন?

ভিভো মোবাইল এর কথা আলোচনা করলে সর্বপ্রথম আসবে এর ক্যামেরা ও গেমিং পারফরমেন্স, দাম অনুযায়ী ভিভো মোবাইল এর গেমিং পারফরম্যান্স যথেষ্ট। এছাড়াও আপনার বাজেটের মধ্যে ভিভো মোবাইল ফোন পেয়ে যাবেন।

vivo y20 ভিভো মোবাইল দাম?

Vivo y20 মোবাইল ফোনের দাম বর্তমানে ১৩,৯৯০ টাকা। এই মোবাইল ফোনটি সর্বপ্রথম ২০২১ সালের জানুয়ারি মাসে লঞ্চ হয়। এই ফোনটিতে 4 GB RAM ও 64 GB ROM ব্যবহার করা হয়েছে।

About Sharo Place Desk

দীর্ঘদিন যাবত টেকনোলজি রিলেটেড কার্যক্রমের সাথে জড়িত আছি। আমার অভিজ্ঞতা থেকে এই ওয়েবসাইটটিতে টেকনোলজি, অনলাইন ইনকাম, টিপস এবং ট্রিকস, ই সার্ভিস, রিভিউ ও ব্যবসা রিলেটেড আর্টিকেল লেখালেখি করি।

Check Also

১০০০০ টাকার মোবাইল

১০০০০ টাকার মোবাইল ফোনগুলো

বর্তমানে ১০ হাজার টাকার মোবাইল ফোন গুলোর চাহিদা অনেক বেশি। তবে অনেক ক্ষেত্রে আমরা এই …

One comment

  1. মোবাইলের সম্পর্কে এতো সুন্দর পোষ্ট থেকে আমি অনেক খুশি ধন্যবাদ ভাই আপনাকে!

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।