রবিবার , ডিসেম্বর 22 2024
bnen
Breaking News

ফাঁস হলো Samsung Galaxy M14 5G সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য

প্রিয় পাঠক বৃন্দ, এইমাত্র ফাঁস হলো Samsung Galaxy M14 5G সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় মোবাইল ব্র্যান্ড Samsung এইমাত্র তাদের M-সিরিজের অধীনে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করলো। 2023, March 08

Samsung মোবাইল প্রেমীদের কাছে এটা একটি অনেক বড় সুখবর। Samsung তাদের M-সিরিজের Galaxy M14 5G স্মার্টফোনটি আজকে লঞ্চ করেছে। চলতি বছরের মার্চ মাসের প্রথম দিকে লঞ্চ হওয়ার কথা থাকলেও অফিসিয়াল ভাবে স্যামসাং কোম্পানি আজকে (মার্চ মাসের ৮ তারিখে) লঞ্চ করেছে।

মোবাইল ফোনটির লঞ্চ হবার পর থেকে ইতিমধ্যে সকল মোবাইল প্রেমীদের মাঝে সাড়া ফেলে দিয়েছে। বর্তমানে এই মোবাইলটি ২টি ভেরিয়েন্টেশনে পাওয়া যাচ্ছে। এই মোবাইল ফোনটির বিশেষত্বের কথা বললে Samsung Galaxy M14 5G মোবাইল ফোনটি Exynos 1330 নিজস্ব প্রসেসর দ্বারা পরিচালিত।

Samsung Galaxy M14 5G মোবাইল ফোনটি কবে লঞ্চ হবে

এইমাত্র ফাঁস হলো Samsung Galaxy M14 5G সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য, স্যামসাং কোম্পানি Galaxy M14 5G মোবাইল ফোনটি আজকে (৮-৩-২০২৩) অফিসিয়াল ভাবে লঞ্চ করেছে। techgup এর পাওয়া তথ্য অনুযায়ী Samsung Galaxy M14 5G মোবাইল ফোনটি ইতিমধ্যে ইন্ডিয়ায় সারা ফেলে দিয়েছে।

ইন্ডিয়ার মত একইভাবে Samsung Galaxy M14 5G মোবাইল ফোনটি বাংলাদেশে মোবাইলপ্রেমীদের কাছে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। এছাড়াও এই মোবাইল ফোনটির আকর্ষণীয় ফিচারের কারণে অনেক জনপ্রিয় হয়েছে।

Samsung Galaxy M14 5G মোবাইলের সম্পূর্ণ স্পেসিফিকেশন

অল্প দামের মধ্যে Samsung Galaxy M14 5G মোবাইল ফোনটিতে ব্যবহার করা হয়েছে আকর্ষণীয় সকল ফিচার। এই মোবাইল ফোনটিতে ৬,০০০ এএমএইচ ক্যাপাসিটির পাওয়ারফুল ব্যাটারির পাশাপাশি ৬.৬-ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে রয়েছে। চলুন Samsung Galaxy M14 5G মোবাইল ফোনটি সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেয়া যাক।

Samsung ব্র্যান্ডের Galaxy M14 5G মডেলের মোবাইল ফোনটিতে GSM / HSPA / LTE / 5G নেটওয়ার্ক টেকনোলজি এর পাশাপাশি Li-Po 6000 mAh, non-removable ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ফোনটি দ্রুত চার্জ হবার জন্য 15W wired ফাস্ট চার্জিং সিস্টেম ব্যবহার করা হয়েছে।

এই মোবাইল ফোনটিতে Single (Nano-SIM) or Dual (Nano-SIM, dual stand-by) সিম কার্ড সিস্টেম এবং microSDHC কার্ড স্লট সিস্টেম দেওয়া আছে। এই মোবাইল ফোনটি side-mounted ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম দ্বারা সজ্জিত।

Samsung Galaxy M14 5G মোবাইল ফোনটিতে PLS LCD, 90Hz – 6.6 inches, 104.9 cm2 বড় ডিসপ্লে এর পাশাপাশি 1080 x 2408 pixels, 20:9 ratio Full HD ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।

এছাড়াও মোবাইল ফোনটির ওজন ২০৬ গ্রাম। 166.8 x 77.2 x 9.4 mm সাইজের মোবাইল ফোন এটি। বর্তমানে Galaxy M14 5G মোবাইল ফোনটি দুটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে ১: 64GB ROM ও 4GB RAM এবং 128GB ROM ও 4GB RAM,

Galaxy M14 5G ফোনটিতে Octa-core (2×2.4 GHz Cortex-A78 & 6×2.0 GHz Cortex-A55) প্রসেসর এর পাশাপাশি Exynos 1330 (5nm) চিপসেট, Mali-G68 MP2 জিপিইউ, এই মোবাইল ফোনটি অ্যান্ড্রয়েড লেটেস্ট ভার্সন Android 13, One UI 5 অপারেটিং সিস্টেম দ্বারা পরিচালিত।

মোবাইল ফোনটিতে ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 50 MP, f/1.8, (wide), PDAF, 2 MP, f/2.4, (macro), 2 MP, f/2.4, (depth) মেইন ক্যামেরা এর সাথে LED flash, panorama, HDR ফিচার, 1080p@30fps ভিডিও রেজুলেশন আছে। এবং ফন্ট ক্যামেরা/সেলফি ক্যামেরা 13 MP, f/2.0, (wide) 1080p@30fps ভিডিও রেজুলেশন আছে।

এছাড়াও এই মোবাইল ফোনটিতে আকর্ষণীয় সাইড মাউন্টাল ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম ব্যবহার করা হয়েছে। দুঃখজনক ব্যাপার হল এই মোবাইল ফোনটির রিটেল বক্সের সাথে কোন ধরনের পাওয়ার এডাপটার দিচ্ছে না তাই ব্যবহারকারীদের আলাদাভাবে চার্জিং এডাপ্টার ক্রয় করতে হবে।

Samsung Galaxy M14 5G মোবাইলের দাম কত

সম্প্রতি লঞ্চ হওয়া Samsung Galaxy M14 5G মোবাইল ফোনটির দাম ভেরিয়েন্ট অনুযায়ী ভিন্ন হবে। ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম ৮,২৯৯ UAH তথা বাংলাদেশী টাকায় প্রায় ২৩,০০০ টাকার মত। অপরদিকে ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এর দাম ৮,৯৯৯ UAH তথা বাংলাদেশি টাকায় প্রায় ২৫,০০০ টাকা।

CountryPrice
Ukrainian hryvnia8,299 UAH / 8,999 UAH
EUR All CountryAbout 200 EUR
Bangladesh23,000 BDT / 25,000 BDT
India18,300 INR / 19,900 INR

বাংলাদেশের লঞ্চ হওয়ার পরে Samsung Galaxy M14 5G মোবাইল ফোনটির দাম কিছুটা কম বেশি হতে পারে। বর্তমানে এই মোবাইল ফোনটি নেভি ব্লু, লাইট ব্লু ও সিলভার কালারের লঞ্চ হয়েছে। এই মোবাইল ফোনটির মডেল নাম্বার SM-M146B, SM-M146B/DSN.

FAQs

Samsung Galaxy M14 5G মোবাইল ফোনের বাংলাদেশ প্রাইস?

Samsung Galaxy M14 5G মোবাইল ফোনটির দাম (4/64 GB) ২৩,০০০ টাকা এবং (4/128 GB) ২৫,০০০ টাকা।

Samsung Galaxy M14 5G মোবাইল ফোনটি কবে রিলিজ হবে?

ইতিমধ্যে Samsung Galaxy M14 5G মোবাইল ফোনটি রিলিজ হয়েছে। ২০২৩ সালের মার্চ মাসের ৮ তারিখে এই ফোনটি অফিসিয়াল ভাবে রিলিজ হওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

সম্পর্কিত আরো পোস্টঃ

About Sharo Place Desk

দীর্ঘদিন যাবত টেকনোলজি রিলেটেড কার্যক্রমের সাথে জড়িত আছি। আমার অভিজ্ঞতা থেকে এই ওয়েবসাইটটিতে টেকনোলজি, অনলাইন ইনকাম, টিপস এবং ট্রিকস, ই সার্ভিস, রিভিউ ও ব্যবসা রিলেটেড আর্টিকেল লেখালেখি করি।

Check Also

১০০০০ টাকার মোবাইল

১০০০০ টাকার মোবাইল ফোনগুলো

বর্তমানে ১০ হাজার টাকার মোবাইল ফোন গুলোর চাহিদা অনেক বেশি। তবে অনেক ক্ষেত্রে আমরা এই …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।