সোমবার , সেপ্টেম্বর 16 2024
bnen
Breaking News

লঞ্চের আগেই প্রকাশ্যে এল Samsung Galaxy A34 5G এর দাম

মোবাইল প্রেমীদের কাছে আজকের সব থেকে বড় সুখবর হলো অবশেষে লঞ্চের আগেই প্রকাশ্যে এল Samsung Galaxy A34 5G এর দাম। অনেকদিন ধরে স্যামসাং মোবাইল প্রেমীরা Galaxy A34 মোবাইল ফোনটির দাম প্রকাশের অপেক্ষা করেছে।

সম্প্রতি Galaxy A34 মোবাইল ফোনটির দাম অবশেষে ফাঁস হয়েছে। টিপস্টার স্নুপি টেক তার সাম্প্রতিক টুইটে দাবি করেছেন Samsung Galaxy A34 5G মোবাইল ফোনটির দাম সম্পর্কে। অনেক অপেক্ষার পরে অবশেষে লঞ্চের আগেই প্রকাশ্যে এল Samsung Galaxy A34 5G এর দাম।

Samsung Galaxy A34 5G মোবাইলের দাম

Samsung Galaxy A34 5G মোবাইল ফোনের দাম হল ৪১৯ ইউরো প্রায় ৩৬,০০০ টাকা (সম্ভাব্য) এই তথ্য নিশ্চিত করেছেন টিপস্টার স্নুপি টেক তার সাম্প্রতিক টুইটের মাধ্যমে।

তবে Samsung Galaxy A34 5G মোবাইল ফোনের যাবতীয় ফিচারগুলো অফিসিয়ালি এনাউন্সমেন্ট করা হয়েছে কিন্তু Samsung Galaxy A34 5G মোবাইলের দাম সম্পর্কে অফিশিয়াল ভাবেই কোন তথ্য জানানো হয়নি। এছাড়াও দক্ষিণ কোরিয়ার এই কোম্পানিটি Samsung Galaxy A34 5G মোবাইল ফোন রিলিজ হওয়ার তারিখ প্রকাশ করেনি।

শুধুমাত্র টিপস্টার স্নুপি টেক এর টুইটের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Samsung Galaxy A34 5G মোবাইল ফোনটির দাম কিছুটা নিশ্চিত হওয়া গিয়েছে। এই দামে Samsung Galaxy A34 5G মোবাইল ফোনটির স্টোরেজ হবে 128 GB সম্ভাব্য।

Samsung Galaxy A34 5G কবে লঞ্চ হবে

সম্প্রতি দক্ষিণ কোরিয়া জনপ্রিয় মোবাইল ব্র্যান্ড কোম্পানি samsung তাদের “A” সিরিজের কয়েকটি আকর্ষণীয় স্মার্টফোন বাজারে লঞ্চ করতে যাচ্ছে। তার মধ্যে অন্যতম একটি স্মার্টফোন মডেল হল Galaxy A34 5G.

তবে এই স্মার্টফোনটির রিলিজের তারিখ ও দাম সম্পর্কে samsung কোম্পানি এখন পর্যন্ত কোন তথ্য জানায়নি। তবে যতটুকু জানা গিয়েছে চলতি মাসের তথা ২০২৩ সালের May মাসে Galaxy A34 5G এই স্মার্টফোনটি লঞ্চ করা হবে।

অবশেষে লঞ্চের আগেই প্রকাশ্যে এল Samsung Galaxy A34 5G এর দাম – পূর্বে Samsung ব্র্যান্ডের এই স্মার্টফোনটির দাম সম্পর্কে আমরা জেনে এসেছি। চলুন Samsung Galaxy A34 5G স্মার্টফোনটির সম্পূর্ণ কনফিগারেশন/স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেয়া যাক।

Samsung Galaxy A34 5G সম্পূর্ণ স্পেসিফিকেশন

যেহেতু দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড Samsung এখন পর্যন্ত অফিসিয়াল ভাবে Galaxy A34 5G মোবাইল ফোনটির কোন তথ্য জানায়নি। সেহেতু বিভিন্ন ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী Galaxy A34 5G মোবাইল ফোনটির একটি সম্ভাব্য স্পেসিফিকেশন তুলে ধরা হলো।

Gsmarena ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী Samsung ব্র্যান্ডের “A” সিরিজের Galaxy A34 5G মোবাইল ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন।

DISPLAY:

Samsung Galaxy A34 5G এই স্মার্টফোনটিকে 6.6 inches, Super AMOLED, 90Hz বড় ডিসপ্লে থাকবে এবং ডিসপ্লে Resolutions 1080 x 2400 pixels, 20:9 ratio, ফোনটিতে Multi touch ফিচার এভেলেবেল থাকবে। এছাড়াও প্রটেকশন হিসেবে Corning Gorilla Glass 5 ব্যবহার করা হবে।

BODY:

Samsung Galaxy A34 5G মোবাইল ফোনটি Black, White, Blue, Peach এই চারটি কালারের বাজারে পাওয়া যাবে, এই মোবাইল ফোনটির ওজন হবে 205 g, এবং Dimensions হল 161.3 x 77.7 x 8.2 mm, এই স্মার্টফোনটিতে Single SIM (Nano-SIM) এবং Hybrid (Dual SIM) সিস্টেম আছে, ফোনটি ওয়াটারপ্রুফ IP67 dust/water resistant ৩০ মিনিট ধরে পানির নিচে থাকার ক্ষমতা রাখে।

NETWORKS:

এই স্মার্টফোনটিতে 2G, 3G, 4G, 5G নেটওয়ার্ক সিস্টেম ব্যবহার করা হয়েছে। নেটওয়ার্ক স্পিড HSPA, LTE-A, 5G, এছাড়াও GPRS, EDGE চালু আছে।

HARDWARE:

Samsung galaxy এ-৩৪ 5জি মোবাইল ফোনটিতে 4GB / 6GB / 8GB র‍্যাম এবং 128GB / 256GB স্টোরেজ আছে, এবং microSDXC কার্ড স্লট ব্যবহার করা যাবে। এছাড়াও গ্রাফিক্স প্রসেসিং ইউনিট হল Mali-G68 MC4 ও সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (CPU) Octa-core (2×2.4 GHz Cortex-A78 & 6×2.0 GHz Cortex-A55) দেয়া আছে।

Samsung Galaxy A34 5G মোবাইল ফোনটিতে Mediatek MT6877V Dimensity 1080 (6 nm) চিপসেট ব্যবহার করা হয়েছে। এই মোবাইল ফোনটি Android 13, One UI 5 অপারেটিং সিস্টেম দ্বারা পরিচালিত হবে।

BATTERY:

Samsung Galaxy A34 5G মোবাইল ফোনটিতে Li-Po 5000 mAh শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ব্যাটারিটি Non-Removable সিস্টেমে থাকবে। এবং দ্রুত চার্জ হওয়ার জন্য 25W wired Fast Charging দেয়া আছে। কিন্তু এই মোবাইল ফোনটিতে কোন ধরনের Wireless Charging সিস্টেম নেই।

CAMERA:

Samsung Galaxy A34 5G মোবাইল ফোনটির ক্যামেরা সেকশনে আছে মেইন ক্যামেরা হিসেবে আছে 48 MP, f/1.8, 26mm wide, 1/2.0″, 0.8µm, PDAF, – OIS 8 MP, f/2.2, 123˚ultrawide, 1/4.0″, -1.12µm 5 MP, f/2.4, (macro) – LED flash, panorama, HDR ফিচার ও ভিডিও রেজুলেশন হলো 4K@30fps, 1080p@30/60fps

এবং ফন্ট ক্যামেরা তথা সেলফি ক্যামেরা হিসেবে আছে 13 MP, f/2.2, (wide), 1/3.1″, 1.12µm, এবং ভিডিও রেজুলেশন 4K@30fps, 1080p@30fps

COMMS:

মোবাইল ফোনটিতে Comms তথা যোগাযোগ ব্যবস্থা হিসেবে WLAN, Bluetooth, Positioning, NFC, USB দেয়া আছে।

এছাড়াও এই মোবাইল ফোনটিতে under display, optical Fingerprint ব্যবহার করা হয়েছে। এই মোবাইল ফোনটি পানি এবং ধুলোবালি প্রতিরোধের জন্য IP67 রেটিং এর সাথে লঞ্চ হবে বলে জানা গেছে।

Samsung Galaxy A34 5G মোবাইল ফোনটি কেমন হবে

ইতিমধ্যে Samsung Galaxy A34 5G মোবাইল ফোনটি ক্রয়ের জন্য বাংলাদেশ ও ভারতের স্যামসাং মোবাইলপ্রেমীরা খুবই উৎফুল্ল হয়ে আছে। দুঃখের বিষয় হলো এখন পর্যন্ত অফিসিয়াল ভাবে Samsung Galaxy A34 5G মোবাইল ফোনটি লঞ্চের তারিখ জানানো হয়নি।

তবে বিভিন্ন উপায় ইন্টারনেট এ পাওয়া তথ্য অনুযায়ী চলতি বছরের মে মাসে মোবাইল ফোনটি লঞ্চ হওয়ার সম্ভাবনা আছে। Samsung Galaxy A34 5G মোবাইল ফোনটির বাংলাদেশী সম্ভাব্য দাম ৩৬,০০০ থেকে ৩৯,০০০ হাজার টাকার মতো হবে।

এই ছিল লঞ্চের আগে ফাঁস হওয়া Samsung Galaxy A34 5G মোবাইল ফোন সম্পর্কিত আপডেট।

FAQs

Samsung Galaxy A34 5G মোবাইল ফোনটির দাম কত?

Samsung Galaxy A34 5G মোবাইল ফোনটির বাংলাদেশী প্রাইস ৩৬,০০০ টাকা সম্ভাব্য।

Samsung Galaxy A34 5G মোবাইল ফোনটি কবে লঞ্চ হবে?

Samsung Galaxy A34 5G মোবাইল ফোনটি চলতি বছরের (২০২৩ সালের) May মাসে লঞ্চ হওয়ার সম্ভাবনা আছে।

সম্পর্কিত আরো কিছু গুরুত্বপূর্ণ পোস্টঃ

About Sharo Place Desk

দীর্ঘদিন যাবত টেকনোলজি রিলেটেড কার্যক্রমের সাথে জড়িত আছি। আমার অভিজ্ঞতা থেকে এই ওয়েবসাইটটিতে টেকনোলজি, অনলাইন ইনকাম, টিপস এবং ট্রিকস, ই সার্ভিস, রিভিউ ও ব্যবসা রিলেটেড আর্টিকেল লেখালেখি করি।

Check Also

১০০০০ টাকার মোবাইল

১০০০০ টাকার মোবাইল ফোনগুলো

বর্তমানে ১০ হাজার টাকার মোবাইল ফোন গুলোর চাহিদা অনেক বেশি। তবে অনেক ক্ষেত্রে আমরা এই …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।