রবিবার , ডিসেম্বর 22 2024
bnen
Breaking News

12 হাজার টাকার মোবাইল vivo | সেরা কয়েকটি ভিভো মোবাইল

২০২৩ সালের মার্কেট অনুযায়ী 12 হাজার টাকার মোবাইল vivo ব্রান্ডের সব থেকে জনপ্রিয় কয়েকটি মডেল এর দাম, এবং কনফিগারেশন সম্পর্কে এই লেখাটিতে বিস্তারিত বর্ণনা করা হবে। ১২ হাজার টাকার মধ্যে সেরা vivo মোবাইল ফোন সম্পর্কে জানুন।

আমাদের দৈনন্দিন চলার পথে এবং আত্মীয়-স্বজন ও ফ্যামিলি মেম্বারদের সাথে যোগাযোগ রাখার জন্য মোবাইল ফোন ব্যবহার করা হয়। বাংলাদেশের মোবাইল মার্কেটে যেসকল ব্রান্ডগুলো সবথেকে জনপ্রিয় তার মধ্যে অন্যতম হচ্ছে vivo ব্র্যান্ড।

ভিভো ব্র্যান্ড/কোম্পানির স্মার্টফোনগুলো বাংলাদেশের মোবাইল মার্কেটে অনেক জনপ্রিয়। তাই এই লেখাটিতে মাত্র ১২০০০ টাকার কয়েকটি vivo ব্র্যান্ডের মোবাইল ফোন সম্পর্কে আলোচনা করা হবে।

বিষয়বস্তুর সহজ সারণী

12 হাজার টাকার মোবাইল vivo 2023

মোবাইল ফোন ক্রয়ের ক্ষেত্রে সাধারণত আমাদের ১০ থেকে ১২ হাজার টাকা বাজেট হয়। কেননা বর্তমান মোবাইল মার্কেটে এই বাজেটের মধ্যে আকর্ষণীয় ফিচার যুক্ত স্মার্টফোন পাওয়া যায়। আপনাদের সুবিধার্থে 12 হাজার টাকার মোবাইল vivo 2023 সালের মার্কেট অনুযায়ী বর্ণনা করা হলো।

ModelRAMROMPrice
Vivo Y02a3 GB32 GB12,499 BDT
Vivo Y022 GB32 GB10,999 BDT
Vivo Y02s3 GB32 GB12,599 BDT
Vivo Y012 GB32 GB11,599 BDT
Vivo Y15s3 GB32 GB12,999 BDT
Vivo Y12a3 GB32 GB11,990 BDT
Vivo Y12s3 GB32 GB12,990 BDT
Vivo Y11 (2019)3 GB32 GB11,990 BDT

বর্তমানে উপরে উল্লেখিত এই মোবাইল ফোনগুলো মার্কেটে এভেলেবেল আছে। বিভিন্ন স্থান ভেদে মোবাইল ফোন গুলোর দাম সামান্য কিছু কম বেশি হতে পারে। এর মধ্যে থেকে সেরা ৩টি স্মার্টফোন সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হলো।

১.Vivo Y02

12 হাজার টাকার মোবাইল vivo Y02 ফোনটি বেস্ট হবে। কেননা এই মোবাইল ফোনটিতে রয়েছে লিথিয়াম-পলিমার 5000 mAh পাওয়ারফুল ব্যাটারি ও 10W ফাস্ট চার্জার। এই মোবাইল ফোনটি Android 12 Go Edition ইউজার ইন্টারফেসে রান করে।

এই মোবাইল ফোনটি ২০২২ সালের নভেম্বর মাসে লঞ্চ হয়। মোবাইল ফোনটিতে রয়েছে ডুয়েল ন্যানো সিম সিস্টেম এর পাশাপাশি 2G, 3G, 4G নেটওয়ার্ক কানেক্টিভিটি। এবং আরো আছে v5.0, A2DP, LE ব্লুটুথ, এফএম রেডিও, v2.0 ইউএসবি, ওটিজি, dual-band Wifi এবং ওয়াইফাই হটস্পট।

সম্পর্কিত গুরুত্বপূর্ণ কয়েকটি আর্টিকেলঃ

Vivo Y02 ফোনটিতে 6.51 inches টাচস্ক্রিন ডিসপ্লে এবং ৮ মেগাপিক্সেল মেইন ক্যামেরা, ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। এই ফোনটিতে Octa core প্রসেসর, MediaTek Helio P22 চিপসেট, PowerVR GE8320 জিপিইউ রয়েছে।

পাশাপাশি আরো রয়েছে ২ জিবি RAM ও ৩২ জিবি ROM এবং এই ফোনটির ওজন মাত্র ১৮৬ গ্রাম এবং পরিমাপ ১৬৪ x ৭৫.৬ x ৮.৫ মিলিমিটার। এই মোবাইল ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে পারেন

Vivo Y02 মোবাইল ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশনঃ

Display6.51 inches, HD+ 720 x 1600 pixels
BatteryLithium-polymer 5000 mAh
Operating System (OS)Android 12 Go Edition
RAM2 GB
ROM32 GB
ProcessorOcta-core
ColorsCosmic Grey, Orchid Blue

দামঃ Vivo Y02 মোবাইল ফোনটির দাম মাত্র ১০,৯৯৯ টাকা।

২.Vivo Y01

১২ হাজার টাকার মধ্যে ভিভো ব্র্যান্ডের সেরা মোবাইল ফোন লিস্টের দ্বিতীয় নাম্বারে আছে Vivo Y01 স্মার্টফোনটি। এই ফোনটিতে টাচস্ক্রিন যুক্ত 6.51 inches ডিসপ্লে এবং ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল মেইন ক্যামেরা, যা দ্বারা Full HD (1080p) ভিডিও রেকর্ডিং করা যাবে।

এই ফোনটি ২০২২ সালের মার্চ মাসে লঞ্চ হয়। ফোনটিতে লিথিয়াম-পলিমার ৫০০০ এমএএইচ ব্যাটারি, ১০ ওয়াট ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিং রয়েছে। এছাড়া আরো আছে PowerVR GE8320 জিপিইউ, Octa core, 2.35 GHz প্রসেসর ও Mediatek Helio P35 চিপসেট।

Vivo Y01 মোবাইল ফোনটি Android 11 Go Edition অপারেটিং সিস্টেমে পরিচালিত হয়। এই ফোনটিতে ৩২ জিবি স্টোরেজ ও ২ জিবি র‍্যাম রয়েছে। আরো আছে 2G, 3G, 4G নেটওয়ার্ক সংযোগ, ডুয়েল সিম সিস্টেম, ওটিজি, ২.০ ইউএসবি, v5.0, A2DP, LE ব্লুটুথ।

ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, ওয়াইফাই হটস্পট, ওয়াইফাই ডিরেক্ট, সিকিউরিটি সিস্টেম হিসেবে ফেইস আনলক সিস্টেম রয়েছে। Vivo Y01 মোবাইল ফোনটির ওজন মাত্র ১৭৮ গ্রাম এবং পরিমাপ ১৬৪ x ৭৫.২ x ৮.৩ মিলিমিটার।

Vivo Y01 মোবাইল ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশনঃ

Display6.51 inches, HD+ 720 x 1600 pixels
BatteryLithium-polymer 5000 mAh
Operating System (OS)Android 11 Go Edition
RAM2 GB
ROM32 GB
ProcessorOcta core, 2.35 GHz
ColorsSapphire Blue, Elegant Black

দামঃ Vivo Y01 মোবাইল ফোনটির দাম মাত্র ১১,৫৯৯ টাকা।

৩.Vivo Y02s

এই লিস্টের সর্বশেষ নাম্বারে আছে vivo ব্র্যান্ডের Vivo Y02s স্মার্টফোনটি। এই ফোনটি সর্বপ্রথম ২০২২ সালের আগস্ট মাসে লঞ্চ হয়। ফোনটিতে রয়েছে Android 12 (Funtouch 12) অপারেটিং সিস্টেমের পাশাপাশি ৩ জিবি র‍্যাম ও ৩২ জিবি স্টোরেজ।

এই স্মার্টফোনটিতে Lithium-polymer 5000 mAh শক্তিশালী ব্যাটারির পাশাপাশি ১০ ওয়াট ফাস্ট চার্জিং রয়েছে। আরো আছে Octa core, up to 2.35 GHz প্রসেসর, PowerVR GE8320 জিপিইউ ও Mediatek Helio P35 চিপসেট রয়েছে।

সম্পর্কিত গুরুত্বপূর্ণ কয়েকটি আর্টিকেলঃ

এবং আইপিএস এলসিডি টাচস্ক্রিন যুক্ত 6.51 inches ডিসপ্লের পাশাপাশি অটো ফোকাস যুক্ত ৮ মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। Vivo Y02s মোবাইল ফোনটিতে আরো আছে ডুয়েল ন্যানো সিম, ওয়াইফাই হটস্পট, OTG, এফ এম রেডিও, ইউএসবি,

ইউএসবি টাইপ-সি পোর্ট, v5.0, A2DP, LE ব্লুটুথ, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই এবং ফেইস আনলক সিস্টেম। Vivo Y02s মোবাইল ফোনটির ওজন মাত্র ১৮২ গ্রাম এবং পরিমাপ ১৬৪ x ৭৬ x ৮.২ মিলিমিটার।

Vivo Y02s মোবাইল ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশনঃ

Display6.51 inches, HD+ 720 x 1600 pixels
BatteryLithium-polymer 5000 mAh
Operating System (OS)Android 12 (Funtouch 12)
RAM3 GB
ROM32 GB
ProcessorOcta core, up to 2.35 GHz
ColorsFluorite Black, Vibrant Blue

দামঃ Vivo Y02s মোবাইল ফোনটির দাম মাত্র ১২,৫৯৯ টাকা।

প্রিয় পাঠকবৃন্দ, বর্তমান মার্কেটের তথ্য অনুযায়ী 12 hajar takar mobile vivo এই লেখাটি সাজানো হয়েছে। এই লেখাটিতে উল্লেখিত সকল তথ্যগুলো ইন্টারনেট থেকে সংগ্রহ করা। তবে এখানে দেওয়া তথ্যগুলো ভুল হওয়ার কোন সম্ভাবনাই নেই।

কেননা প্রত্যেকটি তথ্য একাধিক ওয়েবসাইট থেকে সংগ্রহ করে যাচাই করা। বিশেষ করে মোবাইল ফোন গুলোর দামের ক্ষেত্রে স্থানভেদে কিছুটা কম বেশি হতে পারে।

FAQs

১২ হাজার টাকার সেরা ভিভো মোবাইল?

মাত্র ১২,৫৯৯ টাকায় ২০২২ সালে লঞ্চ হওয়া ভিভো ব্র্যান্ডের Vivo Y02s মডেলের আকর্ষণীয় স্মার্টফোনটি ক্রয় করতে পারবেন। এই ফোনটিতে ৫০০০ এমএএইচ ব্যাটারি ও Octa core, up to 2.35 GHz প্রসেসর রয়েছে।

12 হাজার টাকা দামের ভিভো মোবাইল?

Vivo Y12s মোবাইল ফোনটির দাম ১২,৯৯০ টাকা। এই ফোনটিতে আছে 3 GB RAM ও 32 GB ROM এবং আরো আছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, Octa core, up to 2.35 GHz প্রসেসর।

About Sharo Place Desk

দীর্ঘদিন যাবত টেকনোলজি রিলেটেড কার্যক্রমের সাথে জড়িত আছি। আমার অভিজ্ঞতা থেকে এই ওয়েবসাইটটিতে টেকনোলজি, অনলাইন ইনকাম, টিপস এবং ট্রিকস, ই সার্ভিস, রিভিউ ও ব্যবসা রিলেটেড আর্টিকেল লেখালেখি করি।

Check Also

১০০০০ টাকার মোবাইল

১০০০০ টাকার মোবাইল ফোনগুলো

বর্তমানে ১০ হাজার টাকার মোবাইল ফোন গুলোর চাহিদা অনেক বেশি। তবে অনেক ক্ষেত্রে আমরা এই …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।