রবিবার , ডিসেম্বর 22 2024
bnen
Breaking News

মেয়ে কন্ঠে নিজের নামে রিংটোন বানান

মেয়ে কন্ঠে নিজের নামে রিংটোন বানান খুব সহজে শুধুমাত্র অ্যাপ্লিকেশন এর মাধ্যমে। আমরা আমাদের হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে নিজেদের পছন্দমত নিজের নাম দিয়ে রিংটোন তৈরি করে নিতে পারি। নিজেদের নামে রিংটোন তৈরি করার পদ্ধতি জানতে সম্পূর্ণ লেখা টি মনোযোগ দিয়ে পড়ুন।

মেয়ে কন্ঠে নিজের নামে রিংটোন তৈরি করার পদ্ধতি 

আমরা অনেক সময় অনেকের ফোনে শুনতে পাই তার কল রিংটোন নিজের নামে তৈরি করা কিন্তু এটা কিভাবে করছে সেটা আমরা জানতে পারিনা। আজকে আপনাদের জানাব কিভাবে মেয়ে কন্ঠে নিজের নামে রিংটোন তৈরি করবেন।

আজকের পর থেকে আপনি নিজেই আপনার মোবাইল ফোনটি ব্যবহার করে নিজের নামে সুন্দর একটি মেয়ে কন্ঠে রিংটোন তৈরি করতে পারবেন। রিংটোনটি এতটাই প্রফেশনাল হবে যে কেউ সহজে বুঝতে পারবেনা যে এটি আপনি নিজেই তৈরি করেছেন।

গুরুত্বপূর্ণ টিকাঃ চুল পড়া কিভাবে বন্ধ করা যায় সে সম্পর্কে বিস্তারিত

আমরা অনেক সময় অনেক অনুষ্ঠানে যায় বা বন্ধুদের আড্ডায়  বসি তখন যদি আমাদের ফোন থেকে আমাদের নিজের নামে একটি রিংটোন শোনা যায় তখন ব্যাপারটা কেমন হবে? মনে করেন আপনি কোন বন্ধুদের আড্ডায় আছেন তখন হঠাৎ আপনার ফোনে-

” ওহে (আপনার নাম) তাড়াতাড়ি ফোনটা উঠাও, কে যেন কল করেছে হয়তো কোন জরুরী কথা আছে,  তাড়াতাড়ি ফোনটা উঠাও না হয় কেটে  যাবে “ এইরকম একটা রিংটোন  বেজে ওঠে তখন ব্যাপারটা কেমন হবে

আপনার সকল বন্ধুরা চমকে উঠবে যে তুমি এটা কিভাবে করলে। আজকের লেখাটিতে মেয়ে কন্ঠে নিজের নামে রিংটোন বানান  পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে আপনি আপনার নিজের মতন লেখা দিয়ে রিংটোন তৈরি করতে পারবেন।

মেয়ে কন্ঠে নিজের নামে রিংটোন বানান

মেয়ে কন্ঠে নিজের নামে রিংটোন বানানোর জন্য প্রথমে প্লে স্টোর থেকে T2S: Text to Voice/Read Aloud এবং Audio Editor: Cut, Join, Mix অ্যাপ্লিকেশন দুটি ইন্সটল করতে হবে। অতঃপর যথাক্রমে চাওয়া তথ্যগুলো প্রধান করে খুব সহজেই একটি রিংটোন তৈরি করে নিতে পারবেন।

নিজের নামে মেয়ে কন্ঠে রিংটোন বানানোর পদ্ধতি, ব্যাপারটা কিন্তু চমৎকার আপনার ফোনের রিংটোন আপনার নিজের নামে আবার আপনি যেভাবে  চাচ্ছেন সেই ভাবে তৈরি করতে পারবেন। বিষয়টা আমার কাছে চমৎকার লেগেছে

আপনি কোন পার্টিতে আছেন হঠাৎ করে আপনার ফোনে কেউ কল দিলো এবং আপনার ফোনটা বেজে উঠলো কিন্তু মজার বিষয় হচ্ছে রিংটোন টা একটু অন্যরকম,  সাধারণ ফোনের রিংটোন থেকে আলাদা আপনার ফোনের রিংটোন টা আপনার নিজের নামে আপনাকে ডাকছে, পার্টির সবাই শুধু অবাক হয়ে আপনার দিকেই তাকিয়ে থাকবে!

চলুন জেনে নেয়া যাক এই মজার কাজটি আপনি কিভাবে করবেন ? এই মজার কাজটি করার জন্য মেয়ে কন্ঠে নিজের নামে রিংটোন বানান – জন্য এই লেখাটির সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়ুন লেখাটির ভিতরে সম্পূর্ণ পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করা হল।

মেয়ে কন্ঠে নিজের নামে রিংটোন বানান

মেয়ে কন্ঠে নিজের নামে রিংটোন তৈরি

মেয়ে কন্ঠে নিজের নামে রিংটোন বানান  খুব সহজে।  মেয়ে কন্ঠে নিজের নামে রিংটোন তৈরি করার জন্য আপনার প্রথমে দুটি এপ্লিকেশন ইন্সটল করতে হবে অ্যাপ্লিকেশন দুটির লিংক আপনাদের সুবিধার্থে আমি এখানে দিয়ে দিচ্ছি।  সহজেই এই অ্যাপ্লিকেশন দুটি আপনারা প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন।

বিভিন্ন সমস্যার কারণে লিঙ্কগুলো শেয়ার করতে পারলাম না, এজন্য আমরা খুবই দুঃখিত

অ্যাপসটি প্লে স্টোরে T2S: Text to Voice/Read Aloud এই নামে পেয়ে যাবেন।

২য় অ্যাপস প্লে স্টোরে Audio Editor: Cut, Join, Mix, এই নামে পাবেন।

সহজেই মেয়ে কন্ঠে রিংটোন তৈরি করার জন্য আপনাকে প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ইন্সটল করতে হবে। এবং চলুন জেনে নেই কি  ভাবে সহজেই মেয়ে কন্ঠে নিজের নামে রিংটোন তৈরি করবেন। সম্পূর্ণ পদ্ধতি যদি মনোযোগ দিয়ে না পড়েন তাহলে মেয়ে কন্ঠে নিজের নামে রিংটোন তৈরি করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে।

নিজের নামে মেয়ে কন্ঠে রিংটোন তৈরি করার নিয়ম

চলুন নিজের নামে রিংটোন তৈরি তাও আবার মেয়ে কন্ঠে, এটি কিভাবে তৈরি করবেন এর সম্পূর্ণ পদ্ধতি জেনে নেয়া যাক।

  • প্রথম যে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করেছেন সেই অ্যাপ্লিকেশনটি ওপেন করুন অ্যাপ্লিকেশনটি নাম T2S 
  • অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে আপনি মেসেজ লেখার মত একটি বক্স দেখতে পাবেন,  সেখানে আপনি যেরকম রিংটোনটি তৈরী করতে চান ঠিক সেইভাবে লিখে দিবেন ( তবে লেখার দিকে একটু খেয়াল রাখবেন যেন বানানগুলো ঠিক থাকে এবং, আপনি একেকটা স্টেপ লেখার পর স্পেস দিবেন যেন ওই টাইমে ভয়েসটা থামতে পারে)
  • এরপরে টিক চিহ্ন দেওয়া অপশনে ক্লিক করে ওকে করবেন।
  • এরপরে নিচের ডান দিকে সেটিংস অপশন দেখতে পাবেন সেখান থেকে সেটিংস অপশনে যাবেন এবং ” স্পেস ভয়েস “ এখান থেকে প্রথম অপশনটি বাংলা করে দিবেন এবং দ্বিতীয় অপশনটি বাংলাদেশ 1 করে দিবেন।
  • এবং তৃতীয় স্টেপে “ ম্যানেজ  ভয়েজ ” এ ক্লিক করে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। এবং যারা ইন্ডিয়া থেকে দেখছেন তারা ইন্ডিয়া সিলেক্ট করে দিবেন। এবং নিচের অপশনগুলো থেকে আপনারা দেখে নিবেন কিভাবে করলে আপনাদের  রিংটোন টা সুন্দর হয়।
  • এরপরে ওখান থেকে  ব্যাক এ যাবেন এবং … 3 ডট এ ক্লিক করে “ Export as a audio file “ এ ক্লিক করে আপনার পছন্দমত জায়গায়  সেইভ করে নিবেন। 

প্রথম অ্যাপ্লিকেশন এর কাজ সম্পন্ন হলো। এবার আমাদের দ্বিতীয় অ্যাপ্লিকেশন থেকে কাজ করতে হবে অডিও টাকে আরো সুন্দর ও মিক্স করে নিতে হবে।

বিঃ দ্রঃ – লেখাটির শেষ অংশে একটি ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে ভিডিওটি দেখে কাজটা করতে পারেন।

মেয়ে কন্ঠে রিংটোন তৈরি করার নিয়ম

মেয়ে কন্ঠে রিংটোন তৈরি করার প্রথম ধাপ সম্পর্কে উপরে আলোচনা করেছি এবার প্রথম অ্যাপ্লিকেশন এর কাজ শেষে  দ্বিতীয় অ্যাপ্লিকেশন এর কাজ দেখে নেয়া যাক।

  • প্রথম অ্যাপ্লিকেশন এর কাজ শেষ হওয়ার পরে দ্বিতীয় অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন,  অ্যাপ্লিকেশন টির নাম হল  Audio Editor: Cut  
  • অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে  “MIX” লেখা একটা অপশন পাবেন সেটার উপরে ক্লিক করুন এবং সেটার ভিতরে প্রবেশ করুন।
  • এর পরে সেখান থেকে আপনি যেই ফাইলটা  প্রথম এপ্লিকেশন থেকে সেইভ করছিলেন সেটা ওপেন করুন।
  • এবং আপনি ওই রিংটোন এর সাথে যে মিউজিক অ্যাড করতে চান পুনরায় সেইটা উপরে ক্লিক করে অ্যাড করে নিন।
  • এবং নিচে একটি মিউজিক আইকন দেখতে পাবেন সেটার উপরে ক্লিক করুন।
  • এবং এখান থেকে আপনি আপনার মিউজিক টা কে কন্ট্রোল করতে পারবেন।  আপনি রিংটোন কতটুকু সাউন্ড এ রাখার চান এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক কত টুকু সাউন্ড রাখার চান সেটা কাস্টমাইজ করতে হবে।
  • কাস্টমাইজ করা হয়ে গেলে  নিচের MIX AUDIO অপশনে ক্লিক করে এখান থেকে আপনি মিউজিক তার নাম সিলেক্ট করতে পারবেন ( নাম সিলেক্ট করা এতটা গুরুত্বপূর্ণ নয় )
  • নাম সিলেক্ট করা হয়ে গেলে সেইভ করে দিবেন, এবং ওইখান থেকে আপনি ফোনের রিংটোন দিতে পারবেন। 

আশাকরি মেয়ে কন্ঠে রিংটোন তৈরি সম্পূর্ণ পদ্ধতি আপনাদের বুঝাতে পেরেছি। এইভাবে আপনি শুধু মাত্র দুটি অ্যাপ্লিকেশন ব্যবহার করে একটি প্রফেশনাল মেয়ে কন্ঠে নিজের নামে রিংটোন বানান ।

 নিজের নামে রিংটোন ডাউনলোড

নিজের নামের রিংটোন তৈরি করে কিভাবে ডাউনলোড করবেন সম্পূর্ণ পদ্ধতি আপনাদের সাথে আলোচনা করেছি। সহজেই কিভাবে আপনারা নিজের নামে মেয়ে কন্ঠে রিংটোন তৈরি করতে পারবেন বিনামূল্যে এই পদ্ধতিতে।  শুধুমাত্র আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটি ব্যবহার করে।

এছাড়া আপনারা ইউটিউব থেকে এই ভিডিওটি দেখে সম্পূর্ণ পদ্ধতি ভালোভাবে বুঝতে পারবেন। ভিডিওটি দেখতে পাবেন আপনারা Techno Dipu ইউটিউব চ্যানেলে। 

ইউটিউবে এই ভিডিওটি

তবে ভিডিওটি দেখার আগে অবশ্যই উপরে দেওয়া লিঙ্ক থেকে অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করে নিবেন। মেয়ে কন্ঠে নিজের নামে রিংটোন তৈরি করা বিষয় যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট এর মাধ্যমে জানান। 

About Sharo Place Desk

দীর্ঘদিন যাবত টেকনোলজি রিলেটেড কার্যক্রমের সাথে জড়িত আছি। আমার অভিজ্ঞতা থেকে এই ওয়েবসাইটটিতে টেকনোলজি, অনলাইন ইনকাম, টিপস এবং ট্রিকস, ই সার্ভিস, রিভিউ ও ব্যবসা রিলেটেড আর্টিকেল লেখালেখি করি।

Check Also

ইমো একাউন্ট খোলার নিয়ম

মোবাইল নাম্বার ছাড়া ইমু খোলার নিয়ম

সাধারণত আমরা প্রিয়জনদের সাথে যোগাযোগ রক্ষায় ইমু ব্যবহার করি। তবে অনেক সময় নিজেদের নাম্বার দিয়ে …

3 comments

  1. মাই নেম ইজ সোহেল রানা

    হ্যালো আমি তোমার রানা বলছি কাছে আসো খুব কাছে আসো। তারপর পিসফিস করে বল আরো ভালোবাসবো তোমায়

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।