শনিবার , ডিসেম্বর 21 2024
bnen
Breaking News

মোবাইল নাম্বার ছাড়া ইমু খোলার নিয়ম

সাধারণত আমরা প্রিয়জনদের সাথে যোগাযোগ রক্ষায় ইমু ব্যবহার করি। তবে অনেক সময় নিজেদের নাম্বার দিয়ে ইমু অ্যাকাউন্ট খোলার কারণে, উক্ত নাম্বারে অনেকে মেসেজ দিয়ে অথবা কল দিয়ে বিরক্ত করে। এই লেখাটিতে নাম্বার ছাড়া ইমু খোলার নিয়ম সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানানো হবে।

বর্তমানে বাংলাদেশের ভিডিও কলিং মোবাইল অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে ইমু (imo) অন্যতম। ইমু অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ ফ্রিতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে একাউন্ট তৈরি করে ব্যবহার করতে পারবেন।

ইমু অ্যাকাউন্ট তৈরি করার জন্য একটি সচল মোবাইল নাম্বার প্রয়োজন হয়। তবে নিজের মোবাইল নম্বর দিয়ে ইমু একাউন্ট খোলার ফলে, ইমু থেকে আমাদের নাম্বার সংগ্রহ করে অনেক আজেবাজে লোক ডিস্টার্ব করে। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এই সমস্যাটি বেশি দেখা যায়।

এই সমস্যা থেকে কিভাবে মুক্তি পাবেন। আপনার নিজের নাম্বার ব্যতীত একটি ভার্চুয়াল নাম্বার দিয়ে কিভাবে ইমু একাউন্ট তৈরি করবেন, এর সম্পূর্ণ প্রসেস নিয়ে আজকের লেখাটিতে বিস্তারিত আলোচনা করা হবে।

নাম্বার ছাড়া ইমু খোলার নিয়ম

নাম্বার ছাড়া ইমু একাউন্ট খোলার জন্য গুগল প্লে স্টোর থেকে Secure Messenger safeUM অ্যাপসটি ডাউনলোড করে, অ্যাকাউন্ট সাইন ইন করুন। এরপরে সবগুলো সেটিং ওকে করে Try Free Trial বাটনে ক্লিক করুন।

তারপরে Secure Messenger safeUM অ্যাপস থেকে আপনাকে একটি ভার্চুয়াল নাম্বার দেয়া হবে, উক্ত নাম্বারটি কপি করে রাখুন। পরবর্তীতে ইমু একাউন্ট খোলার অপশনে গিয়ে, অ্যাপস থেকে পাওয়া ভার্চুয়াল নাম্বারটি প্রদান করে আপনার নাম্বার গোপন রেখে ইমু একাউন্ট খুলতে পারবেন।

সংক্ষিপ্ত পদ্ধতিঃ

  • প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে Secure Messenger safeUM মোবাইল অ্যাপসটি ডাউনলোড করুন।
  • এরপরে Secure Messenger safeUM অ্যাপসের সকল পারমিশন Allow করুন।
  • এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে, নতুন একাউন্ট করার জন্য Sign up new account / Create account বাটনে ক্লিক করুন।
  • এখানে একটি ইউজার নেইম ও পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে নিবেন।
  • তারপরে যদি প্রিমিয়াম প্যাকেজ কিনতে না চান তাহলে Try Free Trial বাটনে ক্লিক করুন।
  • এরপরে অ্যাপস থেকে আপনাকে একটি ভার্চুয়াল নাম্বার প্রদান করা হবে, সেটি কপি করে রাখুন অথবা লিখে রাখুন।

আপাতত Secure Messenger safeUM অ্যাপস এর কাজ শেষ। এরপরে আমাদের ইমুতে প্রবেশ করে একটি নতুন একাউন্ট রেজিস্টার করতে হবে। ইমু একাউন্ট করার নিয়ম সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

Note: নাম্বার ব্যতীত কখনো ইমু একাউন্ট খোলা সম্ভব নয়। তবে নিজের নাম্বার লুকিয়ে, একটি ভার্চুয়াল নাম্বার দিয়ে ইমু একাউন্ট খুলতে পারেন। ভার্চুয়াল নাম্বার দেয়ার ফলে অপরিচিত (Unknown) কেউ আপনাকে ডিস্টার্ব করতে পারবে না।

জানতে পারেনঃ টেলিটক সিম কেনার উপায়।

ইমু একাউন্ট খোলার নিয়ম

ইমু অ্যাকাউন্ট খোলার জন্য গুগল প্লে স্টোর থেকে imo video calls and chat মোবাইল অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করুন। অ্যাপসটি ওপেন করার পরে কল পারমিশন চাইবে, এটি “Allow” করে দিবেন। এরপরে আপনার মোবাইল নাম্বার দিয়ে OTP ভেরিফিকেশনের মাধ্যমে ইমু একাউন্ট তৈরি করুন।

বর্তমানে ইমু একাউন্ট খোলার পদ্ধতি খুবই সহজ। আপনি শুধুমাত্র কয়েকটি ধাপ অতিক্রম করে সহজেই ইমু একাউন্ট খুলতে পারবেন। ইমু একাউন্ট করার জন্য প্রথমে গুগল প্লে স্টোর থেকে imo (imo video calls and chat) অ্যাপসটি ডাউনলোড করে নিবেন।

এরপরে imo অ্যাপসটি ওপেন করুন, যদি কোন ধরনের পারমিশন চায় তাহলে Allow করে দিবেন। তারপরে আপনার মোবাইল নাম্বার প্রদান করুন। আপনারা যারা Secure Messenger safeUM অ্যাপের সাহায্যে ভার্চুয়াল নাম্বার সংগ্রহ করেছেন, সেটি প্রদান করুন।

নাম্বার ছাড়া ইমু খোলার নিয়ম

এরপরে সঠিকভাবে কান্ট্রি কোড সিলেক্ট করে, নীল টিক মার্ক বাটনে ক্লিক করুন। তারপরে উক্ত নাম্বারে এসএমএস এর মাধ্যমে অথবা সরাসরি কল দিয়ে OTP ভেরিফিকেশন করা হবে। যদি এসএমএস আসে সেক্ষেত্রে, এসএমএসে থাকা কোডটি বসিয়ে OTP ভেরিফিকেশন কমপ্লিট করুন।

তারপরে আপনার ইমু একাউন্টের জন্য একটি নাম বাছাই করতে হবে। Full name বক্সে আপনার নাম বসিয়ে Done বাটনে ক্লিক করুন। উপরের ছবিটিতে অপশনগুলো লাল বর্ডার দিয়ে মার্ক করা আছে।

নাম্বার ছাড়া ইমু খোলার নিয়ম

তারপরে আপনার ইমু একাউন্টের জন্য একটি Avatar বা প্রোফাইল পিকচার সিলেক্ট করে Done বাটনে ক্লিক করুন। এরপরে পরবর্তীতে লগইনের জন্য এবং ইমু একাউন্টের সিকিউরিটির জন্য একটি পাসওয়ার্ড বসিয়ে টিক মার্ক বাটনে ক্লিক করুন। আপনারা চাইলে Skip বাটনে ক্লিক করে, অপশনটি এড়িয়ে যেতে পারেন।

হয়ে গেল আপনার ইমু একাউন্ট খোলা। ইমু একাউন্ট খোলার পদ্ধতি অনেক সহজ, আপনারা উক্ত পদ্ধতি অবলম্বন করে খুব সহজেই আপনার মোবাইল নাম্বার অথবা একটি ভার্চুয়াল নাম্বার দিয়ে ইমু একাউন্ট তৈরি করতে পারবেন।

সংক্ষিপ্ত পদ্ধতিঃ

  • প্লেস্টোর থেকে ইমু অ্যাপস ডাউনলোড করে ওপেন করুন।
  • কোন ধরনের পারমিশন চাইলে তা এলাউ করুন।
  • এরপরে আপনার মোবাইল নাম্বার বসিয়ে কান্ট্রি কোড সিলেক্ট করে, নীল টিক মার্কে ক্লিক করুন।
  • এসএমএস অথবা কলের মাধ্যমে আপনার নাম্বারটি ভেরিফাই করা হবে।
  • তারপরে আপনার ইমু একাউন্টের নাম বাছাই করুন।
  • তারপরে ইমু একাউন্টের জন্য একটি প্রোফাইল পিকচার সিলেক্ট করুন।
  • ইমু একাউন্টের সিকিউরিটির জন্য একটি পাসওয়ার্ড বসিয়ে দিন।

ইমু ডাউনলোড হচ্ছে না কেন

ইমু ডাউনলোড না হওয়ার অনেকগুলো কারণ হতে পারে যেমন: হয়তোবা আপনার ফোনে Internet জনিত কোন সমস্যা আছে, অথবা আপনার ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছে। প্রথমে এই বিষয়গুলো একটু চেক করবেন।

যদি এগুলো ঠিক থাকে তারপরেও প্লেস্টোর থেকে ইমু অ্যাপস ডাউনলোড না হয় তাহলে আপনারা https://imo.im/ ওয়েবসাইটে প্রবেশ করে, এখান থেকে সরাসরি ইমু অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন।

এছাড়াও অনেক সময় বিভিন্ন কারণে কান্ট্রি ব্লক হওয়ায় ইমু অ্যাপস ডাউনলোড হয় না। সেক্ষেত্রে আপনারা প্লে স্টোর থেকে একটি ভিপিএন ডাউনলোড করে, অন্য কান্ট্রির আইপি কানেক্ট করে ইমু অ্যাপস ডাউনলোড করতে পারেন।

শেষকথা

সম্মানিত পাঠক বৃন্দ আশা করি নাম্বার ছাড়া ইমু খোলার নিয়ম সম্পর্কে জানতে পেরেছেন। বর্তমানে অনেকেই বখাটেদের হাত থেকে রক্ষা পেতে নাম্বার ছাড়া ইমু একাউন্ট খোলার চাচ্ছে। আশাকরি আমাদের এই লেখাটি আপনাদের জন্য খুবই উপকারী হবে।

FAQs

ইমো সফটওয়্যার ডাউনলোড?

ইমো সফটওয়্যার ডাউনলোড করার জন্য প্লেস্টোরে গিয়ে imo video calls and chat লিখে সার্চ করুন অথবা গুগলে গিয়ে IMO apps download লিখে সার্চ করলে ইমো অ্যাপসটি পেয়ে যাবেন।

নিজের নাম্বার লুকিয়ে ইমু একাউন্ট খোলা যায়?

হ্যাঁ যায়, আপনার নিজের নাম্বার ব্যতীত একটি ভার্চুয়াল মোবাইল নাম্বার দিয়ে ইমু একাউন্ট খুলতে পারবেন। এই সম্পর্কে পুরো আর্টিকেলটিতে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

About Sharo Place Desk

দীর্ঘদিন যাবত টেকনোলজি রিলেটেড কার্যক্রমের সাথে জড়িত আছি। আমার অভিজ্ঞতা থেকে এই ওয়েবসাইটটিতে টেকনোলজি, অনলাইন ইনকাম, টিপস এবং ট্রিকস, ই সার্ভিস, রিভিউ ও ব্যবসা রিলেটেড আর্টিকেল লেখালেখি করি।

Check Also

গজল লেখা ছবি

গজল লেখা ছবি ডাউনলোড করুন

প্রিয় বন্ধুরা আসসালামুআলাইকুম গজল লেখা ছবি কিভাবে ডাউনলোড করবেন তার পদ্ধতি দেখানো হবে এই লেখাটিতে। …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।