রবিবার , ডিসেম্বর 22 2024
bnen
Breaking News

আইপিএস এর ব্যাটারি গরম হয় কেন

এই আর্টিকেলটির মাধ্যমে আইপিএস এর ব্যাটারি গরম হয় কেন এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

সাধারণত অতিরিক্ত চার্জিং এর ফলে এবং অনেক সময় আইপিএস ব্যবহারের ফলে IPS এর ব্যাটারি গরম হয়। এর বাহিরেও আইপিএস এর ব্যাটারি বা মেশিনে যদি কোন ধরনের ত্রুটি থাকে সেক্ষেত্রেও ব্যাটারি গরম হতে পারে।

এই লেখাটির মাধ্যমে আপনারা জানতে পারবেন আইপিএস এর ব্যাটারি গরম হয় কেন এবং আইপিএসের ব্যাটারি গরম হলে আপনাদের করনীয় কি? এই সম্পর্কে। চলুন আজকের লেখাটির মূল আলোচনা শুরু করি।

আইপিএস কি?

আইপিএস (IPS) হলো এমন একটি ডিভাইস যেটাতে বিদ্যুৎ সংগ্রহ করে রাখা হয়। তথা বিদ্যুৎ থাকা অবস্থায় এই ডিভাইসটি চার্জ সংগ্রহ করে, পরবর্তীতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে ডিভাইসটিতে থাকা বিদ্যুতের মাধ্যমে বৈদ্যুতিক লোডগুলো বা যন্ত্রগুলো চলমান থাকে।

কতক্ষন সেই যন্ত্রগুলো চলবে সেটা নির্ভর করে আইপিএস এর ব্যাটারির ক্ষমতার উপর। কিন্তু অনেক সময় আমরা দেখি আইপিএস অল্প সময়েই অনেক বেশি গরম হয়ে যায় বা যতটুকু বিদ্যুৎ সরবরাহ করা দরকার ঠিক ততটুকু করেনা।

বর্তমান সময়ে এসে লোডশেডিং সমস্যার শিকার কম বেশি সবাই। এই সমস্যা থেকে মুক্তির আশায় অনেকে আইপিএস ব্যবহার শুরু করেছে। আইপিএস এর পূর্ণরূপ হলো (Instant Power Supply)

আইপিএস এর সুবিধা

  • সচরাচর বাসাবাড়িতে বা অফিসে দৈনিন্দন সময় অধিক পরিমানে লোডশেডিং এর কারণে আইপিএস খুব ভালো বৈদ্যুতিক সাপোর্ট দেয়।
  • আইপিএস অনেক বেশি নিরাপদ এবং ঝুঁকিমুক্ত একটি ডিভাইস।
  • আইপিএস ব্যাবহারে কোনো রকম বাহ্যিক জ্বালানি ব্যবহার করা হয় না যার ফলে এটা ব্যাবহারে খরচ অনেক কম।
  • আইপিএস ব্যবহার করা অনেক বেশি সহজ তাই বর্তমানে হাসপাতাল, ব্যাংক বা বড় বড় প্রতিষ্ঠানে এর ব্যবহার বেশি দেখা যায়।

আইপিএস এর ব্যাটারি গরম হয় কেন

আইপিএস এর ব্যাটারি গরম হওয়ার অনেক কারণ রয়েছে, তারমধ্যে সবথেকে বেশি যেই সমস্যাটি হয় সেটি হল অতিরিক্ত চার্জিং ও ওভারলোডিং। এছাড়াও ত্রুটিযুক্ত ব্যাটারি ব্যবহারের ফলে IPS গরম হতে পারে। আইপিএস এর ব্যাটারি গরম হওয়ার কয়েকটি কারণ নিচে উল্লেখ করা হলো।

অতিরিক্ত চার্জিং ও ডিসচার্জিং: বিদ্যুৎ থাকা অবস্থায় আইপিএস এর ব্যাটারিতে চার্জ হয়। তবে বারবার বিদ্যুৎ আসা-যাওয়ার ফলে IPS এর ব্যাটারির চার্জিং ডিসকানেক্ট হয় এবং পুনরায় চার্জিং কানেক্ট হয়। এতে আইপিএস এর ব্যাটারি গরম হওয়ার সম্ভাবনা থাকে।

ওভারলোডিং: একটি ব্যাটারি কত ভোল্টের যন্ত্রপাতি চালাতে সক্ষম সেটা ব্যাটারির গায়ে লেখা থাকে। কিন্তু অনেকেই তার থেকে বেশি ভোল্টের যন্ত্রপাতি ব্যবহার করে, ফলে সেই যন্ত্রটা চলে ঠিকই কিন্তু IPS এর ব্যাটারির উপর অনেক বেশি প্রেসার পরে যার জন্য সেই ব্যাটারি গরম হয়ে যায়।

আরো জানতে পারেনঃ আইপিএস ও ইউপিএস এর মধ্যে পার্থক্য।

উচ্চ তাপমাত্রা: ঘরের কোন স্থানে আইপিএস বসিয়েছেন সেটাও অনেক বড় একটা কারণ হতে পারে। যেখানে তাপমাত্রা অনেক বেশি যেমন রান্না ঘরে, বাড়ির ছাদে বা বাইরের সূর্যের আলো অনেক বেশি পরিমানে থাকে সেখানে যদি আইপিএস রাখা হয় তাহলে বাইরের উষ্ণ তাপমাত্রার কারণে ব্যাটারি গরম হয়ে যায়।

ত্রুটিপূর্ণ ব্যাটারি: ব্যাটারিতে অভ্যান্তরিন কোনো সমস্যা থাকলে যেমন শর্ট সার্কিট বা অন্য কোনো ত্রুটি থাকলে সেই ব্যাটারি অধিক গরম হয়ে যায়। এরকম ব্যাটারিগুলো আমাদের জন্য অনেক বেশি বিপদজনক।

উপরোক্ত যেকোনো একটি সমস্যার কারণে আপনার আইপিএস অধিক গরম হয়ে যেতে পারে। এবার চলুন জেনে নেই IPS অধিক গরম হলে আমাদের করণীয় কি।

আইপিএস গরম হলে করণীয়

আইপিএস গরম হলে সর্বপ্রথম করণীয় হলো ইলেক্ট্রোলাইড স্তর পরীক্ষা করা। তাছাড়া ব্যাটারিতে পর্যাপ্ত পরিমানে আলোবাতাস যাচ্ছে কিনা সেটা চেক করা। এবং IPS ব্যাটারির টার্মিনাল ২ টিতে কোন ধরনের লুচ কানেকশন আছে কিনা তা চেক করা।

ব্যাটারির ইলেক্ট্রোলাইড স্তর পরীক্ষা: আইপিএসের মধ্যে থাকা তরল পদার্থকে ইলেক্ট্রোলাইড স্তর বলে। এই স্তরটা পরীক্ষা করার জন্য আইপিএসের বোতাম খুলে ফেলুন এবং ভেতরে থাকা ছোট ছোট কোষ গুলো দেখতে একটি টর্চ লাইট ব্যবহার করুন।

ইলেক্ট্রোলাইড তরল সাধারণত প্লেটের স্তর পর্যন্ত থাকে, যদি আপনার আইপিএসে তরল প্লেটের নিচে থাকে তাহলে ব্যাটারির পানি দিয়ে প্লেটের স্তর পর্যন্ত পূরণ করুন।

ব্যাটারির টার্মিনাল পরিষ্কার করুন: আইপিএস এর টার্মিনাল গুলোর উপর জং এসে ক্ষতিগ্রস্ত হতে পারে, এর ফলে ব্যাটারি গরম হওয়ার সম্ভাবনা রয়েছে। একটি ব্রাশ দিয়ে ঘসে সুন্দরভাবে সেগুলো পরিষ্কার করতে হবে এবং প্রয়োজনে পেট্রোলিয়াম জেলি একটি পাতলা আবরণের মতো করে লাগিয়ে দিতে হবে।

আলো বাতাস সঞ্চারণ: আইপিএস এমন জায়গায় রাখতে হবে যেখানে পর্যাপ্ত পরিমানে আলো বাতাসের চলাচল রয়েছে। বাতাস না থাকলে সেখানে অক্সিজেনের মাত্রা কমে যায় এবং তাপ উৎপন্ন হয় যার ফলে ব্যাটারি গরম হয়ে যায়।

ব্যাটারি পরিবর্তন করুন: ব্যাটারি অনেক বেশি পুরোনো হয়ে গেলে বা ভেতরে কোনো যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেই ব্যাটারি বেশি লোড নিতে পারেনা, যার ফলে অল্পতেই অনেক বেশি গরম হয়ে যায়। তাই আইপিএসের ব্যাটারি বেশি পুরনো হলে পরিবর্তন করে নেয়া শ্রেয়। নতুন আইপিএস এর ব্যাটারির দাম সম্পর্কে জানতে পারেন।

উপরের সবগুলো স্তর পরীক্ষা নিরীক্ষা করার পরেও যদি আপনার IPS এর ব্যাটারি গরম হয় বা ভালো ফলাফল না পান তাহলে অবশ্যয় একজন ইলেক্ট্রিক এক্সপার্ট এর সাথে যোগাযোগ করুন এবং তার পরামর্শ অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করুন।

শেষ কথা

সম্মানিত পাঠকবৃন্দ, আশাকরি আইপিএস এর ব্যাটারি গরম হয় কেন এবং আইপিএসের ব্যাটারি গরম হলে করনীয় কি এই সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। আপনার ঘরে থাকা আইপিএসে যদি এই ধরনের কোন সমস্যা হয়ে থাকে, এবং অন্য কোন উপায়ে সমাধান করেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন।

FAQs

আইপিএস এর ব্যাটারি দ্রুত গরম হওয়ার কারণ?

আইপিএস এর ব্যাটারি অনেক পুরনো হয়ে গেলে অথবা অতিরিক্ত চার্জিং ও ওভারলোডিং এর কারণে আইপিএস এর ব্যাটারি দ্রুত গরম হতে পারে।

উষ্ণ আবহাওয়ায় আইপিএস রাখা কি সঠিক?

কখনোই না, উষ্ণ আবহাওয়ায় আইপিএস রাখার ফলে, কিছু সময় ব্যবহারের পরে আইপিএস এর ব্যাটারি গরম হয়ে যাবে। ঠান্ডা স্থানে এবং আলো বাতাস চলাচল করে এমন স্থানে IPS রাখা উত্তম।

About Sharo Place Desk

দীর্ঘদিন যাবত টেকনোলজি রিলেটেড কার্যক্রমের সাথে জড়িত আছি। আমার অভিজ্ঞতা থেকে এই ওয়েবসাইটটিতে টেকনোলজি, অনলাইন ইনকাম, টিপস এবং ট্রিকস, ই সার্ভিস, রিভিউ ও ব্যবসা রিলেটেড আর্টিকেল লেখালেখি করি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।