শনিবার , ডিসেম্বর 21 2024
bnen
Breaking News

ইনস্টাগ্রাম নিয়ে আসলো আরও আকর্ষণীয় সকল ফিচারস

ইনস্টাগ্রাম বর্তমান সময়ে খুব জনপ্রিয় একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম । রিসেন্টলি ইন্সট্রাগ্রাম ব্যবহারকারীদের জন্য নুতন একটি আপডেট আনতে যাচ্ছে ।  যেই আপডেটের মাধ্যমে ইনস্টাগ্রাম নিয়ে আসলো আরও আকর্ষণীয় সকল ফিচারস । ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা খুব সুন্দর সুন্দর ও আকর্ষণীয় কিছু ফিচার উপভোগ করতে পারবে । ইন্সটাগ্রাম এর নতুন আপডেট গুলো কিভাবে পাবেন এবং কি কি আকর্ষণীয় ফিচার নিয়ে আসছেন ইনস্টাগ্রাম সে সম্পর্কে জানতে পুরো লেখাটা মনোযোগ দিয়ে পড়ুন। 

ইনস্টাগ্রাম কি 

ইনস্টাগ্রাম হলো একটি অ্যাপ্লিকেশন ,  এই অ্যাপ্লিকেশনটি আপনি মোবাইল কম্পিউটার ল্যাপটপ সব জায়গাতে ব্যবহার করতে পারবেন । বর্তমান সময়ের সেরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোর মধ্যে অন্যতম একটি সেরা প্ল্যাটফর্ম হচ্ছে ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামে আমরা অন্য সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এর মত  ছবি বা ভিডিও শেয়ার করতে পারি এবং  মেসেজিং করতে পারি ।

ইন্সটাগ্রাম এর  মালিকাধীন কম্পানি হচ্ছে মেটা –  এই অ্যাপ্লিকেশনটি  মেটা কোম্পানি দ্বারা পরিচালিত হয় । বর্তমানে খুব জনপ্রিয় হয়ে উঠেছে ইনস্টাগ্রাম পৃথিবীর কয়েক কোটি মানুষ ইনস্টাগ্রাম ব্যবহার করছে  আজকে আমাদের আলোচনার মূল উদ্দেশ্য হলো  “ ইনস্টাগ্রাম নিয়ে আসলো আরও আকর্ষণীয় সকল ফিচারস ” এ সম্পর্কে।

ইনস্টাগ্রাম নিয়ে আসলো আরও আকর্ষণীয় সকল ফিচারস
ইনস্টাগ্রাম নিয়ে আসলো আকর্ষণীয় সকল ফিচারস

ইনস্টাগ্রামের আকর্ষণীয় সকল ফিচার

বর্তমান সময়ে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে ইনস্টাগ্রাম ।  তাদের জনপ্রিয়তা কে ধরে রাখতে ইনস্টাগ্রাম প্রতিনিয়ত/ কিছুদিন পর পর নুতন নুতন অনেক ফিচার এড করছে । যেগুলো খুব দর্শকপ্রিয় ও ব্যবহারকারীদের সুবিধার্থে  অ্যাড করা হচ্ছে । ইন্সটাগ্রাম এর মাধ্যমে আমরা ইচ্ছামতন আমাদের বন্ধু বা পরিবার-পরিজন এর কাছে যত খুশি তত ছবি বা ভিডিও শেয়ার করতে পারব। 

ফেসবুক ইত্যাদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোর মত ইনস্টাগ্রামে মেসেজিং তথা তথ্য আদান-প্রদান সিস্টেম চালু করা হয়েছে । ইনস্টাগ্রাম তাদের ব্যবহারকারীদের জন্য নিত্য নতুন যে সকল ফিচার নিয়ে আসছে তা ব্যবহারকারীদের খুব পছন্দ হচ্ছে এজন্য বর্তমানে ইনস্টাগ্রামের ব্যবহারকারীর সংখ্যা বেড়েই চলেছে। 

বিকাশ থেকে 125 টাকা ফ্রিতে 

আকর্ষণীয় সকল ফিচারস নিয়ে আসলো ইনস্টাগ্রাম

বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টি । ইনস্টাগ্রাম মেটা কোম্পানি দ্বারা পরিচালিত হয় । ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের সুবিধার্থে সম্প্রীতি কিছু নুতন ফিচারস নিয়ে আসছেন –   যা  ইতিমধ্যে  ব্যবহারকারীদের মাঝে সাড়া ফেলে দিয়েছে । বর্তমানে এই ফিচারগুলো সব জায়গায় এভেলেবেল করা হয়নি  কিন্তু অতি শীঘ্রই এগুলো সব জায়গায় এভেলেবেল করে দেয়া হবে ।

আজকের লেখাটিতে ইনস্টাগ্রামের সেই নতুন ও আকর্ষণীয় ফিচার গুলো সম্পর্কে আলোচনা করা হবে । আজকের আলোচনার মূল উদ্দেশ্য হলো ইনস্টাগ্রাম নিয়ে আসলো আরও আকর্ষণীয় সকল ফিচারস। এবং এই সকল ফিচারস গুলোর মাধ্যমে ব্যবহারকারীরা কিভাবে উপকৃত হতে পারে। 

ইনস্টাগ্রামের নতুন ফিচারস গুলো

ব্যবহারকারীদের সুবিধার্থে ইনস্টাগ্রাম সম্প্রতি নতুন কিছু ফিচার নিয়ে এসেছে কিন্তু ফিচারস গুলো এখনো পুরো বিশ্বে এভেলেবেল করে দেয়া  অতি শীঘ্রই পৃথিবীর সব জায়গায় এভেলেবেল করে দেয়া হবে। ইনস্টাগ্রাম যেসকল ফিচারস নিয়ে এসেছে সেগুলো হলো ।

  • মেসেজিং সিস্টেম আপডেট

আপনি যখন ইন্সটাগ্রাম এর মাধ্যমে কারো সাথে ম্যাসেজে চ্যাট করছেন  তখন কোনো কাজে আপনি অন্য কোন ব্রাউজার এ গেলেন –  তখন যদি আপনি তার সাথে চ্যাট চালিয়ে যেতে চান তাহলে আবার আপনাকে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটির ভিতরে প্রবেশ করতে হবে । কিন্তু বর্তমানের নতুন আপডেট এর ফলে আপনি ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশন এর ভিতরে প্রবেশ না করে আপনার চ্যাট চালিয়ে যেতে পারবেন । এইটা সম্ভবত পপ-আপ আকারে বা নোটিফিকেশন আকারে উপরে শো করবে । 

  • রি শেয়ার অপশন

সম্প্রতি আপডেট  এ ইনস্টাগ্রাম নতুন একটি ফিচার নিয়ে আসছে আর সেটি হল রি শেয়ার অপশন।  এর মাধ্যমে আপনি কোন ইনস্টাগ্রাম ব্যবহারকারীর যেকোনো কনটেন্ট পুনরায় শেয়ার করতে পারবেন।  যেমন আমরা ফেসবুকে একজনার কনটেন্ট শেয়ার অপশন এর মাধ্যমে নিজেদের একাউন্টে শেয়ার করতে পারি

ঠিক তেমনি এখন থেকে ইনস্টাগ্রামেও ‍রি-শেয়ার অপশনটি চালু হতে যাচ্ছে ।  নতুন এই ফিচারটি ব্যবহার কারীদের জন্য অনেক হেল্পফুল হবে কারণ কোন পোস্ট বা কনটেন্ট ভালো লাগলে আমরা ওখান থেকে সরাসরি নিজেদের   অ্যাড ফ্রেন্ডের সাথে  শেয়ার করতে পারব ।

  • লোফার অপশন

সম্প্রতি আপডেটে ইনস্টাগ্রাম লোফার নামক এই অপশনটি  অ্যাড করবেন । এই অপশনটির মাধ্যমে আমরা আমাদের কনভারসেশন অনেক বেশি পার্সোনাল রাখতে পারব ।  এটি ব্যবহারকারীদের সিকিউরিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়েছে । এই অপশনটি দ্বারা আমাদের কনভারসেশন  বেশি পার্সোনাল হয়ে থাকবে ।

  • অ্যাক্টিভ ফ্রেন্ডস শো 

ইনস্টাগ্রাম ব্যবহার এই ফিচারটি আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ । অ্যাক্টিভ ফ্রেন্ডস শো এই অপশনটির মাধ্যমে আমরা আমাদের ইনস্টাগ্রামে থাকা বন্ধুদের মধ্যে কে অনলাইনে আছে  সেটা তালিকা হিসেবে উপরে দেখতে পারবো । যেমন আমরা ফেসবুক মেসেঞ্জার এর মাধ্যমে একটিভ ফ্রেন্ড দের উপরে দেখতে পাই ঠিক একইভাবে ইনস্টাগ্রামে ও আমরা  অ্যাক্টিভ পিপল দেখতে পাবো। এই ফিচারটি ব্যবহার কারীদের  ব্যাপক সুবিধা প্রদান করবে । কষ্ট করে পুরো চেটলিস্ট ঘাটতে হবে না একটিভ ফ্রেন্ড দেখার জন্য আমরা সহজেই উপরে দেখতে পাবো । 

  • সাইলেন্ট মেসেজ পাঠানো

আমরা অনেক সময় গেম খেলে থাকি  বা কোন গুরুত্বপূর্ণ কাজ করতে থাকি তখন যদি কোন ধরনের মেসেজ আসে তাহলে আমরা বিরক্ত হই  এবং আমাদের কাজে ব্যাঘাত ঘটে । এই সমস্যার সমাধান করতে ইনস্টাগ্রাম অতি শীঘ্রই সাইলেন্ট  মেসেজ পাঠানো যাবে এমন একটি ফিচার এড করতে যাচ্ছে ।

এই ফিচারটি ব্যবহারের মাধ্যমে আমরা যদি কাউকে ইনস্টাগ্রামে মেসেজ করতে চাই আমরা চাইলে তাকে সাইলেন্ট মেসেজ পাঠাতে পারে – এর ফলে  তার কাজে কোনো ব্যাঘাত ঘটবে না এবং সে বিরক্ত হবে না ।  বিশেষ করে আমার কাছে এই ফিচারটি অনেক ভালো লেগেছে  এর মাধ্যমে আমরা ব্যাপক ভাবে উপকৃত হব ।

  • গ্রুপ চ্যাট এর সুবিধা

অন্য সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন  মেসেঞ্জার , হোয়াটসঅ্যাপ,  টেলিগ্রাম  ইত্যাদি  এর মত এখন থেকে আমরা ইনস্টাগ্রামেও গ্রুপ চ্যাট করতে পারব ।  ব্যবহারকারীদের জন্য এই ফিচারটি অনেক কার্যকারী হবে ।  আমরা খুব সহজে অনেক জন ব্যবহারকারী একসাথে একটি গ্রুপের মাধ্যমে এড হয় চ্যাটিং করতে পারবো ।  ইনস্টাগ্রামের এইসকল ফিচারস গুলোর  জন্য  দিন দিন এর ব্যবহারকারীর সংখ্যা বেড়েই চলেছে ।

  •  মিউজিক সুবিধা 

স্পটিফাই ও অ্যামাজন মিউজিক এর সাথে ইনস্টাগ্রাম যুক্ত হতে যাচ্ছে । এর ফলে ব্যবহারকারীরা  ও তার বন্ধুরা যে সকল মিউজিক শুনতে চাই আপনার চ্যাট থেকে একসাথে মিউজিক গুলো শুনতে পারবে।  এই অপশনটির মাধ্যমে ব্যবহারকারীদের ইনস্টাগ্রামে একঘেয়েমি দূর করবে । 

  • বয়স যাচাই এ ব্যবহারকারীদের নিরাপত্তা

ইনস্টাগ্রাম তাদের ব্যবহারকারীদের মধ্যে ১৮  বছরের কম বয়সী ব্যবহারকারীদের নিরাপত্তা দিতে এই ব্যবস্থা গ্রহণ করেছে । ইনস্টাগ্রাম খুব শীঘ্রই এমন একটি ফিচারস নিয়ে আসছেন যেটি  ব্যবহারের মাধ্যমে তারা ব্যবহারকারীদের বয়স চিহ্নিত করতে পারবেন । সম্ভবত এই ফিচারটি প্রোফাইল ফটো আপলোড অথবা পিকচার ভেরিফিকেশন এর মাধ্যমে কাজ করবে।

এই ফিচারটি দ্বারা অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের অজানা কন্টাক্ট থেকে প্রতিরোধ করতে অথবা বিজ্ঞানের সীমাবদ্ধতা  ইত্যাদি সুযোগ-সুবিধা পাবেন । এই ফিচারটি সম্পর্কে এখনো সম্পূর্ণ আপডেট পাওয়া যায়নি –  এটি সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারলে আপনাদের জানিয়ে  দিব ।

ইনস্টাগ্রামে আরও আকর্ষনীয় সকল ফিচারস –  ইনস্টাগ্রামের এই সকল নতুন ফিচার গুলো অতি দ্রুত সব জায়গায় চালু করার বিষয়ে কাজ করছেন এর মালিকাধীন কম্পানি মেটা । আশা করি অতি দ্রুত ফিচারস গুলো সব জায়গার ব্যবহারকারীরা এগুলোকে ব্যবহার করতে পারবেন। “বয়স যাচাই ও ব্যবহারকারীদের নিরাপত্তা” এ সম্পর্কে পরবর্তী কোন আপডেট আসলে আমরা অন্য একটি পোস্ট এর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব।

About Sharo Place Desk

দীর্ঘদিন যাবত টেকনোলজি রিলেটেড কার্যক্রমের সাথে জড়িত আছি। আমার অভিজ্ঞতা থেকে এই ওয়েবসাইটটিতে টেকনোলজি, অনলাইন ইনকাম, টিপস এবং ট্রিকস, ই সার্ভিস, রিভিউ ও ব্যবসা রিলেটেড আর্টিকেল লেখালেখি করি।

Check Also

জমির পুরাতন দলিল খুঁজে পাবেন মাত্র ৫০০ টাকায়! সব সালের

জমির পুরাতন দলিল খুঁজে পাবেন মাত্র ৫০০ টাকায়! সব সালের

আসসালামুআলাইকুম কেমন আছেন সবাই আমি আপনাকে আজকে এমন একটা পদ্ধতির কথা বলবো সেখানে আপনি আপনার …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।