মাত্র ৪০০০ টাকার মধ্যে 4g মোবাইল ফোন! অনেকেই বিশ্বাস করতে চায় না এত কম টাকায় কিভাবে এন্ড্রয়েড স্মার্টফোন পাওয়ার সম্ভব। এই লেখাটিতে আলোচনা করা হবে মাত্র ৪০০০ টাকা বাজেটের মধ্যে 4G কয়েকটি মোবাইল ফোন সম্পর্কে।
বর্তমানে মোবাইল তৈরিকারী কোম্পানিগুলো অল্প দামের মধ্যে বেশ দারুন ফিচার সহ অনেক আকর্ষণীয় মোবাইল ফোন লঞ্চ করে। তেমনি আজকে মাত্র ৪০০০ টাকার মধ্যে 4g মোবাইল ফোনগুলো সম্পর্কে আলোচনা করা হবে।
যদি আপনার মোবাইল ক্রয়ের বাজেট ৪ হাজার টাকা হয়, এক্ষেত্রে এই লেখাটি দেখা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ।
৪০০০ টাকার মধ্যে 4g মোবাইল ফোন
৪০০০ টাকার মধ্যে আকর্ষণীয় ফিচার যুক্ত 4G মোবাইল ফোনগুলো হল Realme C2s, Walton Primo E11 এবং Maximus P7 মডেলের স্মার্টফোনগুলি।
এই লেখাটিতে আলোচিত স্মার্ট ফোনগুলো মাত্র ৪ হাজার টাকা বাজেটের মধ্যে ক্রয় করতে পারবেন। আশা করি এই পোস্টটি দেখে আপনার জন্য অল্প বাজেটের মধ্যে কোন স্মার্টফোনটি সেরা তা বাছাই করতে পারবেন।
চলুন উপরে বর্ণনা করা Realme C2s, Walton Primo E11 এবং Maximus P7 মোবাইল ফোনগুলোর দাম এবং সম্পূর্ণ ফিচার জেনে নেই।
১.Realme C2s
আমাদের এই লিস্টের প্রথম নাম্বারে আছে Realme ব্র্যান্ডের Realme C2s স্মার্টফোনটি। স্মার্টফোনটিকে দেখে ৪০০০ টাকা বাজেট মনে হবে না। এর দুর্দান্ত ফিচারগুলো এবং আকর্ষণীয় লুক ব্যবহারকারীদের নজর কারে।
এই স্মার্টফোনটি সর্বপ্রথম বাংলাদেশে ২০২০ সালের জানুয়ারি মাসে লঞ্চ হয়, বর্তমান বাজারে স্মার্টফোনটি ডায়মন্ড ব্লাক কালারে পাওয়া যাচ্ছে।
বর্ণনাঃ Realme C2s স্মার্টফোনটিতে রয়েছে 2G,3G,4G নেটওয়ার্ক টেকনোলজির পাশাপাশি ডুয়েল সিম সিস্টেম সাপোর্টেড। এর ওজন ১৬৬ গ্রাম এবং পরিমাপ ১৫৪.৩ x ৭৩.৭ x ৮.৫ মিলিমিটার। আরো রয়েছে আইপিএস এলসিডি ৬.১ ইঞ্চি ৭২০ x ১৫০০ পিক্সেল রেজুলেশন এর ডিসপ্লে।
এই ফোনটি Android 9.0 (Pie); ColorOS 6.1 অপারেটিং সিস্টেমে রান করে, চিপসেট হিসেবে রয়েছে মিডিয়াটেক এমটি৬৭৬২ হেলিও পি২২, Octa-core 2.0 GHz Cortex-A53 প্রসেসর ও পাওয়ারভিয়ার জিই৮৩২০ জিপিইউ রয়েছে। এই ফোনটিতে সর্বোচ্চ ২৫৬ জিবি মাইক্রো এসডি কার্ড সাপোর্ট করবে।
সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ পোস্টঃ
Realme C2s স্মার্টফোনটিতে ৩২ জিবি স্টোরেজে (ROM) এর পাশাপাশি ৩ জিবি র্যাম রয়েছে। ফোনটির ক্যামেরা প্যানেলে রয়েছে ১৩+২ মেগাপিক্সেল ডুয়েল মেইন ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যা এলইডি ফ্ল্যাশ, প্যানেরোম, এইচডিআর ফিচার যুক্ত।
আকর্ষণীয় এই ফোনটিতে ৪০০০ এমএএইচ লিথিয়াম পলিমার পাওয়ারফুল ব্যাটারির পাশাপাশি মাইক্রো ইউএসবি ২.০, ৪.২ ব্লুটুথ, ৮০২.১১ ওয়াইফাই, মোবাইল হটস্পট সহ আরো অনেক ফিচার রয়েছে।
Realme C2s সম্পূর্ণ স্পেসিফিকেশনঃ
Display | 6.1 inches, HD+ 720 x 1560 pixels |
Battery | Lithium-polymer 4000 mAh |
Operating System (OS) | Android 9.0 (Pie); ColorOS 6.1 |
RAM | 3 GB |
ROM | 32 GB |
Processor | Octa-core 2.0 GHz Cortex-A53 |
Purchase Reference | Realme C2s |
২.Walton Primo E11
এই লিস্টের দ্বিতীয় নাম্বারে আছে ওয়ালটনের Walton Primo E11 স্মার্টফোনটি। এই মোবাইল ফোনটি সর্বপ্রথম বাংলাদেশে ২০২০ সালের জুলাই মাসে লঞ্চ হয়। এই মোবাইল ফোনটি Cyan, Electric Blue, Jet-Black ৩টি কালারে এভেলেবেল আছে।
বর্ণনাঃ এই স্মার্টফোনটিকে ডুয়েল মাইক্রো সিম সাপোর্টেড সহ 2G, 3G, 4G নেটওয়ার্ক কানেক্টিভিটি রয়েছে। এছাড়া আরও রয়েছে ওয়াইফাই, ৪.২ ব্লুটুথ, এ-জিপিএস, এফএম রেডিও, ২.০ ইউএসবি সহ আরো অনেক ফিচার। ডিসপ্লে প্যানেলে রয়েছে ৫.০ ইঞ্চি FWVGA ৮৫৪ x ৪৮০ পিক্সেল রেজুলেশনের টাচস্ক্রিন ডিসপ্লে।
এই মোবাইল ফোনটির ক্যামেরা স্লটে রয়েছে ৫ মেগাপিক্সেলের এলইডি ফ্ল্যাশ, বিএসআই ফিচার যুক্ত মেইন ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল এলইডি ফ্ল্যাশ, বিএসআই ফিচার যুক্ত সেলফি ক্যামেরা। এই ফোনটির ব্যাটারি প্যানেলে রয়েছে Lithium-ion 2000 mAh ব্যাটারি।
পারফরমেন্সের দিক থেকে বিবেচনা করলে এই মোবাইল ফোনটিতে রয়েছে মিডিয়াটেক চিপসেট, Quad-core, 1.3 GHz প্রসেসর, পাওয়ারভিয়ার জিই৮১০০ জিপিইউ, এই স্মার্টফোনটি Android Pie v9.0 (Go Edition) ইন্টারফেসে রান করে।
এই ফোনটিতে ১ জিবি র্যাম এর পাশাপাশি ১৬ জিবি স্টোরেজ রয়েছে। এই ফোনটিতে সর্বোচ্চ ৬৪ জিবি মেমোরি কার্ড সাপোর্টেড।
Walton Primo E11 সম্পূর্ণ স্পেসিফিকেশনঃ
Display | 5.0 inches, FWVGA 854 x 480 pixels |
Battery | Lithium-ion 2000 mAh |
Operating System (OS) | Android Pie v9.0 (Go Edition) |
RAM | 1 GB |
ROM | 16 GB |
Processor | Quad-core, 1.3 GHz |
Purchase Reference | Walton Primo E11 |
৩.Maximus P7
এই লিস্টের সর্বশেষ নাম্বারে রয়েছে ম্যাক্সিমাস ব্র্যান্ডের Maximus P7 স্মার্টফোনটি। ২০১৮ সালের ডিসেম্বর মাসের সর্বপ্রথম বাংলাদেশে এই ফোনটি লঞ্চ হয়। বর্তমানে ফোনটি সোনালী, কালো ও নীল কালারে পাওয়া যাচ্ছে।
তবে Maximus P7 স্মার্টফোনটি মোবাইল বাজারে এভেলেবেল পাবেননা, শুধুমাত্র GP Online Shop এবং Grameenphone Centers থেকে ক্রায় করতে পারবেন। এই ফোনটিতে ২৪০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
বর্ণনাঃ Maximus P7 স্মার্টফোনটিতে রয়েছে 2G, 3G, 4G নেটওয়ার্ক কানেক্টিভিটি, ৪.২ ব্লুটুথ, ওয়াইফাই, মোবাইল হটস্পট, ওটিজি, এফএম রেডিও, ২.০ ইউএসবি এবং ডুয়েল সিম সিস্টেম। এই মোবাইল ফোনটি Android Oreo v8.1 (Go Version) অপারেটিং সিস্টেমে পরিচালিত।
মোবাইল ফোনটির ক্যামেরা প্যানেলে রয়েছে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল মেইন ক্যামেরা। ডিসপ্লে প্যানেলে রয়েছে আইপিএস টাচস্ক্রিন ফিচার যুক্ত এইচডি ১২৮০ x ৭২০ রেজুলেশন এর ৫.০ ইঞ্চি ডিসপ্লে।
Maximus P7 ফোনটিতে Mediatek MTK6739 চিপসেট, Quad-core, 1.3 GHz প্রসেসর, PowerVR GE8100 জিপিইউ এর সাথে ১ জিবি র্যাম এবং ৮ জিবি স্টোরেজ (ROM) রয়েছে। এবং সর্বোচ্চ ৩২ জিবি এক্সটার্নাল স্টোরেজ/ মেমোরি কার্ড সাপোর্ট দিবে এই ফোনটি।
Maximus P7 সম্পূর্ণ স্পেসিফিকেশনঃ
Display | 5.0 inches, HD 1280 x 720 pixels |
Battery | Lithium-ion 2400 mAh |
Operating System (OS) | Android Oreo v8.1 (Go Version) |
RAM | 1 GB |
ROM | 8 GB |
Processor | Quad-core, 1.3 GHz |
Purchase Reference | Maximus P7 |
FAQs
বর্তমানে বাংলাদেশের ৪০০০ টাকার মধ্যে সব থেকে সেরা স্মার্টফোন হলো রিয়েলমি ব্র্যান্ডের Realme C2s মডেলের স্মার্টফোনটি। এই স্মার্টফোনটিতে ৪০০০ এমএএইচ লিথিয়াম পলিমার পাওয়ারফুল ব্যাটারি রয়েছে।
সাধারণত একটি স্মার্টফোনের কার্যকারিতা ও ফোনটি কেমন এটা সম্পূর্ণ নির্ভর করবে ফিচার এর উপরে। আপনি যত দাম দিয়ে স্মার্টফোন ক্রয় করবেন তত ভাল ফিচার থাকবে। তবে বর্তমানে ৪০০০ টাকার মধ্যে Realme C2s মোবাইল ফোনটিতে দারুন ফিচার ব্যবহার করা হয়েছে।