রবিবার , ডিসেম্বর 22 2024
bnen
Breaking News

এইমাত্র জানানো হলো Tecno Spark 10 5G, Spark 10 কোথায় লঞ্চ হবে

চলতি বছরে কিছুদিন আগে Tecno Spark 10 Pro গ্লোবাল মার্কেটে লঞ্চ করা হয়েছিল। সম্প্রতি Tecno কোম্পানি জানিয়েছে মিড রেঞ্জের মধ্যে Tecno Spark 10 Pro সিরিজের বিভিন্ন রেঞ্জের আরো কয়েকটি ফোন Tecno Spark 10 5G, Spark 10 বাজারে লঞ্চ হতে যাচ্ছে। এই তথ্য টেকনো কোম্পানি পুরোপুরি ভাবে নিশ্চিত করেছে।

এবং তারা আরো জানিয়েছে Tecno Spark 10 Pro সিরিজের কি কি মডেলের মোবাইল ফোনগুলো নতুন মার্কেটে আসবে। Tecno Spark 10 5G, Spark 10 কোথায়, Spark 10 C মডেলের মোবাইল ফোনগুলো চলতি বছরের মধ্যে বিভিন্ন দেশে লঞ্চ করা হবে।

বিশেষ করে সেলফি প্রেমীদের কাছে Tecno Spark 10 5G, Spark 10, Spark 10 C এই মোবাইল ফোন গুলো অনেক পছন্দনীয় হবে। কেননা Tecno Spark 10 Pro মোবাইল ফোনটি ইন্টারন্যাশনাল মার্কেটে লঞ্চ হওয়ার পর থেকে, সেলফির জন্য ব্যাপক পরিসরে সারা পাওয়া গেছে।

একইভাবে আশা করা যায় Tecno Spark 10 Pro সিরিজে Tecno Spark 10 5G, Spark 10, Spark 10 C মোবাইল ফোনগুলো ইন্টারন্যাশনাল মার্কেটে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। টেকনো কোম্পানি জানিয়েছে এই মডেলের মোবাইল ফোনগুলো সর্বপ্রথম আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশগুলোতে পাওয়া যাবে।

মোবাইল ফোনগুলো কবে লঞ্চ হবে

Tecno কোম্পানির পক্ষ থেকে Tecno Spark 10 Pro সিরিজের Tecno Spark 10 5G, Spark 10, Spark 10 C মডেলের নতুন স্মার্টফোনগুলো লঞ্চ হওয়ার তারিখ অফিসিয়াল ভাবে জানানো হয়নি। তবে Tecno কোম্পানি নিশ্চিত করেছে অতি শীঘ্রই ইন্টারন্যাশনাল মার্কেটে এবং পাশাপাশি কয়েকটি দেশে এই মোবাইল ফোনগুলো লঞ্চ করা হবে।

Tecno ব্র্যান্ডের এই স্মার্ট ফোন গুলো ইতিমধ্যে মোবাইল ফোন ব্যবহারকারীদের মাঝে সাড়া ফেলেছে। কিছুদিন আগে Tecno Spark 10 Pro মডেলের স্মার্টফোনটি রিলিজ হওয়ার পরে, সেলফি প্রেমীদের কাছে ফোনটি অনেক জনপ্রিয় হয়েছে। তেমনি আশা করা যায় একই সিরিজের নতুন মডেলের এই মোবাইল ফোন গুলো সেলফি প্রেমীদের কাছে অনেক জনপ্রিয় হবে।

Spark 10 C, Tecno Spark 10 5G, Spark 10, সম্পূর্ণ স্পেসিফিকেশন

Tecno Spark 10 5G, Spark 10, Spark 10 C এর সম্পূর্ণ স্পেসিফিকেশন টেকনো কোম্পানি অফিসিয়াল ভাবে কিছু জানায়নি। তবে তারা জানিয়েছে Tecno Spark 10 Pro মোবাইল ফোনটির সাথে সাদৃশ্য রেখে এই স্মার্টফোনগুলোর স্পেসিফিকেশন সেট করা হবে।

তবে Tecno Spark 10 Pro স্মার্টফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে আমরা আশা করতে পারি, Tecno Spark 10 5G, Spark 10 কোথায়, Spark 10 C এই নতুন স্মার্টফোনগুলোতে লো-লাইট ফটোগ্রাফির জন্য  সামনে এলইডি ফ্ল্যাশ এবং ডিভাইস গুলোতে বড় ব্যাটারি ও শক্তিশালী মিডিয়াটেক প্রসেসর ব্যবহার করা হবে।

তবে টেকনো কোম্পানির নতুন আপডেট এ জানানো তথ্য অনুযায়ী নতুন এই স্মার্টফোনগুলোর কনফিগারেশন/স্পেসিফিকেশন অনেকটা Tecno Spark 10 Pro মোবাইল ফোনটির মতো হবে। তো জেনে নেয়া যাক Tecno Spark 10 Pro এর স্পেসিফিকেশন।

Tecno Spark 10 Pro এর স্পেসিফিকেশন

Tecno Spark 10 Pro মোবাইল ফোনটি Android 13, HIOS 12.6 অপারেটিং সিস্টেম দ্বারা পরিচালিত হয়, এছাড়াও এই ফোনটিতে মিডিয়াটেক হেলিও জি৮৮ চিপসেট এবং অক্টোকর  (2×2.0 GHz Cortex-A75 & 6×1.8 GHz Cortex-A55) শক্তিশালী প্রসেসরের সাথে Mali-G52 MC2 জিপিইউ ব্যবহার করা হয়েছে।

বর্তমান মার্কেটে এই মোবাইল ফোনটি Starry Black, Pearl White ২টি কালারে পাওয়া যাচ্ছে। এই মোবাইল ফোনটিতে ৫০০০ এমএএইচ  শক্তিশালী ব্যাটারি এবং ১৮ ওয়াট ওয়াইড ফাস্ট চার্জিং ব্যবহার করা হয়েছে। ব্যবহারকারীদের সুবিধার্থে side-mounted ফিঙ্গারপ্রিন্ট দেয়া আছে।

মোবাইল ফোনটির ক্যামেরা সেকশনে আছে ৫০ মেগাপিক্সেল ডুয়েল এলইডি ফ্ল্যাশ মেইন ক্যামেরা এবং ৩২ মেগাপিক্সেল ডুয়েল এলইডি ফ্ল্যাশ সেলফি ক্যামেরা। উভয় ক্যামেরার ভিডিও রেজুলেশন ১০৮০পি ৩০ এফপিএস।

Tecno Spark 10 Pro মোবাইল ফোনটিতে আইপিএস এলসিডি ৯০ হার্জ ৬.৮ ইঞ্চি (109.8 cm2) 1080 x 2460 pixels বড় ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এই ফোনটি সর্বপ্রথম ২০২৩ সালের ৬ই মার্চ লঞ্চ করা হয়।

FAQs

মোবাইল ফোনগুলোর দাম কত টাকা?

অফিসিয়াল হিসেবে Tecno কোম্পানি এই মোবাইল ফোনগুলোর দাম এনাউন্সমেন্ট করেনি। তবে আশা করা যায় এই মোবাইল ফোন গুলোর দাম মিডিয়াম রেঞ্জের হবে।

মোবাইল ফোনগুলো বাংলাদেশের কবে লঞ্চ হবে?

গ্লোবাল মার্কেটে লঞ্চ হওয়ার কিছুদিনের মধ্যে বাংলাদেশের টেকনো ব্যবহারকারীরা এই মোবাইল ফোনগুলো কিভাবে করতে পারবে।

About Sharo Place Desk

দীর্ঘদিন যাবত টেকনোলজি রিলেটেড কার্যক্রমের সাথে জড়িত আছি। আমার অভিজ্ঞতা থেকে এই ওয়েবসাইটটিতে টেকনোলজি, অনলাইন ইনকাম, টিপস এবং ট্রিকস, ই সার্ভিস, রিভিউ ও ব্যবসা রিলেটেড আর্টিকেল লেখালেখি করি।

Check Also

১০০০০ টাকার মোবাইল

১০০০০ টাকার মোবাইল ফোনগুলো

বর্তমানে ১০ হাজার টাকার মোবাইল ফোন গুলোর চাহিদা অনেক বেশি। তবে অনেক ক্ষেত্রে আমরা এই …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।