শনিবার , ডিসেম্বর 21 2024
bnen
Breaking News

অনলাইনে কলেজে এপ্লাই করার নিয়ম

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়ে দিয়েছে,  এখন হলো তোমাদের জীবনের নতুন একটা অধ্যায় শুরুর সময়। এতদিন তোমরা স্কুল লাইফ অথবা মাদ্রাসা লাইফে ছিলা এখন তোমাদের কলেজ লাইফে যাবার পালা। তোমরা যারা কলেজে এপ্লাই করার নিয়ম জানো না তাদের জন্য এই লেখাটি অনেক উপকারী হবে। এই লেখাটিতে তোমরা কলেজে এপ্লাই করার পদ্ধতি সম্পর্কে জানতে পারবা।

কলেজে এপ্লাই করার নিয়ম

কলেজে এপ্লাই করার জন্য অনলাইনে আবেদন করতে হবে। এজন্য ভিজিট করুন http://xiclassadmission.gov.bd/ এই লিংকে। এরপরে Apply Now তে ক্লিক করে আপনার রোল নাম্বার ও রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

অনলাইনে আবেদন করার আরেকটি সুবিধা হল আবেদন এর পরে কোন ধরনের আবেদন ফরম কলেজে জমা দেওয়ার প্রয়োজন হয় না যার কারণে আমরা ঘরে বসেই যদি প্রিন্টার না থাকে তবুও কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবো।

তোমরা নিশ্চয়ই জান অনলাইন থেকে কলেজে আবেদন করার জন্য আমাদের আবেদন ফি পরিশোধ করতে হবে। এছাড়াও তোমরা সর্বোচ্চ ৫টি কলেজ চয়েস দিতে পারবা। চলো জেনে নেয়া যাক কবে থেকে একাদশ শ্রেণীর অনলাইন আবেদন শুরু ও কলেজে এপ্লাই করার নিয়ম সম্পর্কে।

কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদনের তারিখ সমূহ 

পর্যায় আবেদন শুরুর তারিখ আবেদন শেষের তারিখ 
প্রথম পর্যায়ে আবেদন ৮ই ডিসেম্বর ২০২২১৫ই ডিসেম্বর ২০২২ রাত ১২টা পর্যন্ত
দ্বিতীয় পর্যায়ে আবেদন৯ই জানুয়ারি ২০২৩১০ই জানুয়ারি ২০২৩ রাত ৮ই পর্যন্ত
তৃতীয় পর্যায় আবেদন১৬ই জানুয়ারি ২০২৩

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের পছন্দের কলেজে ভর্তি হবার জন্য অবশ্যই উপরে উল্লেখিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। সব সময় প্রথম পর্যায়ে আবেদন করার চেষ্টা করবা যদি কোন ধরনের রেসপন্স না আসে তখন পুনরায় দ্বিতীয় পর্যায় আবেদন সম্পন্ন করবা।

অনলাইনে কলেজের ভর্তি ফি প্রদান 

শিক্ষার্থী বন্ধুরা পূর্বের বছরগুলোর মতো এবছরও তোমরা অনলাইনে আবেদনের ক্ষেত্রে সর্বনিম্ন ৫টি  কলেজে আবেদন করতে হবে এবং সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করতে পারবা। অনলাইনে আবেদন করার পূর্বে আমাদের আবেদন ফি পরিশোধ করতে হবে। এ বছরে কলেজে ভর্তির জন্য আবেদন ফি হল ১৫০ টাকা সকল সার্ভিস চার্জ সহ (বাংলাদেশ এডুকেশনাল বোর্ড যেকোনো সময় এই এমাউন্ট পরিবর্তন করতে পারে)

তোমরা যতবারই কলেজে আবেদন করবা, ততবার ১৫০ টাকা করে আবেদন ফি প্রদান করতে হবে।  তবে একবার আবেদনের ক্ষেত্রে তুমি যতগুলো কলেজই দেও আবেদন ফি হবে ১৫০ টাকা। এই আবেদন ফি গুলো আমরা বিভিন্ন উপায়ে পরিশোধ করতে পারব। বিকাশ থেকে অনলাইনে ভর্তি ফি প্রদানের নিয়ম জেনে নেয়া যাক।

বিকাশ থেকে একাদশ শ্রেণির ভর্তি ফি প্রদান 

বর্তমানে অনলাইন ব্যাংকিং এর জন্য বিকাশ হল একটি জনপ্রিয় মাধ্যম।  এই বিকাশ ব্যবহার করে আমরা অনলাইনে একাদশ শ্রেণীর ভর্তি ফি প্রদান করতে পারব।  এছাড়াও বিভিন্ন পদ্ধতিতে আমরা এই ভর্তি ফি প্রদান করতে পারব তবে বিকাশ সবথেকে জনপ্রিয় ও পরিচিত হওয়ার কারণে শুধুমাত্র এই পদ্ধতি দেখানো হলো।

১ম ধাপ: প্রথমে বিকাশ অ্যাপ্লিকেশন এর ভিতরে প্রবেশ করতে হবে, হোমপেইজ থেকে “এডুকেশন ফি” অপশনটি সিলেক্ট করে বিলের তালিকা থেকে XI Class Admission সিলেক্ট করতে হবে। “এডুকেশন ফি” অপশনটি খুজে না পেলে See More এর উপরে ক্লিক করুন।

২য় ধাপ: এরপরে প্রথমে বোর্ডের নাম এবং পাসের বছর (Passing Year) সিলেক্ট করে তোমার রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার বসিয়ে দেও। এরপরে পেমেন্ট এর সকল তথ্য যাচাই করে পরবর্তী ধাপে প্রবেশ করো।

৩য় ধাপ: এরপরে তোমার বিকাশের পিন নাম্বার দিয়ে, কিছুক্ষণ ট্যাপ করে ধরে রাখার মাধ্যমে ভর্তি ফি পরিশোধ করো। সঠিকভাবে প্রেমেন্ট সম্পন্ন হলে তোমার ফোনে বিল পেমেন্ট মেসেজ চলে আসবে।

৪র্থ ধাপ: পরবর্তীতে ব্যবহার করার জন্য এখান থেকে অবশ্যই তোমাকে ট্রানজেকশন আইডি সংগ্রহ করে রাখতে হবে।

ফ্রী জমা দেওয়ার পরে “মিনিস্ট্রি অফ এডুকেশন” এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য এপ্লাই করতে হবে। তোমাদের সুবিধার্থে এপ্লাই করার পদ্ধতি নিচে দেখিয়ে দেওয়া হয়েছে।

এসএসসি পরীক্ষার ফলাফল ভুলে গেলে দেখে নিতে পারো এখান থেকে। 

কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন 

কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন তোমরা নিজে থেকেই করতে পারবা। তোমার হাতে যদি একটি মোবাইল ফোন থাকে তাহলে এই কাজটি সম্ভব হবে। আবেদন করার জন্য প্রথমে তোমাকে “মিনিস্ট্রি অফ এডুকেশন” (http://xiclassadmission.gov.bd/)  এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সরাসরি ওই লিঙ্ক থেকে প্রবেশ করতে পারবা।

বিশেষ দ্রষ্টব্য: আবেদন ফরম পূরণ করার সময় আমরা ওয়েবসাইটে যত নিয়ম কানুন গুলো দেখতে পাবে সেগুলো ভালোভাবে পড়ে নিবে।

১ম ধাপ: লিঙ্কে প্রবেশ এর পরে “ফি প্রদান পদ্ধতি” অপশন থেকে প্রথমে ভর্তি ফি প্রদান করতে হবে। সঠিকভাবে ফি প্রদান সম্পন্ন করে ওখান থেকে বের হয়ে “Apply Now” এর উপরে ক্লিক করে প্রথমে তোমার ফোন নাম্বার, এরপরে বোর্ড সিলেক্ট করে, পাসের বছর (Passing Year) সিলেক্ট করে, রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে দেও। ও নিচে থাকা ক্যাপচাটি পূরণ করে Next করে দেও।

কলেজে এপ্লাই করার নিয়ম

২য় ধাপ: এরপরে তোমার এসএসসি পরীক্ষার রেজাল্ট এবং স্বল্প আকারে বায়োডাটা দেখতে পাবা। এখান থেকে তথ্যগুলো মিলিয়ে নিবা সবকিছু ঠিক আছে কিনা। একটু স্ক্রল করে নিচে গিয়ে এখানে তোমার একটি সচল মোবাইল নাম্বার দেও  (আবেদন ফি প্রদান এর সময় যেই নাম্বারটি দেওয়া হয়েছে সেটি দেওয়ার চেষ্টা করবা)

কলেজে এপ্লাই করার নিয়ম

এরপরে ওই মোবাইল নাম্বারটি পুনরায় বসিয়ে দাও। নিচের অপশন থেকে তোমাদের অভিভাবক সিলেক্ট করতে হবে। এবং উপরে অভিভাবক এর ভোটার আইডি কার্ডের নাম্বার বসিয়ে দিতে পারো, ভোটার আইডি কার্ডের নাম্বার না দিলেও কোনো সমস্যা হবে না।

একটু নিচে তোমরা মুক্তিযোদ্ধা কোঠা দেখতে পাবা। যদি কারো মুক্তিযোদ্ধা কোটা থাকে সেক্ষেত্রে এই অপশনটি টিক দিয়ে দাও। মুক্তিযোদ্ধা কোটা সিলেক্ট করার পরে কলেজে ডকুমেন্টস জমা দেওয়ার সময় কোঠার সনদ জমা দিতে হবে, এরপরে Next করে দেও।

৩য় ধাপ: এখান থেকে তোমাদের কলেজ সিলেক্ট করতে হবে। কলেজ সিলেক্ট করার ক্ষেত্রে অবশ্যই প্রথমে সিলেক্ট করতে হবে তুমি যেই কলেজ কে প্রথম চয়েজ দেওয়ার চাও। এভাবে করে সর্বনিম্ন ৫টি  থেকে সর্বোচ্চ ১০টি কলেজ সিলেক্ট করতে পারবে।

কলেজ সিলেক্ট করার ক্ষেত্রে বোর্ড, ডিস্টিক, থানা, কলেজ, (কলেজ অপশন থেকে দেখে নিবা কতগুলো সিট খালি আছে) এরপরে  শিফ্ট, ভার্সন, গ্রুপ, স্পেশাল কোটা থাকলে দিতে হবে, এডুকেশন কোঠা থাকলে দিতে হবে, পুনরায় তথ্যগুলো চেক করে “Add This College” এর উপরে ক্লিক করে কলেজ এড করে দিতে হবে।

কলেজে এপ্লাই করার নিয়ম

এভাবে করে তোমাদের প্রেরটি/চয়েজ অনুযায়ী কলেজগুলো বসিয়ে দিতে হবে। কলেজ বসানো শেষ হলে “Preview Application” থেকে কলেজের তথ্য গুলো পুনরায় ভালোভাবে দেখে নিবে।

৪র্থ ধাপ: এখান থেকে তোমরা সকল তথ্য গুলো পুনরায় বড় করে দেখতে পাবে। যদি কোন তথ্যে ভুল থাকে তাহলে “Continue To Edit” বাটনে ক্লিক করে তথ্যগুলো এডিট করে দিতে পারবে। আর যদি সকল তথ্য ঠিক থাকে তাহলে “Submit Application” এর উপরে ক্লিক করে আবেদন ফরমটি জমা দিতে হবে।

কলেজে এপ্লাই করার নিয়ম

৫ম ধাপ: অ্যাপ্লিকেশনটি সঠিকভাবে সাবমিট হওয়ার পরে পপ-আপ আকারে একটি Notification- শো করবে। এখান থেকে তোমরা সরাসরি “Print Version” এর উপরে ক্লিক করে এটাকে প্রিন্ট করতে পারবা অথবা পিডিএফ ফাইল হিসেবে ডিভাইসে সেভ করে রাখতে পারবা। এবং তোমার দেওয়া নাম্বারে একটি ৬ ডিজিটের সিকিউরিটি কোড যাবে সেটিকে সংগ্রহ করে রাখতে হবে।

ভোটার আইডি কার্ডের তথ্য দেখতে পারো। 

আবেদন করার ক্ষেত্রে যদি তোমাদের কোনো ধরনের সমস্যা হয় বা এই লেখার কোন অংশ বুঝতে না পারো তাহলে এই ভিডিওটি দেখে তোমাদের সমস্যার সমাধান করতে পারবা। ভিডিওটি সম্পূর্ন ক্রেডিট  Android Lecture BD ইউটিউব চ্যানেলের।

আবেদন করার আগে যেই সকল বিষয়গুলো জানা জরুরী 

  • আবেদন করার সময় একটি সচল মোবাইল নাম্বার দিতে হবে।
  • একটি মোবাইল নাম্বার দিয়ে একজন শিক্ষার্থী আবেদন করতে পারবে।
  • টেকনিক্যাল, মাদ্রাসা ও জেনারেল এর শিক্ষার্থীরা একইভাবে আগে পেমেন্ট করে পরবর্তীতে আবেদন করবে।
  • আবেদন করার আগে আবেদন ফি হিসেবে ১৫০ টাকা বিকাশে রাখতে হবে।
  • আবেদন করার জন্য অবশ্যই ফোন নাম্বার ও রেজিস্ট্রেশন নাম্বার এর প্রয়োজন হবে।

সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আশা করি কলেজে এপ্লাই করার নিয়ম তোমরা জেনেছো। তোমাদের পরবর্তী পদক্ষেপগুলোর জন্য শুভকামনা রইল। আশা করি তোমরা তোমাদের পছন্দের কলেজে চান্স পাবা।

About Sharo Place Desk

দীর্ঘদিন যাবত টেকনোলজি রিলেটেড কার্যক্রমের সাথে জড়িত আছি। আমার অভিজ্ঞতা থেকে এই ওয়েবসাইটটিতে টেকনোলজি, অনলাইন ইনকাম, টিপস এবং ট্রিকস, ই সার্ভিস, রিভিউ ও ব্যবসা রিলেটেড আর্টিকেল লেখালেখি করি।

Check Also

2022 সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট

2023 সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ২৮ই জুলাই এসএসসি পরীক্ষা ২০২৩ রেজাল্ট প্রকাশিত হবে। 2023 সালের এসএসসি পরীক্ষার …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।