রবিবার , ডিসেম্বর 22 2024
bnen
Breaking News

রেডমি মোবাইল দাম বাংলাদেশ ২০২৩

বাংলাদেশের মোবাইল প্রেমীদের কাছে রেডমি ফোন গুলো অনেক জনপ্রিয়। রেডমি কোম্পানি ব্যবহারকারীদের কথা চিন্তা করে নিত্য নতুন মডেলের ফোন বাজারে আনে। রেডমি মোবাইল দাম বাংলাদেশ ২০২৩ সালে কত টাকা?

এবং নতুন মোবাইলের মডেল গুলো সম্পর্কে এই লেখাটিতে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। সেই সাথে উক্ত মোবাইল ফোনগুলোর Specifications এবং দাম দেওয়া হয়েছে। এই মোবাইল ফোনগুলোর দর্শক রিভিউ ও ব্যবহারের উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

রেডমি মোবাইল দাম বাংলাদেশ ২০২৩

রেডমি মোবাইল এর দাম ৯,০০০ টাকা থেকে ৩০,০০০ টাকার মধ্যে। বর্তমানে Redmi কোম্পানি গ্রাহকদের কথা মাথায় রেখে এর থেকে বেশি দামি মোবাইল ফোন বাজারে এনেছে।

২০২৩ সালে মোটামুটি ভালো কোয়ালিটির একটি রেডমি মোবাইল ফোন ক্রয় এর জন্য ১৫ থেকে ৩০ হাজার টাকা বাজেট থাকতে হবে। আপনার Redmi মোবাইল ফোন ক্রয়ের বাজেট যদি এর থেকে বেশি হয় সেক্ষেত্রে আরো ভালো Specifications এর মোবাইল ফোন ক্রয় করতে পারবেন।

বর্তমান সময়ে বাজেট অনুযায়ী এবং গ্রাহকদের পছন্দের কথা মাথায় রেখে নিত্য নতুন ফিচারস ও আপডেট নিয়ে রেডমি কোম্পানি উপস্থিত হচ্ছে। সাশ্রয়ী দামের মধ্যে অধিক ফিচারস সমূহ নিয়ে ২০২৩ সালে রিলিজ হওয়া রেডমি কোম্পানির কয়েকটি মোবাইল সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো।

১.Xiaomi Redmi A1

Xiaomi Redmi A1 অল্প বাজেটের মধ্যে রেডমি কোম্পানির সেরা একটি স্মার্টফোন। এই মোবাইল ফোনটি September 9, 2022 বাংলাদেশের প্রথম রিলিজ করা হয়। মোবাইল ফোনটির আকর্ষণীয় ফিচারসগুলোর জন্য অল্প সময়ের মধ্যে ব্যবহারকারীদের পছন্দের তালিকায় যোগ হয়েছে।

বর্ণনাঃ Xiaomi Redmi A1 মোবাইল ফোনটি দেখতে অনেক আকর্ষণীয়। বর্তমানে বাজারে Light Green, Light Blue, Black এই তিনটি কালার পাওয়া যাচ্ছে। এছাড়াও রেডমি কোম্পানির এই মোবাইল ফোনটিতে 6.52 inches ডিসপ্লে ব্যবহৃত হয়েছে। প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে Quad-core, 2.0 GHz.

মতামতঃ ১০ হাজার টাকা বাজেটের মধ্যে রেডমি কোম্পানির সেরা মোবাইল ফোন এটি। স্বল্প বাজেটের স্মার্টফোন হওয়ায় ব্যবহারকারীদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। মোবাইল ফোন কিভাবে ক্ষেত্রে আপনার বাজেট ১০ হাজার টাকার মধ্যে হলে রেডমি কোম্পানির Xiaomi Redmi A1 স্মার্টফোনটি ক্রয় করতে পারেন।

ব্যবহারঃ Xiaomi Redmi A1 রেডমি কোম্পানির এই মোবাইল ফোনটি ব্যবহার করে আপনারা ইন্টারনেট ব্রাউজিং সহ হালকা গেমস খেলতে পারবেন। এই মোবাইল ফোনটির Ram 2 / 3 GB হওয়ায় ভারী গেমগুলো ভালোভাবে প্লে করতে পারবেন না। এছাড়াও এই মোবাইল ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট না থাকার কারণে একটু সমস্যা হতে পারে।

Xiaomi Redmi A1 Specifications:

Network2G, 3G, 4G
Body ColorsLight Green, Light Blue, Black
Body MaterialGlass front, plastic body
Display Size6.52 inches
Back Camera ResolutionDual 8+0.8 Megapixel – Full HD (1080p)
Font Camera Resolution5 Megapixel – Full HD (1080p)
BatteryNon-removable Lithium-polymer 5000 mAh
Charging10W Fast Charging
Operating SystemAndroid 12 Go Edition (MIUI 12)
ProcessorQuad-core, 2.0 GHz
ChipsetMediaTek Helio A22 (12 nm)
GPUPowerVR GE8320
RAM2 / 3 GB
ROM32 GB (eMMC 5.1)
SensorsAccelerometer
FingerprintNo
Purchase ReferenceXiaomi Redmi A1
দামঃ Xiaomi Redmi A1 মোবাইল ফোনটির দাম মাত্র ৯,৯৯৯ টাকা।

২.Xiaomi Redmi 10

রেডমি কোম্পানির Xiaomi Redmi 10 মডেলের মোবাইল ফোনটি সর্বপ্রথম বাংলাদেশে February 16, 2022 তারিখে লঞ্চ হয়। বর্তমান সময়ের মোবাইলপ্রেমীদের কাছে Xiaomi Redmi 10 এটি একটি জনপ্রিয় নাম। এই মোবাইল ফোনটির আকর্ষণীয় ফিচারসগুলো ব্যবহারকারীদের সন্তুষ্ট করে।

বর্ণনাঃ এই মোবাইল ফোনটি Carbon Gray, Sea Blue কালারে পাওয়া যাচ্ছে। Xiaomi Redmi 10 মোবাইলটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে Octa core, up to 2.0 GHz এবং Android 11 অপারেটিং সিস্টেম দ্বারা পরিচালিত।

মতামতঃ Xiaomi Redmi 10 একটি গেমিং ফোন। এই ফোনটিতে 4 / 6 GB Ram এবং Octa core, up to 2.0 GHz প্রসেসর থাকায় ভালো গেমিং পারফরম্যান্স আশা করা যায়। এছাড়াও এর ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো। বাজেটের মধ্যে রেডমি কোম্পানির Xiaomi Redmi 10 এই মোবাইল ফোনটি সেরা।

ব্যবহারঃ Xiaomi Redmi 10 মোবাইল ফোনটিতে Octa core প্রসেসর ও 4 / 6 GB Ram ব্যবহারের ফলে কাঙ্খিত গেমিং পারফরম্যান্স পাওয়া যাবে এবং এই মোবাইল ফোনটি দ্বারা ইন্টারনেট ব্রাউজিং এর পাশাপাশি ভিডিও এডিটিং ও ফটো এডিটিং সফটওয়্যার গুলো সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন।

Xiaomi Redmi 10 Specifications:

Network2G, 3G, 4G
Body ColorsCarbon Gray, Sea Blue
Body MaterialGorilla Glass 3 front, plastic body
Display Size6.5 inches
Back Camera ResolutionQuad 50+8+2+2 Megapixel – Full HD (1080p)
Font Camera Resolution8 Megapixel – Full HD (1080p)
BatteryNon-removable Lithium-polymer 5000 mAh
Charging18W Fast Charging
Operating SystemAndroid 11 (MIUI 12.5)
ProcessorOcta core, up to 2.0 GHz
ChipsetMediaTek Helio G88 (12nm)
GPUMali-G52 MC2
RAM4 / 6 GB
ROM64 / 128 GB (eMMC 5.1)
SensorsProximity, E-Compass, Fingerprint, Accelerometer
FingerprintYes
Purchase ReferenceXiaomi Redmi 10
দামঃ Xiaomi Redmi 10 মোবাইল ফোনটির দাম মাত্র ১৬,৯৯৯ টাকা (4/64 GB) এবং ১৯,৯৯৯ টাকা (6/128 GB)

এই মোবাইল ফোনটির দাম RAM ও ROM অনুযায়ী ২টি স্টেজে ভাগ করা হয়েছে।

  • 4GB RAM এবং 64GB ROM মোবাইলটির দাম ১৬,৯৯৯ টাকা।
  • 6GB RAM এবং 128GB ROM মোবাইলটির দাম ১৯,৯৯৯ টাকা।

৩.Xiaomi Redmi Note 11S

বর্তমান বাজারে রেডমি কোম্পানির সেরা মোবাইল ফোন গুলোর মধ্যে Xiaomi Redmi Note 11S অন্যতম। এই মোবাইল ফোনটির আকর্ষণীয় সকল ফিচারগুলো ব্যবহারকারীদের কাছে খুবই পছন্দনীয়। February 9, 2022 প্রথম বাংলাদেশ Xiaomi Redmi Note 11S মোবাইল ফোনটি লঞ্চ হয়। মিডিয়াম বাজেটের মধ্যে সেরা স্মার্টফোন এটি।

বর্ণনাঃ রেডমি কোম্পানির Xiaomi Redmi Note 11S মোবাইল ফোনটিতে ব্যবহার করা হয়েছে Lithium-polymer 5000 mAh ব্যাটারি যা অনেক সময় মোবাইল ফোনটি চালু রাখতে সক্ষম। এছাড়াও ডিসপ্লে হিসেবে ব্যবহৃত হয়েছে 6.43 inches বড় ডিসপ্লে। Redmi Note 11S মোবাইল ফোনটি Android 11 (MIUI 13) অপারেটিং সিস্টেমে পরিচালিত।

মতামতঃ Xiaomi Redmi Note 11S মোবাইল ফোনটি ফিচারের দিক থেকে পারফেক্ট। যদি আপনার বাজেট অনুযায়ী ফ্রেন্ডলি হয় সেক্ষেত্রে রেডমি ব্রান্ডের এই মোবাইল ফোনটি ক্রয় করতে পারেন। এছাড়াও এই মোবাইল কোনটি সম্পর্কে ব্যবহারকারীদের মতামত ৯৫% পজেটিভ।

ব্যবহারঃ উপরে আলোচিত অন্যান্য সকল মোবাইল ফোন গুলোর তুলনায় রেডমি কোম্পানির Note 11S মোবাইল ফোনটিতে গেমিং পারফরম্যান্স সবথেকে ভালো হবে এবং এই মোবাইল ফোনটিতে ব্যবহার করা হয়েছে Octa core, up to 2.05 GHz প্রসেসর ও Mediatek Helio G96 চিপসেট।

এর মাধ্যমে সকল ধরনের গেমিং সহ ইন্টারনেট ব্রাউজিং, অডিও-ভিডিও এবং ফটো এডিটিং যাবতীয় কার্যক্রম পরিচালনা করতে পারবেন। Xiaomi Redmi Note 11S মোবাইল ফোনটি বর্তমানে বাজারে 6 / 8 GB RAM ও 128 GB ROM কনফিগারেশনে পাওয়া যাচ্ছে।

Xiaomi Redmi Note 11S Specifications:

Network2G, 3G, 4G
Body ColorsGraphite Gray, Twilight Blue, Pearl White
Body MaterialGorilla Glass 3 front, plastic body
Display Size6.43 inches
Back Camera ResolutionQuad 108+8+2+2 Megapixel – Full HD (1080p)
Font Camera Resolution16 Megapixel – Full HD (1080p)
BatteryNon-removable Lithium-polymer 5000 mAh
Charging33W Quick Charge 3+ (100% in 58 min)
Operating SystemAndroid 11 (MIUI 13)
ProcessorOcta core, up to 2.05 GHz
ChipsetMediatek Helio G96 (12 nm)
GPUMali-G57 MC2
RAM6 / 8 GB
ROM128 GB (UFS 2.2)
SensorsAccelerometer, Fingerprint, Proximity, E-Compass, Gyroscope
FingerprintYes – Side-mounted
Purchase ReferenceXiaomi Redmi Note 11S
দামঃ Xiaomi Redmi Note 11S মোবাইল ফোনটির দাম মাত্র ২৭,৯৯৯ টাকা (6/128 GB) এবং ২৯,৯৯৯ টাকা (8/128 GB)

এই মোবাইল ফোনটির দাম RAM ও ROM অনুযায়ী ২টি স্টেজে ভাগ করা হয়েছে।

  • 6GB RAM এবং 128GB ROM মোবাইলটির দাম ২৭,৯৯৯ টাকা।
  • 8GB RAM এবং 128GB ROM মোবাইলটির দাম ২৯,৯৯৯ টাকা।

বিঃদ্রঃ আলোচিত মোবাইল ফোন গুলোর দাম পরিবর্তনশীল।

কম দামে রেডমি ভালো মোবাইল

কম দামে রেডমি ব্র্যান্ডের সব থেকে ভালো মোবাইল ফোন হল Xiaomi Redmi A1, এই মোবাইল ফোনটির দাম মাত্র ৯,৯৯৯ টাকা। অল্প বাজেটের মধ্যে রেডমি কোম্পানির সেরা স্মার্টফোন এটি।

রেডমি মোবাইল দাম বাংলাদেশ ২০২৩ সম্পর্কে উপরে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ২০২৩ সালে এখন পর্যন্ত Redmi কোম্পানির তেমন ভালো কোন মোবাইল ফোন বাংলাদেশে লঞ্চ হয়নি। যার কারণে ২০২২ সালের লঞ্চ হওয়া ভালো কিছু স্মার্টফোন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

FAQs

রেডমি মোবাইলের দাম কত?

রেডমি মোবাইলের দাম ৯,০০০ টাকা থেকে ৫০,০০০ টাকার মধ্যে। তবে মোবাইলের কোয়ালিটি অনুযায়ী দাম কম বেশি হতে পারে। Redmi কোম্পানির ভালো একটি মোবাইল ক্রয়ের জন্য ২৫ হাজার টাকা বাজেট প্রয়োজন।

কম দামে রেডমি মোবাইল?

সবথেকে কম দামে রেডমি মোবাইল হল Xiaomi Redmi A1, বর্তমানে এই মোবাইলটি যেকোন Redmi শো-রুম থেকে ক্রয় করতে পারবেন। Xiaomi Redmi A1 মোবাইলটির দাম মাত্র ৯ হাজার ৯৯৯ টাকা।

রেডমি মোবাইল প্রাইস ইন বাংলাদেশ?

মোবাইলের মডেল অনুযায়ী দাম কম বেশি হতে পারে। সাধারণত বাংলাদেশে রেডমি মোবাইলের দাম ১০ থেকে ৫০ হাজার টাকার মধ্যে।

গুরুত্বপূর্ন পোষ্টঃ
কম দামের মধ্যে ভালো মোবাইল ফোন
শাওমি মোবাইল বাংলাদেশ প্রাইস

About Sharo Place Desk

দীর্ঘদিন যাবত টেকনোলজি রিলেটেড কার্যক্রমের সাথে জড়িত আছি। আমার অভিজ্ঞতা থেকে এই ওয়েবসাইটটিতে টেকনোলজি, অনলাইন ইনকাম, টিপস এবং ট্রিকস, ই সার্ভিস, রিভিউ ও ব্যবসা রিলেটেড আর্টিকেল লেখালেখি করি।

Check Also

১০০০০ টাকার মোবাইল

১০০০০ টাকার মোবাইল ফোনগুলো

বর্তমানে ১০ হাজার টাকার মোবাইল ফোন গুলোর চাহিদা অনেক বেশি। তবে অনেক ক্ষেত্রে আমরা এই …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।