শনিবার , ডিসেম্বর 21 2024
bnen
Breaking News

টেলিটক সিম কেনার উপায় ও টেলিটক সিমের দাম এবং বিস্তারিত দেখুন

চমৎকার সব অফার ও আধুনিক সুযোগ সুবিধার জন্য বর্তমানে টেলিটক সিম অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। টেলিটক সিম অপারেটর সরকার দ্বারা পরিচালিত হওয়ায় নাগরিকদের জন্য আকর্ষণীয় সকল সুযোগ সুবিধা চালু রয়েছে। এই লেখাটিতে টেলিটক সিম কেনার উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।

অন্যান্য সকল অপারেটরের সিমের মত টেলিটক সিম অ্যাভেলেবেল পাওয়া যায় না। এছাড়াও বিভিন্ন প্রকারের টেলিটক সিম ক্রয়ের জন্য আলাদা আলাদা ডকুমেন্টস (প্রমাণপত্র) প্রয়োজন হয়। বিশেষ করে টেলিটক বর্ণমালা সিম, টেলিটক অপারেটরের জনপ্রিয় একটি সার্ভিস।

টেলিটক সিম কেনার উপায় এবং টেলিটক বর্ণমালা সিম ও আপনার জন্য কোন টেলিটক সিম’টি বেস্ট হবে এই সম্পর্কে খুঁটিনাটি সকল তথ্য নিয়ে আজকের আর্টিকেলটি সাজানো হয়েছে। চলুন লেখাটির মূল অংশে পদার্পণ করি।

টেলিটক সিম কত টাকা

টেলিটক সিমের জন্য নির্ধারিত দাম ১৫০ টাকা ধরা হয়। তবে বিভিন্ন সময়ে স্থান ভেদে ও সিমের চাহিদার উপর নির্ভর করে টেলিটক সিমের দাম ২০০ থেকে ২৫০ টাকা পর্যন্ত হয়ে থাকে। এবং বিশেষ ক্ষেত্রে এই সিমগুলো ২৫ থেকে ৫০ টাকায় ক্রয় করা যায়।

টেলিটক সিমের দাম নির্ধারিত বলা যাবেনা। কেননা বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠান ও জাতীয় দিবসের পরিপ্রেক্ষিতে সিমের দাম কম বেশি হয়ে থাকে। তবে স্বাভাবিকভাবে একটি টেলিটক সিমের দাম ১৫০ টাকার আশেপাশে হয়।

টেলিটক সিম কেনার উপায়

টেলিটক সিম কেনার জন্য আপনার নিকটস্থ যেকোন টেলিটক কাস্টমার পয়েন্ট অথবা সিমের দোকানে যোগাযোগ করতে পারেন। এবং টেলিটক বর্ণমালা সিম ক্রয়ের পূর্বে bornomala.teletalk.com.bd ওয়েবসাইটে Registration কমপ্লিট করতে হবে।

দেশের ফাস্টেস্ট সিমগুলোর মধ্যে টেলিটক সিম অন্যতম। টেলিটক সিম কেনার জন্য আপনার নিকটস্থ সিম বিক্রির দোকানে যোগাযোগ করতে পারেন। অথবা আপনার আশেপাশে টেলিটক কাস্টমার পয়েন্ট থাকলে, সেখান থেকে সরাসরি সিম’টি সংগ্রহ করতে পারবেন।

বর্তমানে টেলিটক সিমের মূল্য সম্ভবত ১৫০ টাকা। এবং যেখান থেকে আপনি সিমটি ক্রয় করবেন, সেখান থেকে সম্পূর্ণ ফ্রিতে এটি রেজিস্ট্রেশন করে দেয়া হবে। মোবাইলে ই সিম চালু করার নিয়ম জানতে পারেন।

টেলিটক কোন সিম ভালো

বর্তমানে টেলিটক কোম্পানি বিভিন্ন ধরনের গ্রাহকদের কথা মূল্যায়ন করে বিভিন্ন প্রকারের টেলিটক সিম চালু করেছে। তারমধ্যেঃ

  • টেলিটক বর্ণমালা সিম।
  • টেলিটক শতবর্ষ সিম।
  • টেলিটক স্বাগতম সিম।
  • টেলিটক আগামী সিম।
  • টেলিটক অপরাজিতা সিম।
  • টেলিটক স্বাধীন সিম।
  • টেলিটক মায়ের হাসি সিম।

বর্তমানে টেলিটক কোম্পানির এই সকল সিম গুলো চালু আছে। তবে এর মধ্য থেকে সবথেকে বেশি ব্যবহৃত হচ্ছে টেলিটক বর্ণমালা সিমটি। কেননা অন্যান্য সকল সিমের তুলনায় এই সিমটিতে রয়েছে দারুন সব অফার ও দারুন সুযোগ সুবিধা।

আপনারা যারা স্টুডেন্ট আছেন এবং যাদের কাছে এসএসসি (SSC) পরীক্ষার সার্টিফিকেট আছে, তারাই শুধুমাত্র এই সিমটি রেজিস্ট্রেশন করতে পারবে। এছাড়াও টেলিটক কোম্পানির অন্যান্য সিমগুলো দিচ্ছে অনেক ধরনের সুযোগ-সুবিধা।

টেলিটক সিমের সুবিধা

টেলিটক সিম ব্যবহারকারীদের সুবিধার্থে সর্বনিম্ন কলরেট এবং দারুন সব ইন্টারনেট প্যাকেজ দিয়ে থাকে। বিভিন্ন পাবলিক পরীক্ষার পুনঃনিরীক্ষণের আবেদন ফি এবং কলেজ ও বিশ্ববিদ্যালয় ভর্তি আবেদন ফি প্রদানের সুবিধা দিচ্ছে।

যা অন্য কোন সিমের মাধ্যমে প্রদান করতে পারবেন না। এছাড়াও মোবাইল একাউন্টের মাধ্যমে স্বল্প খরচে বিভিন্ন ধরনের ফি জমা দেয়ার সুযোগ দিচ্ছে। পাশাপাশি রয়েছে দারুণ সকল মিনিট, ইন্টারনেট ও এসএমএস প্যাকেজ।

টেলিটক সিম বিক্রয় কেন্দ্র

বর্তমানে দেশের প্রতিটি জেলায় টেলিটক সিম বিক্রয় কেন্দ্র চালু আছে। আপনার নিকটস্থ টেলিটক সিম কাস্টমার কেয়ার বা বিক্রয় কেন্দ্র সম্পর্কে জানতে গুগলে গিয়ে “Teletalk sim customer care near me” লিখে সার্চ করলে, নিকটস্থ কাস্টমার কেয়ারের সন্ধান পেয়ে যাবেন।

উক্ত কাস্টমার কেয়ার থেকে খুব সহজেই টেলিটক সিম ক্রয় করতে পারেন। এছাড়াও আপনার নিকটস্থ বিভিন্ন সিম বিক্রয় কেন্দ্রে টেলিটক সিমটি পেয়ে যাবেন, সেখান থেকে ক্রয় করে নিতে পারেন।

টেলিটক সিমের বিস্তারিত

বর্তমানে অন্যান্য সিম অপারেটরগুলোর মত টেলিটক সিম অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে টেলিটক সিমের অফার ও সুযোগ সুবিধা সকলকে মুগ্ধ করবে। এই সিমটি আপনারা মাত্র ১৫০ টাকায় আপনার নিকটস্থ টেলিটক কাস্টমার পয়েন্ট থেকে ক্রয় করতে পারবেন।

এই সিমটিতে রয়েছে দারুণ সব মিনিট প্যাকেজ, ইন্টারনেট প্যাকেজ ও এসএমএস প্যাকেজ। বিশেষ করে টেলিটক সিমের ১০ বছর মেয়াদী ইন্টারনেট প্যাকেজ দারুন। সুবিধা ভিন্নতায় বর্তমানে বিভিন্ন ধরনের টেলিটক সিম চালু রয়েছে। আপনার চাহিদা অনুযায়ী যেকোনো ধরনের টেলিটক সিম ক্রয় করতে পারেন।

টেলিটক সিমের অফার

ব্যবহারকারীদের সুবিধার্থে বিভিন্ন সময় টেলিটক সিমের অফার গুলো পরিবর্তন করা হয়। তাই আমরা এখানে নির্দিষ্ট কোন অফারের কথা উল্লেখ করছি না। তবে আপনার সিমের রানিং অফারগুলো সম্পর্কে জানতে *১১১# ডায়াল করুন অথবা MyTeletalk মোবাইল অ্যাপসটি ব্যবহার করুন।

MyTeletalk মোবাইল অ্যাপসটিতে একাউন্ট করে, খুব সহজেই টেলিটক সিমের সকল অফার দেখতে পারবেন এবং এর পাশাপাশি টেলিটক সিমের ব্যালেন্স সহ সকল তথ্য দেখতে পারবেন। টেলিটক সিমের ইন্টারনেট অফার সম্পর্কে বিস্তারিত জানতে পারেন।

টেলিটক সিম কোথায় পাওয়া যাবে

আপনার জেলায় থাকা টেলিটক কাস্টমার পয়েন্ট থেকে টেলিটক সিম ক্রয় করতে পারবেন। বর্তমানে দেশের ৬৪ জেলায়’ই টেলিটক সিমের কাস্টমার কেয়ার বা কাস্টমার পয়েন্ট আছে। তাই অন্য জায়গায় ছোটাছুটি না করে সরাসরি টেলিটক কাস্টমার পয়েন্ট থেকে টেলিটক সিম ক্রয় করতে পারেন।

অথবা আপনার আশেপাশে থাকা সিম বিক্রয় কেন্দ্রে যোগাযোগ করে, তাদের মাধ্যমে টেলিটক সিম ক্রয় করতে পারেন। পূর্বের মতো বর্তমানে টেলিটক সিম ক্রয় করা কষ্টসাধ্য নয়। একটু আশেপাশে খোঁজ নিলে খুব সহজেই টেলিটক সিম বিক্রয় কেন্দ্র পেয়ে যাবেন।

টেলিটক সিমের সকল কোড

আমরা যারা টেলিটক সিম ব্যবহার করি, তাদের জন্য টেলিটক সিমের সকল কোড জানা অতি জরুরী। তাই নিচের টেবিল থেকে টেলিটক সিমের সকল কোড সম্পর্কে জেনে নিতে পারেন।

টেলিটক সিমের টাকা দেখার কোড*152#
টেলিটক সিমের এমবি দেখার কোড*152#
টেলিটক সিমে ইমারজেন্সি ব্যালেন্স কোড*1122*10# ও *1122*20#
টেলিটক সিমের নাম্বার দেখার কোড*511#
টেলিটক সিমের অফার দেখার কোড*111#
টেলিটক সিমে এসএমএস কোড*152#

টেলিটক বর্ণমালা সিম কেনার নিয়ম

টেলিটক বর্ণমালা সিম কেনার জন্য প্রথমে আপনাকে টেলিটক সিম রেজিস্টার করতে হবে। টেলিটক বর্ণমালা সিমের জন্য রেজিস্টার করতে আপনার এসএসসি পরীক্ষার সার্টিফিকেট প্রয়োজন হবে। এসএমএসের মাধ্যমে অথবা অনলাইন ওয়েবসাইট থেকে এই রেজিস্ট্রেশনটি কমপ্লিট করতে পারবেন।

তবে প্রথমেই জানিয়ে রাখি, টেলিটক বর্ণমালা সিম’টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য তৈরি। অন্যান্য সিমের তুলনায় টেলিটক বর্ণমালা সিমটিতে রয়েছে আকর্ষণীয় অফার ও দারুন সব প্যাকেজ। সিমটি রেজিস্টার করতে এসএসসি পরীক্ষার বোর্ড, পাসের বছর ও মোবাইল নাম্বারের তথ্য প্রয়োজন হবে।

টেলিটক বর্ণমালা সিম রেজিস্ট্রেশন

এসএমএসের মাধ্যমে টেলিটক বর্ণমালা সিম রেজিস্ট্রেশন করতে যেকোনো টেলিটক নাম্বার থেকে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন BOR<space>Board (প্রথম ৩ অক্ষর) <space>Roll<space>SSC Passing Year<space> SSC Registration number <space> Mobile No লিখে এসএমএসটি পাঠিয়ে দিন ১৬২২২ নাম্বারে।

সকল তথ্য ঠিক থাকলে পরবর্তীতে কিছু সময়ের মধ্যে ফিরতি এসএমএসে প্রার্থীর নাম, বর্ণমালা রেজিস্টার নাম্বার, বোর্ড, রোল নাম্বার ও যোগাযোগের নাম্বার পাঠিয়ে দেয়া হবে।

টেলিটক সিম অনলাইনে আবেদন

অনলাইনেও আপনারা খুব সহজেই টেলিটক বর্ণমালা সিম রেজিস্ট্রেশন এর জন্য আবেদন করতে পারবেন। এর জন্য প্রথমে bornomala.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে Apply for registration বাটনে ক্লিক করুন।

টেলিটক সিম কেনার উপায়

তারপরে আপনার নাম, এসএসসি বোর্ড, রেজিস্ট্রেশন নাম্বার, পাসিং ইয়ার, রোল নাম্বার সহ সকল তথ্য প্রদান করে Customer Care অপশন থেকে আপনার নিকটস্থ কাস্টমার কেয়ার (যেখান থেকে সিমটি নিতে চান) এর ঠিকানা সিলেক্ট করুন।

তারপরে যোগাযোগের জন্য আপনার মোবাইল নাম্বার প্রদান করুন। পরবর্তীতে ক্যাপচা ভেরিফিকেশন করে রেজিস্ট্রেশনটি সম্পন্ন করুন। এরপরে আপনাকে একটি Tracking Number প্রদান করা হবে, এটি সংগ্রহ করে রাখুন।

আবেদন সম্পন্ন হওয়ার পরে আবেদন ফরমটি প্রিন্ট করে রাখুন, সিম সংগ্রহ করার সময় কাস্টমার পয়েন্টে এটি প্রদান করতে হবে। প্রথমে সাধারণ টেলিটক সিম ক্রয় করে পরবর্তীতে উপরে দেখানো পদ্ধতি অনুসরণ করে টেলিটক বর্ণমালা সিমের জন্য আবেদন করতে হবে।

টেলিটক বর্ণমালা সিম অফার

টেলিটক বর্ণমালা সিমে বিভিন্ন সময় দারুন দারুন সব অফার দেওয়া হয়। তারমধ্যে কয়েকটি সেরা অফার হলো –

  • ২৪ টাকায় ১ জিবি ইন্টারনেট, ৭ দিন মেয়াদ।
  • ৪৬ টাকায় ১ জিবি ইন্টারনেট, ৩০ দিন মেয়াদ।
  • ৯৬ টাকায় ৫ জিবি ইন্টারনেট, ১৫ দিন মেয়াদ।
  • ১৮৬ টাকায় ১০ জিবি ইন্টারনেট, ৩০ দিন মেয়াদ।
  • প্রথমবার ৫০ টাকা রিচার্জে ৫ জিবি ইন্টারনেট ৩০ দিন মেয়াদ।
  • ৪৫ পয়সা প্রতি মিনিট কলরেট অফার।
  • নূতন রেজিস্টার করলে ৫০ টি SMS এবং ৫০ মিনিট ফ্রি।

টেলিটক সিমের নাম্বার চেক

টেলিটক সিমের নাম্বার চেক করার জন্য আপনার মোবাইল ফোনের ডায়াল অপশনে গিয়ে ডায়াল করুন *৫১১# অথবা গুগল প্লেস্টোর থেকে MyTeletalk মোবাইল অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে, অ্যাকাউন্ট লগইন করে আপনার মোবাইল নাম্বার চেক করতে পারবেন।

শেষকথা

সম্মানিত পাঠকবৃন্দ, আমাদের টেলিটক সিম কেনার উপায় লেখাটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। টেলিটক সিম কেনার নিয়ম সম্পর্কে যদি অন্য কোন তথ্য জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট এর মাধ্যমে জানাবেন, আমরা আপনাদের কমেন্টের যথাযথ রেসপন্স করার চেষ্টা করব।

FAQs

টেলিটক সিম রিপ্লেসমেন্ট কত টাকা?

টেলিটক সিম রিপ্লেসমেন্ট করতে সাধারণত ১০০ টাকা থেকে ১৫০ টাকা প্রয়োজন হয়।

টেলিটক সিম নাম্বার দেখার নিয়ম?

মাই টেলিটক মোবাইল অ্যাপ ব্যবহার করে টেলিটক সিমের নাম্বার দেখতে পারবেন। অথবা ডায়াল অপশনে গিয়ে *৫১১# ডায়াল করে টেলিটক সিম নাম্বার দেখতে পারেন।

টেলিটক সিমের ব্যালেন্স চেক করার কোড?

*152# – টেলিটক সিমের ব্যালেন্স চেক করার কোড। আপনার মোবাইল ফোনের ডায়াল অপশনে *152# ডায়াল করে টেলিটক সিমের ব্যালেন্স দেখে নিতে পারেন।

About Sharo Place Desk

দীর্ঘদিন যাবত টেকনোলজি রিলেটেড কার্যক্রমের সাথে জড়িত আছি। আমার অভিজ্ঞতা থেকে এই ওয়েবসাইটটিতে টেকনোলজি, অনলাইন ইনকাম, টিপস এবং ট্রিকস, ই সার্ভিস, রিভিউ ও ব্যবসা রিলেটেড আর্টিকেল লেখালেখি করি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।