আমরা অনেক সময় নগদ থেকে বিদ্যুৎ বিল দিতে গিয়ে ঝামেলায় পরি কিভাবে বিদ্যুৎ বিল দিব নগদ থেকে সেটা সঠিকভাবে না জানার কারণে আমরা ঘরে বসে আমাদের বিদ্যুৎ বিল দিতে পারিনা। এই লেখাটির মধ্যে আলোচনা করা হবে নগদ থেকে সহজে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম সম্পর্কে । এবং আপনি আপনার নগদ একাউন্ট থেকে কিভাবে নগদ এর সকল সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন সে সম্পর্কে।
নগদ কি
বর্তমানে জনপ্রিয় মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোর মধ্যে বাংলাদেশের একটি জনপ্রিয় মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান হল ” নগদ” নগদ এর বিভিন্ন সুযোগ-সুবিধা ও নুতন নুতন অফারের জন্য বর্তমানে গ্রাহকদের কাছে খুব জনপ্রিয় হয়ে উঠেছে । বাংলাদেশ সরকারের ডাক বিভাগের একটি ডিজিটাল লেনদেন সেবা পদ্ধতি হচ্ছে নগদ । 2018 সালের নভেম্বর মাস থেকে এই নগদের যাত্রা শুরু হয় ।
অল্প কিছুদিনের মধ্যেই এটি ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে – বর্তমানে বাংলাদেশের সেরা মোবাইল ব্যাংকিং সেবা প্রদান করে এমন প্রতিষ্ঠানগুলোর মধ্যে নগদ অন্যতম একটি সেরা প্রতিষ্ঠান। নগদ থেকে টাকা আদান প্রদান করা হতে মোবাইল রিচার্জ, বিদ্যুৎ বিল ইত্যাদি সকল সেবা উপভোগ করা যাবে নগদে ক্যাশ আউট চার্জ সবথেকে কম।
নগদ ব্যবহারের নিয়ম
নগদ ব্যবহারের নিয়ম সম্পর্কে আলোচনা করার তেমন কিছুই নেই। নগদ আমরা দুই ভাবে ব্যবহার করতে পারব একটি হচ্ছে মোবাইলে USSD কোড ডায়াল এর মাধ্যমে অন্যটি নগদ অ্যাপ্লিকেশন ব্যবহারের মাধ্যমে । নগদ এর সকল সেবা পেতে হলে প্রথমে আমাদের একটি নগদ একাউন্ট খুলতে হবে।
নগদ একাউন্ট খোলার জন্য নগদ এর কোন কাস্টমার কেয়ার অথবা অপারেটরের কাছ থেকে খুলতে পারবেন এবং আপনি নিজে নগদ মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহারের মাধ্যমে নগদ একাউন্ট খুলে নিতে পারবেন। বর্তমানে নগদ এর ক্যাশ আউট চার্জ অন্য সকল মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের থেকে কম।
কিভাবে নগদ একাউন্ট খুলতে হয় সে সম্পর্কে বিস্তারিত, এই লেখাটি আপনি মনোযোগ দিয়ে পড়লে নগদ একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। সাধারণত দুইটি পদ্ধতিতে নগদ ব্যবহার করা যায় একটি হলো মোবাইল অ্যাপ্লিকেশন এর মাধ্যমে আর অন্যটি ফোনে ইউএসএসডি কোড ডায়াল এর মাধ্যমে ।
নগদ এর USSD কোড
নগদ একাউন্ট দেখার জন্য আমাদের ফোনের ডায়াল অপশনে গিয়ে *167# ডায়াল করতে হবে এবং ওকে বাটনে ক্লিক করতে হবে । নগদ এর ইউএসএসডি কোড হল *167# – এই কোড ডায়াল এর মাধ্যমে আমরা নগদ একাউন্ট এর সকল সুযোগ সুবিধা উপভোগ করতে পারব।
নগদ অ্যাপ ডাউনলোড
নগদ একাউন্ট দেখার অন্য একটি পদ্ধতি হলো মোবাইল অ্যাপের মাধ্যমে। আমরা মোবাইলে নগদ অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নগদ এর সকল সুযোগ সুবিধা উপভোগ করতে পারব । অ্যাপ্লিকেশন ডাউনলোডের জন্য প্লে স্টোরে গিয়ে সার্চ করুন ” মাই নগদ “ লিখে । প্রথমেই অ্যাপ্লিকেশনটি চলে আসবে সেখান থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ইন্সটল করুন । এবং আপনার অ্যাকাউন্ট নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে আপনার নগদ একাউন্ট টি নগদ অ্যাপ্লিকেশনে লগইন করুন ।
নগদে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম
নগদ থেকে সহজে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম – যারা নগদ থেকে বিদ্যুৎ বিল কিভাবে দিবেন সে সম্পর্কে জানেন না তারা লেখা টি মনোযোগ দিয়ে পড়ুন। বর্তমানে জনপ্রিয় মোবাইল ব্যাংকিং অপারেটর হচ্ছে নগদ আমরা খুব সহজে নগদ ব্যবহার করে ঘরে বসে বিদ্যুৎ বিল দিতে পারব । নগদ থেকে বিদ্যুৎ বিল দেওয়ার জন্য আমরা দুটি উপায় অবলম্বন করতে পারি
- মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে
- ইউএসএসডি কোড ডায়াল এর মাধ্যমে
আমরা এ দুটি উপায় ব্যবহার করে বিদ্যুৎ বিল সহ যাবতীয় সকল বিল নগদ থেকে পেমেন্ট করতে পারি।
ইউএসএসডি কোড ডায়াল করে নগদে বিদ্যুৎ বিল দেয়ার নিয়ম
নগদ একাউন্ট দেখার USSD কোড হল *167# । এই কোড ডায়াল এর মাধ্যমে আমরা আমাদের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে বিদ্যুৎ বিল সহ যাবতীয় সকল বিল দিতে পারব । ইউএসএসডি কোড ডায়াল করে নগদ থেকে বিদ্যুৎ বিল দিতে হলে প্রথমে আপনাকে
- আপনার ফোনের ডায়াল অপশন থেকে *167# ডায়াল করে ওকে করুন ।
- এরপরে আপনার সামনে নতুন একটা ইন্টারফেস শো করবে সেখানে 5 নম্বর একটা অপশন দেখতে পাবেন “ 5.Bill Pay “ 5 নাম্বার সিলেক্ট করে ওকে করুন।
- নতুন একটি ইন্টারফেসে দেখতে পারবেন আপনি কিসের বিল দিতে চান সেটা সিলেক্ট করুন এবং ওকে করুন – মনে করেন আপনি বিদ্যুৎ বিল দিবেন তাহলে “ 1.Electricity “ 1 নাম্বার সিলেক্ট করে ওকে করুন ।
- এবং আপনি যে অপারেটরের বিদ্যুৎ ব্যবহার করেন সেটা সিলেক্ট করে ওকে করুন ।
- এরপরে আপনার কাস্টমার নাম্বার তথা আপনার যে মিটার নাম্বার রয়েছে সেটি সঠিকভাবে বসিয়ে ওকে করুন।
- এরপরে আপনি কত মাসের বিল দিতে চান এবং আপনার কত টাকা বিল হয়েছে ইত্যাদি এবং আপনার নগদের পিন নাম্বার যথাক্রমে এই ধাপ গুলো ক্লিয়ার করে ওকে করুন ।
- পরবর্তীতে এসএমএস এর মাধ্যমে আপনাকে সবকিছু জানিয়ে দেয়া হবে ।
এভাবে আপনি ইউএসএসডি কোড ডায়াল করে নগদ থেকে বিদ্যুৎ বিল দিতে পারবেন।
নগদ অ্যাপ থেকে বিদ্যুৎ বিল দেয়ার নিয়ম
নগদ অ্যাপ থেকে খুব সহজে বিদ্যুৎ বিল পরিশোধ করা যায় । আপনি যদি নগদ অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে থাকেন তাহলে আপনি খুব সহজে নগদ অ্যাপ্লিকেশন এর মাধ্যমে ইউএসএসডি কোডের ঝামেলা ছাড়াই বিদ্যুৎ বিল সহ যাবতীয় সকল বিল পরিশোধ করতে পারবেন। নগদ মোবাইল অ্যাপ্লিকেশন থেকে বিদ্যুৎ বিল দেয়ার জন্য প্রথমে আপনাকে।
- নগদ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে আপনার অ্যাকাউন্ট লগইন করে নিতে হবে।
- অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করার পরে হোমপেজে ”বিল পে” নামের একটা অপশন দেখতে পাবেন সেটার উপরে ক্লিক করুন।
- এরপর নতুন একটি ইন্টারফেস আসবে সেখান থেকে আপনি যে বিল দিতে চান সেটা সিলেক্ট করুন । বিদ্যুৎ বিল হলে “ বিদ্যুৎ” সিলেক্ট করে ওকে করুন।
- এরপরে আপনি যে কোম্পানির বিদ্যুৎ ব্যবহার করছেন সেই কোম্পানি সিলেক্ট করে ওকে করুন।
- এরপরে আপনার কাস্টমার নাম্বার তথা মিটার নাম্বার দিন নাম্বারটি সঠিকভাবে চেক করে ওকে করুন।
- এরপরে মিটার সংক্রান্ত যাবতীয় সব কিছু দেখতে পাবেন সবকিছু ঠিক থাকলে পরবর্তীতে পিন নাম্বার দিয়ে ওকে করে নগদ একাউন্ট থেকে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন।
এভাবে নগদ অ্যাপ্লিকেশন এর মাধ্যমে খুব সহজে নগদ থেকে বিদ্যুৎ বিল দিতে পারবেন ।
নগদ এর সেবাসমূহ
ইতিমধ্যে নগদ থেকে সহজে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম সম্পর্কে জেনে এসেছি । এছাড়াও নগদ একাউন্টের মাধ্যমে আপনি পাবেন সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ , সেন্ড মানি ফ্রি , মোবাইল রিচার্জ, অ্যাড মানি, ইন্সুরেন্স, মানি টান্সফার, সকল ধরনের বিল পে, ডোনেশন ইত্যাদি এছাড়াও আপনি নগদ একাউন্ট এর মাধ্যমে বিভিন্ন ধরনের সেবা পাবেন। এজন্য বর্তমানে নগদ ব্যবহারকারীদের কাছে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে ।