সোমবার , ডিসেম্বর 23 2024
bnen
Breaking News

Xiaomi 13 Pro প্রথম সেলে 10 হাজার ছাড়ে কিনুন

Xiaomi 13 Pro প্রথম সেলে 10 হাজার ছাড়ে কিনুন এবং সাথে থাকতে 12 হাজার টাকা এক্সচেঞ্জ অফার!

Xiaomi 13 Pro মোবাইল ফোনটি গত ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখ ভারতে লঞ্চ করা হয়। রেডমি কোম্পানির এই মডেলের মোবাইল ফোনটি তাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং জনপ্রিয় ই-কমার্স ওয়েবসাইট Amazon এর মাধ্যমে প্রথমবার ওপেন সেলে বিক্রি করা হবে।

প্রথম লঞ্চ উপলক্ষে Xiaomi 13 Pro মোবাইল ফোনটিতে ১২,০০০ টাকা এক্সচেঞ্জ অফার এর সাথে রয়েছে Bank কার্ড দিয়ে পেমেন্ট করলে ১০,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট অফার। ডিসকাউন্ট অফারটি পাওয়ার জন্য অবশ্যই ইন্ডিয়ার ICICI ব্যাংকের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এর মাধ্যমে ইএমআই ট্রানজেকশন করতে হবে।

সম্প্রতি মোবাইল মার্কেটে Xiaomi 13 Pro স্মার্টফোনটি সারা ফেলে দিয়েছে। যদি আপনার পছন্দের Xiaomi 13 Pro মোবাইল ফোনটি ক্রয় করতে চান তাহলে দ্রুত Amazon থেকে অর্ডার করতে পারেন। এবং লুফে নিতে পারেন এই ডিসকাউন্ট অফার।

ডিসকাউন্ট অফারের পাশাপাশি এই স্মার্টফোনটিতে রয়েছে এক্সচেঞ্জ অফার। আকর্ষণীয় এই Xiaomi 13 Pro স্মার্টফোনটি এখন আপনার হাতের মুঠোয়, অ্যামাজনের (Amazon) মাধ্যমে অর্ডার করে যেকোন স্থান থেকে এই মোবাইল ফোনটি ক্রয় করতে পারবেন।

Xiaomi 13 Pro অফার মূল্য কত টাকা

ICICI ব্যাংকের ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড দিয়ে ট্রানজেকশন করলেই আপনারা পেতে পারেন সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। ইন্ডিয়াতে Xiaomi 13 Pro মোবাইল ফোনটির দাম ৭৯,৯৯৯ রুপি, এবং বাংলাদেশে এই মোবাইল ফোনটির দাম ১ লক্ষ টাকার বেশি।

ইন্ডিয়া অনুযায়ী, যেহেতু ICICI ব্যাংকের ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ডের মাধ্যমে পে করলে ১০,০০০ টাকা ডিসকাউন্ট পাবেন সেই অনুযায়ী Xiaomi 13 Pro স্মার্টফোনের দাম দাঁড়ায় ৬৯,৯৯৯ টাকা। এবং যে সকল গ্রাহকরা তাদের পুরনো রেডমি/ শাওমি মোবাইল এক্সচেঞ্জ করে নতুন এই মোবাইল নেওয়ার চান

সেক্ষেত্রে ১২,০০০ টাকা পর্যন্ত exchange বোনাস পেতে পারেন। এবং অন্যান্য ব্রান্ডের মোবাইল ফোন গুলো বিনিময় কারীরা সর্বোচ্চ ৮,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পাবেন। এই অফার শুধুমাত্র একক ভেরিয়েন্ট (12 GB RAM, 512 GB ROM) এর ক্ষেত্রে প্রযোজ্য।

Xiaomi 13 Pro স্মার্টফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন

Xiaomi 13 Pro স্মার্টফোনটি দিয়ে রয়েছে আকর্ষণীয় স্পেসিফিকেশন ফিচার সমূহ। এই ফোনটিতে Li-Po 4820 mAh নন রিমুবাল পাওয়ারফুল ব্যাটারি ব্যবহার করা হয়েছে, এবং দ্রুত চার্জ হওয়ার জন্য ১২০ ওয়াট ওয়াইড চার্জার মাত্র ১৯ মিনিটে ১০০% সম্পূর্ণ চার্জ হবে।

এবং ৫০ ওয়াট ওয়ারলেস চার্জিং সর্বোচ্চ ৩৬ মিনিটে ১০০% সম্পূর্ণ চার্জ হবে। আরো রয়েছে ১০ ওয়াট রিভার্স ওয়ারলেস। বর্তমানে এই মোবাইল ফোনটি Ceramic Flora Green, Mountain Blue, Ceramic White, Ceramic Black এই কালারে পাওয়া যাচ্ছে।

এই মোবাইল ফোনটিতে অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম এর পাশাপাশি কলকম SM8550-AB স্নাপড্রাগন 8 Gen 2 চিপসেট, Octa-core 3.2 GHz Cortex প্রসেসর, Adreno 740 গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (জিপিইউ) ব্যবহার করা হয়েছে।

এই মোবাইল ফোনটিতে কোন ধরনের এক্সটার্নাল মাইক্রোএসডি সাপোর্ট নয়, ইন্টারনাল স্টোরেজ ৫১২ জিবি UFS 4.0, এবং র‍্যাম ১২ জিবি। এবং মোবাইল ফোনটিতে under display ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম আছে। এবং 1440 x 3200 pixels রেজুলেশনের ৬.৭৩ ইঞ্চি HDR10+ ডিসপ্লে ব্যবহার হয়েছে।

এছাড়া এই ফোনটিতে ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 8150 x 6150 Pixels রেজুলেশনের 50.3 MP, f/1.9, 23mm ওয়াইড, 50 MP, f/2.0, 75mm টেলিফটো, 50 MP, f/2.2, 14mm, 115˚ আলট্রাওয়াইড মেইন ক্যামেরা এবং 32 MP ওয়াইড 1080p@30fps সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে।

Xiaomi 13 Pro মোবাইল ফোনটির ওজন ২২৯ গ্রাম, এবং পরিমাপ ১৬২.৯ x ৭৪.৬ x ৮.৩৮, এই মোবাইল ফোনটিতে IP68 ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং ব্যবহার করা আছে।

Xiaomi 13 Pro প্রথম সেলে 10 হাজার টাকা ডিসকাউন্ট কিভাবে পাবেন, সে সম্পর্কে উপরে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

FAQs

Xiaomi 13 Pro মোবাইল ফোনটির বাংলাদেশে প্রাইস?

Xiaomi 13 Pro মোবাইল ফোনটির দাম বাংলাদেশে ১ লক্ষ টাকার বেশি।

Xiaomi 13 Pro মোবাইল ফোনটি ইন্ডিয়ায় দাম কত?

Xiaomi 13 Pro মোবাইল ফোনটির দাম ইন্ডিয়ায় 12 GB RAM, 512 GB ROM ভেরিয়েন্ট ৭৯,৯৯৯ রুপি, বর্তমানে ICICI ব্যাংকের ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ডের মাধ্যমে পে করলে সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন।

About Sharo Place Desk

দীর্ঘদিন যাবত টেকনোলজি রিলেটেড কার্যক্রমের সাথে জড়িত আছি। আমার অভিজ্ঞতা থেকে এই ওয়েবসাইটটিতে টেকনোলজি, অনলাইন ইনকাম, টিপস এবং ট্রিকস, ই সার্ভিস, রিভিউ ও ব্যবসা রিলেটেড আর্টিকেল লেখালেখি করি।

Check Also

১০০০০ টাকার মোবাইল

১০০০০ টাকার মোবাইল ফোনগুলো

বর্তমানে ১০ হাজার টাকার মোবাইল ফোন গুলোর চাহিদা অনেক বেশি। তবে অনেক ক্ষেত্রে আমরা এই …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।