আপনি যদি ভোটার আইডি কার্ড বা স্মার্ট কার্ড এর জন্য আবেদন করে থাকেন, বর্তমানে আপনার ভোটার আইডি কার্ডটি কোন পর্যায়ে আছে তা চেক করতে পারবেন। স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করার সম্পূর্ণ পদ্ধতি দেখিয়ে দেওয়া হবে। এই পদ্ধতি ফলে করে আপনার ভোটার আইডি কার্ডের স্ট্যাটাস চেক করতে পারবেন।
কিভাবে স্মার্ট কার্ডের স্ট্যাটাস চেক করবেন
আমরা সকলেই জানি কয়েক মাস আগে আমাদের বাড়ি বাড়ি এসে ভোটার আইডি কার্ড এর জন্য তথ্য সংগ্রহ করে নিয়ে গেছে। যাদের বয়স ১৮ বছরের উপরে তারা দ্রুত ভোটার কার্ড পেয়ে যাবেন। এবং যাদের বয়স ১৮ বছরের নিচে তারা ১৮ বছর বয়স হবার পরে ভোটার আইডি কার্ড পাবেন।
আপনি যদি একজন স্মার্ট কার্ড প্রত্যাশী হয়ে থাকেন তাহলে এখানে দেখানো পদ্ধতি ফলো করে আপনি ভোটার আইডি কার্ডের স্ট্যাটাস চেক করতে পারবেন। যদি আপনার ভোটার আইডি কার্ড এখনো হাতে না পান তাহলে এর স্ট্যাটাস চেক করা জরুরি।
আপনার ভোটার আইডি কার্ড ডেলিভারি হয়েছে কিনা এবং এটি কবে ডেলিভারি হবে। সাধারণত এখানে স্মার্ট কার্ড বলতে বুঝানো হয়েছে ভোটার আইডি কার্ড। বর্তমানে ভোটার আইডি কার্ড ডিজিটাল করে এর মধ্যে একটি মাইক্রোচিপ বা সিম কার্ডের মত একটা স্মৃতিভান্ডার/ মেমোরি যোগ করে দেওয়া হয়েছে।
যাতে ওই ব্যক্তির সম্পূর্ণ তথ্য তার স্মার্ট কার্ডে পাওয়া যায়। প্রযুক্তির উন্নতির ফলে বর্তমানে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। ইভিএমের মাধ্যমে ভোট দেওয়ার জন্য অবশ্যই আপনার স্মার্ট কার্ড/ ডিজিটাল ভোটার আইডি কার্ড থাকতে হবে।
স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক
স্মার্ট কার্ডের স্ট্যাটাস চেক করার জন্য https://services.nidw.gov.bd/nid-pub/ এই ওয়েবসাইটে প্রবেশ করে, আবেদনের সময় দেওয়া ফরম নাম্বার ও জন্ম-তারিখ দিয়ে “সাবমিট” করলে স্মার্ট কার্ডের স্ট্যাটাস দেখতে পারবেন।
আপনার বয়স যদি ১৮ বছরের বেশি হয়, কিন্তু আপনি এখনো ভোটার আইডি কার্ড বা স্মার্ট কার্ড হাতে পাননি। তাহলে আপনি এই লেখাটিতে দেখানো পদ্ধতি অনুসরণ করে আপনার স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক অনলাইন করতে পারবেন। সাধারণত ভোটার আইডি কার্ড না পাওয়ার কারণে স্ট্যাটাস চেক করার প্রয়োজন হয়।
স্ট্যাটাস চেক করার জন্য আমরা কয়েকটি পদ্ধতি অবলম্বন করতে পারি। কি কি পদ্ধতিতে আমরা ভোটার আইডি কার্ডের স্ট্যাটাস চেক করতে পারি এবং কিভাবে চেক করব তা সম্পূর্ণ নিচে বিস্তারিত বর্ণনা করা হয়েছে।
দুইভাবে স্মার্ট কার্ডের স্ট্যাটাস চেক করতে পারি
১ – অনলাইনের মাধ্যমে স্মার্ট কার্ডের স্ট্যাটাস চেক ।
২ – এসএমএসের মাধ্যমে স্মার্ট কার্ডের স্ট্যাটাস চেক।
এই দুটি পদ্ধতি অবলম্বন করে আমরা খুব সহজেই স্মার্ট কার্ডের স্ট্যাটাস চেক করে নিতে পারব। প্রথমে আমরা আলোচনা করব কিভাবে অনলাইনের মাধ্যমে স্মার্ট কার্ডের স্ট্যাটাস চেক করা যায়। আপনার হাতে যদি একটি এন্ড্রয়েড মোবাইল থাকে তাহলে আপনি ওই মোবাইল দিকে স্মার্ট কার্ডের স্ট্যাটাস চেক করতে পারবেন।
যে কোন পদ্ধতিতে স্মার্ট কার্ড চেক করার জন্য প্রয়োজন হবে ভোটার স্লিপ এর। যখন ভোটার হওয়ার জন্য নিবন্ধন করছিলেন তখন একটা ফর্ম এর কিছু অংশ কেটে আপনাকে দেওয়া হয়েছিল। এই ফর্মে ৮ সংখ্যার একটি ফরম নাম্বার আছে এবং আপনার নাম ও জন্ম তারিখ ইত্যাদি তথ্য দেওয়া আছে।
অনলাইনের মাধ্যমে স্মার্ট কার্ডের স্ট্যাটাস চেক করুন
অনলাইনের মাধ্যমে স্মার্ট কার্ডের স্ট্যাটাস চেক করার জন্য প্রথমে এই ওয়েবসাইটে https://services.nidw.gov.bd/nid-pub/ ভিজিট করুন। যদি আপনার এখানে রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
রেজিস্ট্রেশন সম্পন্ন হলে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে যথাক্রমে আপনার জাতীয় পরিচয় পত্র নাম্বার, যদি জাতীয় পরিচয় পত্র না থাকে সেক্ষেত্রে ভোটার সিলিপ/ফরম নাম্বার ও জন্মতারিখ প্রদান করুন। এরপরে নিচের ক্যাপচাটি পূরণ করে “সাবমিট” বাটনে ক্লিক করলে আপনার স্মার্ট কার্ডের স্ট্যাটাস চলে আসবে।
এই পেইজ থেকে আপনাদের স্মার্ট কার্ডের স্ট্যাটাস দেখতে পাবেন। অর্থাৎ আপনার স্মার্ট কার্ড ডেলিভারি হয়েছে কিনা বা আপনার স্মার্ট কার্ড তৈরি হয়েছে কিনা ইত্যাদি দেখতে পাবেন এবং আপনার ভোটার এলাকা, অ্যাড্রেস দেখতে পাবেন।
এসএমএসের মাধ্যমে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক
স্মার্ট কার্ডের স্ট্যাটাস চেক করার অন্যতম একটি সহজ মাধ্যম হল এসএমএস পদ্ধতি। আপনার ফোন থেকে একটি এসএমএস পাঠিয়ে জেনে নিতে পারবেন স্মার্ট কার্ডের স্ট্যাটাস। সাধারণত যারা বাটন ফোন ব্যবহার করেন তাদের ক্ষেত্রে এই পদ্ধতি বেশি ব্যবহারযোগ্য।
ভোটার আইডি কার্ড সম্পর্কে বিস্তারিত জানতে পারেন NID BD ওয়েবসাইট থেকে।
যারা স্মার্ট কার্ড হাতে পাননি
এসএমএস পাঠিয়ে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করার জন্য আপনার ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করুন SC<space>F<space>Form Number<space>D<space>yyyy-mm-dd পাঠিয়ে দিন 105 নাম্বারে। কিছুক্ষণ পরে ফিরতি এসএমএস এর মাধ্যমে আপনার স্মার্ট কার্ড স্ট্যাটাস জানিয়ে দেওয়া হবে।
বিস্তারিত: প্রথমে ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে SC লিখে <space> দিয়ে পুনরায় F লিখে <space> এরপরে Form Number (ফর্ম নাম্বার হলো আপনার কাছে থাকা ভোটার স্লিপের নাম্বার) এরপরে আবার <space> দিয়ে D লিখে পুনরায় <space> এরপরে yyyy-mm-dd (1999-08-17) ফরমেটে আপনার জন্ম তারিখ (ভোটার আবেদন করার সময় যেই জন্মতারিখ দিয়ে ছিলেন)
উদাহরণ: SC F 2544XXXX D 1999-08-17 – Send to 105 Number.
যারা অলরেডি ভোটার আছে কিন্তু পুরনো ভোটার আইডি কার্ড পরিবর্তন করে স্মার্ট কার্ড পাবার জন্য আবেদন করছেন, আপনাদের স্মার্ট কার্ডের স্ট্যাটাস চেক কিভাবে করবেন সেই পদ্ধতি নিচে দেওয়া হল।
১৭ সংখ্যার স্মার্ট কার্ডের জন্য
প্রথমে আপনার ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করুন SC<space>NID<space>17 Digit NID Number লিখে পাঠিয়ে দিন 105 নাম্বারে। কিছুক্ষণ পরে ফিরতি এসএমএস এর মাধ্যমে আপনার স্মার্ট কার্ড স্ট্যাটাস জানিয়ে দেওয়া হবে।
বিস্তারিত: প্রথমে ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে SC লিখে <space> দিয়ে NID লিখে <space> এরপরে আপনার ১৭ ডিজিটের স্মার্ট কার্ড নাম্বার দিয়ে পাঠিয়ে দিন 105 নাম্বারে।
উদাহরণ: SC NID 1542XXXXXXXXXXXXX – Send to 105 Number.
১৩ সংখ্যার স্মার্ট কার্ডের জন্য
প্রথমে আপনার ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করুন SC<space>NID<space>yyyy-mm-dd<space>13 Digit NID Number লিখে পাঠিয়ে দিন 105 নাম্বারে। কিছুক্ষণ পরে ফিরতি এসএমএস এর মাধ্যমে আপনার স্মার্ট কার্ড স্ট্যাটাস জানিয়ে দেওয়া হবে।
বিস্তারিত: প্রথমে ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে SC লিখে <space> দিয়ে NID লিখে <space> এরপরে yyyy-mm-dd (1999-08-17) ফরমেটে আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী জন্ম তারিখ দিয়ে <space> আপনার ১৩ ডিজিটের স্মার্ট কার্ড নাম্বার দিয়ে পাঠিয়ে দিন 105 নাম্বারে।
উদাহরণ: SC NID 1999-08-17 1234XXXXXXXXX – Send to 105 Number.
SMS এর মাধ্যমে আপনার স্মার্ট কার্ডের স্ট্যাটাস জানতে অথবা স্মার্ট কার্ড বিতরণের তারিখ জানতে উপরের পদ্ধতিতে এসএমএস ফরমেট সাজিয়ে পাঠিয়ে দিন ১০৫ নাম্বারে। যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেননা তারা এই পদ্ধতি ব্যবহার করে এ স্মার্ট কার্ডের স্ট্যাটাস চেক করতে পারবেন।
প্রিয় পাঠকবৃন্দ উপরে আমরা স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক অনলাইন ও এসএমএস এর মাধ্যমে স্মার্ট কার্ডের স্ট্যাটাস চেক করার পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছি।
গুরুত্বপূর্ণ কিছু পোষ্টঃ