সোমবার , সেপ্টেম্বর 16 2024
bnen
Breaking News

জাতীয় পরিচয় পত্র নাম্বার যাচাই করার নিয়ম

সহজেই আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে জাতীয় পরিচয় পত্র নাম্বার যাচাই করতে পারবেন খুব সহজে। এই লেখাটিতে আমরা জাতীয় পরিচয় পত্রের নাম্বার যাচাই করার কয়েকটি পদ্ধতি সম্পর্কে আলোচনা করব।  নিচে দেখানো পদ্ধতি গুলো অনুসরন করে আপনারা জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান করতে পারবেন।

জাতীয় পরিচয় পত্র যাচাই

অনেক সময় আমাদের জাতীয় পরিচয় পত্র বা ভোটার আইডি কার্ড যাচাই করার প্রয়োজন হয়।  এছাড়াও কোন চাকরির ক্ষেত্রে বা কোন নিয়োগের ক্ষেত্রে কেনডিডেট এর ইনফর্মেশন ঠিক আছে কিনা সেটা যাচাই করার জন্য তার ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র যাচাই করার প্রয়োজন হয়।

বর্তমানে জাতীয় পরিচয় পত্র নাম্বার যাচাই পদ্ধতি খুব সহজ হয়ে গিয়েছে। কোন ঝামেলা ছাড়াই আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড অথবা বাটন ফোন থেকে যেকোনো ভোটার আইডি কার্ডের নাম্বার যাচাই করতে পারবেন। এছাড়াও যদি আপনার কাছে এন্ড্রয়েড ফোন থাকে তাহলে ওই ব্যক্তির ভোটার আইডি কার্ডের নাম্বার সঠিক আছে কিনা তা চেক করতে পারবেন ওয়েবসাইট এর মাধ্যমে তার ছবি সহ সকল ইনফরমেশন দেখা যাবে।

ভোটার আইডি কার্ড এর নাম্বার যাচাই করার পদ্ধতি

সাধারণত আমরা দুইটি পদ্ধতি ব্যবহার করে ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র এর নাম্বার যাচাই করতে পারবেন। ১/ নির্ধারিত একটি নাম্বারে এসএমএস পাঠিয়ে। ২/ ভূমি মন্ত্রণালয় এর অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করে। ভূমি মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ভোটার আইডি কার্ড যাচাই করলে আমরা ব্যক্তির ছবি সহ ইনফরমেশন দেখতে পাবো।

যারা বুঝতে পারতেছিলেন না কিভাবে জাতীয় পরিচয় পত্রের নাম্বার চেক করবেন তাদের জন্য এই লেখাটি অনেক উপকারী হবে। আমরা যখন নতুন ভোটার হই তখন আমাদের জাতীয় পরিচয় পত্র ঠিক আছে কিনা তা চেক করার জন্য ভোটার আইডি কার্ড যাচাই করার প্রয়োজন হয়।

অনলাইন থেকে ভোটার আইডি কার্ড ডাউনলোড ও বিভিন্ন কাজের জন্য ভোটার আইডি কার্ডের নাম্বার প্রয়োজন হয়। যদি আমাদের জাতীয় পরিচয় পত্রের নাম্বারে কোন ধরনের ভুল থেকে থাকে তা যদি যাচাই না করা হয় এবং ওই ভুলগুলো যদি সমাধান না করা হয় তাহলে পরবর্তীতে আমরা এই বিষয় নিয়ে অনেক ঝামেলার সম্মুখীন হতে পারি।

সরাসরি ভোটার আইডি কার্ড চেক করুন অনলাইনে।

সাধারনত আমাদের দেশের নিয়ম অনুযায়ী ১৮ বছর বয়স হওয়ার পরে ভোটার আইডি কার্ড প্রদান করা হয়। ১৮ বছর হওয়ার পরে প্রদত্ত মোবাইল নাম্বারে SMS করে ভোটার আইডি কার্ড নাম্বার সহ বিস্তারিত সবকিছু পাঠিয়ে দেয়া হবে। অনেক সময় ইন্টারনেট ঝামেলার কারনে SMS আসেনা।

অনেকে SMS না পেয়ে হতাশ! যাদের জাতীয় পরিচয় পত্র নাম্বার প্রোয়জন কিন্তু কোন কারনে SMS আসেনি, তারা নিচে দেখানো পদ্ভতি অনুসরন করে জাতীয় পরিচয় পত্র নাম্বার চেক করে নিতে পারবেন। চলুন জাতীয় পরিচয় পত্র নাম্বার যাচাই এর পদ্ধতি গুলো জেনে নেয়া যাক।

এসএমএস পাঠিয়ে জাতীয় পরিচয় পত্র যাচাই

এসএমএস পাঠিয়ে জাতীয় পরিচয় পত্র যাচাই করার জন্য আপনার মোবাইল থেকে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ( nid<Space>Form Number<Space>dd-mm-yyyy ) পাঠিয়ে দিন 105 নাম্বারে। সঠিকভাবে পাঠানো সফল হলে ফিরতি SMS এ আপনার জাতীয় পরিচয় পত্র নাম্বার জানিয়ে দেয়া হবে।

এসএমএস পাঠানোর ক্ষেত্রে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে ফরমটি সঠিকভাবে পূরণ হয়েছে কিনা। ফর্মে প্রথমে nid লিখে স্পেস দিয়ে Form Number লিখতে হবে ফর্ম নাম্বার হলো, আপনি যখন ভোটার হওয়ার জন্য নিবন্ধন করেছিলেন তখন আপনাকে একটা ফর্ম এর অংশ দেওয়া হয়েছিল। ওই কাটা অংশের উপরে ৮  ডিজিটের একটি নাম্বার দেওয়া আছে। ওই নাম্বারটি হল Form Number.

ফর্ম নাম্বার বসানোর পরে আবারো স্পেস দিয়ে dd-mm-yyyy বসিয়ে দিতে হবে। dd-mm-yyyy  হল আপনার জন্ম তারিখ বসানোর ফরমেট। ভোটার আইডি কার্ডের জন্য নিবন্ধন করার সময় যে জন্ম  তারিখ দিয়েছিলেন সেটা বসাতে হবে। (dd-mm-yyyy = 18-08-1998) এই ফরমেটে।

উদাহরণ: nid<Space>Form Number<Space>dd-mm-yyyy  = (nid<Space>12345678<Space>18-08-1998)

যারা এখনো ভোটার আইডি কার্ড হাতে পাননি অথবা কোন ধরনের এসএমএস ও পাননি তারা উক্ত পদ্ধতিতে ভোটার আইডি কার্ডের নাম্বার বের করে আপনাদের প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারেন।

পূর্বে আমরা জাতীয় পরিচয় পত্র এর অফিসের ওয়েবসাইট থেকে বের করতে পারতাম কিন্তু  বর্তমানে ওই পদ্ধতি বন্ধ আছে। তাই আমাদের এসএমএস সেবাটির মাধ্যমে ভোটার আইডি কার্ডের নাম্বার বের করতে হবে।

ওয়েবসাইটের মাধ্যমে জাতীয় পরিচয় পত্রের নাম্বার যাচাই

আমাদের জাতীয় পরিচয় পত্রের নাম্বার যাচাই করার জন্য আমরা ভূমি মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইট ব্যবহার করব কেননা বর্তমানে জাতীয় পরিচয় পত্র এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে জাতীয় পরিচয় পত্রের নাম্বার যাচাই অপশনটি বন্ধ আছে।

ভূমি মন্ত্রণালয় এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে শুধুমাত্র আমরা চেক করতে পারবো আমাদের ভোটার আইডি কার্ডের নাম্বারটি সঠিক আছে কিনা।  কিন্তু এই  ওয়েবসাইট থেকে আমরা জাতীয় পরিচয় পত্রের নাম্বার বের করতে পারবো না।  যদি আমরা কোন ভাবে ভোটার আইডি কার্ডের নাম্বার পাই তখন এটি সঠিক আছে কিনা সেটা যাচাই করতে পারব।

জাতীয় পরিচয় পত্রের নাম্বার যাচাই করার জন্য প্রথমে আমাদেরকে ভূমি মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে (https://ldtax.gov.bd/citizen/register) প্রবেশ করতে হবে। অথবা ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনারা ভূমি মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইট থেকে নাগরিক কর্নারে চলে যেতে পারবেন। মূলত নাগরিক কর্নার থেকে আমাদের ভোটার আইডি কার্ডের নাম্বার যাচাই করতে হবে।

জাতীয় পরিচয় পত্র নাম্বার যাচাই করার নিয়ম

ওয়েবসাইটে আসার পূর্বে আমরা প্রথমে মোবাইল নাম্বার দেওয়ার বক্স দেখতে পাবো সেখানে আমাদের একটি সচল মোবাইল নাম্বার বসিয়ে দিতে হবে। যেই নাম্বারে OTP গেলে পাওয়া সম্ভব। এরপরে দ্বিতীয় ফাকা বক্সে তথা “জাতীয় পরিচয় পত্র” অপশনে আমাদের কাছে থাকা ভোটার আইডি কার্ডের নাম্বার টি বসিয়ে দিতে হবে।

এরপরে ওই ভোটার আইডি কার্ড অনুযায়ী জন্ম তারিখ (dd-mm-yyyy) এই ফরমেটে সিলেক্ট করে দিতে হবে। এরপর “পরবর্তী পদক্ষেপ” বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের ভোটার আইডি কার্ডের তথ্যগুলো দেখতে পাবো।

এখানে আপনি আপনার জাতীয় পরিচয় পত্রের সকল তথ্য দেখতে পাবে,  আপনার জাতীয় পরিচয় পত্রের নাম্বারে যদি কোনো ধরনের ভুল থাকে তাহলে “পরবর্তী পদক্ষেপ” এর উপরে ক্লিক করার পরে কোন তথ্য আসবেনা। এই পদ্ধতি ব্যবহার করে খুব সহজেই আপনি আপনার জাতীয় পরিচয় পত্রের নাম্বার যাচাই করতে পারবেন।

জাতীয় পরিচয় পত্র ডাউনলোড

সম্মানিত পাঠকবৃন্দ আপনারা যদি অনলাইন থেকে জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করতে চান তাহলে আপনাদেরকে জাতীয় পরিচয় পত্র এর অফিশিয়াল ওয়েবসাইট NIDW থেকে ডাউনলোড করতে হবে। এখান থেকে ভোটার আইডি কার্ড ডাউনলোড এর পদ্ধতি একটু জটিল তবে আপনাদের সুবিধার্থে আমরা নিচে একটি পোস্ট দিয়ে দিচ্ছি এই পোস্টটি দেখে আপনারা ভোটার আইডি কার্ড ডাউনলোড এর সম্পূর্ণ পদ্ধতি জানতে পারবেন।

আশা করি এই পোস্ট ধারা আপনারা জাতীয় পরিচয় পত্র নাম্বার যাচাই সম্পর্কে জানতে পেরেছেন।  এই বিষয়টি নিয়ে যদি বিস্তারিত কিছু জানার থাকে তাহলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের এই সমস্যার সমাধান করে দেয়ার চেষ্টা করব।

About Sharo Place Desk

দীর্ঘদিন যাবত টেকনোলজি রিলেটেড কার্যক্রমের সাথে জড়িত আছি। আমার অভিজ্ঞতা থেকে এই ওয়েবসাইটটিতে টেকনোলজি, অনলাইন ইনকাম, টিপস এবং ট্রিকস, ই সার্ভিস, রিভিউ ও ব্যবসা রিলেটেড আর্টিকেল লেখালেখি করি।

Check Also

ড্রাইভিং লাইসেন্স চেক করার সফটওয়্যার

ড্রাইভিং লাইসেন্স চেক করার সফটওয়্যার | Driving licence check bd

বর্তমানে আমরা মোবাইল অ্যাপ ব্যবহার করে মাত্র ২ মিনিটে বাংলাদেশের বিআরটিএ (BRTA) ড্রাইভিং লাইসেন্স চেক …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।