রবিবার , ডিসেম্বর 22 2024
bnen
Breaking News

সবচেয়ে কম দামে বাটন মোবাইল ফোন ২০২৩

বর্তমানে অনেকেই এন্ড্রয়েড স্মার্টফোনের পাশাপাশি প্রয়োজনের ক্ষেত্রে অথবা শখের বসে বাটন মোবাইল ফোন ব্যবহার করে থাকে। এই লেখাটিতে বর্তমান সময়ের কয়েকটি সবচেয়ে কম দামে বাটন মোবাইল ফোন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।

প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে প্রত্যেকের জীবনে মোবাইল ফোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রিয়জনদের সাথে সম্পর্ক স্থাপনে, এবং প্রযুক্তির সঠিক ব্যবহারের জন্য মোবাইল ফোন প্রয়োজন। অনেকে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের পাশাপাশি শুধুমাত্র কথা বলার জন্য হলেও বাটন ফোন ব্যবহার করে।

এই লেখাটিতে আমরা জানাবো বর্তমানে পাওয়া যায় এমন কয়েকটি সবচেয়ে কম দামে বাটন মোবাইল সম্পর্কে। যেগুলো আপনারা ৭০০ থেকে ১০০০ টাকা বাজেটে ক্রয় করতে পারবেন।

বিষয়বস্তুর সহজ সারণী

সবচেয়ে কম দামে বাটন মোবাইল

সবচেয়ে কম দামের মধ্যে বাটন মোবাইল ফোন হল Symphony B26, এই মোবাইল ফোনটির দাম মাত্র ৭৯০ টাকা। সবথেকে কম দামি এই বাটন মোবাইল ফোনটিতে আছে ৮০০ এমএএইচ ব্যাটারির পাশাপাশি 1.77 inch ডিসপ্লে।

সর্বনিম্ন ৭০০ টাকা থেকে ১০০০ টাকার মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের সবচেয়ে কমদামীয় ভালো বাটন মোবাইল ফোন নিয়ে এই লেখাটিকে সাজানো হয়েছে। আপনাদের সুবিধার্থে উক্ত মোবাইলফোন গুলোর সাধারণ স্পেসিফিকেশন বর্ণনা করা হয়েছে।

১.Agetel AG15

বর্ণনাঃ এই লিস্টের প্রথমে আছে এজিটেল ব্র্যান্ডের Agetel AG15 মোবাইল ফোনটি। এই মোবাইল ফোনটিতে রয়েছে 128 x 160 রেজুলেশন 1.77 ইঞ্চি ডিসপ্লে। এবং এই ফোনটিতে ডুয়েল সিম ব্যবহার করতে পারবেন। এবং ব্লুটুথ, সাধারণ ইন্টারনেট ব্রাউজিং, এফএম রেডিও, ব্ল্যাকলিস্ট ইত্যাদি ফিচার রয়েছে।

এই ফোনটি 800 mAh ব্যাটারির দ্বারা সজ্জিত, যা দ্বারা কলিং এর ক্ষেত্রে সর্বোচ্চ ৭-৮ ঘন্টা চার্জিং ব্যাকআপ পাওয়া যেতে পারে। এছাড়াও আরো রয়েছে Mp3 অডিও ফরমেট এবং 3Gp ও Mp4 ভিডিও ফরমেট।

Agetel AG15 মোবাইলফোনটির স্পেসিফিকেশনঃ

Display1.8” Display
Battery800 mAh
CameraDigital Camera
SIMDual SIM
See MoreAgetel AG15
দামঃ Agetel AG15 মোবাইল ফোনটির অফিসিয়াল দাম ৮৯০ টাকা।

২.Symphony B26

বর্ণনাঃ এই লিস্টের দ্বিতীয় নাম্বারে আছে সিম্ফনি ব্র্যান্ডের Symphony B26 মোবাইল ফোনটি। এই ফোনটিতে 240 x 320 pixels রেজুলেশনের 1.77 inch QQVGA ডিসপ্লে এবং 800 mAh পাওয়ারফুল ব্যাটারি রয়েছে। শুধুমাত্র কথা বললে এই ফোনটি সর্বোচ্চ ৮ ঘন্টা চার্জিং ব্যাকআপ দিতে প্রস্তুত।

সম্পর্কিত গুরুত্বপূর্ণ কয়েকটি আর্টিকেলঃ

এছাড়াও এই ফোনটিতে ডুয়েল সিম সিস্টেম সাপোর্টেড, আরো রয়েছে ৪ মেগাবাইট ইন্টারনাল স্টোরেজ, ২ মেগাবাইট র‍্যাম ও 0.08MP প্রাইমারি ক্যামেরা যা Flash Light, 8zx zoom ফিচার যুক্ত। এছাড়া আরো আছে 3.5mm jack, ব্লুটুথ, ইউএসবি, এফএম রেডিও।

Symphony B26 মোবাইলফোনটির স্পেসিফিকেশনঃ

Display1.77 inch QQVGA Display
BatteryLi-Ion 800 mAh
Camera0.08MP Camera
SIMDual SIM
See MoreSymphony b26
দামঃ Symphony B26 মোবাইল ফোনটির অফিসিয়াল দাম মাত্র ৭৯০ টাকা।

৩.Icon i72

বর্ণনাঃ এই লিস্টের দ্বিতীয় নাম্বারে আছে Icon i72 মোবাইল ফোনটি। এই মোবাইল ফোনটিতে Standard SIM সিস্টেম, ফ্লাশ লাইট, ব্লুটুথ, এফএম রেডিও, মাইক্রো ইউএসবি, ইন্টারনেট ব্রাউজিং, অটো কলরেকর্ড, ব্ল্যাকলিস্ট, এমএমএস, সাউন্ড রেকর্ড, সাধারণ গেমস, 3.5mm Headphone Jack সহ আরো অনেক ফিচার রয়েছে।

এই ফোনটিতে Lithium Ion এর ১০০০ এমএএইচ শক্তিশালী ব্যাটারি রয়েছে, যা ১১ ঘন্টা পর্যন্ত শুধুমাত্র কথা বলা সার্ভিস দিতে সক্ষম। এছাড়াও এই ফোনটিতে Zoom-4X যুক্ত মেইন ক্যামেরা, ১ মেগাবাইট স্টোরেজ, ১ মেগাবাইট র‍্যাম ও 128 x 160 pixels রেজুলেশনের 1.77 inch QVGA ডিসপ্লে রয়েছে।

Icon i72 মোবাইলফোনটির স্পেসিফিকেশনঃ

Display1.77 ” QQVGA + 128×160 Pixels Display
BatteryLi-Ion 1000 mAh
CameraDigital Camera
SIMDual SIM
See MoreIcon i72
দামঃ Icon i72 মোবাইল ফোনটির দাম মাত্র ৯২০ টাকা।

৪.Itel it2192

বর্ণনাঃ এই লিস্টের চতুর্থ নাম্বারে আছে itel ব্র্যান্ডের Itel it2192 মোবাইল ফোনটি। এই ফোনটিতে আছে 1.8 ” QQVGA + 120×160 Pixels রেজুলেশনের ডিসপ্লে এবং 1000 mAh Li-ion শক্তিশালী ব্যাটারি যা সর্বোচ্চ ৬ ঘন্টা পর্যন্ত ফোন কলিং সাপোর্ট দিতে পারবে।

এছাড়াও এই ফোনটিতে আরো আছে ৪ মেগাবাইট র‌্যাম, ৪ মেগাবাইট স্টোরেজ, ব্লুটুথ, এফএম রেডিও, ফ্লাসলাইট, ইন্টারনেট ব্রাউজিং, ব্ল্যাকলিস্ট, অটো কলরেকর্ড, গেম, এমএমএস, মাইক্রো ইউএসবি ও 0.3 Megapixel মেইন ক্যামেরা রয়েছে।

it2192 মোবাইলফোনটির স্পেসিফিকেশনঃ

Display1.8 ” QQVGA + 120×160 Pixels Display
BatteryLi-Ion 1000 mAh
Camera0.03 MP Camera
SIMStandard SIM
See MoreItel it2192
দামঃ it2192 মোবাইল ফোনটির দাম মাত্র ১,০০০ টাকা।

৫.Walton OLVIO ML19

বর্ণনাঃ এই লিস্টের সর্বশেষ নাম্বারে আছে ওয়ালটন ব্র্যান্ডের Walton OLVIO ML19 মোবাইল ফোনটি। এই মোবাইল ফোনটিতে 320 x 240 pixels রেজুলেশনের 2.4 inches ডিসপ্লে এবং ৪ মেগাবাইট র‌্যাম, ১২৮ কিলোবাইট স্টোরেজ।

সম্পর্কিত গুরুত্বপূর্ণ কয়েকটি আর্টিকেলঃ

ব্যাটারি প্যানেলে আছে Li-Ion ১০০০ এমএএইচ শক্তিশালী ব্যাটারি। এছাড়া আরো আছে এফএম রেডিও, ব্লুটুথ,৩.৫ মিলিমিটার জ্যাক, লাউড স্পিকার, ব্লকলিস্ট সহ আরো অনেক আকর্ষণীয় ফিচার। যা এই ফোনটিকে নতুন করে পরিচয় করিয়ে দেয়।

Walton OLVIO ML19 মোবাইলফোনটির স্পেসিফিকেশনঃ

Display2.4″ 240 x 320 pixels Display
BatteryLi-Ion 1000 mAh
CameraDigital Camera
SIMStandard SIM
See MoreWalton OLVIO ML19
দামঃ Walton OLVIO ML19 মোবাইল ফোনটির দাম মাত্র ৭৫০ টাকা।

প্রিয় পাঠকবৃন্দ, আশা করি সবচেয়ে কম দামে বাটন মোবাইল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন। এই লেখাটিতে উল্লেখিত মোবাইল ফোন গুলোর দাম যেকোনো সময় কোম্পানি কর্তৃক পরিবর্তিত হতে পারে।

FAQs

কম দামের মধ্যে সবথেকে ভালো বাটন মোবাইল?

সবচেয়ে কম দামের মধ্যে Walton OLVIO ML19 এই মোবাইল ফোনটি সবথেকে ভালো। এই মোবাইল ফোনটির দাম মাত্র ৭৫০ টাকা।

বাটন মোবাইল ফোনের দাম ২০২৩?

২০২৩ সালের মোবাইল মার্কেট অনুযায়ী একটি ভালো বাটন মোবাইল ফোন ক্রয় করতে কমপক্ষে ৮০০ থেকে ১০০০ টাকা প্রয়োজন হবে।

About Sharo Place Desk

দীর্ঘদিন যাবত টেকনোলজি রিলেটেড কার্যক্রমের সাথে জড়িত আছি। আমার অভিজ্ঞতা থেকে এই ওয়েবসাইটটিতে টেকনোলজি, অনলাইন ইনকাম, টিপস এবং ট্রিকস, ই সার্ভিস, রিভিউ ও ব্যবসা রিলেটেড আর্টিকেল লেখালেখি করি।

Check Also

১০০০০ টাকার মোবাইল

১০০০০ টাকার মোবাইল ফোনগুলো

বর্তমানে ১০ হাজার টাকার মোবাইল ফোন গুলোর চাহিদা অনেক বেশি। তবে অনেক ক্ষেত্রে আমরা এই …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।