শনিবার , ডিসেম্বর 21 2024
bnen
Breaking News

আমি প্রবাসী সার্টিফিকেট ডাউনলোড | PDO Certificate Download

বিদেশ ভ্রমণের ক্ষেত্রে আমি প্রবাসী বা PDO সার্টিফিকেট খুবই গুরুত্বপূর্ণ। আমি প্রবাসীর আওতায় আবেদন করার পরে সঠিকভাবে প্রশিক্ষণ শেষ করলে “আমি প্রবাসী” থেকে একটি সার্টিফিকেট প্রদান করা হয়। এই লেখাটিতে আমি প্রবাসী সার্টিফিকেট ডাউনলোড করার পদ্ধতি সম্পর্কে জানানো হবে।

বিদেশ যাওয়ার জন্য যারা বিএমইটি থেকে আবেদন করে তাদের তিন দিনের একটি প্রশিক্ষণ দেয়া হয়। উক্ত প্রশিক্ষণ শেষে আমি প্রবাসী বা PDO সার্টিফিকেট প্রদান করা হয়। বিদেশ ভ্রমণের ক্ষেত্রে এই সার্টিফিকেটটি অতি গুরুত্বপূর্ণ।

আমি প্রবাসী একটি ডিজিটাল প্লাটফর্ম, এখানে বিদেশ যেতে ইচ্ছুক ব্যক্তিদের বিভিন্ন ধরনের সেবা প্রদান করে থাকে। আপনি যদি আমি প্রবাসীর আওতায় প্রশিক্ষণ শেষ করেন তাহলে অনলাইন থেকে Certificate Download করতে পারবেন।

বিদেশ যেতে ইচ্ছুক এমন ব্যক্তিদের “আমি প্রবাসী” কোন ধরনের দালাল ছাড়া স্বচ্ছভাবে বিদেশ ভ্রমন করতে সাহায্য করে। চলুন জেনে নেই আমি প্রবাসী বা PDO সার্টিফিকেট ডাউনলোড করার পদ্ধতি সম্পর্কে।

আমি প্রবাসী সার্টিফিকেট ডাউনলোড

আমি প্রবাসী সার্টিফিকেট ডাউনলোড করার জন্য amiprobashi.com ওয়েবসাইটে প্রবেশ করে PDO মেনু থেকে download certificate অপশনে ক্লিক করুন। তারপরে আপনার পাসপোর্ট নাম্বার Search করে, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ১০০ টাকা ফি প্রদান করুন।

এরপরে আপনাদের সার্টিফিকেট অপশনে নিয়ে আসা হবে এখান থেকে সরাসরি সার্টিফিকেটটি প্রিন্ট করতে পারবেন। অথবা আপনারা চাইলে গুগল প্লেস্টোর থেকে Ami Probashi অ্যাপসটি ডাউনলোড করে খুব সহজে PDO সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।

PDO (Pre-Departure Orientation) সার্টিফিকেট ডাউনলোড করার উপায় সম্পর্কে এই লেখাটি। কিভাবে আমি প্রবাসী অফিশিয়াল ওয়েবসাইট থেকে ও Ami Probashi অ্যাপসের মাধ্যমে আপনাদের সার্টিফিকেটটি ডাউনলোড করবেন, সেই সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো।

ওয়েবসাইটের মাধ্যমে সার্টিফিকেট ডাউনলোড

ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই আপনার PDO সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন। সার্টিফিকেট ডাউনলোড করার জন্য অবশ্যই আপনাকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ১০০ টাকা ডাউনলোড ফি প্রদান করতে হবে। নিচে দেখানো পদ্ধতি অনুসরণ করুনঃ

স্টেপ ১ঃ প্রথমে https://www.amiprobashi.com/download-certificate.html এই লিংকে ক্লিক করে আমি প্রবাসী অফিসিয়াল ওয়েবসাইট এর PDO মেনুর certificate download অপশনে প্রবেশ করুন।

আমি প্রবাসী সার্টিফিকেট ডাউনলোড

স্টেপ ২ঃ তারপরে উপরের ছবির মত একটি পেইজে নিয়ে আসবে। এখানে যেই পাসপোর্ট নাম্বার দিয়ে আমি প্রবাসী অ্যাপস লগইন করছিলেন, উক্ত পাসপোর্ট নাম্বারটি বসিয়ে দিন। নিচে থাকা ক্যাপচাটি পূরণ করে Search বাটনে ক্লিক করুন।

আমি প্রবাসী সার্টিফিকেট ডাউনলোড

স্টেপ ৩ঃ সার্চ বাটনে ক্লিক করার পরে পাসপোর্ট নাম্বার এর নিচে Continue payment নামক একটি অপশন আসবে, এখান থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১০০ টাকা ফি প্রদান করতে হবে।

শুধুমাত্র একবারই এই ডাউনলোড ফি প্রদান করতে হবে। আপনি যদি পূর্বে ফি প্রদান করেন সেক্ষেত্রে Search বাটনে ক্লিক করার পরে সরাসরি সার্টিফিকেট ডাউনলোডের অপশনে নিয়ে আসবে।

আমি প্রবাসী সার্টিফিকেট ডাউনলোড

স্টেপ ৪ঃ Continue payment বাটনে ক্লিক করার পরে উপরের ছবির মত একটি পেজে নিয়ে আসবে। এখান থেকে আপনারা সরাসরি বিকাশ, নগদ, রকেট ও অন্যান্য মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ১০০ টাকা ফি প্রদান করতে পারবেন।

আমি প্রবাসী সার্টিফিকেট ডাউনলোড

স্টেপ ৫ঃ এরপরে প্রয়োজন হলে পুনরায় আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে সার্চ করলে আমি প্রবাসী বা PDO সার্টিফিকেট চলে আসবে। এখান থেকে ডান কর্নারে থাকা ডাউনলোড অপশনে ক্লিক করলে সার্টিফিকেটটি pdf ফাইল হিসেবে আপনার ডিভাইসে ডাউনলোড হবে।

উপরে দেখানো এই পদ্ধতি অনুসরণ করে খুব সহজেই আপনার আমি প্রবাসী বা PDO সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন। এবার চলুন জেনে নেই কিভাবে মোবাইল অ্যাপসের সাহায্যে এই সার্টিফিকেটটি ডাউনলোড করবেন।

সম্পর্কিত আর্টিকেলঃ ভাতার টাকা মোবাইলে দেখার নিয়ম।

অ্যাপসের মাধ্যমে সার্টিফিকেট ডাউনলোড

প্রথমে গুগল প্লেস্টোর থেকে Ami Probashi অ্যাপসটি ডাউনলোড করে নিবেন। প্লেস্টোরে সম্পূর্ণ ফ্রিতে অ্যাপসটি পেয়ে যাবেন। মোবাইল অ্যাপসের সাহায্যে PDO Certificate Download করার জন্য নিচে দেখানো পদ্ধতি অনুসরণ করুনঃ

  • Ami Probashi অ্যাপসটি ডাউনলোড করে, রেজিস্ট্রেশনের সময় দেওয়া মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
  • তারপরে মেনু থেকে Pre-Departure Orientation অপশনে প্রবেশ করুন।
  • Download Certificate অপশনে ক্লিক করে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ১০০ টাকা ফি প্রদান করুন।
  • তারপরে পুনরায় Download Certificate বাটনে ক্লিক করে সার্টিফিকেটটি আপনার ডিভাইসে ডাউনলোড করুন।

আমি প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট ডাউনলোড

আমি প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট ডাউনলোড করার জন্য সর্বপ্রথম amiprobashi.com ওয়েবসাইটে প্রবেশ করবেন। এরপরে Training Certificate মেনু থেকে Housekeeping Certificate Download অপশনে প্রবেশ করুন।

এখানে আপনাদের পাসপোর্ট নাম্বার প্রদান করে, নিচে থাকা ক্যাপচাটি সঠিকভাবে পূরণ করে Search বাটনে ক্লিক করুন। এই সম্পর্কে বিস্তারিত জানতে আমি প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট ডাউনলোড লেখাটি দেখুন।

আমাদের শেষকথা

সম্মানিত পাঠকবৃন্দ আশাকরি এই লেখাটি আপনাদের উপকারে এসেছে। শুধুমাত্র বিএমইটি থেকে ট্রেনিং সম্পূর্ণ করলে এই সার্টিফিকেটটি প্রদান করা হয়। বিদেশ গমন কারীদের জন্য PDO সার্টিফিকেটটি অতি জরুরী।

বর্তমানে শুধুমাত্র এই ২টি পদ্ধতি ব্যবহার করে PDO Certificate Download করা যায়। PDO সার্টিফিকেট বা আমি প্রবাসী অ্যাপস সম্পর্কে কোন তথ্য জানার থাকলে কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন।

FAQs

আমি প্রবাসী এনরোলমেন্ট কার্ড কীভাবে ডাউনলোড করতে হয়?

Ami probashi ওয়েবসাইটে প্রবেশ করে PDO মেনু থেকে Enrollment Card Download অপশনে প্রবেশ করে, পাসপোর্ট নাম্বার দিয়ে, নিচে থাকা ক্যাপচাটি পূরণ করে Search বাটনে ক্লিক করলে আমি প্রবাসী এনরোলমেন্ট কার্ড ডাউনলোড করতে পারবেন।

আমি প্রবাসী অ্যাপস ডাউনলোড করার নিয়ম?

আমি প্রবাসী অ্যাপস ডাউনলোড করার জন্য প্রথমে গুগল প্লেস্টোরে গিয়ে “Ami Probashi” লিখে সার্চ করলে সর্বপ্রথম এই অ্যাপসটি চলে আসবে। এখান থেকে সরাসরি সম্পন্ন ফ্রিতে অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন।

আমি প্রবাসী সার্টিফিকেটের ফি কত টাকা?

PDO সার্টিফিকেট ডাউনলোড করার জন্য প্রথমবার ১০০ টাকা ফি প্রদান করতে হবে। আপনারা বিকাশ, নগদ ও রকেটসহ অন্যান্য মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আমি প্রবাসী বা PDO সার্টিফিকেট এর ডাউনলোড ফি পরিশোধ করতে পারবেন।

About Sharo Place Desk

দীর্ঘদিন যাবত টেকনোলজি রিলেটেড কার্যক্রমের সাথে জড়িত আছি। আমার অভিজ্ঞতা থেকে এই ওয়েবসাইটটিতে টেকনোলজি, অনলাইন ইনকাম, টিপস এবং ট্রিকস, ই সার্ভিস, রিভিউ ও ব্যবসা রিলেটেড আর্টিকেল লেখালেখি করি।

Check Also

খতিয়ান ও দাগের তথ্য অনুসন্ধান

খতিয়ান ও দাগের তথ্য অনুসন্ধান করার নিয়ম

এই লেখাটিতে দেখানো পদ্ধতি অনুসরণ করে যেকোনো মুহূর্তে আপনারা খতিয়ান ও দাগের তথ্য অনুসন্ধান করতে …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।