শনিবার , ডিসেম্বর 21 2024
bnen
Breaking News

পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন চেক করার পদ্ধতি

বিদেশে ভ্রমণের জন্য অথবা দেশে থেকে বিভিন্ন কাজের জন্য পাসপোর্ট এর প্রয়োজন হয়। পাসপোর্ট করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি ধাপ হলো পুলিশ ভেরিফিকেশন। পাসপোর্ট এর জন্য আবেদন করার পরে পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন চেক করার প্রয়োজন হয়।

পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন চেক করার জন্য www.immi.gov.bd এই ওয়েবসাইট ব্যবহার করব। ই পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন স্ট্যাটাস সম্পর্কে জানার পদ্ধতি নিয়ে এই লেখাটিকে সাজানো হয়েছে এবং পাসপোর্ট সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে লেখাটির মধ্যে।

যদি আপনি পাসপোর্ট এর জন্য আবেদন করেন বা পাসপোর্ট এর জন্য আবেদন করতে চাচ্ছেন সেক্ষেত্রে এই লেখাটিতে দেওয়া তথ্যগুলো আপনার অনেক উপকারী হবে। পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন স্ট্যাটাস চেক করতে হলে নিচে দেওয়া পদ্ধতি অনুসরণ করুন।

পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন চেক করার নিয়ম

অনলাইনে পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন চেক করার জন্য সর্বপ্রথম www.immi.gov.bd এই লিঙ্কে প্রবেশ করুন। এবং এখান থেকে Passport Application Enquiry এটাতে প্রবেশ করুন। Passport Office Slip No এবং জন্ম তারিখ দিয়ে ‍Submit বাটনে ক্লিক করুন।

এই সহজ পদ্ধতিতে আপনারা ইমিগ্রেশন বাংলাদেশ পুলিশ এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন চেক করে নিতে পারবেন। পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন চেক করার জন্য Passport Office Slip No সংগ্রহ করে রাখতে হবে।

ধাপ – ১: প্রয়োজনীয় তথ্যগুলো সংগ্রহ

Passport Office Slip Number (পাসপোর্ট অফিসে আবেদন সাবমিট করার পরে আপনাকে একটি স্লিপ দেওয়া হবে উক্ত স্লিপে Passport Office Slip No দেয়া থাকবে) এবং পাসপোর্টের আবেদন করার তথ্য অনুযায়ী জন্ম তারিখ সংগ্রহ করে রাখবেন।

ধাপ – ২: ওয়েবসাইটে প্রবেশ

পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন চেক

প্রথমে https://www.immi.gov.bd/ এই লিঙ্কে ক্লিক করে ইমিগ্রেশন বাংলাদেশ পুলিশ এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন। এবং এখান থেকে একটু স্ক্রল করে নিচে গেলে Passport Application Enquiry নামক একটি মেনু দেখতে পাবেন ওই মেনুতে প্রবেশ করুন।

ধাপ – ৩: প্রয়োজনীয় তথ্যগুলো প্রদান

পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন চেক

Passport Application Enquiry মেনুতে প্রবেশ করার পরে যথাক্রমেঃ

  • Passport Office Slip Number বসিয়ে দিন।
  • এবং Date of Birth (Day-Month-Year) ফরমেটে বসিয়ে দিন।
  • পুনরায় তথ্যগুলো চেক করে SUBMIT বাটনে ক্লিক করুন।

ধাপ – ৪: পুলিশ ভেরিফিকেশন স্টাটাস দেখুন

পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন চেক

কিছু সময় অপেক্ষা করার পরে আপনাদের পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন স্টাটাস চলে আসবে। এখান থেকে Passport Office Slip Number, আবেদনকারীর Name এবং SB Receive Date ও Enquiry Officer এর নাম এবং মোবাইল নাম্বার ও Status দেখতে পারবেন।

আপনার পুলিশ ভেরিফিকেশন স্ট্যাটাস যদি রিজেক্ট দেখায় সেক্ষেত্রে উক্ত ইনকোয়ারি অফিসার এর নাম্বারে যোগাযোগ করতে পারবেন। শুধুমাত্র ঢাকা মেট্রো এরমধ্যে পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন স্ট্যাটাস চেক করতে পারবেন। ইমিগ্রেশন বাংলাদেশ পুলিশের অফিশিয়াল ওয়েবসাইটে উল্লেখ আছে।

ঢাকা মেট্রো এর বাহিরে অন্য কোন জায়গা থেকে আবেদন করলে অনলাইনের মাধ্যমে পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন চেক করতে পারবেন না। তবে আপনারা যদি পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য আবেদন করেন সেক্ষেত্রে যেকোনো জায়গায় থেকে আবেদন স্ট্যাটাস দেখতে পারবে। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট স্ট্যাটাস অনলাইনে দেখুন। 

পাসপোর্ট ভেরিফিকেশন স্ট্যাটাস

পাসপোর্ট ভেরিফিকেশন স্ট্যাটাস যাচাই করার জন্য https://www.immi.gov.bd/ উক্ত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এবং  Passport Application Enquiry মেনুতে গিয়ে Passport Office Slip Number  ও Date of Birth (Day-Month-Year) প্রদান করে পাসপোর্ট ভেরিফিকেশন স্ট্যাটাস যাচাই করতে পারবেন।

পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন স্ট্যাটাস যাচাই পদ্ধতি সম্পর্কে উপরে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। শুধুমাত্র ঢাকা মেট্রো থেকে অনলাইনে পুলিশ ভেরিফিকেশন যাচাই করতে পারবেন। অন্য কোন জেলা থেকে অনলাইনে পুলিশ ভেরিফিকেশন যাচাই প্রক্রিয়া এখন পর্যন্ত চালু হয়নি।

পুলিশ ভেরিফিকেশন কিভাবে করতে হয়

অনলাইনে কিংবা পাসপোর্ট অফিসে গিয়ে পুলিশ ভেরিফিকেশনের জন্য আবেদন করার পরে পাসপোর্ট অফিসের কর্মকর্তারা আবেদনকারীর নিকটস্থ থানায় দায়িত্বপ্রাপ্ত ওসির কাছে পাসপোর্ট ভেরিফিকেশন এর জন্য পাঠানো হবে।

এবং পরবর্তীতে ওখানে দায়িত্বরত ওসি আবেদনকারীকে ভেরিফিকেশনের জন্য কল করবে অথবা আবেদনের সময় দেওয়া নির্দিষ্ট ঠিকানা অনুযায়ী এসে আবেদনকারীকে যাচাই করবে। এভাবে করে পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হবে। অনলাইনে খতিয়ান ও দাগের তথ্য অনুসন্ধান করার নিয়ম।

পুলিশ ভেরিফিকেশন করতে কত টাকা লাগে

পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন করতে কোন টাকার প্রয়োজন হয় না তবে আপনারা যদি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর জন্য আবেদন করেন তাহলে পুলিশ ভেরিফিকেশন করতে  (১-৭৩০১-০০০১-২৬৮১) কোডে ৫০০ টাকা সোনালী ব্যাংক অথবা বাংলাদেশ ব্যাংকের যেকোন শাখা থেকে ট্রেজারি চালান অথবা ডেবিট/ ক্রেডিট কার্ডের মাধ্যমে পরিশোধ করতে হবে।

পাসপোর্ট এর পুলিশ ভেরিফিকেশন করার জন্য কোন ধরনের ফি প্রয়োজন নেই। তবে আপনি যদি পুলিশ ভেরিফিকেশন করতে আসা কর্মকর্তাকে আপ্যায়নের জন্য খরচ করেন এটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। এছাড়া সরকারিভাবে পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন করতে কোন ফি প্রয়োজন নেই।

পুলিশ ভেরিফিকেশন কতদিন লাগে

সাধারণত পুলিশ ভেরিফিকেশন করতে ৫ থেকে ১৫ দিন সময় প্রয়োজন হয়। এটা সম্পূর্ণ নির্ভর করবে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার উপরে এবং আপনার দেওয়া স্থায়ী ও বর্তমান ঠিকানার উপরে। আপনি যদি স্থায়ী ও বর্তমান ঠিকানা আলাদাভাবে দেন সেক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন সম্পূর্ণ হতে ১৫ থেকে ২০ দিন সময় লাগতে পারে।

কেননা আপনার দেওয়া স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা দুই জায়গায় ভেরিফিকেশন করতে হবে। এবং আপনি যদি স্থায়ী ও বর্তমান ঠিকানা একই জায়গায় দেন সেক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন সম্পূর্ণ হতে ৫ থেকে সর্বোচ্চ ১০ দিন লাগবে। মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম।

এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর জন্য আবেদন করার পরে পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হতে ১৫ দিন সময় লাগে। পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হতে কতদিন সময় লাগবে এটা  সঠিকভাবে বলা সম্ভব নয় কেননা এটা সম্পূর্ণ নির্ভর করবে ভেরিফিকেশন এর দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার উপরে।

পুলিশ ভেরিফিকেশন করতে কি কি লাগে

পুলিশ ভেরিফিকেশন করতে কি কি ডকুমেন্টস প্রয়োজন এ সম্পর্কে অনেকেই বিস্তারিত জানতে চান। সাধারণত পাসপোর্ট এর ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন করতে যেসকল ডকুমেন্টস প্রয়োজন তা আলাদা ভাবে আপলোড দেওয়ার প্রয়োজন নেই।

কেনোনা পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন আপনার এলাকায় এসে তদন্ত করে সকল তথ্য নেয়া হবে। এবং পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য আবেদন করার পরে শুধুমাত্র আপনাকে ফোন কলের মাধ্যমে যাচাই করা হবে অথবা দায়িত্বপ্রাপ্ত অফিসার চাইলে আপনার এলাকায় এসে যাচাই করতে পারবে।

তবুও আমরা জেনে নেই সাধারণত পুলিশ ভেরিফিকেশন এর ক্ষেত্রে কোন বিষয়ে তদন্ত করা হয়। পুলিশ ভেরিফিকেশন এর ক্ষেত্রে যে সকল বিষয়গুলো তদন্ত করা হয়ঃ

  • প্রার্থীর জাতীয়তা ও প্রার্থীর নাম।
  • প্রার্থীর পিতার নাম ও তার জাতীয়তা।
  • প্রার্থীর স্থায়ী ও বর্তমান ঠিকানা প্রদত্ত ডকুমেন্টগুলো অনুযায়ী।
  • বৈবাহিক অবস্থান।
  • প্রদত্ত ডকুমেন্ট অনুযায়ী প্রার্থীর জন্মস্থান ও জন্ম তারিখ।
  • প্রার্থী বিগত ৫ বছর যে সকল ঠিকানায় অবস্থান করেছে।
  • প্রার্থী যদি কোনো সরকারি কিংবা বেসরকারি এবং আধা-সরকারি প্রতিষ্ঠানে কর্মরত থাকে বা পূর্বে ছিল, তাহলে ওই প্রতিষ্ঠানের তথ্য।
  • প্রার্থীর বয়স ১৫ বছর হওয়ার পরে যেসকল প্রতিষ্ঠানে পড়াশোনা করেছে সেই সকল প্রতিষ্ঠানের তথ্য।
  • প্রার্থীর যদি কোন কোঠা থাকে।
  • প্রার্থী যদি কোনো মুক্তিযোদ্ধার নাতি/ ছেলে/ নাতনি/ মেয়ে হয়।
  • প্রার্থীর নামে কোন ফৌজদারি কিংবা রাজনৈতিক মামলা আছে কিনা বা পূর্বে ছিল কিনা।
  • প্রার্থীর কোন ধরনের প্রতিবন্ধকতা আছে কিনা।
  • প্রার্থীর নিকটস্থ আত্মীয়-স্বজন সরকারি কোন স্থানে কর্মরত আছে কিনা।
  • প্রার্থীর চারিত্রিক ও সামাজিক অবস্থান।
  • প্রার্থী ইতিপূর্বে কোন সরকারি চাকরি থেকে বরখাস্ত হয়েছে কিনা।
  • প্রার্থী কোন মামলায় সাজাপ্রাপ্ত কিনা।
  • প্রার্থী দেশদ্রোহী ও নাশকতামূলক কোন ধরনের সংলাপে বা সংগঠনে জড়িত আছে কিনা।

পুলিশ ভেরিফিকেশনের তদন্তে এজাতীয় প্রসঙ্গিক বিষয়গুলো যাচাই করা হয়। এইসকল যাচাই এ যদি প্রার্থী সফলভাবে উত্তীর্ণ হয় সেক্ষেত্রে ভালোভাবে পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হবে।

আশা করি পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন চেক এবং পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন ও পুলিশ ক্লিয়ারেন্স সম্পর্কে আপনারা বিস্তারিত ধারণা পেয়েছেন। পুলিশ ভেরিফিকেশন করার ক্ষেত্রে অবশ্যই এই তথ্যগুলো জানা প্রয়োজন।

গুরুত্বপূর্ণ পোস্টঃ খুব সহজে অনলাইনে আপনার বয়স যাচাই করুন।

About Sharo Place Desk

দীর্ঘদিন যাবত টেকনোলজি রিলেটেড কার্যক্রমের সাথে জড়িত আছি। আমার অভিজ্ঞতা থেকে এই ওয়েবসাইটটিতে টেকনোলজি, অনলাইন ইনকাম, টিপস এবং ট্রিকস, ই সার্ভিস, রিভিউ ও ব্যবসা রিলেটেড আর্টিকেল লেখালেখি করি।

Check Also

আমি প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট ডাউনলোড

আমি প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট ডাউনলোড | ami probashi certificate

সঠিকভাবে বৈধ উপায়ে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে আমি প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট অনেক গুরুত্বপূর্ণ। বিএমইটি থেকে আবেদনকারীকে …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।