রবিবার , ডিসেম্বর 22 2024
bnen
Breaking News

মিনি কম্পিউটারের দাম ২০২৩

মিনি কম্পিউটারের সাথে আমরা কম বেশি সকলে পরিচিত আছি। মিনি কম্পিউটার এর CPU অন্যান্য সকল কম্পিউটারের CPU থেকে অনেক ছোট যার কারণে সহজেই এগুলো বহন করা যায়। এই লেখাটিতে শক্তিশালী কিছু মিনি কম্পিউটারের দাম এবং এর specifics সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।

মিনি কম্পিউটার হল ছোট কম্পিউটার যা সহজে বহন করা যায়। অন্যান্য সকল সাধারণ কম্পিউটারের তুলনায় এর CPU সাইজ অনেকটা ছোট। এবং এর ওজন ৫০০ থেকে ৮০০ গ্রাম। অবিশ্বাস্য মনে হলেও সত্য এই লেখাটিতে এমন কিছু মিনি কম্পিউটার সম্পর্কে আলোচনা করা হবে।

মিনি কম্পিউটার কি এবং এর ব্যবহার

একটি আধুনিক কম্পিউটারের একটি রূপ তবে সাধারণ কম্পিউটার থেকে এর CPU আকারে অনেকটা ছোট। মিনি কম্পিউটার ইন্টারনেটের সাথে যুক্ত হতে পারে এবং এগুলো ব্যবহার করে ইন্টারনেট ব্রাউজিং গেমিং ও ভিডিও এডিটিং সহ যাবতীয় কাজ করতে পারবেন।

ব্যবহারকারীদের সুবিধার্থে এগুলো তৈরি করা হয়েছে। ডেক্সটপ কম্পিউটার ব্যবহারে অনেকটা জায়গার প্রয়োজন এবং এগুলো বহন করা কষ্টসাধ্য তবে মিনি কম্পিউটার এর CPU খুব ছোট যা অল্প জায়গায় সংরক্ষণ করতে পারবেন এবং খুব সহজে এগুলো বহন করতে পারবেন।

এই কম্পিউটার গুলো পার্সোনাল কাজে এবং অফিসিয়াল কাজে ব্যবহৃত হয়। বহন করতে সুবিধা হওয়ার কারণে অনেকের ভিডিও এডিটিং এর জন্য এগুলো ব্যবহার করে।  মিনি কম্পিউটার খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করা যায়।

মিনি কম্পিউটারের দাম

বর্তমান বাজারে মিনি কম্পিউটার বিভিন্ন দামের আছে তবে সাধারণভাবে মিনি কম্পিউটারের দাম 10,000 টাকা থেকে 50,000 টাকার মধ্যে। Mini computer এর দাম সম্পূর্ণ নির্ভর করবে কনফিগারেশন এর উপরে।

আপনি যদি ভালো কনফিগারেশনের মিনি কম্পিউটার কিভাবে করতে চান সেক্ষেত্রে বেশি অংকের টাকা গুনতে হবে। বর্তমান বাজারে পাওয়া যায় এমন কিছু মিনি কম্পিউটার এবং তার কনফিগার সম্পর্কে এ লেখাটিতে বিস্তারিত আলোচনা করা হলো।

১. MINISFORUM DMAF5

মিনি কম্পিউটারের মধ্যে সবথেকে জনপ্রিয় MINISFORUM DMAF5 এটি। এই কম্পিউটারটি ব্যবহার করে আপনারা অনেক ভারী কাজ করতে পারবেন এবং ভিডিও এডিটিং ও গেমিং করতে পারবেন। অন্যান্য কম্পিউটার গুলোর থেকে এর কনফিগার অনেক ভালো এবং দাম একটু বেশি।

বর্ণনাঃ এই মিনি কম্পিউটারটি দেখতে অনেক আকর্ষণীয় এবং এর ওজন অনেকটা কম যা বহন সুবিধা। MINISFORUM DMAF5 মিনি কম্পিউটারটির ওজন মাত্র ৫৩০ গ্রাম। এছাড়াও এই কম্পিউটারটির বডি ফ্রেম সম্পূর্ণ মেটাল। এই কম্পিউটারটির র‍্যাম এর জন্য আলাদা স্লট ফাঁকা রেখেছে আপনারা চাইলে এখানে ১৬+১৬=৩২ জিবি র‍্যাম ব্যবহার করতে পারেন।

ইউজার মতামতঃ ইন্টারনেটে পাওয়া তথ্য অনুযায়ী MINISFORUM DMAF5 এই মিনি কম্পিউটারটি দর্শকদের কাছে অনেক জনপ্রিয়। এছাড়াও এর পারফরম্যান্স একটি স্বাভাবিক কম্পিউটারের মতো। ইউজারদের কাছে এই কম্পিউটারটির রিভিউ পজেটিভ।

MINISFORUM DMAF5 Full Specifications

Operating System Windows 10
Processor AMD Ryzen 5 3550H
RAM Size 8 GB
GPU Radeon Vega 8 Graphics
Processor Speed 2.1 GHz, up to 3.7 GHz
SSD Capacity 256 GB
Hard Drive Capacity 256 GB
Wireless Connectivity M.2 2230 WIFI Support
Model DMAF5
Brand Minisforum

দাম: MINISFORUM DMAF5 মিনি কম্পিউটারটির দাম মাত্র ৫৩,০০০ টাকা।

ব্যক্তিগত মতামতঃ এই মিনি কম্পিউটারটির সম্পূর্ণ কনফিগারেশন দেখে বুঝা যায় এটি ব্যবহার করে খুব সুন্দরভাবে ইন্টারনেট ব্রাউজিং করতে পারবেন এবং যাবতীয় অফিশিয়াল কাজ করতে পারবেন। MINISFORUM DMAF5 কম্পিউটারটি ব্যবহার করে যদি গেমিং করতে চান তাহলে নরমাল গেমগুলো খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। ভারী গেম ব্যবহারের ক্ষেত্রে একটু হ্যাং হতে পারে।

২.PANTERA PICO PC

আমার দেখা সবথেকে ছোট কম্পিউটার গুলোর মধ্যে এটি অন্যতম। বর্তমানে বাংলাদেশ মার্কেটে PANTERA PICO PC  এভেলেবেল না তবে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন। এবং ইন্ডিয়ায় এটি এভেলেবেল আছে সেক্ষেত্রে ইন্ডিয়া থেকে আনিয়ে নিতে পারবেন।

ছোট হিসেবে এই মিনি কম্পিউটারটি অনেক ভালো পারফরম্যান্স দেয়। বিশেষ করে অফিশিয়াল কাজের ক্ষেত্রে এটিকে ব্যবহার করতে পারেন। এছাড়াও টুকটাক ভিডিও এডিটিং এবং গেমিং, ফটো এডিটিং এর জন্য ব্যবহার করতে পারেন।

বর্ণনাঃ সব থেকে মজার বিষয় হল এই মিনি কম্পিউটারটির ওজন মাত্র ১৮০ গ্রাম। এই কম্পিউটারটির বডি ফ্রেম সম্পূর্ণ মেটাল এবং উপরে দিকে একটু চাজ দেয়া আছে। এই কম্পিউটারটিতে আপনারা চাইলে external ram এবং এসএসডি ব্যবহার করতে পারেন।

ইউজার মতামতঃ PANTERA PICO PC কম্পিউটারটির সাইজ এবং এর দাম হিসেবে ব্যবহারকারীদের মতামত পজেটিভ। তবে এই কম্পিউটারটি শুধুমাত্র অফিসিয়াল কাজের ক্ষেত্রে এবং ইন্টারনেট ব্রাউজিংয়ের জন্য ব্যবহার করতে পারেন।

PANTERA PICO PC Full Specifications

Operating System Windows 11/ Linux
Processor Intel Celeron J4125
RAM Size 8GB RAM
GPU Quad Core 2.7Ghz
Processor Speed
SSD Capacity Up to 1 Terabyte
Hard Drive Capacity 265GB / 64GB
Wireless Connectivity Dual Band WiFi 2.4Ghz/5Ghz 422Mbs
Model PICO PC
Brand PANTERA

দাম: PANTERA PICO PC মিনি কম্পিউটারটির দাম মাত্র ২২,০০০ টাকা।

ব্যক্তিগত মতামতঃ আমি সাজেস্ট করব যারা অফিসিয়াল কাজ এবং ইন্টারনেট ব্রাউজিংয়ের জন্য কম্পিউটার ক্রয় করার চাচ্ছেন তারা PANTERA PICO PC মিনি কম্পিউটারটি ক্রয় করতে পারেন তবে ভারী কাজের জন্য এটি ভালো পারফরম্যান্স দিবেনা।

৩.Intel NUC 11 Pro kit

সব থেকে মজার বিষয় হল এই মিনি কম্পিউটারটি আপনারা বাংলাদেশ থেকে ক্রয় করতে পারবেন। এই কম্পিউটারটি দেখতে তুলনামূলক অনেক ছোট এবং কাজের দিক থেকে অনেক ভারি। Intel NUC 11 Pro kit কম্পিউটারটির সাথে এক্সট্রা র‌্যাম এবং এসএসডি যুক্ত করতে পারবেন।

বর্ণনাঃ Intel NUC 11 Pro kit মিনি কম্পিউটারটিতে রয়েছে DDR4 Ram এবং 64GB Max. RAM Support এছাড়াও এই কম্পিউটারটিতে ব্যবহার করা হয়েছে Intel UHD Graphics গ্রাফিক্স চিফ সেট ও Core i3 11th Generation প্রসেসর। সাথে থাকবে ৩ বছরের ওয়ারেন্টি।

ইউজার মতামতঃ ইন্টারনেটে খুঁজে পাওয়া তথ্য অনুযায়ী Intel NUC 11 Pro kit বাংলাদেশে সবথেকে বেশি বিক্রিত মিনি পিসি এটি। এই ডিভাইসটির দর্শক রিভিউ ৮০% পজেটিভ।

Intel NUC 11 Pro kit Full Specifications

Operating System Windows 10
Processor Intel Core i3 11th Gen
RAM Size DDR4 RAM (64GB Max. RAM Support)
GPU
Processor Speed 4.10 GHz
SSD Capacity 64 GB
Hard Drive Capacity 265GB / 64GB
Wireless Connectivity Ethernet Controller i225-LM
Model Intel NUC 11 Pro kit
Brand Intel

দাম: Intel NUC 11 Pro kit মিনি কম্পিউটারটির দাম মাত্র ৩৯,৫০০ টাকা।

ব্যক্তিগত মতামতঃ মিনি কম্পিউটারটির কনফিগারেশন হিসেবে দামটা একটু বেশি মনে হচ্ছে তবে আশা করা যায় এটি ব্যবহার করে আপনারা সন্তুষ্ট হবেন। এর সবথেকে সুবিধা জনক একটি দিক হলো বাংলাদেশের মার্কেটে এটি পাওয়া যাচ্ছে।

মিনি কম্পিউটার গুলো ক্রয়ের রেফারেন্সঃ

MINISFORUM DMAF5
PANTERA PICO PC
Intel NUC 11 Pro kit

 

FAQs

মিনি কম্পিউটার কাকে বলে?

মিনি কম্পিউটার হল পার্সোনাল কম্পিউটারের ক্ষুদ্র সংস্কার। এটি সাইজে এবং ওজনে অনেক ছোট যা বহন করতে সুবিধা জনক। এই কম্পিউটার টার্মিনালে লাগিয়ে প্রায় অর্ধশত ব্যবহারকারী একসাথে ব্যবহার করতে পারে।

বাংলাদেশের মিনি কম্পিউটারের দাম কেমন?

বাংলাদেশে এখন পর্যন্ত সব মডেলের মিনি কম্পিউটার পাওয়া যায় না। তবে কিছু মিনি কম্পিউটার পাওয়া যায় যার দাম ২০,০০০ টাকা থেকে ৫০,০০০ টাকার মধ্যে।

সম্পর্কিত আরো পোস্টঃ

স্পাই ক্যামেরা কোথায় পাওয়া যায় এবং এর দাম।

About Sharo Place Desk

দীর্ঘদিন যাবত টেকনোলজি রিলেটেড কার্যক্রমের সাথে জড়িত আছি। আমার অভিজ্ঞতা থেকে এই ওয়েবসাইটটিতে টেকনোলজি, অনলাইন ইনকাম, টিপস এবং ট্রিকস, ই সার্ভিস, রিভিউ ও ব্যবসা রিলেটেড আর্টিকেল লেখালেখি করি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।