শনিবার , মে 18 2024
bnen
Breaking News

স্পাই ক্যামেরা কোথায় পাওয়া যায় এবং এর দাম কত ?

স্পাই ক্যামেরার সাথে আমরা কম বেশি সকলেই পরিচিত আছি। গোপন কোন তথ্য রেকর্ড বা সিকিউরিটি মেইন্টেইনের জন্য স্পাই ক্যামেরা ব্যবহার করা হয়। এই লেখাটিতে আলোচনা করা হবে স্পাই ক্যামেরা কিভাবে কাজ করে এবং স্পাই ক্যামেরা কোথায় পাওয়া যায় এ সম্পর্কে।

এছাড়াও বর্তমান সময়ে জনপ্রিয় কিছু স্পাই ক্যামেরা সম্পর্কে আলোচনা করা হবে। সাধারণত সিকিউরিটি পারপাসে বা সাংবাদিকদের ক্ষেত্রে গোপন অনুসন্ধানে এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিভিন্ন কাজের ক্ষেত্রে স্পাই ক্যামেরা ব্যবহার করা হয়।

স্পাই ক্যামেরা কি?

স্পাই ক্যামেরা হল গুপ্ত ক্যামেরা। লুকিয়ে কোন ভিডিও রেকর্ড কিংবা ছবি তোলার কাজে ব্যবহৃত হয়। স্পাই ক্যামেরা যা দেখতে সাধারণ বস্তুর মত কিন্তু ভিতরে ভিডিও রেকর্ডিং ক্যামেরা লুকিয়ে থাকে এটা সাধারণত খুব ছোট হয়।

স্পাই ক্যামেরা অন্যান্য সাধারণ বস্তুর সাথে এমনভাবে মিশে থাকে যা ভালোভাবে লক্ষ্য না করলে বুঝা সম্ভব নয়। এগুলো সাধারণত কলমের সাথে জামার বোতামে এবং ঘড়ি, লাইট, চার্জার, চশমা, ছবির ফ্রেম, পাওয়ার ব্যাংক ও নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর সাথে সেট করা থাকে।

স্পাই ক্যামেরা কোথায় পাওয়া যায়

স্পাই ক্যামেরা সাধারণত ইলেকট্রনিক্স দোকান এবং সিকিউরিটি প্রোডাক্ট বিক্রি করে এমন দোকান অথবা অনলাইনে বিভিন্ন শপের মাধ্যমে ক্রয় করতে পারবেন। স্পাই ক্যামেরা Daraz এবং Alibaba B2B অনলাইন শপের মাধ্যমে ক্রয় করতে পারবেন।

বর্তমানে স্পাই ক্যামেরা অনেকটা অ্যাভেলেবেল। গ্রাম কিংবা শহরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইলেকট্রনিক্স দোকানে স্পাই ক্যামেরা বিক্রি করা হয়। যারা ঢাকা শহরের আশেপাশে আছেন তারা চাইলে নিচে উল্লেখিত শপ থেকে স্পাই ক্যামেরা কিভাবে ক্রয় করতে পারেন।

  • বসুন্ধরা শপিং কমপ্লেক্স ক্যামেরা জোন।
  • গুলিস্থান ক্যামেরা মার্কেট।
  • মিরপুর উত্তরায় যমুনা ফিউচার পার্ক।
  • গুলিস্তান শপিং কমপ্লেক্স।
  • নবাবপুর ক্যামেরাম মার্কেট/ দোকান।

এছাড়াও বিভিন্ন ক্যামেরার দোকান অথবা ইলেকট্রনিক্স শপ এবং সিকিউরিটি প্রোডাক্ট বিক্রির দোকানগুলোতে স্পাই ক্যামেরা পেয়ে যাবেন। এছাড়াও আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইট অথবা এফ-কমার্স ফেসবুক পেজে অর্ডার করতে পারেন।

অনলাইনে অর্ডারের ক্ষেত্রে অবশ্যই উক্ত  প্রতিষ্ঠান সম্পর্কে যাচাই-বাছাই করে নিবেন। আশা করি স্পাই ক্যামেরা কোথায় পাওয়া যায় এবং কিভাবে ক্রয় করবেন এ সম্পর্কে জানতে পেরেছেন।

স্পাই ক্যামেরা কিভাবে কাজ করে

সাধারণত স্পাই ক্যামেরা অনেকটা ক্ষুদ্র হয় যা আমাদের নিত্য প্রয়োজনীয় ব্যবহারিক জিনিসপত্রের মধ্যে লুকিয়ে রাখা সম্ভব এবং আপনার মোবাইল ফোনের মাধ্যমে এটিকে পরিচালনা করতে পারেন। spy camera এতটাই ক্ষুদ্র হয় যা ভালোভাবে লক্ষ্য না করলে বুঝা সম্ভব নয়।

স্পাই ক্যামেরা হল একটি ভিডিও রেকর্ডিং অথবা ফটো-ক্যাপচার ক্যামেরা এগুলো ব্যবহার করে সিকিউরিটি মেনটেন অথবা তথ্য অনুসন্ধান বা গোপন ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে আপনার কাজ সহজতর হবে। স্পাই ক্যামেরার কাজের ধরন হলো এগুলো নিত্য প্রয়োজনীয় ব্যবহারিক জিনিস এর মধ্যে লুকিয়ে থেকে নির্ধারিত স্থানের ভিডিও ক্যাপচার করা।

স্পাই ক্যামেরা ব্যবহারের কারণ

সাধারণত গোপন ভিডিও রেকর্ড এবং ছবি ধারণের জন্য স্পাই ক্যামেরা ব্যবহার হয়। এগুলো সাংবাদিকরা তদন্তের কাজে বা দুর্নীতির ভিডিওর কাজে ব্যবহার করে থাকে। যেখানে ক্যামেরা দিয়ে ভিডিও করলে বিপদের সম্মুখীন হতে হবে সেই সকল স্থানে স্পাই ক্যামেরা ব্যবহার করে ভিডিও করা হয়।

অথবা কোন শপ কিংবা দোকানের নিরাপত্তা রক্ষায় বা চোর/ অপরাধী ধরার কাজে স্পাই ক্যামেরা ব্যবহৃত হয়। তদন্ত এর কাজে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা এগুলো ব্যবহার করে। এছাড়াও বিভিন্ন কাজে স্পাই ক্যামেরা ব্যবহার করা হয়।

মিনি স্পাই ক্যামেরা দাম

মিনি স্পাই ক্যামেরার দাম হল ৫০০ টাকা থেকে ৪০০০ টাকার মধ্যে।  এছাড়াও বিভিন্ন offer এর সময় মিনি ক্যামেরার দামে discount থাকে। মিনি স্পাই ক্যামেরা দাম সম্পূর্ণ নির্ভর করবে ক্যামেরার কোয়ালিটি এবং ব্র্যান্ডের ওপর।

আপনাদের সুবিধার্থে বর্তমান সময়ের জনপ্রিয় কিছু মিনি স্পাই ক্যামেরা দাম এবং এর ফিচার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

১. Mini Q7 – Spy camera

বর্ণনাঃ Q7 স্পাই ক্যামেরাটি দেখতে খুবই ছোট এবং সুন্দর একটি ক্যামেরা। এই ক্যামেরাটি দেখতে অনেকটা ছোট এবং এটিকে যেকোনো পজিশনে লুকিয়ে রেখে ভিডিও করা সম্ভব এর ভিডিও কোয়ালিটি যথেষ্ট ভালো। এটি মূলত একটি আইপি ক্যামেরা।

বক্স কন্টেন্টঃ ক্যামেরাটি সাথে থাকছে এটিকে মাউন্ট করে রাখার জন্য এর সাথে একটি স্ট্যান্ড। এটিকে চার্জ করার জন্য এর সাথে ছোট একটি ক্যাবেল থাকবে এবং এর সাথে একটি কার্ড রিডার থাকবে ফ্রি। এছাড়াও ক্যামেরাটি যেকোনো পজিশনে ঝুলিয়ে রাখার জন্য একটি বেল্ট থাকবে।

দর্শক রিভিউঃ  এই ক্যামেরাটির দর্শক রিভিউ অনেক ভালো। ক্যামেরাটি ব্যবহারের ক্ষেত্রে আপনারা অনেক ধরনের সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন তাই আমি সাজেস্ট করব যদি আপনারা আইপি ক্যামেরা কেনার কথা ভাবেন তাহলে Q7- spy camera এটি কিনতে পারেন।

উপকারিতাঃ এই ক্যামেরাটি গোপন ভিডিও রেকর্ডিং এর কাজে ব্যবহার করতে পারেন। সাধারণত ড্রয়িং রুমে অথবা ঘরের এক কোনায় এটিকের লুকিয়ে রেখে ভিডিও করতে পারেন। এগুলো কোন গোপন মিটিং রেকর্ডিং বা গোপন ভিডিও রেকর্ডিং এর জন্য সেট করা হয়।

Specifications:

Lens1/3″ Color CMOS Sensor
Video Resolution1080p
WI-FI2.4G 802.11n WI-FI
Battery250 mAh
Video recording time35-60 Minute
TF Card32GB
FPS30 fps
Camera ShapeStandard

দামঃ Q7 মিনি স্পাই ক্যামেরার দাম মাত্র ২,০০০ টাকা।

২. Mini S918 HD Button Camera

বর্ণনাঃ Mini S918 স্পাই ক্যামেরা হল একটি বাটন ক্যামেরা। এগুলো শার্টের বোতাম এর সাথে অথবা পর্দার সাথে লাগিয়ে রাখা যায়। এছাড়াও এই ক্যামেরাটিতে ভয়েস রেকর্ডিং সিস্টেম আছে। ক্যামেরাটি কন্ট্রোলের জন্য আছে রাবারের কিছু কন্ট্রোল বাটন। ছোট স্পাই ক্যামেরা গুলোর মধ্যে Mini S918 অন্যতম।

বক্স কন্টেন্টঃ Mini S918 ক্যামেরাটির বক্সের ভিতরে পাবেন চার্জ করার জন্য একটি চার্জার বা কেবল এবং ক্যামেরাটি তো থাকছেই।

দর্শক রিভিউঃ এই ক্যামেরাটি নিয়ে দর্শকদের মতামত যথেষ্ট ভালো সাধারণত অনলাইন ক্যামেরা শপগুলোতে Mini S918 ক্যামেরার দর্শক রিভিউ এবং রেটিং দেখলে বোঝা যায়। বর্তমানে বোতাম ক্যামেরার মধ্যে সবথেকে জনপ্রিয় ক্যামেরা Mini S918

উপকারিতাঃ ক্যামেরাটির ফন্ট সাইড অনেকটা ছোট। এটি সাধারণত শার্ট কিংবা পাঞ্জাবির বোতাম ঘাটে বোতামের পরিবর্তে ব্যবহার করা হয়। গোপন ভিডিও রেকর্ডিং বা তথ্য অনুসন্ধান এর জন্য সাংবাদিক ও আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা এগুলো ব্যবহার করে।

Specifications:

Lens
Video Resolution640*480, 720*480, 1280*960VGA
WI-FI2.4G 802.11n WI-FI
Battery200mAh
Video recording time60-80 Minute
TF Card16GB
FPS30 fps
Camera ShapeStandard

দামঃ Mini S918 HD Button Camera ক্যামেরার দাম মাত্র ১,২০০ টাকা।

৩. SQ11 Mini Night Vision Camera

বর্ণনাঃ এই ক্যামেরাটির সাথে আমরা কম বেশি সবাই পরিচিত আছি। ক্যামেরাটি চতুর্ভুজ আকারে খুব ছোট একটি ক্যামেরা এটি সাধারণত কোন স্থানে রেখে ভিডিও রেকর্ড করা যায়। SQ11 স্পাই ক্যামেরায় 120 Degrees অ্যাঙ্গেলে ভিডিও রেকর্ডিং করা যায়।

বক্স কন্টেন্টঃ এই ক্যামেরাটির বক্সের সাথে রয়েছে একটি চার্জিং কেবল এবং যেকোনো স্থানে রাখার জন্য একটি স্টান্ড। এছাড়াও ক্যামেরাটির সাথে থাকছে নিজের শরীরে লুকিয়ে থাকার জন্য একটি হুক যেগুলো ক্যামেরা বক্সের ভিতরে দেয়া থাকবে।

দর্শক রিভিউঃ এই লেখাটিতে আলোচিত সব ক্যামেরাগুলোর মধ্যে সবথেকে বেশি দর্শক পজেটিভ রিভিউ এই ক্যামেরাটিতে। কম দামের মধ্যে ভালো একটি ক্যামেরা এবং SQ11 ক্যামেরাটি যেকোন জায়গায় সহজে কিনতে পাওয়া যায়।

উপকারিতাঃ SQ11 মিনি স্পাই ক্যামেরাটি যেকোনো জায়গায় রেখে ভিডিও করা যায়। নিত্য প্রয়োজনীয় যে কোন বস্তুর সাথে যুক্ত করে এই ক্যামেরাটি দিয়ে গোপন ভিডিও রেকর্ড করতে পারবেন। অনেক তদন্তের মিশনে এই ক্যামেরাগুলো ব্যবহার করা হয়।

Specifications:

Camera Resolution2MP
Video Resolution1080p
Recording Angle120 Degrees
Battery200mAh
Video recording time70-85 Minute
TF Card32GB
FPS30 fps
Camera ShapeMini

দামঃ SQ11 Mini Night Vision Camera ক্যামেরার দাম মাত্র ১,২০০ টাকা।

উপরে উল্লেখিত স্পাই ক্যামেরা গুলো ক্রয়ের রেফারেন্সঃ

Mini Q7 – Spy camera
Mini S918 HD Button Camera
SQ11 Mini Night Vision Camera

FAQs

স্পাই ক্যামেরা কেন ব্যবহার হয়?

সাধারণত গোপন ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে স্পাই ক্যামেরা ব্যবহার করা হয়। সাংবাদিক ও আইন-শৃঙ্খলা বাহিনী বিভিন্ন তদন্ত অভিযানে স্পাই ক্যামেরা ব্যবহার করে থাকে।

স্পাই ক্যামেরা প্রাইস ইন বাংলাদেশ?

বাংলাদেশের যেসকল স্পাই ক্যামেরা গুলো পাওয়া যায় এর দাম ৫০০ টাকা থেকে ৪০০০ টাকা। ব্রান্ড এবং ক্যামেরার কোয়ালিটি হিসেবে দাম কম বেশি হতে পারে।

স্পাই ক্যামেরা কিভাবে কিনবেন?

স্পাই ক্যামেরা ক্রয়ের জন্য নিকটস্থ ক্যামেরা শপ অথবা সিকিউরিটি প্রোডাক্ট বিক্রির দোকানে যোগাযোগ করতে পারেন এবং অনলাইনে Daraz, Alibaba B2B, BD Stall এই সকল ওয়েবসাইটে স্পাই ক্যামেরা গুলো পেয়ে যাবেন।

সম্পর্কিত আরো পোস্টঃ

কম দামের মধ্যে ভালো মোবাইল ফোন ২০২৩
মোবাইল ঘড়ির দাম কত জেনে নিন।
Home Page – Sharoplace

About Sharo Place Desk

দীর্ঘদিন যাবত টেকনোলজি রিলেটেড কার্যক্রমের সাথে জড়িত আছি। আমার অভিজ্ঞতা থেকে এই ওয়েবসাইটটিতে টেকনোলজি, অনলাইন ইনকাম, টিপস এবং ট্রিকস, ই সার্ভিস, রিভিউ ও ব্যবসা রিলেটেড আর্টিকেল লেখালেখি করি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।