যেকোনো বয়সের মানুষের কাছে ক্যামেরা অনেক পছন্দের একটা জিনিস। বেশি বাজেট না থাকার কারণে অনেক সময় আমরা ভালো একটি ক্যামেরা ক্রয় করতে পারি না। এই লেখাটিতে আপনার বাজেটের মধ্যে কম দামে ভালো dslr ক্যামেরা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।
এখানে উল্লেখিত ক্যামেরাগুলো স্বল্প বাজেটে ক্রয় করতে পারবেন। আপনাদের সুবিধার্থে ক্যামেরাগুলো ক্রয়ের লিংক দেওয়া হবে। অথবা নিকটস্থ যেকোনো camera shop থেকে এগুলো ক্রয় করতে পারবেন। কম দামে ভালো dslr ক্যামেরা যাচাই করার জন্য এই লেখাটি অনেক উপকারী হবে।
কম দামে ভালো dslr ক্যামেরা
কম দামে ভালো dslr ক্যামেরা গুলো হল Canon EOS 50D, Nikon D5200 DSLR এবং Canon EOS 1300D. সবথেকে কম দামে বর্তমান সময়ে এই DSLR ক্যামেরাগুলো ক্রয় করতে পারবেন।
ক্যামেরা ব্যবহারের শখ প্রায় কম বেশি সকলেরই। অনেক সময় আমাদের বাজেট কম থাকার কারণে ভালো ডিএসএলআর ক্যামেরা পছন্দ করতে পারিনা। আপনাদের সুবিধার্থে এই লেখাটিতে বর্তমান সময়ে সবথেকে কম দামি ভালো কয়েকটি ডিএসএলআর ক্যামেরা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
১.Canon EOS 50D
ক্যামেরা ব্রান্ড গুলোর মধ্যে Canon সব থেকে জনপ্রিয়। Canon ব্র্যান্ডের অন্যতম একটি জনপ্রিয় ডিএসএলআর ক্যামেরা EOS 50D, কম দামে ভালো ভিডিও ক্যামেরা গুলোর মধ্যে এই ক্যামেরাটি অন্যতম।
বর্ণনাঃ এই ক্যামেরাটিতে 15.1 Megapixels এর লেন্স ব্যবহার করা হয়েছে যা ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এছাড়াও Canon EOS 50D ক্যামেরাটিতে এক্সটার্নাল মাইক্রোফোন ব্যবহারের সুবিধা ও অটো ফোকাস রয়েছে।
উপকারিতাঃ Canon EOS 50D ক্যামেরাটি ব্যবহার করে ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি করতে পারবেন। সাধারণত ইউটিউব ভিডিও তৈরীর ক্ষেত্রে এবং প্রফেশনাল ফটোগ্রাফির ক্ষেত্রে এই ক্যামেরাগুলো ব্যবহৃত হয়।
দর্শক রিভিউঃ বিভিন্ন অনলাইন Shop থেকে পাওয়া তথ্য অনুযায়ী Canon EOS 50D ক্যামেরাটির দর্শক রিভিউ ৭০% পজেটিভ। তবে এই ক্যামেরাটিতে রোটেট ডিসপ্লে না থাকার কারণে ভিডিওগ্রাফির ক্ষেত্রে একটু ভোগান্তি পোহাতে হয়।
Canon EOS 50D Full Specifications:
Megapixel | 15.1 Megapixels |
Sensor type | CMOS Sensor |
Battery | Rechargeable Battery |
Display type | 3.0 Inch TFT, 920K Dots Display |
Video Format | MP4,MOV |
Image Format | JPEG, RAW |
Connectivity | USB, HDMI, Wi-fi Connectivity |
Auto Focus | Yes |
দামঃ Canon EOS 50D ক্যামেরাটির দাম ১৩,৫০০ টাকা মাত্র।
২.Nikon D5200 DSLR
Nikon D5200 DSLR ক্যামেরাটি অনেক জনপ্রিয়। নাইকন এর ক্যামেরাগুলো বিশেষ করে ফটোগ্রাফির ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়। কম দামি ক্যামেরাগুলোর মধ্যে Nikon D5200 DSLR ক্যামেরাটি অন্যতম।
বর্ণনাঃ Nikon D5200 DSLR ক্যামেরাটিতে ব্যবহার করা হয়েছে 24.1 MP লেন্স এবং এই ক্যামেরাটির সবথেকে সুবিধা জনক দিক হলো অটো ফোকাস ও রোটেট ডিসপ্লে।
উপকারিতাঃ নাইকন ব্র্যান্ডের ক্যামেরা গুলো সাধারণত ফটোগ্রাফির জন্য বেশি ব্যবহৃত হয়। এছাড়াও Nikon D5200 DSLR ক্যামেরাটি ব্যবহার করে ফটোগ্রাফির পাশাপাশি ভিডিওগ্রাফি করতে পারবেন। শর্ট ফিল্ম কিংবা নাটক শুটিংয়ের কাজে এই ক্যামেরাটি ব্যবহার করতে পারেন।
দর্শক রিভিউঃ Nikon ব্রান্ডের D5200 মডেলের ক্যামেরাটি নিয়ে ব্যবহারকারীদের মতামত ৮০% পজিটিভ। ফটোগ্রাফির জন্য এই ক্যামেরাটি ব্যবহারকারীদের কাছে অনেক প্রিয়।
Nikon D5200 Full Specifications:
Megapixel | 24.1 MegaPixel |
Sensor type | CMOS Sensor |
Battery | Lithium-ion Battery EN-EL14 |
Display type | 3″ LCD Display |
Video Resolution | 1080p x 720p |
Image Resolution | 6016 x 4000 |
USB | Hi-Speed 2.0, Battery |
Auto Focus | Yes |
দামঃ Nikon D5200 DSLR ক্যামেরাটির দাম মাত্র ৩৪,০০০ টাকা।
৩.Canon EOS 1300D
Canon ব্রান্ডের অন্যতম একটি জনপ্রিয় ক্যামেরা হল EOS 1300D. এই ক্যামেরাটি ব্যবহার করে ভিডিওগ্রাফির পাশাপাশি খুব সুন্দর ফটোগ্রাফি করতে পারবেন। Canon EOS 1300D ক্যামেরাটির দাম আপনাদের বাজেটের মধ্যে থাকবে।
বর্ণনাঃ এই ক্যামেরাটি 1920 x 1080 রেজুলেশনে এইচডি ভিডিও রেকর্ড করতে পারে। ক্যামেরাটিতে 18 megapixel এর লেন্স ব্যবহার করা হয়েছে। ভিডিওগ্রাফির ক্ষেত্রে Canon EOS 1300D ক্যামেরার সবথেকে বড় অসুবিধা হলো এই ক্যামেরাটিতে রোটেট ডিসপ্লে নেই।
উপকারিতাঃ এক্সটার্নাল মাইক্রোফোন ব্যবহারের সুবিধা থাকায় এই ক্যামেরাটি ব্যবহার করে নাটক কিংবা শর্ট ফিল্ম এর ভিডিওগ্রাফি করতে পারবেন। Canon EOS 1300D ক্যামেরাটি ব্যবহার করে প্রফেশনাল ভাবে ফটোগ্রাফি করতে পারবেন।
দর্শক রিভিউঃ Canon EOS 1300D ডিএসএলআর ক্যামেরাটি দর্শক রিভিউ ৯০% পজেটিভ। এই ক্যামেরাটিতে রোটেট ডিসপ্লে না থাকায় ভিডিওগ্রাফির ক্ষেত্রে ব্যবহারকারীদের কাছে কিছুটা অপছন্দনীয়।
Canon EOS 1300D Full Specifications:
Megapixel | 18 MegaPixel |
Sensor type | CMOS Sensor |
Battery | Lithium-Ion LP-E10 rechargeable |
Display type | 3″ LCD Display |
Video Resolution | 1920 x 1080 |
Touch screen | No |
USB | Hi-Speed 2.0, Battery |
Auto Focus | Yes |
দামঃ Canon EOS 1300D ক্যামেরাটির দাম মাত্র ২৭,৫০০ টাকা।
ক্যামেরাগুলো ক্রয়ের রেফারেন্সঃ
Canon EOS 50D |
Nikon D5200 DSLR |
Canon EOS 1300D |
কম দামে ভালো ভিডিও ক্যামেরা
কম দামে ভালো ভিডিও ক্যামেরা গুলো হল Nikon D5200 DSLR, Canon EOS 1300D ও Canon EOS 50D এই ক্যামেরাগুলো ব্যবহার করে প্রফেশনাল ভিডিওগ্রাফি করতে পারবেন।
সাধারণত এই ক্যামেরাগুলো নাটক কিংবা শর্ট ফিল্ম ভিডিও তৈরির কাজে এবং ওয়েডিং ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে ব্যবহৃত হয়। উপরে উক্ত ক্যামেরাগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং আপনাদের সুবিধার্থে ক্যামেরাগুলো ক্রয়ের রেফারেন্স লিংক দেওয়া হয়েছে।
FAQs
ভিডিও ক্যামেরার দাম ৩০,০০০ টাকা থেকে শুরু করে ১ লক্ষ টাকা পর্যন্ত আছে। এছাড়াও বিভিন্ন Brand ও কোয়ালিটি ভেদে ক্যামেরার দাম কম-বেশি হতে পারে।
ভিডিও ক্যামেরা বাজার বসুন্ধরা শপিং কমপ্লেক্স, গুলিস্তান Camera market, গুলিস্থান শপিং কমপ্লেক্স ২, যমুনা ফিউচার পার্ক এবং নবাবপুর ক্যামেরা মার্কেট।
সম্পর্কিত আরো পোস্টঃ