ড্রাইভিং লাইসেন্স চেক অনলাইন এর মাধ্যমে কিভাবে করবেন সম্পূর্ণ প্রক্রিয়া এই লেখাটিতে আলোচনা করা হয়েছে। যারা নতুন ড্রাইভিং এর জন্য আবেদন করেছেন অথবা আপনাদের ড্রাইভিং লাইসেন্স এর মেয়াদ কতদিন আছে এবং ড্রাইভিং লাইসেন্সের তথ্য চেক করতে চাচ্ছেন তারা নিচে দেখানো পদ্ধতি অনুসরণ করে সহজেই ড্রাইভিং লাইসেন্স চেক করতে পারবেন।
আমরা অনেকে শখের বশে ড্রাইভিং করে থাকি এবং কেউ জীবিকা নির্বাহের জন্য ড্রাইভিং করে। আমরা যে কারণেই ড্রাইভিং করি না কেন আমাদের অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অন্যথায় বাংলাদেশের আইন অনুযায়ী ড্রাইভিং লাইসেন্স ব্যতীত গাড়ি চালানো দণ্ডনীয় অপরাধ।
ড্রাইভিং লাইসেন্স ব্যতীত কোন ধরনের মোটর যান চালনা করলে বিধি নিষেধ সংক্রান্ত ধারার ৪-৫ এর বিধান লঙ্ঘন করায় অনধিক ৬ মাসের কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা জরিমানা হতে পারে। তাই মোটরযান ড্রাইভিং এর সময় অবশ্যই ড্রাইভিং লাইসেন্স সাথে রাখতে হবে।
ড্রাইভিং লাইসেন্স চেক অনলাইন থেকে
অনলাইন থেকে ড্রাইভিং লাইসেন্স চেক করার গুগল প্লেস্টোর থেকে DL Checker অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। এরপরে আপনাদের ড্রাইভিং লাইসেন্স নাম্বার অথবা BRTA Ref no দিয়ে ভোটার আইডি কার্ড অনুযায়ী Date of Birth বসিয়ে দিয়ে Search বাটনে ক্লিক করুন।
বিস্তারিতঃ
- গুগল প্লেস্টোরে গিয়ে সার্চ করুন DL Checker লিখে। সর্বপ্রথম যেই অ্যাপ্লিকেশনটা আসবে সেটা ইন্সটল করুন অথবা DL Checker লেখার উপরে ক্লিক করে সরাসরি এপ্লিকেশনটি ইন্সটল করুন। গুগল প্লেস্টোর থেকে সম্পূর্ণ ফ্রিতে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারবেন।
- এরপরে আপনার মোবাইল ফোন থেকে অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করুন। প্রবেশ এর পরে সর্বপ্রথম আপনাদের ড্রাইভিং লাইসেন্স নাম্বার অথবা BRTA Ref no বসিয়ে দিন।
- এরপরে ড্রাইভিং লাইসেন্সএ দেওয়া তথ্য অনুযায়ী আপনার জন্মতারিখ (dd mm yyyy) বসিয়ে দিন।
- উপরের তথ্যগুলো পুনরায় একবার যাচাই করে Search বাটনে ক্লিক করুন।
এরপরে আপনাদেরকে নতুন একটি পেইজ এ নিয়ে আসা হবে এখানে ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড সহ তথ্য গুলো দেখা যাবে। যদি আপনারা নতুন ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনাদের ড্রাইভিং লাইসেন্স এর স্ট্যাটাস দেখা যাবে। ড্রাইভিং লাইসেন্স চেক অনলাইন থেকে ড্রাইভিং লাইসেন্স এর তথ্য দেখতে পারবেন। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অনলাইন যাচাই।
রেফারেন্স নাম্বার দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক
রেফারেন্স নাম্বার দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক করার জন্য গুগল প্লেস্টোর থেকে DL Checker অ্যাপসটি ইন্সটল করুন। পরবর্তীতে অ্যাপসে প্রবেশ এরপরে সর্বপ্রথম BRTA Ref no বসিয়ে দিন এবং জন্মতারিখ (dd mm yyyy) ফরমেটে বসিয়ে দিয়ে Search বাটনে ক্লিক করুন।
যারা নতুন ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করছেন তাদের ক্ষেত্রে। আবেদনের পড়ে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হয়। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে BRTA থেকে একটি একনলেজমেন্ট স্লিপ দেওয়া হয়েছিল ওই স্লিপের উপরের সাইডে BRTA Ref no দেয়া আছে।
তবে রেফারেন্স নাম্বার দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক শুধুমাত্র যারা ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেছেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য। যারা পূর্বে ড্রাইভিং লাইসেন্স হাতে পেয়েছেন তারা ড্রাইভিং লাইসেন্স নাম্বার দিয়ে অনলাইনে লাইসেন্স চেক করতে পারবেন।
এসএমএস এর মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স চেক করুন
এসএমএস এর মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স চেক করার জন্য আপনার মোবাইল থেকে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন DL<Space> Reference Number এরপরে পাঠিয়ে দিন 26969 নাম্বারে। কিছু সময় পরে ফিরতি এসএমএস এর মাধ্যমে আপনাদের ড্রাইভিং লাইসেন্স এর তথ্য এবং স্ট্যাটাস জানিয়ে দেওয়া হবে।
সর্বপ্রথম আপনার মোবাইল ফোন থেকে মেসেজ অপশনে যান এবং সেখানে গিয়ে টাইপ করুন DL এরপরে একটি স্পেস দিন এবং পরবর্তীতে আপনাদের BRTA Ref no অথবা ড্রাইভিং লাইসেন্স নাম্বার দিয়ে এসএমএস পাঠিয়ে দিন 26969 এই নাম্বারে।
ফরমেটঃ DL<Space> Reference Number
উদাহরণঃ DL 11223/344
সবার জন্য আলাদা আলাদা ড্রাইভিং লাইসেন্স নাম্বার অথবা রেফারেন্স নাম্বার থাকবে।
বিশেষ দ্রষ্টব্যঃ রেফারেন্স নাম্বার অথবা ড্রাইভিং লাইসেন্স নাম্বারের মধ্যে যদি (-) ড্যাস থাকে সেক্ষেত্রে এই ড্যাসটিকে বাদ দিতে হবে, এবং যদি (/) স্লাশ থাকে সেক্ষেত্রে এটি বাদ দেওয়া যাবে না। স্লাশ সহ ড্রাইভিং লাইসেন্স নাম্বার অথবা রেফারেন্স নাম্বার বসিয়ে দিয়ে এসএমএস পাঠাতে হবে।
ড্রাইভিং লাইসেন্স হয়েছে কিনা কিভাবে জানবো
ড্রাইভিং লাইসেন্স হয়েছে কিনা জানার জন্য আপনার ফোন থেকে 26969 নাম্বারে DL<Space> BRTA Ref no উক্ত ফরমেটে এসএমএস দিতে পারেন অথবা প্লেস্টোর থেকে DL Checker এপ্লিকেশন ইন্সটল করে BRTA Ref no নাম্বার বসিয়ে Search বাটনে ক্লিক করলে ড্রাইভিং লাইসেন্স এর স্ট্যাটাস দেখা যাবে।
ড্রাইভিং লাইসেন্স হয়েছে কিনা তা চেক করার জন্য উপরে দেখানো পদ্ধতি অনুসরণ করতে পারেন। শুধুমাত্র ড্রাইভিং লাইসেন্স এর জায়গায় BRTA Ref no বসিয়ে দিবেন। অনলাইনের মাধ্যমে DL Checker মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে খুব সহজেই আপনাদের ড্রাইভিং লাইসেন্স স্ট্যাটাস জানতে পারবেন।
গুরুত্বপূর্ণ পোস্টঃ
- এলাকা ভিত্তিক ভোটার তালিকা ডাউনলোড।
- অনলাইনে আপনার বয়স যাচাই করে নিন।
- ফেসবুক থেকে ইনকাম বিকাশ এর মাধ্যমে পেমেন্ট।
ড্রাইভিং লাইসেন্স চেক করার সফটওয়্যার
ড্রাইভিং লাইসেন্স চেক করার সফটওয়্যার এর নাম হলো DL Checker. এই সফটওয়্যারটি আপনারা সম্পূর্ণ ফ্রিতে গুগল প্লেস্টোর থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। অথবা সরাসরি এই সফটওয়্যারটি ডাউনলোড করতে – DL Checker – লেখার উপরে ক্লিক করুন।
DL Checker সফটওয়্যার এর মাধ্যমে কিভাবে আপনারা ড্রাইভিং লাইসেন্স যাচাই করবেন সে সম্পর্কে উপরে বিস্তারিত আলোচনা করা হয়েছে। উপরে দেখানো পদ্ধতি অনুসরণ করে ড্রাইভিং লাইসেন্স নাম্বার অথবা বিআরটিএ রেফারেন্স নাম্বার দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক অনলাইন এর মাধ্যমে করতে পারবেন।
Brta লাইসেন্স চেক অনলাইন বাংলাদেশ
বাংলাদেশ থেকে Brta লাইসেন্স চেক করার জন্য সর্বপ্রথম http://my.brta.gov.bd/dl_status.php এই লিঙ্কে ক্লিক করে BRTA এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন। পরবর্তীতে DL Ref no এবং আপনার জন্ম তারিখ (dd mm yyyy) সিলেক্ট করে Submit বাটনে ক্লিক করলে ড্রাইভিং লাইসেন্স স্ট্যাটাস সম্পর্কে জানতে পারবেন।
BRTA এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা খুব সহজেই ড্রাইভিং লাইসেন্স স্ট্যাটাস এবং আপনার ড্রাইভিং লাইসেন্স কবে ডেলিভারি দেওয়া হবে এই সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। অথবা একই পদ্ধতিতে DL Checker অ্যাপ্লিকেশনের মাধ্যমে বাংলাদেশ থেকে Brta লাইসেন্স চেক করতে পারবেন।