আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার সবথেকে বড় হাতিয়ার হল কম্পিউটার। আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে কম্পিউটার খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে সকল শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার প্রশিক্ষণ দেয়া হয় এবং চাকরির ক্ষেত্রেও কম্পিউটার প্রয়োজন। এই লেখাটিতে ডেক্সটপ কম্পিউটারের দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
আপনারা যদি একটি কম্পিউটার ক্রয় করতে চান সেক্ষেত্রে যদি এর দাম সম্পর্কে ধারণা না থাকে তাহলে কিছুটা বিপত্তির সম্মুখীন হতে পারেন। ডেক্সটপ কম্পিউটার ক্রয় এর আগে এর দাম এবং কনফিগার সম্পর্কে বিস্তারিত জানলে কম্পিউটার চয়েজ করতে সুবিধা হবে।
ডেক্সটপ কম্পিউটারের দাম
ডেক্সটপ কম্পিউটারের দাম হল ২০,০০০ – ৮০,০০০ টাকা। এছাড়াও বিভিন্ন দামের Desktop Computer বর্তমান বাজারে পাওয়া যায়।
Computer ক্রয়ের ক্ষেত্রে সব থেকে সুবিধা জনক দিক হলো আপনারা নিজের মত Configuration দিয়ে সুন্দর একটি কম্পিউটার বিল্ড করতে পারবেন। তবে আপনারা যদি Fixed Configuration কম্পিউটার কিনতে চান তা-ও সম্ভব।
কম্পিউটারের কোন নির্দিষ্ট দাম বলা সম্ভব নয়। আপনি কেমন Configuration দিয়ে কম্পিউটার তৈরি করতে চান এটার উপরে ভিত্তি করে দাম নির্ধারণ করা হয়। কম্পিউটারের প্রত্যেকটি পার্টস আলাদাভাবে কিনতে পাওয়া যায়। এছাড়াও আপনারা চাইলে ফিক্সড কম্পিউটার ক্রয় করতে পারবেন।
এই লেখাটিতে কম্পিউটার ক্রয় বিষয়ক বিস্তারিত এবং কয়েকটি ডেস্কটপ কম্পিউটার Configuration & price সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।
ডেক্সটপ কম্পিউটার কনফিগারেশন কাস্টমাইজ
কম্পিউটার ক্রয়ের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো কনফিগারেশন কাস্টমাইজ। আপনি বাজেট অনুযায়ী কম্পিউটার তৈরি করতে পারবেন। আপনি কম্পিউটারের র্যাম 8GB করতে পারবেন অথবা 16GB করতে পারবেন। এভাবে করে কম্পিউটারের প্রত্যেকটি পার্টস নিজের পছন্দ অনুযায়ী সেটআপ করতে পারবেন।
কম্পিউটার ক্রয়ের আগে আপনাকে নির্ধারণ করতে হবে কি কাজের জন্য কম্পিউটার ক্রয় করার চাচ্ছেন। মনে করেন আপনি গ্রাফিক্স ডিজাইন কাজের জন্য কম্পিউটার ক্রয় করার চাচ্ছেন সেক্ষেত্রে মিনিমাম Core i5 4th Gen প্রসেসর এবং 8GB Ram প্রয়োজন হবে।
আপনাদের সুবিধার্থে নিচে কয়েকটি ডেস্কটপ কম্পিউটার কম্বো এবং উক্ত কম্পিউটার গুলোর সম্পূর্ণ কনফিগারেশন ও দাম সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে। কম্পিউটারের ব্যবহার সম্পর্কে জানতে পারেন।
১.ইন্টারনেট ব্রাউজিং এবং অফিসিয়াল কাজের জন্য।
ইন্টারনেট ব্রাউজিং অথবা অফিসিয়াল কাজের জন্য তেমন ভারী কম্পিউটারের প্রয়োজন হয় না। মোটামুটি ২৫-৩০ হাজার টাকা বাজেটে ভালো একটি কম্পিউটার তৈরি করতে পারবেন।
Configuration:
Processor | Intel Pentium Gold G6400 10th gen |
Motherboard | 11th Gen Micro-ATX Motherboard |
RAM | Adata 4 RAM |
Storage | Toshiba P300 1TB |
Casing | MaxGreen 5909BB Casing |
দামঃ এই কম্পিউটারটি star tech থেকে মাত্র ২৬,৬৪০ টাকায় ক্রয় করতে পারবেন।
বিস্তারিতঃ Intel Pentium Gold G6400 10th gen প্রসেসর দিয়ে ইন্টারনেট ব্রাউজিং এবং অফিসিয়াল কাজের জন্য খুব সুন্দর একটি ডেস্কটপ কম্পিউটার বিল্ড করতে পারবেন। এবং আপনারা চাইলে স্টারটেক থেকে নিজেদের মতো করে Configuration দিয়ে কম্পিউটার বিল্ড করতে পারবেন।
২.গেমিং এর জন্য।
অনেকেই কম্পিউটারে গেম খেলতে পছন্দ করেন। আপনারা যদি কম্পিউটারে গেম খেলার জন্য নতুন Desktop Computer বিল্ড করতে চান সেক্ষেত্রে নিচের Configuration টি দেখতে পারেন। অথবা আপনারা চাইলে নিজেদের পছন্দ অনুযায়ী কম্পিউটার বিল্ড করতে পারেন।
Configuration:
Processor | AMD Ryzen 5 Pro 4650G Processor |
Motherboard | Gigabyte B450M AORUS Elite AMD |
RAM | 8GB 3200MHz DDR4 |
Storage | HP EX900 M.2 250GB & Internal SSD |
Casing | MaxGreen MGL02 Mid Tower ATX |
দামঃ এই কম্পিউটারটি star tech থেকে মাত্র ৩৮,৬০০ টাকায় ক্রয় করতে পারবেন।
বিস্তারিতঃ এই কম্পিউটারটিতে AMD Ryzen 5 Pro প্রসেসর ব্যবহার করা হয়েছে। AMD Ryzen এর প্রসেসর গেমিং করার জন্য খুবই ভালো। এছাড়াও এই কম্পিউটারটি দিয়ে আপনারা প্রাথমিকভাবে ভিডিও এডিটিং ও গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে পারবেন।
৩.প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং কাজের জন্য।
এই কম্পিউটারটি ক্রয়ের জন্য প্রায় ২ লক্ষ টাকা বাজেট থাকতে হবে। সাধারণত প্রফেশনাল ভাবে যারা গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং এর কাজ করেন তাদের জন্য এই কম্পিউটারটি। এছাড়াও এই কম্পিউটারটি ব্যবহার করে খুব ভালো গেমিং পারফরম্যান্স পাবেন।
Configuration:
Processor | AMD Ryzen 7 7700X |
Motherboard | MSI MAG B650M – MORTAR DDR5 |
RAM | 16GB DDR5 4800MHz |
Storage | 2TB and 512GB PCIe SSD |
Casing | MSI MAG FORGE 110R Mid |
দামঃ এই কম্পিউটারটি ryans computers থেকে মাত্র ১,৮৯,৭০০ টাকায় ক্রয় করতে পারবেন।
বিস্তারিতঃ AMD Ryzen 7 7700X প্রসেসর দিয়ে তৈরি কম্পিউটারটি হাই বিল্ড বলা চলে। এটি ব্যবহার করে আপনারা যেকোনো ধরনের গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং এর কাজ করতে পারবেন। এছাড়াও আপনারা এই কম্পিউটারটি নিজেদের পছন্দমত Configuration দিয়ে বিল্ড করতে পারবেন।
কম্পিউটার ক্রয়ের রেফারেন্সঃ
FAQs
সব থেকে কম দামের মধ্যে ভালো কম্পিউটার হলো Intel Pentium Gold G6400 10th gen প্রসেসরের সেরা কনফিগারেশনটি।
গেমিং কম্পিউটার ক্রয়ের জন্য প্রথমে অনলাইন থেকে Configuration পছন্দ করে নিবেন। এবং পরবর্তীতে নিকটস্থ কম্পিউটার Shop থেকে পছন্দ অনুযায়ী ডেক্সটপ বিল্ড করে নিতে পারবেন।
সম্পর্কিত কিছু পোস্টঃ